Ad-1

Thursday, October 8, 2020

বহু নির্বাচনী প্রশ্ন (পার্ট-০১)

বাংলা ভাষার ব্যাকরণ

নবম-দশম শ্রেণি

প্রথম অধ্যায়

***ভাষা

১। মানুষের কণ্ঠ নি:সৃত বাক্ সংকেতের সংগঠনকে কী বলে?
ক. ধ্বনি             খ. ভাষা             গ. বাক্য।             ঘ. শব্দ
২। ভাষার জগতে বাংলার স্থান কোথায়?
 ক. পঞ্চম              খ. সপ্তম      গ. চতুর্থ।              ঘ. তৃতীয়
৩.রেস্তোরাঁ '- শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. ফরাসি             খ. ফারসি             গ. পর্তুগিজ।             ঘ. গুজরাটি
৪। মুণ্ডারী ভাষার শব্দ কোনটি?
 ক. চোঙ্গা              খ. পেট.              গ. চুলা                          ঘ. ঢেঁকি
৫। বিভক্তিহীন নামশব্দকে কী বলে?
ক. প্রাতিপদিক             খ. শব্দ।             গ. প্রত্যয়                 ঘ. বিভক্তি
৬। নিচের কোনটি তৎসম শব্দ?
 ক. চাঁদ              খ. কুলা              গ. ভবন              ঘ. চামার
৭। কোনটি গুজরাটি শব্দ?
ক. চাকর             খ. চাবি                 গ. চৌহদ্দি             ঘ. হরতাল
৮. 'পোশাক '- কোন ভাষার শব্দ?
ক. বাংলা             খ. ফারসি             গ. সংস্কৃত                 ঘ. উর্দু
৯। ‘চাবি ’—কোন ভাষা থেকে আগত শব্দ?
 ক. ওলন্দাজ।              খ. ফারসি                  গ. ফরাসি              ঘ. পর্তুগিজ
১০। পারিভাষিক শব্দ কোনটি?
 ক. অক্সিজেন                  খ. বেতার.              গ. ম্যানেজার.          ঘ. ফাইল
১১। কোন বানানটি শুদ্ধ?
ক. বিভিষিকা             খ. বিভীষিকা             গ. বিভিষীকা                 ঘ. বিভীষীকা

***বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয়
১। কোন বিষয়টি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়?

ক. বাগধারা             খ. সামাস।             গ. কারক             ঘ. সন্ধি
২। ‘ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি?
ক) বিশেষভাবে জ্ঞাপন                 খ) বিশেষভাবে বিশ্লেষণ

 গ) বিশেষভাবে বিয়োজন                 ঘ) বিশেষভাবে আয়োজন
৩। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি?
ক) দুইটি                 খ) তিনটি             গ) চারটি                 ঘ) পাঁচটি
৪। ধ্বনির প্রতীক বা সংকেতকে কী বলে?
ক) শব্দ                 খ) বর্ণ                     গ) অক্ষর                 ঘ) কার
৫। সন্ধি, ণত্ব ও ষত্ব বিধান, বর্ণের বিন্যাস ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক) বাক্যতত্ত্ব             খ) অর্থতত্ত্ব             গ) ধ্বনিতত্ত্ব                 ঘ) রূপতত্ত্ব
৬। রূপতত্ত্বের অপর নাম কী?
ক) বাক্যতত্ত্ব             খ) শব্দতত্ত্ব             গ) ধ্বনিতত্ত্ব                 ঘ) পদক্রম
৭। বাক্যতত্ত্বের অপর নাম কী?
ক) রূপতত্ত্ব                 খ) প্রাতিপদিক             গ) পদক্রম             ঘ) ধ্বনিতত্ত্ব
৮। কোন শব্দটিতে ক্রিয়া প্রকৃতি পাওয়া যাবে?
ক) মুখর                     খ) চলন্ত                     গ) হাতল             ঘ) ফুলেল
৯। বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
ক) কৃদন্ত পদ         খ) প্রাতিপদিক                 গ) ক্রিয়ামূল             ঘ) প্রত্যয়
১০। সাধিত শব্দ কত প্রকার?
ক) দুই প্রকার             খ) তিন প্রকার             গ) চার প্রকার             ঘ) পাঁচ প্রকার
১১। কোনটি সাধিত শব্দ?
ক) হাত             খ) বই                 গ) কলম                 ঘ) গরমিল
১২। তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
ক) হাতল             খ) চলন্ত                 গ) জমা                 ঘ) লিখিত
১৩। বাংলা ভাষায় কত প্রকার উপসর্গ দেখা যায়?
ক) দুই প্রকার                 খ) তিন প্রকার             গ) চার প্রকার             ঘ) পাঁচ প্রকার
১৪। নিচের কোন শব্দে বাংলা উপসর্গ রয়েছে?
ক) বেহেড                     খ) আহার             গ) অকাজ                 ঘ) পরিহার
১৫। প্রকৃতি কত প্রকার?
ক) তিন প্রকার                 খ) পাঁচ প্রকার         গ) দুই প্রকার                 ঘ) চার প্রকার
১৬। যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে কী বলে?
ক) প্রকৃতি                 খ) কৃদন্ত পদ                 গ) তদ্ধিতান্ত পদ                 ঘ) সাধিত শব্দ


দ্বিতীয় অধ্যায়

***ধ্বনির পরিবর্তন
১. লাফ> ফাল এটি ধ্বনি পরিবর্তন কোন নিয়মে পড়ে?
ক. সমীভবন     খ. বিষমীভবন     গ. অভিশ্রুতি      ঘ. ধ্বনি বিপর্যয়
২. ফাল্গুন > ফাগুন ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে পড়ে?
ক. ধ্বনি বিপর্যয়     খ. অন্তর্হতি    গ. হ-কার লোপ     ঘ. অভিকর্ষ
৩. নিচের কোনটি বিষমীভবন এর উদাহরণ?
ক. লাল> নাল     খ. তৎ+ হিত> তদ্ধিত     গ. বিলাতি> বিলিতি     ঘ. পিশাচ > পিচাশ
৪. শব্দের মধ্যে কোন কোনো সময় কোন ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন কোন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হলে তাকে কি বলে?
ক. ব্যঞ্জনবিকৃতি     খ. পরাগত         গ. ব্যঞ্জনচ্যুতি     ঘ. প্রগত
৫. টপ+টপ> টপাটপ ধ্বনি পরিবর্তন এর কোন রীতিতে পড়ে?
ক. অপিনিহিতি     খ. সমীভবন     গ. অসমীকরণ     ঘ. দ্বিত্ব ব্যঞ্জন
৬. নিচের কোনটি ধ্বনি পরিবর্তন "অপিনিহিতি" এর উদাহরণ?
ক. কাঁদনা > কান্না     খ. দিশ্ > দিশা    গ. সকাল > সক্কাল     ঘ. বাক্য > বাইক্য
৭. ধরনা > ধন্না ধ্বনি পরিবর্তন এর কোন নিয়মে পড়ে?
ক. সমীভবন     খ. অসমীকরণ     গ. বিষমীভবন     ঘ. অভিশ্রুতি
৮. নিচের কোনটি ধ্বনি বিপর্যয় এর উদাহরণ?
ক. করলাম > কল্লাম     খ. মোজা > মুজো        গ. আজি > আজ         ঘ. রিকসা > রিসকা
৯. 'আলাহিদা > আলাদা' ধ্বনি পরিবর্তন এর কোন নিয়মের আওতায় পড়ে?
ক. মধ্যগত     খ. মধ্যস্বরলোপ     গ. অন্তর্হতি     ঘ. বিপ্রকর্ষ
১০. তুলতুলা > লুতলুতা ধ্বনি পরিবর্তন এর কোন নিয়মে পড়ে?
ক. অসমীকরণ     খ. সম্প্রকর্ষ     গ. স্বরভক্তি     ঘ. ধ্বনি বিপর্যয়
১১. নিচের কোনটি বিষমীভবন এর উদাহরণ?
ক. গলদা > গল্লা     খ. শরীর > শরীল    গ. সর্প > সপ্প         ঘ. বাকস > বাসক
১২. Apenthesis এর বাংলা পারিভাষিক অর্থ কোনটি?
ক. অন্ত্যস্বরাগম     খ. বিষমীভবন     গ. অসমীকরণ     ঘ. অপিনিহিতি
১৩. স্বরসঙ্গতি এর উদাহরণ কোনটি?
ক. স্টেশন > ইস্টিশন     খ. রাত্রি > রাইত    গ. হইবে > হবে     ঘ. দেশি > দিশি
১৪. বউদিদি > বউদি ধ্বনি পরিবর্তন এর কোন রীতিতে পড়ে?
ক. ব্যঞ্জনদ্বিত্বতা     খ. ব্যঞ্জনবিকৃতি     গ. ব্যঞ্জনচ্যুতি     ঘ. স্বরলোপ
১৫. একেই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে....
ক. মধ্যস্বরাগম     খ. অসমীকরণ        গ. বিপ্রকর্ষ      ঘ. পরাগত
১৬. নিচের কোনটি অভিশ্রুতির উদাহরণ?
ক. মাছুয়া > মেছো     খ. চুলা > চুলো     গ. তুলা > তুলো         ঘ. চারি > চাইর
১৭. নিচের কোনটি অপিনিহিতি এর উদাহরণ?
ক. জন্ম > জম্ম     খ. রত্ন > রতন     গ. মারি > মাইর     ঘ. ক্লিপ > কিলিপ
১৮. গ্রাম > গেরাম ধ্বনি পরিবর্তন এর কোন নিয়মে আওতার পড়ে?
ক. আদিস্বরাগম         খ. অন্তঃস্বরাগম         গ. মধ্যস্বরাগম             ঘ. মধ্যস্বরালোপ
১৯. পরের ই-কার/ উ -কার আগে উচ্চারিত হওয়াকে বলে-
ক. অাদি স্বরাগম         খ. অপিনিহিতি        গ. সমীভবন                 ঘ. অসমীকরণ
২০. Assimilation এর বাংলা পারিভাষিক অর্থ কি?
ক. অসমীকরণ     খ. স্বরসঙ্গতি     গ. সমীভবন     ঘ. বিষমীভবন
২১. নিচের কোনটি অন্তস্বরালোপের উদাহরণ?
ক. আজি > আজ     খ. আজি > আইজ     গ. সাধু > সাউধ     ঘ. ধর্ম> ধরম
২২. নিচের কোনটি সম্প্রকর্ষ এর উদাহরণ?
ক. সত্য > সত্যি     খ. প্রীতি > পিরীতি     গ. জানালা > জানলা    ঘ. মারল > মাল্ল
২৩. পুরোহিত > পুরুত- ধ্বনি পরিবর্তন এর কোন নিয়মে পড়ে এটি?
ক. অন্তর্হতি     খ. র- কার লোপ     গ. হ- কার লোপ     ঘ. স্বরসঙ্গতি
২৪. সম্প্রকর্ষ এর সমার্থক শব্দ কোনটি?
ক. বিপ্রকর্ষ     খ. স্বরভক্তি     গ. অভিশ্রুতি     ঘ. স্বরলোপ
২৫. আশু > আউশ - ধ্বনি পরিবর্তন এর কোন রীতিতে পড়ে?
ক. ধ্বনি বিপর্যয়         খ. অভিশ্রুতি         গ. আদি স্বরাগম         ঘ. অপিনিহিতি
২৭। নিচের কোনটি অন্তর্হতির উদাহরণ?
ক. পিশাচ>পিচাশ।             খ. ক্লিপ>কিলিপ।                 গ. ফাল্গুন>ফাগুন।         ঘ. কবাট>কপাট
৮. কোনটি সম্প্রকর্ষের উদাহরণ?
ক) জান্ লা                     খ) রতন।             গ) বউদি                 ঘ) সইত্য
৬। প্রগত স্বরসংগতির উদাহরণ কোনটি?
(ক) দেশি > দিশি             (খ) মোজা > মুজো             (গ) বিলাতি > বিলিতি             (ঘ) তুলা > তুলো
২৯। কোনটি মধ্য স্বরাগমের উদাহরণ?
(ক) দিশ > দিশা                 (খ) রত্ম > রতন             (গ) স্কুল > ইস্কুল                 (ঘ) আজি > আইজ
৯. কোনটি অভিশ্রুতির উদাহরণ?
ক. সত্য > সইত্য             খ. শুনিয়া > শুনে             গ. বেঞ্চ > বেঞ্চি             ঘ. মুলা > মুলো





***ণ-ত্ব ও ষ-ত্ব বিধান
৫ । কোন বর্ণ দুটির পর ণ ও ষ হয়?
ক. ঋ, র             খ. ট, ঠ.                 গ. ই, উ.                 ঘ. ত, থ
৬। স্বভাবতই ‘ণ’ হয় কোন শব্দে?
ক. শোণিত                             খ. কারণ।                 গ. অর্পণ                 ঘ. বর্ণনা
৯। কোন শব্দে স্বভাবতই 'ষ'- এর ব্যবহার হয়?
ক) প্রতিষেধক                 খ) আষাঢ়।                 গ) ঋষি             ঘ) কষ্ট
১০। কোন জাতীয় শব্দে 'ষ'- ব্যবহার হয় না?
ক) তৎসম।                 খ) বিদেশি         গ) অর্ধতৎসম।                 ঘ) সংস্কৃত
৭। স্বভাবতই ‘ণ’ ও ‘ষ’ ব্যবহৃত হয়েছে কোনটিতে?
(ক) মণ, কলুষ             (খ) পৌষ, হরিণ.             (গ) মরণ, অভিষেক             (ঘ) কান্ত, মুমূর্ষু
২৮। কোন ক্ষেত্রে সাধারণত ‘ণ’ হয় না, ‘ন’ হয়?
(ক) প্রত্যয়যুক্ত শব্দে                 (খ) উপসর্গযুক্ত শব্দে       
(গ) বিভক্তিযুক্ত শব্দে                 (ঘ) সমাসবদ্ধ শব্দে
১২. কোনটিতে স্বভাবতই ‘ষ’ হয়েছে? 
ক. বর্ষা                 খ. সুষমা                 গ. ঔষধ                 ঘ. ভবিষ্যৎ




***সন্ধি 

 

১. কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?  

ক) কুলটা                        খ) গায়ক                         গ) পশ্বধম                    ঘ) নদ্যম্বু  

২. কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?  

ক) একচ্ছত্র                     খ) পবিত্র                         গ) দিগন্ত                      ঘ) সজ্জন   

৩. অত্যন্ত’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?  

ক) অত্য + অন্ত              খ) অতি + অন্ত্য              গ) অতি + ন্ত                      ঘ) অতি + অন্ত

৪. তন্বী’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী?  

ক) তনু + ঈ                    খ) তনু + ই                      গ) তন্বী + ঈ                       ঘ) তনী + ব      

৫. সদা + এব’ এর সঠিক সন্ধি হলো -  

ক) সর্বদা                         খ) সর্বত্র                          গ) সদৈব                            ঘ) সর্বৈব      

৬. গায়ক’ - এর সন্ধি কোনটি?  

ক) গা + ওক                   খ) গা + অক                   গ) গা + য়ক                       ঘ) গৈ + অক   

৭. নাত + জামাই’ - এর সঠিক সন্ধিরূপ কোনটি?  

ক) নাতিজামাই                খ) নাতজামাই                 গ) নাজজামাই              ঘ) নাতনিজামাই    

৮. বনস্পতি’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?  

ক) বনস্ + পতি               খ) বনঃ + পতি                গ) বন + পতি                     ঘ) বনো + পতি    

১০. ষষ্ঠ’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?  

ক) ষট্ + থ                      খ) ষষ + থ                      গ) ষষ্ + ট                         ঘ) ষষ্ + ঠ  

১১. অন্বেষণ’ শব্দটি কোন সন্ধি?  

ক) স্বরসন্ধি .                    খ) ব্যঞ্জনসন্ধি.                 গ) বিসর্গ সন্ধি                     ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি   

১২. উপরি + উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?  

ক) উপরিউক্ত                  খ) উপর্যপরি                    গ) উপর্যুক্ত                         ঘ) পুনরপি     

১৩. পরীক্ষা’ - এর সন্ধি বিচ্ধে কোনটি?  

ক) পরি + ঈক্ষা               খ) পরী + ঈক্ষা                গ) পরী + ইক্ষা             ঘ) পরি + ইক্ষা    

১৪. যা + ইচ্ছা + তাই = যাচ্ছেতাই’ এখানে কোন ধ্বনি লোপ পেয়েছে?  

ক) আ.                            খ) অ.                              গ) ই                                               ঘ) এ      

১৫. বিদ্যালয়’ সন্ধিতে কোন সূত্রের প্রয়োগ হয়েছে?  

ক) অ + অ                      খ) অ + আ                      গ) আ + আ                  ঘ) আ + অ    

১৬. সন্ধির বিসর্গ লোপ হয় কোন সন্ধিটিতে?  

ক) প্রাতঃ + কাল             খ) শিরঃ + ছেদ                গ) শিরঃ + পীড়া                 ঘ) মনঃ + কষ্ট   

১৭. পূর্ণেন্দু’ কোন সন্ধি?  

ক) স্বরসন্ধি                      খ) ব্যঞ্জনসন্ধি                  গ) বিসর্গ সন্ধি               ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি    

১৮. কৃষ্টি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ –

ক) কৃ + ক্তি                     খ) কৃষ্ + তি                    গ) কৃঃ + তি                  ঘ) কৃষ + টি    

১৯. নিষ্কর’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?  

ক) নিঃ + কর                  খ) নীঃ + কর                   গ) নিষ + কর               ঘ) নিস্ + কর     

২০. সন্ধি’ - এর সন্ধি বিচ্ছেদ কী?  

ক) সম + ধি                    খ) সম্ + ধি                     গ) সম্ + ন্ধি                 ঘ) সণ্ + ধি    

২১. মস্যাধার’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?  

ক) মসি + আধার             খ) মস্যা + আধার            গ) মসিহ + আধার        ঘ) মসী + আধার   

২২. বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?  

ক) ব্যঞ্জনসন্ধির                                                      খ) স্বরসন্ধির                 

গ) নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির                               ঘ) নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির     

২৩. সঞ্চয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?  

ক) সন্ + চয়                   খ) সম্ + চয়                    গ) সঙ্ + চয়                ঘ) সং + চয়    

২৪. অহরহ’ - এর সন্ধিবিচ্ছেদ কোনটি?  

ক) অহঃ + রহ                 খ) অহঃ + অহ                গ) অহঃ + অহঃ           ঘ) অহ + রহ     

২৫. শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?  

ক) শীত + ঋত                খ) শীত + আর্ত                গ) শিত + ঋত              ঘ) শিত + অর্ত     

২৬. যে ক্ষেত্রে উচ্চারণে আয়াসের লাঘব হয় অথচ ধ্বনিমাধুর্য রক্ষিত হয় নাসেক্ষেত্রে কিসের বিধান নেই?  

ক) সমাসের                     খ) প্রত্যয়ের                     গ) সন্ধির                      ঘ) বচনের    

২৭. কোনটি সন্ধির উদ্দেশ্য?  

ক) শব্দের মিলন                                                     খ) বর্ণের মিল              

গ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন                                    ঘ) শব্দগত মাধুর্য সম্পাদন     

২৮. কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?  

ক) সংস্কার/পরিষ্কার         খ) অতএব                       গ) সংশয়                     ঘ) মনোহর    

২৯. কোন প্রকারের সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম?  

ক) তৎসম সন্ধি               খ) বাংলা সন্ধি                  গ) স্বরসন্ধি                    ঘ) ব্যঞ্জন সন্ধি  

৩০. যে সন্ধি কোনো নিয়ম মানে নাতাকে বলে -  

ক) ব্যঞ্জনসন্ধি                 খ) স্বরসন্ধি                       গ) নিপাতনে সিদ্ধ সন্ধি       ঘ) বিসর্গ সন্ধি     

৩১. রাজ্ঞী’ - এর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?  

ক) রাজ্ + নী                   খ) রাগ + গী                    গ) রাজন + গী              ঘ) রাজা + গি    

৩২. দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?  

ক) দু + লোক                  খ) দ্বি + লোক                  গ) দুই + লোক             ঘ) দিব্ + লোক    

৩৩. নাবিক’ - এর সন্ধিবিচ্ছেদ কোনটি?  

ক) না + ইক                    খ) নো + ইক                   গ) নৌ + ইক                ঘ) না + বিক    

৩৪. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?  

ক) পরিষ্কার                     খ) ষড়ানন                       গ) সংস্কার                    ঘ) আশ্চর্য    

৩৫. লবণ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ -  

ক) লো + অন                 খ) লব + ন                     গ) লব + অন                     ঘ) লো + বন   

৩৬. সন্ধির প্রধান সুবিধা কী?  

ক) পড়ার সুবিধা              খ) লেখার সুবিধা              গ) উচ্চারণের সুবিধা    ঘ) শোনার সুবিধা   

৩৭. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?  

ক) বাক্ + দান = বাকদান                                       খ) উৎ + ছেদ = উচ্ছেদ

গ) পর + পর = পরস্পর                                         ঘ) সম্ + সার = সংসার    

৩৮. বিসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে?  

ক) দুই                             খ) তিন                            গ) চার                          ঘ) পাঁচ    

৩৯. ত্/দ্ এর পর চ্/ছ্ থাকলে ত্/দ্ এর স্থানে চ্’ হয়। এর উদাহরণ কোনটি?  

ক) সজ্জন                       খ) সচ্ছাত্র                        গ) উচ্ছ্বাস                    ঘ) বিচ্ছিন্ন      

৪০. বৃষ্টি’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?  

ক) বৃস + টি                     খ) বৃশ + টি                      গ) বৃষ্ + তি                  ঘ) বৃষ + টি   

৪১. প্রত্যূষ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?  

ক) প্রত্য + উষ                খ) প্রত্য + ঊষ                 গ) প্রতি + উষ              ঘ) প্রতি + ঊষ     

৪২. অ-কারের পর ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়’ - এর উদাহরণ কোনটি?  

ক) মহৌষধ                     খ) বনৌষধি                     গ) পরমৌষধ                ঘ) পরমৌষধি    

৪৩. স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে?  

ক) নিপাতনে সিদ্ধ সন্ধি   খ) স্বরসন্ধি                       গ) বিসর্গ সন্ধি               ঘ) ব্যঞ্জনসন্ধি    

৪৪. মূর্ধ্য শিষ ধ্বনি ’ এর পর অঘোষ মহাপ্রাণ ’ ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?  

ক) ল্ম                              খ) ষ্ঠ                                গ) ষ্ট                             ঘ) ঞ    

৪৫. সন্ধির প্রধান উদ্দেশ্য -  

ক) স্বাভাবিক উচ্চারণে সহজসাধ্য                           খ) উচ্চারণের দ্রুততা

গ) আঞ্চলিক ভাষার মাধুর্য রক্ষা                              ঘ) স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিলন    

৪৬. প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?  

ক) বিষমীভবন                খ) সমীভবন                    গ) অসমীকরণ             ঘ) স্বরসংগতি   

৪৭. ম্ এর পরে যেকোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি?  

ক) যজ্ঞ                           খ) তন্মধ্যে                       গ) সঞ্চয়                      ঘ) রাজ্ঞী    

৪৮. অ-কার কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয় মিলে কী হয়?  

ক) এর                             খ) আর                            গ) র                             ঘ) অর    

৪৯. স্বরধ্বনির পর কোনটি থাকলে তা চ্ছ’ হয়?  

ক) দ                               খ) চ                                গ) ঝ                            ঘ) ছ    

৫০. আ + ঈ = এ - এ নিয়মের বাইরে কোনটি?  

ক) মহেশ                        খ) রমেশ                         গ) ঢাকেশ্বরী                 ঘ) গণেশ     

৫১. পর্যন্ত’ - এর সন্ধিবিচ্ছেদ কোনটি?  

ক) পর্য + ন্ত                     খ) পরি + অন্ত                 গ) পর্য + অন্ত              ঘ) প + অন্ত  

৫২. উ-কারের পর বিসর্গ (ঃ) এবং তার পরে ’ থাকলে কোন ব্যঞ্জনধ্বনি বসে?  

ক) স                               খ) ষ                                গ) শ                            ঘ) য    

৫৩. আ + ও = ঔ - এই নিয়মে সাধিত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?  

ক) মহৌষধি                    খ) মহৌষধ                      গ) বনৌষধি                  ঘ) পরমৌষধ      

৫৪. গোষ্পদ - এর সন্ধিবিচ্ছেদ কী হবে?  

ক) গোর + পদ                খ) গো + পদ                   গ) গৌ + পদ                ঘ) গৌর + পদ   

৫৫. কোনটি বিসর্গ সন্ধি?  

ক) ততোধিক                   খ) বিদ্যালয়                     গ) দিগন্ত                      ঘ) পরিচ্ছেদ    

৫৬. তৎসম সন্ধি কয় প্রকার?  

ক) তিন                           খ) দুই                              গ) চার                          ঘ) পাঁচ      

৫৭. ধনুষ্টঙ্কার’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?  

ক) ধনুঃ + টঙ্কার              খ) ধনু + টঙ্কার                গ) ধনুস + টঙ্কার          ঘ) ধনুষ টঙ্কার     

৫৮. অন্বেষণ’ শব্দটি কোন সন্ধি?  

ক) স্বরসন্ধি                      খ) ব্যঞ্জনসন্ধি                  গ) বিসর্গ সন্ধি               ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি  

৫৯. দিগন্ত’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?  

ক) দিগ + অন্ত             খ) দিক্ + অন্ত                 গ) দিক + অন্ত                 ঘ) দিগ্ + অন্ত    

৬০. পশু + অধম’ - এর শুদ্ধ সন্ধি কী?  

ক) পশ্বধম                       খ) পশ্বাধম                      গ) পশুধম                    ঘ) পশাধম    

৬১. কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই?  

ক) আয়াসের লাঘব হলে                                         খ) ধ্বনিমাধুর্য রক্ষিত না হলে

গ) শ্রুতিমধুর হলে                                                  ঘ) স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণ হলে      

৬২. কোনটি স্বরসন্ধির উদাহরণ?  

ক) কাঁচা + কলা = কাঁচকলা                                    খ) নাতি + বৌ = নাতবৌ

গ) বদ্ + জাত = বজ্জাত                                         ঘ) রুপা + আলি = রুপালি    

৬৩. নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ?  

ক) ষড়ানন                      খ) কথাচ্ছলে                   গ) পরিষ্কার                   ঘ) হস্তান্তর    

৬৪. কোনটি বাংলা ব্যঞ্জনসন্ধির উদাহরণ?  

ক) তিনেক                      খ) কতেক                       গ) শতেক                     ঘ) নিন্দুক    

৬৫. ’ কার কিংবা ’ কারের পর ’ কার কিংবা ’ কার থাকলে উভয়ে মিলে -  

ক) ঈ-কার হয়                 খ) উ-কার হয়                  গ) ও-কার হয়               ঘ) এ-কার হয়      

৬৬. শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?  

ক) শীত + ঋত                খ) সন্ধি + আর্ত                গ) শিত + ঋত              ঘ) শিত + অর্ত      

৬৭. মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?  

ক) মন + ঈষা                 খ) মনঃ + ইষা                 গ) মনস + ঈষা            ঘ) মনো + ঈষা     

৬৮. খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?  

ক) স্বরসন্ধি                      খ) ব্যঞ্জনসন্ধি                  গ) বিসর্গ সন্ধি               ঘ) বাংলা সন্ধি      

৬৯. কোনটি স্বরসন্ধির উদাহরন?  

ক) উদ্ধার                        খ) পুরস্কার                       গ) তিরস্কার                   ঘ) অতীত  

৭০. মিতা + আলি = মিতালি - এটি কোন সন্ধি?  

ক) খাঁটি বাংলা ব্যঞ্জন     খ) খাঁটি বাংলা স্বরসন্ধি   গ) তৎসম স্বরসন্ধি           ঘ) তৎসম ব্যঞ্জন সন্ধি      

৭১. ই + ঈ = ঈ - এর উদাহরণ কোনটি?  

ক) পরীক্ষা                       খ) অতীত                        গ) সতীন্দ্র                     ঘ) সতীশ      

৭২. সম্ + দর্শন’ - এর সঠিক সন্ধি কোনটি?  

ক) সুন্দর                         খ) সুদর্শন                        গ) সন্দর্শন                    ঘ) সৌন্দর্য    

৭৩. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?  

ক) অন্যান্য                     খ) প্রত্যেক                      গ) স্বল্প                                ঘ) তন্বী    

৭৪. সংবাদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?  

ক) সম্ + বাদ                  খ) সঃ + বাদ                    গ) সং + বাদ                      ঘ) সৎ + বাদ      

৭৫. শুভেচ্ছা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?  

ক) শুভ + অচ্ছা              খ) শুভ + এচ্ছা                গ) শুভ + ইচ্ছা             ঘ) শুভে + ইচ্ছা    

৭৬. কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ?  

ক) প্রত্যেক                      খ) রাজ্ঞী                          গ) মার্তন্ড/পৌঢ়            ঘ) গায়ক    

৭৭. গবেষণা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?  

ক) গব + এষণা               খ) গো + এষণা                গ) গো + ষণা                     ঘ) গ + বেষণা     

৭৮. অন্বেষণ’ - এর সঠিক সন্ধিবিচ্ছেদ কী?  

ক) অন্ব + এষণ               খ) অনু + এষণ                গ) অন্ব + ষণ                      ঘ) অনু + ষণ    

৭৯. বিসর্গ সন্ধিকে সাধারণত ভাগ করা হয়েছে কয় ভাগে?  

ক) তিন ভাগে                  খ) ছয় ভাগে                    গ) দু ভাগে                   ঘ) নয় ভাগে    

৮০. ঔ + উ = আব্ + উ - এ সূত্র প্রয়োগে সন্ধি হয়েছে কোনটির?  

ক) পাবক                        খ) নাবিক                        গ) ভাবুক                      ঘ) গায়ক      

৮১. ঔ + উ = আব্ + উ - এই সূত্র প্রয়োগে সন্ধি হয়েছে কোনটির?  

ক) পাবক                        খ) নাবিক                        গ) ভাবুক                      ঘ) গায়ক    

৮২. জনৈক’ - শব্দটির সন্ধিবিচ্ছেদ -  

ক) জন + ঐক                খ) জন + নৈক                 গ) জন + এক               ঘ) জন + ঔক     

৮৩. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?  

ক) তস্কর                         খ) উত্থান                        গ) পরিষ্কার                   ঘ) সংস্কার    

৮৪. সন্ধি’ বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?  

ক) ধ্বনিতত্ত্ব                    খ) শব্দতত্ত্ব                      গ) রূপতত্ত্ব                   ঘ) বাক্যতত্ত্ব      

৮৫. জগজ্জীবন’ শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসারে হয়েছে?  

ক) ত্ + ঝ                       খ) ত্ + জ                       গ) দ্ + জ                     ঘ) দ্ + ঝ    

৮৬. বিদ্যালয়’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?  

ক) বিদ্য + আলয়            খ) বিদ্যা + অলয়             গ) বিদ + আলয়           ঘ) বিদ্যা + আলয়     

৮৭. আ + আ = আ হয় - এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে?  

ক) প্রাণাধিক                    খ) কথামৃত                      গ) রত্নাকর                   ঘ) মহাশয়    

৮৮. নিপাতনে সিদ্ধ সন্ধি কয় প্রকার?  

ক) পাঁচ                           খ) চার                             গ) তিন                         ঘ) দুই    

৮৯. আ + আ = আ হয় - এ সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে?  

ক) সদানন্দ                     খ) কথামৃত                      গ) দেবালয়                   ঘ) প্রাণাধিক    

৯০. উপরি + উপরি সন্ধি সাধিত শব্দ কোনটি?  

ক) উপর্যুপরি                   খ) উপর্যপরি                    গ) উপরিউপার             ঘ) পুনরপি    

৯১. অহর্নিশ - সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?  

ক) অহ + নিশ                 খ) অহো + নিশা              গ) অহঃ + নিশা            ঘ) অহর + নিশ     

৯২. ষোড়শ’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?  

ক) ষট + অশ                  খ) ষট্ + দশ                    গ) ষড় + অশ               ঘ) ষড় + দশ     

৯৩. তদবধি’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?  

ক) তত + বধি                  খ) তৎ + বধি                   গ) তদ + অবধি            ঘ) তৎ + অবধি     

৯৪. উৎ + ছেদ =  

ক) উচ্ছেদ                       খ) উৎছেদ                       গ) উছ্যেদ                    ঘ) উৎছাদ    

৯৫. ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?  

ক) স্বরসন্ধি                      খ) ব্যঞ্জনসন্ধি                  গ) বিসর্গ সন্ধি               ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি   

৯৬. সম্ + দর্শন’ - এর সঠিক সন্ধি কোনটি?  

ক) সুন্দর                         খ) সুদর্শন                        গ) সন্দর্শন                    ঘ) সৌন্দর্য     

৯৭. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?  

ক) পবন                          খ) গবাক্ষ                         গ) পরিচ্ছদ                  ঘ) সজ্জন    

৯৮. অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি?  

ক) তৎ + রূপ = তদ্রুপ     খ) সম্ + তাপ = সন্তাপ   গ) রাজ্ + নী = রাজ্ঞী   ঘ) তদ্ + কাল = তৎকাল      

৯৯. দুর্যোগ’ - এর সন্ধিবিচ্ছেদ কী?  

ক) দুহঃ + যোগ               খ) দুঃ + যোগ                  গ) দুর + যোগ                    ঘ) দুহ + যোগ     

 ১০০. মুখচ্ছবি’ শব্দটি সন্ধির কোন নিয়মে পড়ে?  

ক) স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি      খ) ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি

গ) ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি    ঘ) ব্যঞ্জনধ্বনি + বিসর্গ ধ্বনি    

১০১. রবীন্দ্র’ - এর সন্ধিবিচ্ছেদ কোনটি?  

ক) রব + ইন্দ্র                   খ) রবী + ইন্দ্র                   গ) রবি + ইন্দ্র               ঘ) রবি + ঈন্দ্র    

১০২. স্বাগত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?  

ক) সু + আগত                খ) স্ব + আগতওঃ             গ) সা + আগত             ঘ) সৃ + আগত      

১০৩. মতৈক্য’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?  

ক) মত + এক                 খ) মত + ঐক্য                গ) মতঃ + এক             ঘ) মতঃ + ঐক্যঃ    

১০৪. সংস্কার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?  

ক) সঃ + কার                  খ) সম্ + কার                  গ) সং + কার                      ঘ) সৎ + কার    

১০৫. কোনটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ?
ক. দুষ্কর                 খ. ভাস্কর।                 গ. নিষ্পন্দ                     ঘ. নমস্কার
১০৬. মনীষা'- এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) মনশ: + ঈষা             খ) মন: + ঈষা             গ) মনস+ ঈষা             ঘ) মনি+ঈষা
১০৭. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
ক) গবাক্ষ             খ) পুনরায়।             গ) পরিষ্কার।             ঘ) মনোহর
১০৮. আ+অ=আ '- নিচের কোন শব্দটি এ সূত্রানুসারে হয়েছে?
(ক) হস্তান্তর             (খ) রত্নাকর                 (গ) কথামৃত                     (ঘ) সদানন্দ
১০৯. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
(ক) পাবক                 (খ) গবাক্ষ                 (গ) সুবন্ত                 (ঘ) তন্বী
১১০. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি?
(ক) গবেষণা             (খ) অন্বিত।                 (গ) গবাক্ষ                 (ঘ) অত্যুক্তি
১১১. শিরঃপীড়া এর সন্ধিবন্ধ রূপ কোনটি? 
ক. শিরপিড়া             খ. শিরঃপীড়া                 গ. কিরপীড়া                 ঘ. শিরপীড়া


তৃতীয় অধ্যায়


***পুরুষ ও স্ত্রীবাচক শব্দ
১৬। ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
(ক) মালিকা             (খ) বালিকা                 (গ) নবীনা                 (ঘ) কনিষ্ঠা
৭। ‘বিদ্বান’-এর লিঙ্গান্তর কোনটি?
ক. বিদ্বানী                 খ. বিদ্যানী             গ. বিদ্যাবতী                     ঘ. বিদুষী
১৩. কোনটি বৃহদার্থে স্ত্রীবাচক শব্দ?
ক) হিমানী             খ) পুস্তিকা                 গ) অরণ্যানী                     ঘ) গীতিকা
১৪. 'কুলি'- শব্দের লিঙ্গান্তর কী হবে?
ক) কামিনী             খ) কুলিনী                 গ) কামিন।                         ঘ) কামীনি
৯। ‘অনেক সময় আলাদা আলাদা শব্দে পুরুষবাচক ও স্ত্রীবাচক বোঝায়’—এর উদাহরণ কোনটি?
(ক) বেয়াই – বেয়াইন                                        (খ) জেলে – জেলেবউ
 (গ) বেটা ছেলে – মেয়ে ছেলে                         (ঘ) কবি – মহিলা কবি
২৮। কোনটির লিঙ্গান্তর হয় না?
(ক) চাতক                 (খ) নেতা                 (গ) কৃতদার                 (ঘ) মানব
১৪. সংস্কৃত স্ত্রীবাচক শব্দের বিশেষণ কী হয়? 
ক. পুরুষবাচক             খ. স্ত্রীবাচক                 গ. উভয়বাচক                 ঘ. নিত্য স্ত্রীবাচক



***সংখ্যাবাচক শব্দ
১১। সংখ্যা গণনার মূল একক কী?
(ক) শূন্য                 (খ) দশক.                 (গ) একাধিক                 (ঘ) এক
১০। অঙ্কবাচক সংখ্যায় ১ থেকে ১০০ গুণের পদ্ধতিকে কী বলা হয়ে?
(ক) দশ গুণোত্তর পদ্ধতি                 (খ) বাইনারি পদ্ধতি
 (গ) ক্রমবাচক পদ্ধতি                         (ঘ) একক গুণোত্তর পদ্ধতি
১৮. কোনটি ক্রমবাচক শব্দ?
ক) দ্বাবিংশ                 খ) আটই।                 গ) ১৯।             ঘ) বাইশ
১৯। পূর্ণ সংখ্যার ন্যূনতাবাচক সংখ্যা শব্দ কোনটি?
ক) তিন।                     খ) তেহাই।                 গ) দোসরা             ঘ) তেরই

***বচন
২৬. বচন অর্থ কী?
ক) সংখ্যার ধারণা                     খ) গণনার ধারণা             গ) ক্রমের ধারণা         ঘ) পরিমাণের ধারণা
২৭. কেবল কোন কোন পদের বচনভেদ হয়?
ক) বিশেষ্য ও বিশেষণ।             খ) সর্বনাম ও ক্রিয়া         গ) ক্রিয়া ও অব্যয়।         ঘ) বিশেষ্য ও সর্বনাম
২৪. 'কুসুম'- শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?
ক) নিচয়।                 খ) নিকর।             গ) মালা                 ঘ) রাজি
২৫. রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না। - এটি কোন নিয়মে বহুবচন হয়েছে?
ক) বিভক্তিযুগে             খ) দ্বিত্বযুগে                 গ) বিশেষ নিয়মে             ঘ) প্রত্যয়যুগে
২০. প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনটি?
ক) আবলি                     খ) সকল।                 গ) বৃন্দ।                     ঘ) গুচ্ছ
২২। নিচের কোন শব্দ দুটো কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়?
ক. রাশি, রাজি                 খ. সব, সমূহ।                 গ. কুল, বৃন্দ।                     ঘ. পাল, যূথ
১১। 'কমল' - শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?
ক) নিচয়।                         খ) নিকর।                     গ) দাম                     ঘ) রাজি



***পদাশ্রিত নির্দেশক
১.যে প্রত্যয় কোনো পদের নির্দিষ্টতা বোঝায় তাকে কী বলে?
ক) সংখ্যা             খ) পদাশ্রিত নির্দেশক                 গ) লিঙ্গ                 ঘ) উপসর্গ
২. কী ভেদে পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা প্রযুক্ত হয়?
ক. কালভেদে             খ. পুরুষভেদে             গ. বচনভেদে                 ঘ. স্থানভেদে
৩. বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে কোনটি ব্যবহৃত হয়?
(ক) তা             (খ) টুকু                     (গ) গোটা                             (ঘ) খানা
৪. সারাটি সকাল তোমার আশায় বসে আছি"-এখানে টি কোন অর্থ প্রকাশ করেছে?
ক) অনির্দিষ্ট         খ) সার্থকভাব         গ)নিরর্থকভাব।             ঘ) অর্থপূর্ণভাব
৫.পরিমাণের স্বল্পতা বুঝাতে কোন পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়?
ক) টুকু                 খ) টা                 গ)গুলো                     ঘ) এক
৬.'নির্দেশক সর্বনাম ' - এর সাথে টা, টি যুক্ত হলে তা কী হয়?
ক) উৎকৃষ্ট         খ) সুনির্দিষ্ট            গ) নিকৃষ্ট             ঘ) অস্পষ্ট
৭. নিচের কোন পদাশ্রিত নির্দেশক বিশেষ অর্থে ব্যবহৃত হয়?
ক) কেতা, পাটি             খ) গোটা,টা                 ৪"গ*-) খানা, টুকু         ঘ) গুলো, গুলি।
৮. নিচের কোন পদাশ্রিত নির্দেশক বিশেষ অর্থে ব্যবহৃত হয়?
ক) কেতা, পাটি         খ) গোটা,টা         গ) খানা, টুকু                 ঘ) গুলো, গুলি।
৯. 'ছুয়োনা ছুঁয়োনা ওটি লজ্জাবতী লতা"- এ বাক্যে কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক?
ক) ছুঁয়োনা                খ) ওটি                 গ) লজ্জাবতী                ঘ) লতা
১০. ন্যাকামিটা এখন রাখ - এ বাক্যে কী অর্থে 'টা'- এর ব্যবহার হয়েছে?
ক) নিরর্থকতা         খ) সার্থকতা         গ) দ্ব্যর্থকতা                     ঘ) ভিন্নার্থকতা
১১. গোটা সাতেক আম এনো '- বাক্যটিতে 'গোটা'- কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) নির্দিষ্ট অর্থে         খ) অনির্দিষ্ট অর্থে                 গ) স্বল্পার্থে                 ঘ) অধিক অর্থে
১২। ‘যূথ’ শব্দটি কোনটির বহুবচনে ব্যবহৃত হবে?
(ক) গুরু                 (খ) মহিষ.                         (গ) হস্তি                     (ঘ) মনুষ্য


***ধাতু প্রকরণ
২৭.মৌলিক ধাতুর অপর নাম কি?
ক) স্বয়ংসিদ্ধ ধাতু৷             খ) ণিজন্ত ধাতু৷                 গ) নামধাতু                 ঘ) প্রযোজক ধাতু
১৯। মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে ‘আ’ প্রত্যয় যোগে কোন ধাতু গঠিত হয়?
(ক) নিজন্ত ধাতু                 (খ) সংযোগমূলক ধাতু             (গ) সাধিত ধাতু             (ঘ) সবগুলো
১৬। বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয়ের সঙ্গে কর, দে, পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতু সংযুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয়, তাকে কী বলে?
(ক) মিশ্র ধাতু             (খ) মৌলিক ধাতু                 (গ) কর্মবাচ্যের ধাতু                 (ঘ) যৌগিক ধাতু
২৬. নিচের কোনটি অজ্ঞাতমূল ধাতু?
ক) হৃ                         খ) টান৷                 গ) হের৷                         ঘ) কহ্
২৭। হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে?—বাক্যে ব্যবহৃত ‘হের’ ধাতুটি কোন ভাষার?
(ক) আরবি                 (খ) হিন্দি            (গ) ফারসি                     (ঘ) অজ্ঞাতমূল
২৬। ‘যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর’—এখানে ‘হারায়’ কোন ধাতু?
(ক) নাম ধাতু                                         (খ) সংযোগমূলক ধাতু
(গ) কর্মবাচ্যের ধাতু                             (ঘ) ভাববাচ্যের ধাতু
১৯."এখন সাবধান হও,নতুবা আখের খারাপ হবে " - 'হও'-কোন ধাতুর উদাহরণ -
ক) সাধিত ধাতু                 খ) মৌলিক ধাতু             গ) সংযোগমূলক ধাতু                 ঘ) কর্মবাচ্যের ধাতু
২২. বিদেশি ধাতু কোনটি?
ক. ফির্                 খ. বুঝ্                     গ. গঠ্                         ঘ. স্থা


***কৃৎ প্রত্যয়ের বিস্তারিত আলোচনা
১. কৃৎ প্রত্যয় সাধিত পদকে কী বলে?
ক) ক্রিয়াপদ             খ) প্রকৃতি                 গ) ক্রিয়া প্রকৃতি                 ঘ) কৃদন্ত পদ
২. প্রত্যয় সাধিত পদ কোন পদ হয়? 
ক. বিশেষ্য             খ. বিশেষণ                 গ. বিশেষ্য ও বিশেষণ             ঘ. ক্রিয়া
৩. কোনো কোনো ক্ষেত্রে কৃৎ প্রত্যয় যোগ করলে কৃৎ প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয়। এ পরিবর্তনকে বলা হয়—
(ক) যোগ ও গুণ         (খ) যোগ ও বৃদ্ধি             (গ) গুণ ও বৃদ্ধি             (ঘ) গুণ ও ভাগ
৪. কৃৎ প্রত্যয় সাধিত পদকে কী বলে?
ক) ক্রিয়াপদ             খ) প্রকৃতি                 গ) ক্রিয়া প্রকৃতি                 ঘ) কৃদন্ত পদ
৫. ধাতুকে কখন ক্রিয়াপ্রকৃতি বলা হয়?
ক. ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হলে                 খ. ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হলে 
গ. ধাতু থেকে ক্রিয়াপদ গঠিত হল             ঘ. ধাতুর সঙ্গে কৃদন্ত পদ যুক্ত হলে
৬. ‘সুপ্ত '-শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
(ক) সুপ + ক্ত                 (খ) স্বপ + ত                 (গ) স্বাপ + ক্ত                     (ঘ) সৃজ + ক্ত
৭. ‘উপ্ত’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?
(ক) উপ + ক্ত                 (খ) বচ + ক্ত                     (গ) বপ্ + ক্ত                 (ঘ) উক+ ক্ত
৮. 'মোড়ক' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. মুট + অক             খ. মোড় + অক                         গ. মোড়া +অক             ঘ. মুড়+অক
৯. ‘মুক্তি’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?
(ক) মুচ্ + ক্তি             (খ) মুক + তি            (গ) মুচ্ + তি                    (ঘ) মু + ক্তি
১০. কৃ+ম্যণ = কার্য—কোন সূত্রে কৃদন্ত পদটি সাধিত হয়েছে?
ক. বৃদ্ধি                     খ. গুণ।                     গ. যোগ                             ঘ. পূরণ
১১. 'মুক্ত ' শব্দের সঠিক প্রকৃতি ওপ্রত্যয় কোনটি?
ক) মু+ক্ত                 খ) মুক+ত।                     গ) মুহ+ ক্ত।                     ঘ) মুচ্+ক্ত
১২.'চূর্ণ '- শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক) চুর + ণ ।                 খ) চু +অর্ণ             গ) চুর + ক্ত                     ঘ) চুর + ষ্ণ




***তদ্ধিৎ প্রত্যয়
১' উমেদারি ' - কোন অর্থে তদ্ধিত প্রত্যয়?
ক) মালিক অর্থে             খ) জাত অর্থে             গ) ব্যবসায় অর্থে                 ঘ) ভাব অর্থে
২. উপজিবীকা অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে কোনটিতে?
ক) গেঁয়ো                     খ) মেছো                     গ) টেকো                             ঘ) গেছো
৩. 'মহিমা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) মহি+মা৷                 খ) মহা + ইমা মহা৷             গ) মহৎ+ইমন৷                 ঘ) মহা+ইমর।
৪. কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) গেঁয়ো৷                 খ) মেছো৷                 গ) টেকো৷                     ঘ) গেছো।
৫. 'জাত'- অর্থে কোনটিতে 'আই' প্রত্যয় যুক্ত হয়েছে?
ক) ঢাকাই                 খ) মোগলাই৷                 গ) মিঠাই৷                     ঘ) চড়াই।
৬' শান্তি'- শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক)শাম+তি                 খ) শম + তি                 গ) শান্ত + ই।                 ঘ) শম্+ ক্তি
৭. ঈশ্বর '- শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী হবে?
ক) ঈশ্+ বর                 খ) ঈশ্ব + র                 গ) ঈশ্ব + বর                     ঘ) ঈশ্+ র
৮.শৈশব - এর প্রকৃতি - প্রত্যয় কোনটি?
ক) শিশু + ষ্ণ                 খ) শিশু + ষ্ণ্য                 গ) শিশু + শব।                     ঘ) শৈ+শব
৯.অপত্য অর্থ প্রকাশ করে কোনটি?
ক) মনু+ ষ্ণ।                 খ) গুরু + ষ্ণ।                         গ) সুন্দর + ষ্ণ্য।             ঘ) সাহিত্য + ষ্ণিক
১০ বিদেশি তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি?
ক. গিন্নীপনা     খ. মেঘলা     গ. নীলিমা     ঘ. মেধাবী
১১. বৃহদার্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে?
ক. ডিঙা             খ. ডিঙি            গ. ডাঙা         ঘ. ডোঙা
১২। কোন শব্দে প্রত্যয় ‘উপজীবিকা’ অর্থে ব্যবহার হয়েছে?
ক. গেঁয়ো             খ. মেছো            গ. টেকো             গ. গেছো.
১৩। ‘অর্থহীনভাবে’ অর্থে প্রত্যয় যুক্ত শব্দ কোনটি ?
ক. মিঠাই                     খ. লোনা        গ. লেজুড়         খ. সাপুড়ে
১৪ ‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. মহি + মন     খ. মহা + ইমান        গ. মহা + ইমন         ঘ. মহৎ + ইমন
১৫. কোনটিতে ‘অপত্য’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. আগ্নের             খ. দাশরথি        গ. হৈমন্তিক             ঘ. সৌর
১৬. ‘দার ও বাজ’ প্রত্যয় দুটি যথাক্রমে কোন ভাষার?
ক. উর্দু ও হিন্দি                        খ. হিন্দি ও ফারসি
গ. দুটোই ফারসি                    ঘ. দুটোই উর্দু ভাষার
১৭। ‘ বৈজ্ঞানিক’ শব্দটিতে কী অর্থে ‘ষ্ণিক’ প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. দক্ষ বা বেত্ত অর্থে            খ. বিষয়ক বা বিষয় অর্থে
গ. জ্ঞাত বা ভাবার্থে                 ঘ. বিশেষ্য বা বিশেষণ গঠনে
১৮। ‘ শৈশব’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. শিশু + ষ্ণ         খ. শিশু + ঞ্জ্য        গ. শিশু + ষ্ণ্য         ঘ. শৈশ+অব
১৯। ‘জাত’ অর্থে কোনটিতে ‘আই’ প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. ঢাকাই             খ বোনাই        গ. মিঠাই                     ঘ. চড়াই
২০। কোনটিতে বৃত্তি অর্থে ‘ই’ প্রত্যয় হয়েছে?
ক. জমিদার+ই = জমিদারি            খ. ভাগলপুর + ই = ভাগলপুরি
গ. মোক্তার + ই = মোক্তার                    ঘ. দান+ই = দানী
২১। কোনটিতে উপকরণ বুঝাতে প্রত্যয় হয়েছে?
ক. পাথুরে     খ.মেছো    গ. জেলে     ঘ. মহাত্মা
২২। নৈপুণ্য বুঝাতে ইয়া>এ প্রত্যয়ের উদাহরণ কোনটি?
ক. মুটে     খ.জেলে    গ. খুনে     ঘ. বেলে
২৩। কর্তৃকারকে এক বচনে ‘ইন্’ প্রত্যয় কোন রূপ গ্রহণ করে?
ক) ইনি     খ) ঈ    গ) ইনী         ঘ) ই
২৪। ‘সই’ প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ কোনটি?
ক) জুতসই         খ) টিপসই        গ) নামসই     ঘ) সবগুলোই
২৫। মনু + ষ্ণ = মানব- এখানে প্রত্যয়টি কী অর্থে যুক্ত হয়েছে?
ক. উপাসক     খ. অপত্য    গ. ভাব     ঘ. সম্পর্ক বুঝাতে
২৬। কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যয় সাধিত শব্দ?
ক. কাব্য     খ. শীতল    গ. শ্রীমান     ঘ. সৌর
২৭। ‘য’ প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি?
ক) প্রাচ্য         খ) সৌভাগ্য    গ) শৈব     ঘ) সবগুলো
২৮। বিদেশি প্রত্যয় সাধিত শব্দের উদাহরণ কোনটি?
ক. হাজিরা     খ. হাতা    গ. জবানবন্দী     ঘ. লঘিষ্ঠ
২৯। ‘সৌভাগ্য’ শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. সুভগ + ষ্ণ্য         খ. সুভগ + ষ্ণ    গ. সৌভগ + ষ্ঞ্য     ঘ. সৌভগ + ষ্ঞ
৩০। কোনটি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ?
ক. পাঠক খ. লাজুক    গ. বালক ঘ. ডাকু
৩১। ‘কুসুমিত’ এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. কুসুম + ঈত    খ. কুসম + উত    গ. কুসুম + ঊত    ঘ. কুসুম + ইত
৩২ । ‘গরিষ্ঠ’ শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি?
ক. গরি + ইষ্ঠ     খ. গুরু + ইষ্ঠ    গ. গরি + ষ্ঠ     ঘ. গুরু + ষ্ঠ



***শব্দের শ্রেণিবিভাগ

১।   যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যাবহারিক অর্থ একই রকম হয় তাকে কী বলে?

    ক) মৌলিক শব্দ       খ) যৌগিক শব্দ    গ) রূঢ়িশব্দ      ঘ) যোগরূঢ় শব্দ

২।   যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে কী বলে?

    ক) যৌগিক শব্দ       খ) রূঢ়ি শব্দ       গ) যোগরূঢ় শব্দ   ঘ) মৌলিক শব্দ

৩।   পঙ্কজ’ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থেই ব্যবহৃত হয়তাই শব্দটি

    ক) বিভক্তিযুক্ত শব্দ     খ) মৌলিক শব্দ    গ) যৌগিক শব্দ        ঘ) যোগরূঢ় শব্দ

৪।   কোনটি যৌগিক শব্দ?

    ক) বাঁশি     খ) পাঞ্জাবি    গ) পঙ্কজ    ঘ) বাবুয়ানা

৫।   কোন রূঢ়ি শব্দটি উপসর্গযোগে গঠিত হয়েছে?

    ক) বাঁশি   খ) তৈল   গ) পাঞ্জাবি ঘ) প্রবীণ

৬।   উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্ত?

    ক) দুই ভাগে         খ) তিন ভাগে    গ) পাঁচ ভাগে         ঘ) ছয় ভাগে

৭। ভাষার মূল উপাদান কী?

    ক) অক্ষর খ) বাক্য   গ) বর্ণ    ঘ) ধ্বনি

৮। কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না?

    ক) যৌগিক শব্দ       খ) মৌলিক শব্দ      গ) সাধিত শব্দ        ঘ) রূঢ় শব্দ

৯। মৌলিক শব্দ কোনটি?

    ক) গায়ক    খ) গোলাপি গ) গোলাপ   ঘ) হরিণ

১০। কোনটি মৌলিক শব্দ নয়?

    ক) গোলাপ     খ) নাক   গ) লাল   ঘ) চাঁদমুখ

১১। গঠনমূলক দিক থেকে শব্দ কত প্রকার?

    ক) দুই    খ) তিন   গ) চার    ঘ) পাঁচ

১২। সমাস নিষ্পন্ন যেসব শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদগুলোর অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের কোন শব্দ বলে?
(ক) যোগরূঢ় শব্দ             (খ) রূঢ়ি শব্দ.         (গ) যৌগিক শব্দ                 (ঘ) মৌলিক শব্দ
১৩. 'দৌহিত্র' কোন শ্রেণীর শব্দ?
ক) রূঢ়ি শব্দ৷             খ) যৌগিক শব্দ৷             গ) যোগরুঢ় শব্দ             ঘ) দেশি শব্দ।
১৪. নিচের কোনটি 'যোগরূঢ়' শব্দ?
ক) বাঁশি৷                 খ) পাঞ্জাবি৷                         গ) মহাযাত্রা৷                     ঘ) সন্দেশ
১৫.যোগরুঢ় শব্দ কোনটি?
ক) বাঁশি                 খ) পাঞ্জাবি                     গ) রাজপুত।                         ঘ) বাবুয়ানা
১৬.' জলধি '- কোন ধরনের শব্দ?
ক) রূঢ়ি শব্দ।             খ) যৌগিক শব্দ।             গ) মৌলিক শব্দ।             ঘ) যোগরুঢ় শব্দ
১৭.' সন্দেশ '- শব্দের প্রকৃতি - প্রত্যয়গত অর্থ কী?
ক) অন্য দেশ।             খ) সুস্বাদু খাবার।             গ) সংবাদ                     ঘ) মিষ্টান্ন
১৮. ' মহাযাত্রা ' কোন শ্রেণির শব্দ?
ক) রুঢ়ি শব্দ।             খ) যৌগিক শব্দ।                 গ) যোগরুঢ় শব্দ।         ঘ) দেশি শব্দ
১৯.' প্রবীণ '- কোন ধরনের শব্দ?
ক) রূঢ়ি শব্দ।             খ) যৌগিক শব্দ।                 গ) মৌলিক শব্দ।                 ঘ) যোগরুঢ় শব্দ
২০। যোগরূঢ় শব্দ কিভাবে ‘রাজপুত’ শব্দের অর্থ কী?
(ক) রাজার পুত্র             (খ) জায়গার নাম             (গ) রাজার সম্পত্তি             (ঘ) জাতিবিশেষ



চতুর্থ অধ্যায়
***পদ প্রকরণ

১. পদগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

ক) দুই              খ) পাঁচ                         গ) চার              ঘ) সবগুলোই

২.  বিশেষ্য পদ কত প্রকার?
ক) পাঁচ            খ) ছয়              গ) সাত            ঘ) আট

৩.কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?

(ক) সমিতি                     (খ) গরু                         (গ) বীরত্ব                     (ঘ) গীতাঞ্জলি
৪. বাংলা রীতিতে দুইয়ের মধ্যে তুলনায়যার সাথে তুলনা করা হয় তার পরে কী বসে?
ক) অপেক্ষাচেয়ে        খ) সবচেয়েসর্বাপেক্ষা              গ) ক ও খ         ঘ) কোনটিই নয়
৫. ভাব বিশেষণ কত প্রকার?
ক) দুই              খ) তিন             গ) চার              ঘ) ছয়
৬. বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কী বলে?
ক) ক্রিয়াপদ                 খ) প্রাতিপদিক                          গ) পদ              ঘ) নামপদ
৭. ‘মুখ যেন পদ্ম ফুল’ বাক্যটিতে ‘যেন’ অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) তুলনায়                   খ) উপমায়       গ) অনুমানে                 ঘ) সম্ভাবনায়
৮. ‘গমনশোনা’ কোন প্রকারের পদ?
ক) বিশেষ্য                   খ) বিশেষণ       গ) সর্বনাম                    ঘ) ক্রিয়া
৯. অব্যয় প্রধানত কত প্রকার?
ক) দুই              খ) তিন             গ) চার              ঘ) পাঁচ
১০. কোনটি গুণবাচক বিশেষ্য?
ক) দুঃখ            খ) নাচা             গ) মুসলমান                 ঘ) জনতা
১১. ‘অতি ভক্তি চোরের লক্ষণ’ বাক্যটিতে রয়েছে
ক) নাম বিশেষণ
           খ) ভাব বিশেষণ                        গ) ক্রিয়া বিশেষণ         ঘ) বাক্যের বিশেষণ
১২. ‘নূপুরের আওয়াজ’-এর অনুকরণে সৃষ্ট অনুকার অব্যয় হলো
ক) কড় কড়                 খ) মর মর                    গ) রুম ঝুম                  ঘ) টুং টাং

১৩.সামীপ্যবাচক সর্বনাম কোনগুলো?

(ক) সবসকলতাবৎ                     (খ) এরাইহারাইনি
(গ) ওইওই সবসব                         (ঘ) নিজেখোদআপনি
১৪. ভাব বিশেষণ কত প্রকার?
ক) তিন প্রকার৷        খ) চার প্রকার৷             গ) পাঁচ প্রকার                 ঘ) ছয় প্রকার।
১৫. 'সবুজ মাঠ','কালো মেঘ'- এগুলো কী বাচক বিশেষণ নাম বিশেষণ?
ক) গুণবাচক             খ) রূপবান৷             গ) ভাববাচক             ঘ) অবস্থা বাচক
১৬. কোনটি রূপবাচক বিশেষণ?
(ক) সবুজ মাঠ             (খ) ঠাণ্ডা হাওয়া             (গ) বেলে মাটি             (ঘ) চৌচালা ঘর
১৭. এ এক বিরাট সত্য’—এখানে সত্য’ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
(ক) বিশেষণ                 (খ) বিশেষ্য             (গ) নাম বিশেষণ                 (ঘ) ক্রিয়া বিশেষণ
১৮. "মরি মরি,কী সুন্দর প্রভাতের রূপ!"- এখানে অনন্বয়ী অব্যয় কী প্রকাশ পেয়েছে?
ক) বিরক্তি৷                 খ) উচ্ছ্বাস৷                 গ) যন্ত্রণা৷                 ঘ) সম্মতি
১৯. "নিশীথ রাতে বাজছে বাঁশি"- এ বাক্যে 'নিশীথ কোন পদ?
ক) ক্রিয়া৷                     খ) বিশেষ্য৷                 গ) বিশেষণ পদ                 ঘ) ক্রিয়া বিশেষণ
২০. পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির'- এ বাক্যে 'মিটির মিটির'- কোন পদ?
ক) বিশেষ্য।                 খ) বিশেষণ।                 গ) অব্যয়।                     ঘ) সর্বনাম
২১. "ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন"- এটি কোন বিশেষণের উদাহরণ?
ক) ক্রিয়া বিশেষণ৷         খ) বাক্যের বিশেষণের৷              ) বিশেষণ৷                 ঘ) অব্যয়ের বিশেষণ
২২. সামান্য একটু দুধ দাও'- এ বাক্যে 'সামান্যকোন পদ?
ক) বিশেষ্য৷             খ) অব্যয়৷             গ) সর্বনাম৷                 ঘ)বিশেষণ
২৩. 'নবম শ্রেণী', 'প্রথমা কন্যাএখানে 'নবম', 'প্রথমকোন জাতীয় বিশেষণ?
ক) ক্রমবাচক                 খ) সমষ্টিবাচক৷             গ) পরিমাণবাচক                 ঘ) সংখ্যাবাচক:
২৪. কোনটি ভাববাচক বিশেষ্য?
ক) সৌরভ                     খ) লবণ ৷             গ) তারল্য৷                         ঘ) ভোজন
২৫. 'যথা ধর্ম তথা জয়"- এটি কোন অব্যয়ের উদাহরণ?
ক) নিত্য সম্বন্ধীয় অব্যয়৷                 খ) অনুকার অব্যয়৷                 গ) বাক্যালঙ্কার অব্যয়।
২৬. যেমন কর্ম তেমন ফলবাক্যে কোন ধরনের অব্যয় ব্যবহৃত হয়েছে?
(ক) নিত্য সম্বন্ধীয়             (খ) অনুকার             (গ) অনন্বয়ী                 (ঘ) বাক্যালঙ্কার
২৭. ব্যতিহারিক সর্বনামের উদাহরণ কোনটি?
(ক) সবসকল             (খ) পরস্পর.                 (গ) তাবৎ                     (ঘ) অপর
২৮. স্বয়ং বক্তা কোন পুরুষ?
(ক) নাম পুরুষ             (খ) মধ্যম পুরুষ             (গ) উত্তম পুরুষ             (ঘ) প্রথম পুরুষ
২৯. অনুপস্থিত ব্যক্তিকে কী বলে?
ক) উত্তম পুরুষ৷             খ) মধ্যম পুরুষ৷             গ) মধ্যম ও নাম পুরুষ৷৷             ঘ) নাম পুরুষ।
৩০. সর্বনামের বিশিষ্ট প্রয়োগে দীনঅধমবান্দাশব্দগুলো কী প্রকাশে ব্যবহৃত হয়?
(ক) কবিতার ভাব প্রকাশে         (খ) অভিনন্দন প্রকাশে         (গ) দারিদ্র্য প্রকাশে     (ঘ) বিনয় প্রকাশে
৩১. উঃ! পায়ে বড্ড লেগেছেএই অনন্বয়ী অব্যয় কী প্রকাশে ব্যবহৃত হয়েছে?
(ক) ঘৃণা                 (খ) বিরক্তি                     (গ) যন্ত্রণা                     (ঘ) উচ্ছ্বাস
৩২. কালো মেঘে আকাশ ছেয়ে গেছে’—এ বাক্যে কালো পদটি কী বাচক বিশেষণ?
(ক) গুণ             (খ) অবস্থা                     (গ) উপাদান                     (ঘ) রূপ
৩৩. নিচের কোন বাক্যে সম্মতি প্রকাশে অনন্বয়ী অব্যয় ব্যবহূত হয়েছে?
ক. আজ আমি আলবত যাব।                                                 খ. হ্যাঁআমি যাব
গ. আপনি যখন বলছেনবেশ তো আমি যাব।                     ঘ. আপনি যা জানেন তা তো ঠিকই বটে

৩৪. নিশ্চয়ই পারব’ এখানে কী প্রকাশে অনন্বয়ী অব্যয় ব্যবহার হয়েছে?

ক) উচ্ছ্বাস প্রকাশে       খ) অনুমোদনবাচকতায়                    গ) স্বীকৃতি জ্ঞাপনে       ঘ) সম্মতি প্রকাশে
৩৫. বিশেষণকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক) চার                               খ) দুই               গ) পাঁচ                                     ঘ) ছয়
৩৬. সংকোচক অব্যয় ব্যবহার হয়েছে নিচের কোনটিতে?
ক) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন        খ) হাসেম কিংবা কাশেম এর জন্য দায়ী
গ) তিনি বিদ্বান অথচ সৎ ব্যক্তি নন        ঘ) আজ যদি পারিএকবার সেখানে যাব
৩৭. ‘স্বয়ংআপনি’ কোন প্রকারের সর্বনাম পদ?
ক) ব্যক্তিবাচক              খ) পুরুষবাচক              গ) আত্মবাচক              ঘ) অনির্দিষ্টতাজ্ঞাপক
৩৮. নির্দিষ্টতাজ্ঞাপক বিশেষণ আছে কোনটিতে?
ক) কেমন অবস্থা?        খ) এই লোক                গ) অর্ধেক সম্পত্তি        ঘ) পাথুরে মূর্তি
৩৯. ‘স্বাস্থ্য’ কোন প্রকারের পদ?
ক) নাম বিশেষণ           খ) ভাব বিশেষণ                        গ) গুণবাচক বিশেষ্য    ঘ) ভাববাচক বিশেষ্য
৪০. ‘এখানে কী মন্দটা তুমি দেখলে?’ বাক্যটিতে ‘মন্দটা’ কোন প্রকারের পদ?
ক) বিশেষ্য                   খ) বিশেষণ                   গ) বিশেষণের বিশেষণ             ঘ) ভাব বিশেষণ
৪১. ‘জাতীয় সম্পদ’ এখানে কোন উপায়ে বিশেষণ পদ গঠিত হয়েছে?
ক) কৃদন্ত                      খ) তদ্ধিতান্ত                 গ) বিপ্সামূলক                          ঘ) সমাসবদ্ধ
৪২. কোনটি বিভক্তিসূচক অব্যয়?
ক) মেঘ থেকে বৃষ্টি হয়                    খ) সে আর আমি এক নই
গ) সে কি আর ফিরে আসবে?        ঘ) ঝড় অথবা বৃষ্টি আসতে পারে
৪৩. ‘যত গর্জে তত বর্ষে না’ এখানে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
ক) সংযোজক অব্যয়    খ) পদান্বয়ী অব্যয়                    গ) ভাববাচক অব্যয়     ঘ) নিত্যসম্বন্ধী অব্যয়
৪৪. ‘ছাব্বিশে মার্চ’ এখানে কোন প্রকারের বিশেষণ রয়েছে?
ক) সংখ্যাবাচক                         খ) ক্রমবাচক                গ) পরিমাণবাচক          ঘ) নির্দিষ্টতাজ্ঞাপক

৪৫. পরোক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তিবস্তু বা প্রাণীকে বলে
ক) উত্তম পুরুষ
            খ) মধ্যম পুরুষ             গ) নাম পুরুষ               ঘ) সবগুলোই
ক) উত্তম পুরুষ            খ) মধ্যম পুরুষ             গ) নাম পুরুষ               ঘ) সবগুলোই
৪৬. কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
ক) গুরু        খ) সমিতি    গ) বীরত্ব          ঘ) গীতাঞ্জলি
৪৭. নীল আকাশসবুজ মাঠকালো মেঘএগুলো কী জাতীয় নাম বিশেষণ?
ক) গুণবাচক     খ) রূপবাচক    গ) ভাববাচক         ঘ) অবস্থাবাচক
৪৮.করুণাময় তিনি’—এখানে ‘করুণাময়’ কোন বিশেষণ?
ক) বিশেষ্যের বিশেষণ   খ) বাক্যের বিশেষণ    গ) সর্বনামের বিশেষণ    ঘ) ক্রিয়া বিশেষণ
৪৯. যেকোনো বিশেষ্য পদ কোন পুরুষ?
ক) উত্তম পুরুষ     খ) মধ্যম পুরুষ    গ) মধ্যম ও নাম পুরুষ   ঘ) নাম পুরুষ
৫০. কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ?
ক) যত গর্জে তত বর্ষে না      খ) মরি মরি! কী সুন্দর
গ) প্রভাতের রূপ                   ঘ) অতি ভক্তি চোরের লক্ষণ
৫১. এ এক বিরাট সত্য’—এখানে ‘সত্য’ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
ক) বিশেষ্যরূপে       খ) অব্যয়রূপে        গ) বিশেষণরূপে      ঘ) বিশেষণের বিশেষণরূপে
৫২. কোনটি জাতিবাচক বিশেষ্য?
ক) পর্বত খ) মাটি    গ) জনতা ঘ) বহর
৫৩.মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ’—এখানে অনন্বয়ী অব্যয়ে কী ভাব প্রকাশ পেয়েছে?
ক) যন্ত্রণা  খ) উচ্ছ্বাস    গ) বিরক্তি  ঘ) সম্মতি
৫৪. নিচের কোনগুলো খাঁটি বাংলা অব্যয় পদ?
ক) আবারআর      খ) যদিতথা    গ) খুবখাসা        ঘ) কুহুঘেউ
৫৫. গীতাঞ্জলি’, ‘বিশ্বনবী’ কোন ধরনের বিশেষ্য পদ?
ক) সংজ্ঞাবাচক       খ) গুণবাচক    গ) বস্তুবাচক     ঘ) সমষ্টিবাচক
৫৬. কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
ক) সমিতি খ) দর্শন    গ) অগ্নিবীণা ঘ) ভোজন
৫৭. কোনটি গুণবাচক বিশেষ্য?
ক) সৌন্দর্য খ) দর্শন    গ) লবণ   ঘ) ভোজন
৫৮. অনুসর্গ অব্যয় আর কোন নামে পরিচিত?
ক) পদান্বয়ী অব্যয় খ) অনুকার অব্যয়    গ) অনন্বয়ী অব্যয়  ঘ) নিত্য সম্বন্ধীয় অব্যয়
৫৯. নবম শ্রেণিপ্রথমা কন্যাএখানে নবমপ্রথমা কোন জাতীয় বিশেষণ?
ক) ক্রমবাচক         খ) সমষ্টিবাচক    গ) পরিমাণবাচক ঘ) সংখ্যাবাচক
৬০. অনুগামী সমুচ্চয়ী অব্যয় কোনগুলো?
ক) এবংআর    খ) কিংবাঅথবানতুবা   গ) যেযদিযেন     ঘ) কিন্তুপরন্তুঅথচ
৬১. কোন পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে?
ক) নাম বিশেষণ       খ) ভাব বিশেষণ    গ) সমাসসিদ্ধ বিশেষণ    ঘ) উপসর্গযুক্ত বিশেষণ
৬২. কোন কোন পদের পুরুষ আছে?
ক) বিশেষ্যসর্বনাম ও অব্যয়      খ) বিশেষ্যবিশেষণ ও অব্যয়
গ) বিশেষ্যবিশেষণ ও ক্রিয়া      ঘ) বিশেষ্যসর্বনাম ও ক্রিয়া
৬৩. কোনটি নির্দিষ্টতাজ্ঞাপক নাম বিশেষণ?
ক) এই লোক        খ) কত দূর পথ    গ) বেলে মাটি        ঘ) বিঘাটেক জমি
৬৪.  ‘সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে?’—এখানে ‘সুস্থ সবল’ কোন বিশেষণ?
ক) ক্রিয়া বিশেষণ  খ) বিশেষ্যের বিশেষণ   গ) সর্বনামের বিশেষণ    ঘ) ভাব বিশেষণ
৬৫. উপসর্গযুক্ত বিশেষণ কোনটি?
ক) ঠাণ্ডা হাওয়া       খ) আচ্ছা মানুষ      গ) নির্জলা মিথ্যা   ঘ) সুন্দর সকাল


***ক্রিয়াপদ

১। যে ক্রিয়াপদের কর্ম থাকে তাকে কোন ক্রিয়া বলে?
ক. সকর্মক                         খ. অকর্মক                         গ. প্রযোজক              ঘ. যৌগিক
২। বাক্যের ক্রিয়াকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়তাই
ক. কর্মপদ                          খ. অকর্মক
                         গ. প্রযোজক              ঘ. যৌগিক
৩। কর্মযুক্ত ক্রিয়াই কী ক্রিয়া?
ক. সকর্মক                         খ. অকর্মক
                         গ. প্রযোজক              ঘ. যৌগিক
৪। মা রান্না করছেন এটি কোন ক্রিয়া?
ক. সকর্মক                         খ. অকর্মক
                         গ. প্রযোজক              ঘ. যৌগিক
৫। মা রান্না করছেনএ বাক্যে ক্রিয়া পদ হচ্ছে
ক. মা                                 খ. রান্না                               গ. করছেন                 ঘ. মা রান্না

৬। যে ক্রিয়ার কর্ম নেইতাকে কোন ক্রিয়া বলে?
ক. সকর্মক                         খ. অকর্মক
                         গ. প্রযোজক              ঘ. যৌগিক
৭। সৌরভ পড়েএটি কোন ক্রিয়ার উদাহরণ
ক. সকর্মক                         খ. অকর্মক
                         গ. প্রযোজক              ঘ. যৌগিক
৮। প্রয়োগবৈশিষ্ট্যে কোন ক্রিয়া হতে পারে?
ক. সকর্মক                         খ. অকর্মক
                         গ. প্রযোজক              ঘ. যৌগিক
৯। যে পদ দ্বারা কোনো কিছু করা বা কোনো কাজ করা বোঝায়তাকে কী বলে?
ক. সকর্মক                         খ. অকর্মক
                         গ. প্রযোজক              ঘ. ক্রিয়া পদ
১০। যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয়তাকে কোন ক্রিয়া বলে?
ক. সমাপিকা ক্রিয়া             খ. অকর্মক ক্রিয়া
               গ. সকর্মক ক্রিয়া       ঘ. অসমাপিকা ক্রিয়া
১১। সেতু স্কুলে যায় কোন ক্রিয়া পদের উদাহরণ?
ক. সমাপিকা ক্রিয়া             খ. অকর্মক ক্রিয়া
               গ. সকর্মক ক্রিয়া       ঘ. অসমাপিকা ক্রিয়া
১২। বিথু গান গায়কোন ক্রিয়া পদের উদাহরণ?
ক. সমাপিকা ক্রিয়া             খ. অকর্মক ক্রিয়া
               গ. সকর্মক ক্রিয়া       ঘ. অসমাপিকা ক্রিয়া
১৩. যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় নাতাকে কোন ক্রিয়া বলে।
ক. সমাপিকা ক্রিয়া
             খ. অকর্মক ক্রিয়া               গ. সকর্মক ক্রিয়া       ঘ. অসমাপিকা ক্রিয়া
১৪। আমি বাড়ি গিয়ে.... কোন ক্রিয়া পদের উদাহরণ?
ক. সমাপিকা ক্রিয়া             খ. অকর্মক ক্রিয়া
               গ. সকর্মক ক্রিয়া       ঘ. অসমাপিকা ক্রিয়া
১৫। সে বই নিয়ে.... কোন ক্রিয়া পদের উদাহরণ?
ক. সমাপিকা ক্রিয়া             খ. অকর্মক ক্রিয়া
               গ. সকর্মক ক্রিয়া       ঘ. অসমাপিকা ক্রিয়া
১৬। বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য আরও কী চাই?
ক. সমাপিকা ক্রিয়া             খ. ক্রিয়া
                             গ. সকর্মক ক্রিয়া       ঘ. অসমাপিকা ক্রিয়া
১৭. যে ক্রিয়ার কোনো কর্ম থাকেতাকে কোন ক্রিয়া বলে?
ক. সমাপিকা ক্রিয়া             খ. অকর্মক ক্রিয়া
               গ. সকর্মক ক্রিয়া       ঘ. অসমাপিকা ক্রিয়া

৮.  ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার?
ক) দুই                                খ) তিন
                               গ) চার                       ঘ) পাঁচ
১৯. প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হয়’ বাক্যটিতে উঠলে’ কোন ধরনের ক্রিয়া?
ক) সমাপিকা ক্রিয়া
            খ) অসমাপিকা ক্রিয়া         গ) ক ও খ                  ঘ) কোনটিই নয়
২০. ‘এ বছর বন্যায় ফসলের ক্ষতি হয়েছে’ বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া পদ ব্যবহৃত হয়েছে?
ক) সমাপিকা ক্রিয়া
            খ) অসমাপিকা ক্রিয়া         গ) ক ও খ                  ঘ) কোনটিই নয়
২১. ‘বাবা আমাকে একটি কলম দিয়েছেন’ বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া পদ ব্যবহৃত হয়েছে?
ক) মিশ্র ক্রিয়া
                    খ) অসমাপিকা ক্রিয়া         গ) দ্বিকর্মক ক্রিয়া      ঘ) প্রযোজক ক্রিয়া
২২.  ক্রিয়ার ভাব কত প্রকার?
ক) দুই                                খ) তিন                               গ) চার                       ঘ) পাঁচ

২৩. সমধাতুজ কর্মের অপর নাম কী?
ক) সমাপিকা ক্রিয়া            খ) নাম ধাতুর কর্ম
               গ) গৌণ কর্ম             ঘ) ধাত্বর্থক কর্ম
২৪. নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
ক) আমরা তাজমহল দর্শন করলাম
                              খ) শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে
গ) দাঁতটি ব্যথায় কনকনাচ্ছে
                                        ঘ) সাপুড়ে সাপ খেলায়
২৫. ‘তোমার মঙ্গল হোক’-এখানে ক্রিয়ার কোন ভাব প্রকাশ পেয়েছে?
ক) নির্দেশক ভাব                খ) অনুজ্ঞা ভাব
                   গ) সাপেক্ষ ভাব         ঘ) আকাক্সক্ষা ভাব
২৬. শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন’ বাক্যটিতে কোন প্রকারের ক্রিয়া পদ ব্যবহৃত হয়েছে?
ক) মিশ্র ক্রিয়া                    খ) যৌগিক ক্রিয়া
                গ) প্রযোজক ক্রিয়া    ঘ) একটিও নয়
২৭. যে ক্রিয়া এক জনের প্রযোজনা বা উদ্যোগে অপর জন কর্তৃক সম্পাদিত হয়তাকে বলেÑ
ক) মৌলিক ক্রিয়া               খ) যৌগিক ক্রিয়া
                গ) প্রযোজক ক্রিয়া    ঘ) একটিও নয়
২৮.  প্রযোজক ক্রিয়ার অপর নাম কী?
ক) মৌলিক ক্রিয়া               খ) নিজন্ত ক্রিয়া
                  গ) যৌগিক ক্রিয়া       ঘ) সমাপিকা ক্রিয়া
২৯. নিচের কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ?
ক) ছাত্ররা বই পড়ে
                                                       খ) প্রমা বিশ্বাস ঘুমায়
গ) শিক্ষক ছাত্রকে অঙ্ক শেখাচ্ছেন
                               ঘ) বাবা আমাকে একটি কলম দিয়েছেন
৩০. নিচের কোনটি সকর্মক ক্রিয়ার অকর্মক ব্যবহার?
ক) রহিম বল খেলে
                                                       খ) লোকটি কানে শোনে না
গ) সে ওয়াজ শোনে
                                                      ঘ) একটিও নয়
৩১. বাক্যে সাধারণত কোন ধাতু গঠিত ক্রিয়াপদ প্রায়ই উহ্য থাকে?
ক) র্ক                                 খ) হ্                                   গ) নে                        ঘ) ধর

৩২. তোমরা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে।-বাক্যটিতে ক্রিয়ার কোন কাল ব্যবহার হয়েছে?
ক) বর্তমান                         খ) অতীত
                           গ) ভবিষ্যৎ                ঘ) পুরাঘটিত অতীত
৩৩.  সাইরেন বেজে উঠল।’-বাক্যটিতে কোন ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক) নাম ধাতুর ক্রিয়া
           খ) যৌগিক ক্রিয়া                গ) মিশ্র ক্রিয়া            ঘ) প্রযোজক ক্রিয়া
৩৪. ‘শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে।’-বাক্যটিতে কোন ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক) নামধাতুর ক্রিয়া
            খ) যৌগিক ক্রিয়া                গ) মিশ্র ক্রিয়া            ঘ) প্রযোজক ক্রিয়া
৩৫. এখন গোল্লায় যাও।’-বাক্যটিতে কোন ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক) নামধাতুর ক্রিয়া
            খ) যৌগিক ক্রিয়া                গ) মিশ্র ক্রিয়া            ঘ) প্রযোজক ক্রিয়া
৩৬. তাজমহল দর্শন করলাম ’-বাক্যটিতে কোন ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক) নামধাতুর ক্রিয়া
            খ) যৌগিক ক্রিয়া                গ) মিশ্র ক্রিয়া            ঘ) প্রযোজক ক্রিয়্
৩৭. বিশেষণের উত্তর মিশ্র ক্রিয়া ব্যবহৃত হয়েছে নিচের কোনটিতে?
ক) মাথা ঝিম্ ঝিম্ করছে
  খ) ঝম্ ঝম্ করে বৃষ্টি পড়ছে
গ) তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম
                           ঘ) আমরা তাজমহল দর্শন করলাম

৩৮. ব্যক্তিবাচক কর্মপদটিকে কোন কর্ম বলে?

ক) মুখ্য কর্ম                 খ) গৌণ কর্ম৷             গ) সমধাতুজ কর্ম             ঘ) ধাত্বর্থক কর্ম।
৩৯. কোন বাক্যটির ক্রিয়া অকর্মক?
(ক) আকাশে চাঁদ উঠেছে                         (খ) মেয়েটি হাসে
(গ) বেশ এক ঘুম ঘুমিয়েছি                         (ঘ) চুপ করে থাক
৪০. তোমাকে দেখে প্রীত হলাম—কোন ক্রিয়ার উদাহরণ?
(ক) যৌগিক ক্রিয়া                                 (খ) প্রযোজক ক্রিয়া
(গ) মিশ্র ক্রিয়া                                        ঘ) অনুক্ত ক্রিয়া
৪১. কোন বাক্যে বিধেয় কর্ম আছে?
(ক) তাকে আমরা চিনি না                     (খ) জিজ্ঞাসিব জনে জনে
(গ) দুধকে আমরা দুগ্ধ বলি                     ঘ) লাঙ্গল দ্বারা জমি চাষ করো


***কাল,পুরুষ ও কালের বিশিষ্ট প্রয়োগ 
৩."এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি "এ বাক্যটি কোন কালের উদাহরণ?
ক) ঘটমান বর্তমান৷                 খ) পুরাঘটিত বর্তমান৷         গ) সাধারণ বর্তমান৷      ) নিত্যবৃত্ত বর্তমান।
৪. "সাতাশ হতো যদি একশ সাতাশ"- এটি কোন কালের উদাহরণ?
ক) পুরাঘটিত অতীত৷             খ) পুরাঘটিত বর্তমান         গ) সাধারণ অতীত৷         ঘ) নিত্যবৃত্ত অতীত
১১। ‘বাবা রোজ বাজারে যেতেন’—উক্ত বাক্যটি কোন অতীত কাল?
(ক) সাধারণ অতীত                               (খ) নিত্যবৃত্ত অতীত
(গ) ঘটমান অতীত                         (ঘ) পুরাঘটিত অতীত
৫ .'বুকের রক্তে লিখেছি একটি নাম, বাংলাদেশ'- বাক্যের ক্রিয়াটি কোন কালের?
ক) সাধারণ বর্তমান         খ) সাধারণ অতীত         গ) পুরাঘটিত বর্তমান         ঘ) পুরাঘটিত ভবিষ্যৎ।
২১। সে হয়তো ‘এসে থাকবে’—এখানে কোন কালের পরিবর্তে সাধারণ ভবিষ্যৎ কাল ব্যবহৃত হয়েছে?
(ক) পুরাঘটিত বর্তমান         (খ) ঘটমান অতীত        . (গ) পুরাঘটিত ভবিষ্যৎ         (ঘ) সাধারণ অতীত
১৭। ‘আমি দেখেছি, বাচ্চাটি রোজ রাতে কাঁদে’—এটি কোন কালের উদাহরণ?
(ক) সাধারণ বর্তমান         (খ) সাধারণ অতীত         (গ) পুরাঘটিত বর্তমান         (ঘ) ঘটমান বর্তমান
৬. প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়?
ক) নির্দেশক ভাব৷             খ) অনুজ্ঞা ভাব৷                 গ) সাপেক্ষ ভাব৷             ঘ) আকাঙ্ক্ষা ভাব




***সমাপিকা ,অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ 

১। কর্মপদ গ্রহণের দিক থেকে সমাপিকা ক্রিয়া কত প্রকার?

ক) দুই                             খ) তিন                              চার                            পাঁচ

২। অসমাপিকা ক্রিয়ার বাক্যে কর্তা সাধারণত কত প্রকার?

ক) দুই                             খ) তিন                              চার                            পাঁচ
৩। অসমান কর্তা কত প্রকার?
ক) দুই 
                            খ) তিন                              চার                            পাঁচ
৪। ‘সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করল।’ বাক্যটিতে কোন কর্তা রয়েছে?
ক) এক কর্তা 
                   খ) শর্তধীন কর্তা                 নিরপেক্ষ কর্তা           সবগুলোই ঠিক
৫। ‘তোমরা বাড়ি এলে আমি রওয়ানা হব।
 বাক্যটিতে কোন কর্তা রয়েছে?
ক) এক কর্তা 
                   খ) শর্তধীন কর্তা                 নিরপেক্ষ কর্তা           সবগুলোই ঠিক
৬। ‘হাত-মুখ ধুয়ে পড়তে বস। কী বোঝাতে বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক) পর্যায় 
                        খ) হেতু                             সম্ভাব্যতা                   সামর্থ্য
৭। ‘খোকা এখন হাঁটতে পারে। কী বোঝাতে বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক) পর্যায় 
                        খ) হেতু                             সম্ভাব্যতা                   সামর্থ্য
৮। ‘এবার ভাবতে থাক। বাক্যটিতে কোন ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক) সমাপিকা 
                  খ) অসমাপিকা                  মিশ্র                          যৌগিক
৯। ‘রোমানা গাইতে জানে। কী বোঝাতে বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক) পর্যায় 
                        খ) জানা                            সম্ভাব্যতা                   সামর্থ্য
১০। ‘আঙ্গুল ফুলে কলা গাছ। বাক্যটিতে ‘ফুলে’ কোন ক্রিয়া?
ক) সমাপিকা 
                  খ) অসমাপিকা                  মিশ্র                          যৌগিক
১১। ধাতুর সাথে কী যুক্ত হয়ে সমাপিকা ক্রিয়া গঠিত হয়?
ক) অতীত কালের ক্রিয়া বিভক্তি
                               বর্তমান কালের ক্রিয়া বিভক্তি
গ) ভবিষ্যৎ কালের ক্রিয়া বিভক্তি
                              উপরের সবগুলোই ঠিক
১২। ধাতুর সাথে নিচের কোন কাল নিরপেক্ষ বিভক্তি যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়া গঠিত হয়?
ক) ইয়া (য়ে) 
                    খ) ইতে (তে)                      ইলে (লে                  সবগুলোই ঠিক
১৩। ‘তিনি গেলে কাজ হবে।
  কী বোঝাতে এখানে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক) সম্ভাব্যতা 
                   খ) সাপেক্ষতা                    ইচ্ছা                          আবশ্যককতা
১৪। ক্রিয়া বিশেষণ অর্থে নিচের কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক) চেঁচিয়ে কথা বলো না
                                                                                 ) ‘হৃদয়ের কথা কহিয়া কহিয়া গাহিয়া গান
গ) সেখানে আর গিয়ে কাজ নেই                                লোকটাকে দৌড়াতে দেখলাম
১৫। বিশেষণের সাথে অন্বয় সাধনে কোনটিতে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক) ‘দেখিতে বাসনা মাগো তোমার চরণ’
                    এখন ট্রেন ধরতে হবে
গ) পদ্মফুল দেখতে সুন্দর
                                          বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
১৬। পরিণতি বোঝাতে ‘লে’ বিভক্তি যুক্ত হয়েছে কোনটিতে?
ক) তিনি গেলে কাজ হবে
                                          একবার মরলে কি কেউ ফেরে?
গ) আজ গেলেও যা, কাল গেলেও তা                         বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
১৭। রীতিসিদ্ধ প্রয়োগে অসমাপিকা ক্রিয়া দিয়ে বাক্য গঠিত হয়েছে কোনটিতে?
ক) গরু মেরে জুতা দান
                                             আঙুল ফুলেছে
গ) পদ্মফুল দেখতে সুন্দর
                                          মেলা দেখতে ঢাকা যাব
১৮। নিরন্তরতা প্রকাশে ‘তে’ বিভক্তি যুক্ত হয়েছে কোনটিতে?
ক) সেঁউতিতে পদ দেবি রাখিতে রাখিতে
                    সেউতি হইল সোনা দেখিতে দেখিতে
১৯। একটি অসমাপিকা ও একটি সমাপিকা ক্রিয়া মিলে কোন ক্রিয়া গঠিত হয়?
ক) যৌগিক ক্রিয়া 
            খ) মিশ্র ক্রিয়া                    নামধাতুর ক্রিয়া         প্রযোজক ক্রিয়া
২০। কোন বাক্যে ‘তে’ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়াটি অনুসর্গ রূপে ব্যবহৃত হয়েছে?
ক) ‘কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল
  ) ‘দেখিতে বাসনা মাগো তোমার চরণ
গ) তোমাকে তো এ গ্রামে থাকতে দেখিনি
                  লোকটাকে দৌড়াতে দেখলাম
২১।
 ‘চেঁচিয়ে কথা বলো না। ’ কী অর্থে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
(
ক্রিয়া বিশেষণ         (আকস্মিকতা             (ক্ষোভ                 (ব্যাপ্তি
২২। কোন বাক্যের কর্তা নিরপেক্ষ?
(
তোমরা বাড়ি এলে আমি রওনা হব                             (তুমি চাকরি পেলে আর কি দেশে আসবে?
(
সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথচলা শুরু করল         (যত্ন করলে রত্ন মেলে
২৩। ‘আকাশে চাঁদ উঠলে আড্ডা ভাঙে’—অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কোন ধরনের কর্তা ব্যবহৃত হয়েছে?
(
এক কর্তা         (নিরপেক্ষ কর্তা             (ব্যতিহার কর্তা             (প্রযোজক কর্তা
২৪। ‘কাটিতে কাটিতে ধান এলো বরষা। ’  বাক্যের অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(
সমকাল             (নিরন্তরতা                 (সূচনা                     (সমাপ্তি
২৫। ‘বিধি’ বোঝাতে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে কোনটিতে?
(
চারটা বাজলে স্কুল ছুটি হবে                     (বাল্যকালে বিদ্যাভ্যাস করতে হয়
(
বৃষ্টিতে ভিজলে সর্দি হবে                           () ‘জন্মিলে মরিতে হবেঅমর কে কোথা কবে?

No comments:

Post a Comment

Recent Post

"শাকেই এত লাড়া, ডাল হলে ভাঙত হাঁড়ি, ভাসত পাড়া-পাড়া।" এই কথা দ্বারা কি বুঝানো হয়েছে?

এই প্রবাদটি বোঝাতে চায় যে ছোটোখাটো বিষয়ে যদি এত ঝামেলা বা উত্তেজনা হয়, তাহলে বড় কোনো বিষয়ে কী হতে পারে তা সহজেই অনুমেয়। "শাকেই এত লাড়া&...

Most Popular Post