Ad-1

Showing posts with label ৯ম-১০ম বাংলা প্রথম পদ্যাংশ বহুনির্বাচনী. Show all posts
Showing posts with label ৯ম-১০ম বাংলা প্রথম পদ্যাংশ বহুনির্বাচনী. Show all posts

Monday, September 4, 2023

আশা

 ১।সিকানদার আবু জাফর ম্যাট্রিক পাস করেন কোন প্রতিষ্ঠান থেকে?

ক. তালা বি দে ইনস্টিটিউশন
খ. ঢাকা কলেজিয়েট স্কুল
গ. বরিশাল ব্রজমোহন স্কুল
ঘ. স্টেগ্রেগরিজ হাইস্কুল

২। সিকানদার আবু জাফর আইএপাস করেন কোন কলেজ থেকে?
ক. কলকাতা হিন্দু কলেজ
খ. বরিশাল ব্রজমোনহন কলেজ
গ. কলকাতা রিপন কলেজ
ঘ. কলকাতা সংস্কৃত কলেজ

৩। সিকানদার আবু জাফর কর্মজীবনে কী ছিলেন?
ক. শিক্ষক
খ. সাংবাদিক
গ. ব্যাংকার
ঘ. গায়ক

৪। দেশ বিভাগের পরে সিকানদার আবু জাফর স্থায়ীভাবে কোথায় বসবাস করেন?
ক. কলকাতায়
খ. খূলনায়
গ. সাতক্ষীরায়
ঘ. ঢাকায়

৫। সিকানদার আবু জাফর চাকির করতেন
ক. রেডিও পাকিস্তানে
খ. রেডি ও বাংলাদেশে
গ, রেডিও কলকাতায়
ঘ. রেডিও ঢাকায়

৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা আন্দোলনকে বেগবান করে তোলার জন্য তাৎপযৃপূর্ণ ভুমিকা রাখেন কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. আহসান হাবীব
গ. শাম সুর রহমান
ঘ. সিকানদার আবু জাফর

৭। স্বাধীনতা আন্দোলনে সিকান্দার আবু জাফর ছিলেন্ একজন
ক. সাংস্কৃতিক কর্মী
খ. রাজনৈতিক নেতা
গ. পুলিশ অফিসার
ঘ. অধ্যাপক

৮। সিকানদার আবু জাফর রচিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. বৃশ্চিক লগ্ন
খ. মানসী
গ. পাখিরব াসা
ঘ. আদমজী

৯। মেহনতী মানুষের মুক্তির প্রেরণায় সমৃদ্ধ সিকাদার আবু জাফরের
ক কবিতার ও উপন্যাস
খ. গণসঙ্গীত ও নাটক
গ. গণসঙ্গীত ও কবিতা
ঘ. কবিতা ও নাটক

১০।সিকানদার আবু জাফর কত সাে ল মারা যান?
ক. ১৯৭৫
খ ১৯৭৬
গ. ১৯৮৫
ঘ. ১৯৮৬

১১। সিকানদার আবু জাফর কত তারিখে মারা যান
ক. ৪ই আগস্ট
খ. ৫ই আগস্ট
গ. ৬ই আগস্ট
ঘ. ৭ই আগস্ট

১২। কে কীভাবে সুখী হবে তা
ক. নির্ধারিত
খ. অবধারিত
গ. র্নিধারিত নয়
ঘ. সুবিদিত

১৩। জাগতিক এই পৃথিবী ক্রমশ কী হয়্ েউঠেছে?
ক সুন্দর
খ. জটিল
গ. সহজ
ঘ. স্পষ্ট

১৪। মানুষ ক্রমশ কী হচ্ছে?
ক আত্মকেন্দ্রিক
খ. দায়িত্বশীল
গ. পরিবতির্ত
ঘ. উদার

১৫। সুখের চিন্তায় কাদের রাথে ঘুম হয় না?
ক. পাখির
খ. পশুর
গ. পরীর
ঘ. মানুষের

১৬। মানুষের রাতে ঘুম হয় না কিসের ি চন্তায়
ক. টাকার
খ. সুখের
গ. সন্তানের
ঘ. অর্থের

১৭। কোন ধরনের মানুষের ঘুমের সমস্যা হয় না
ক.সুখী
খ. স্বার্থপর
গ. আত্মকেন্দ্রিক
ঘ. দুখী

১৮। কবি কেমন জীবন যাপনের মাঝে যেতে চান?
ক. অসাধারণ
খ. বিলাস বহুল
গ. সাধারণ
ঘ স্বার্থপর

১৯। যেখায় গভীর নিশুত রাতে পরের চরণ কোনটি?
ক. আয়ু কমায় না
খ. জীন বেড়ায় ঘরে
গ. তুষ্ট থাকে তাই
ঘ. নেই দুরাশা গøানি

২০।বিত্ত সুখের দুর্ভাবনায় পরের চ রণ কোনটি?
ক. আয়ু কমায় না
খ. তুষ্ট থাে ক তাই
গ. বাসতে পারে ভালো
ঘ. অমি হারিয়ে যেতে চাই

২১। রাত শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক, পাথার
খ. আফতাব
গ. পর্বত
ঘ. রাত্রি
২২। পাহা শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. পাথার
খ. আফতাব
গ. পর্বত
ঘ. দ্বিপ

২৩। নিচের কোন বানানটি শুদ্ধ?
ক,দিনতা
খ. দীনতা
গ. দীণতা
ঘ. দিনুতা

২৪। আয়ু কমে কিসের দুর্ভাবনায়?
ক. বিত্ত সুখের
খ. সন্তানের
গ. স্ত্রীর
ঘ. পরিবারের

২৫। অল্পতে তুষ্ট থাকে কারা
ক. ধনীরা
খ. বিত্তহীনরা
গ. শিশুরা
ঘ. ্বৃদ্ধরা

২৬। মানুষের আয়ু কমে যাচ্ছে যে কারণে
i. বিত্ত বৈভব অর্জন করায়
ii.সুকের দুভাবর্নায়
iii.পরিবারের চিন্তায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii  (খ) i ও iiii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

২৭। মানুষের মনে এখন শান্তি নেইকারণ
i. মানুষের আত্মকেন্দ্রিকতা
ii.মানুষের দরিদ্রতা
iii.সুখের দুর্ভাবনা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii   (খ) i ও iiii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

২৮্ সমাজের বেশির ভাগ মানুষ দিনাপতিপাত করে
i. টাকাপয়সার লোভে
ii.ক্ষমতার জন্য
iii.সম্পদের লোভে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii  (খ) i ও iiii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

২৯। দরিদ্রদের নেই কোে না
i. দুরাশা
ii.গøানি
iii.সুখ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii  (খ) i ও iiii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

৩০। দরিদ্রদের সম্পর্কে বলা যায়
i. তারা হাতভাঙা খাটুনি খাটে
ii.সংশয়ে তাদের জীবন ক্লিষ্ট নয়
iii.প্রতিবেশীকে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii   (খ) i ও iiii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

Monday, February 28, 2022

বঙ্গবাণী

 সে সব কহিল মোতে মনে হবিলাষ’- এখানে হবিলাষ- অর্থ কী?

) অভিজাত            ) অভিলাষ                     ) বিলাস       ) দুঃখ

হিন্দুর অক্ষর হিংসা করে কারা?

) যারা মরমি সাধনা সম্পর্কে অবগত             ) যারা নিজের দেশকে ভালবাসে

) যারা মাতৃভাষাকে অবজ্ঞা করে                  ) মারফতে জ্ঞানহীনরা

আরবি-ফারসি হিন্দে নাই দুই মত’- লাইনটিতে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে?

) সব ভাষার প্রতি শ্রদ্ধা                 ) বাংলা ভাষার প্রতি মমত্ববোধ

) শুধু মাতৃভাষার প্রতি অনুরাগ           ) বিদেশী ভাষার প্রতি আকর্ষণ

ছিফত’- শব্দের অর্থ কী?

) নসিহত              ) বৈশিষ্ট্য               ) দোষ                 ) গুণ

বঙ্গদেশী বাক্য’- বলতে কবি কী বুঝিয়েছেন?

) বাংলা ভাষা           ) প্রাচীন বঙ্গীয় ভাষা            ) মাতৃভাষা             ) বিদেশী ভাষা

স্বদেশে থেকেও যারা স্বদেশের ভাষার প্রতি বীতরাগ দেখায় তাদের সম্পর্কে কবির অভিমত কী?

) দেশ প্রেমিক         ) শিকড়বিহীন পরগাছা          ) জাতি প্রেমিক         ) দেশ প্রেমিক নয়

দেশী ভাষা বিদ্যা যার মনে জুয়ায়’- কবি তাকে কী করতে বলেছেন?

) দেশপ্রেমী হতে       ) উদার হতে           ) সাহিত্যপ্রেমী হতে     ) দেশ ত্যাগী হতে

কবি আবদুল হাকিম কোন শতকের কবি?

) পঞ্চদশ      ) ষষ্ঠদশ       ) সপ্তদশ       ) অষ্টাদশ

কবি আবদুল হাকিমের কবিতায় কোনটির পরিচয় পাওয়া যায়?

) অনুপম ব্যক্তিত্বের             ) অনুপম ছন্দের        ) চমৎকার উপমা       ) সুন্দর গতিময়তা

১০ বঙ্গবাণী কবিতায় যেসব ভাষার নাম উল্লেখ আছে তা হল-

i. আরবি, ফারসি     ii. সংস্কৃত-মলয়     iii. ইংরেজি, হিন্দি

কোনটি সঠিক?

) i.           ) i. ii              ) ii iii              ) i, ii iii

১১মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি’- পংক্তিটির অর্থ কী?

) বাংলাদেশ আমাদের মাতৃভূমি          ) বাংলাদেশ আমাদের পিতামাতার জন্মভূমি

) বংশানুক্রমে বাংলাদেশে আমাদের বসতি         ) বাংলাদেশে আমাদের বসতি

১২ বঙ্গবাণী কবিতার প্রতিপাদ্য বিষয়)

i. দেশী ভাষার প্রতি মমত্ববোধ    ii. বাংলা ভাষার প্রতি মমত্ববোধ           iii. সকল ভাষার প্রতি শ্রদ্ধা

কোনটি সঠিক?

) i. ii      ) i. iii             ) ii iii              ) i, ii iii

১৩ কবি আবদুল হাকিমের মতে প্রভু কোন ভাষা বুঝতে পারেন?

) আরবী       ) ফারসী       ) মাতৃভাষা     ) সব ভাষা

১৪ বঙ্গবাণী কবিতার প্রতিপাদ্য বিষয় কী?

) আরবি ফারসি ভাষার প্রতি অনুরাগ     ) স্বদেশের ঐতিহ্যের প্রতি আকর্ষণ

) স্বদেশ স্বভাষার প্রতি অনুরাগ                ) সাধারণ মানুষের প্রতি ভালবাসা

নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ১৬ নং প্রশ্নের উত্তর দাও।

দীর্ঘদিন বিদেশে অবস্থান করেও হাবীব সাহেব ভাল বাংলা বলেন, ছেলেকেও সুন্দর বাংলা শিখিয়েছেন, যদিও বিদেশে বাংলার ব্যবহার নেই। তবুও হাবীব সাহেব মনে করেন পূর্ব পুরুষ এর ভাষার মধ্য দিয়ে তিনি তার পরবর্তী প্রজন্ম বাঙালি হয়ে বেঁচে থাকতে চান।

১৫ হাবীব সাহেব সম্পর্কে কবি আবদুল হাকিমের অভিমত হল-

i. দেশপ্রেমিক           ii. সৎ নিষ্ঠাবান                iii. ভাষা প্রেমিক

কোনটি সঠিক?

) i. ii      ) i. iii              ) ii iii      ) i, ii iii

১৬ উদ্দীপকের হাবীব সাহেবের মনোভাব বঙ্গবাণী কবিতার কোন পংক্তিতে প্রকাশ পেয়েছে।

) মাতা-পিতামহ ক্রমে বঙ্গেত বসতি              ) যেই দেশে যে বাক্য কহে নরগণ

) মারফত ভেদে যার নাহিক গমন                ) নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন

১৭ কবি আবদুল হাকিমের সময় রাজকীয় ভাষা কী ছিল?

) আরবী       ) বাংলা                ) ফারসী       ) সংস্কৃত

১৮ বাংলায় জন্মগ্রহণ করেও যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে কবি আবদুল হাকিম তাদের কী নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন?

) বংশ পরিচয়                 ) জন্ম পরিচয়          ) ব্যক্তিত্ব               ) অভিজাত্য

১৯শহর নামাআবদুল হাকিমের কোন ধরনের রচনা?

) কাব্য গ্রন্থ            ) কাব্য নাট্য    ) ছোট গল্প             ) উপন্যাস

২০সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন’- এই পংক্তিতে নিরঞ্জন শব্দটির অর্থ কী?

) সুন্দর                ) সৃষ্টিকর্তা     ) কুশ্রী         ) ইচ্ছা


উত্তর. . . . . . . . . ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০.


দেশি ভাষাবলতে বোঝানো হয়েছে কোনটি?
. সংস্কৃত ভাষা . বাংলা ভাষা   গ. প্রাকৃতিক ভাষা . আরবি-ফারসি
হিন্দুর অক্ষরবলতে কবি কী বুঝিয়েছেন?
. সংস্কৃত ভাষা . বাংলা ভাষা   . হিন্দি ভাষা . গুজরাটি ভাষা
সংস্কৃত ভাষানিয়ে হিংসা করে কারা?
. বাংলা ভাষার প্রতি মমতা নেই যার     . আরবি ভাষার প্রতি মমতা যার
. মারফতের জ্ঞান নেই যার              . স্বভাষার প্রতি প্রেম নেই যার
আবদুল হাকিমের মতে জন্ম পরিচয় নেই
. যারা আরবি ভাষাকে হিংসা করে        . যারা সংস্কৃত ভাষাকে হিংসা করে
. যারা বাংলা ভাষাকে হিংসা করে         . যারা ফরাসি ভাষাকে হিংসা করে
বঙ্গবাণীবলতে কী বোঝানো হয়েছে?
. বাংলার বাণী . বাংলা বাক্য    . বাংলা কথা . বাংলা ভাষা
কোন ভাষার উপদেশ হিতকর?
. মাতৃভাষার . বিদেশি ভাষার   . সংস্কৃত ভাষার . আরবি ভাষার
কবি আবদুল হাকিমের মতে কোন ভাষায় বাক্য সাধনায় পরিশ্রম সার্থক হয়?
. আরবি ভাষায় . হিন্দি ভাষায়  . সংস্কৃত ভাষায় . বাংলা ভাষায়
কবি আবদুল হাকিমকে কারা বাংলা ভাষায় বাক্য রচনার জন্য অনুরোধ করেন?
. যারা আরবি ভাষা পড়তে পারে না      . যারা হিন্দি ভাষা পড়তে পারে না
. যারা বই পড়তে পারে না              . যারা শাস্ত্র পড়তে পারে না
বঙ্গবাণীকবিতার মূল উপজীব্য কোনটি?
. দেশপ্রেম            . ভাষাপ্রেম             . জাতিপ্রেম            . সংস্কৃতি প্রেম
মধ্যযুগীয় পরিবেশে দুর্লভ কোনটি?
. কপোতাক্ষ নদ        . বাংলা আমার         . তিতাস       . বঙ্গবাণী
বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন বলতে কবি কী বুঝিয়েছেন?
. নির্মল        . দেবতা       . আলাহ তাআলা        . ফেরেশতা
বাংলা ভাষার প্রতি গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে কোনটিতে?
. তিতাস       . কপোতাক্ষ            . সাত সাগরের মাঝি            . বঙ্গবাণী
 
উত্তর : ২১,ঘ ২২,ক ২৩,গ ২৪,গ ২৫,ঘ ২৬,ক ২৭,ঘ ২৮,গ ২৯,খ ৩০,ঘ ৩১,গ ৩২, ঘ

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post