১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত?
ক. কবি খ. কদম আলী গ. জমিলার মা ঘ. মাছরাঙা
২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত মাছরাঙা কোথায় স্থির দৃষ্টিতে বসে থাকে?
ক. বাঁশবাগানে খ. জামরুলের ডালে গ. ডুমুরের ডালে ঘ. কদমের ডালে
৩. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় স্থির দৃষ্টি কার?
ক. মাছরাঙার খ. জমিলার মার গ. কদম আলীর।ঘ. কবির
৪. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত মাছরাঙা কাকে চেনে?
ক. আসমানের তারাকে খ. জমিলার মাকে। গ. কদম আলীকে ঘ. কবিকে
৫. কবি আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
ক. রাত্রিশেষ খ. ছায়াহরিণ গ. আশায় বসতি ঘ. সারাদুপুর
৬. আহসান হাবীব কর্মজীবনে কোনটিকে পেশা হিসেবে গ্রহণ করেন?
ক. শিক্ষকতা খ. সাংবাদিকতা গ. আইন ব্যবসায় ঘ. নাট্যাভিনয়
৭. কবি আহসান হাবীবের কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছেন কোনটি?
ক. পল্লির মাটি ও মানুষের জীবনচিত্র
খ. গভীর জীবনবোধ ও আশাবাদ
গ. বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্য বর্ণনা
ঘ. সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ
৮. কবি আহসান হাবীবের কবিতার স্নিগ্ধতা পাঠকচিত্তে কোনটির সৃষ্টি করে?
ক. বিদ্রোহের ঝংকার খ. মধুর আবেশ
গ. প্রতিবাদী চেতনা ঘ. দুর্বোধ্য আবেগ
৯. ছোটদের জন্য কবি আহসান হাবীবের কবিতার বই কোনটি?
ক. ছায়াহরিণ খ. মেঘ বলে চৈত্রে যাবো গ. জোছনা রাতের গল্প ঘ. আশায় বসতি
১০. কোনটি আহসান হাবীবের কিশোর পাঠ্য উপন্যাস?
ক. মেঘ বলে চৈত্রে যাবো খ. জোছনা রাতের গল্প
গ. ছুটির দিন দুপুরে ঘ. রানী খালের সাঁকো
১১. আহসান হাবীব তার সাহিত্যকর্মের জন্য কোন পুরস্কার লাভ করেন?
ক. নোবেল পুরস্কার খ. আদমজী পুরস্কার গ. একুশে পদক ঘ. ভারতরত্ন পুরস্কার
১২. কোন পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে আহসান হাবীবের জীবনাবসান ঘটে?
ক. ইত্তেফাক খ. দৈনিক বাংলা গ. জনকণ্ঠ ঘ. সংগ্রাম
১৩. আহসান হাবীব কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৮৩ সালে খ. ১৯৮৪ সালে গ. ১৯৮৫ সালে ঘ. ১৯৮৬ সালে
১৪. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি আসমানের কাকে সাক্ষী করেছেন?
ক. চাঁদকে খ. সূর্যকে গ. ধূমকেতুকে ঘ. তারাকে
১৫. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি আসমানের তারার পর কাকে সাক্ষী করেছেন?
ক. জামরুলকে খ. শিশিরকে গ. মাছরাঙাকে ঘ. জমিনের ফুলকে
১৬. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোথায় বিস্তর জোনাকি রয়েছে বলে উল্লেখ আছে?
ক. ধানের ক্ষেতে খ. বাঁশবাগানে গ. ডুমুরের বাগানে ঘ. ধূধূ নদীর কিনারায়
১৭. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত পুকুর কোন দিকে অবস্থিত?
ক. পূর্ব দিকে খ. পশ্চিম দিকে গ. উত্তর দিকে ঘ. দক্ষিণ দিকে
১৮. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত ডুমুরের গাছ কোথায় অবস্থিত?
ক. জমিলার মায়ের রান্নাঘরের পাশে খ. পুবের পুকুর পাড়ে
গ. বাঁশবাগানের কাছে ঘ. ধানখেতের কাছে
১৯. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় অভ্যাগত নয় কে?
ক. জোনাকি খ. মাছরাঙা গ. কদম আলী ঘ. কবি
২০. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতাটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম খ. সুকান্ত ভট্টাচার্য গ. আহসান হাবীব ঘ. ফররুখ আহমদ
২১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত ক্লান্ত বিকেলের পাখিরা কাকে চেনে?
ক. কদম আলীকে খ. কবিকে গ. জমিলার মাকে ঘ. মাছরাঙাকে
২২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কারা জানে কবি কোনো অনাত্মীয় নন?
ক. পাখিরা খ. নদীরা গ. ধানেরা ঘ. মাছেরা
২৩. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি কোন সময়ের ধানের মঞ্জরীকে সাক্ষী করেছেন?
ক. আশ্বিনের খ. কার্তিকের গ. অগ্রহায়ণের ঘ. পৌষের
২৪. কবি কিসের টলমল শিশিরকে সাক্ষী করেছেন?
ক. দূর্বাঘাসের খ. ধানের চিরোল পাতার গ. ফুলের ঘ. কাঁঠালপাতার
২৫. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি কার চিরচেনা স্বজন?
ক. কদম আলীর খ. মাছরাঙার গ. জমিলার মায়ের ঘ. পাখির
২৬. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় জমিলার মায়ের রান্নাঘর কেমন
ক. হাঁড়ি-পাতিলে ঠাসা খ. খাবারে ভরপুর গ. শূন্য খাঁ খাঁ ঘ. উচ্ছল প্রাণবন্ত
২৭. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার কবি জমিলার মায়ের রান্নাঘরের কী চেনেন?
ক. শুকনো থালা খ. ভাতের হাঁড়ি গ. পানির কলসি ঘ. চুলা
২৮. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কিসে কবির হাতের স্পর্শ লেগে আছে?
ক. ডুমুরের ডালে খ. লাঙলে গ. রান্নাঘরের থালায় ঘ. ধানের মঞ্জরীতে
২৯. ‘আমি ছিলাম এখানে’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. স্বদেশকে খ. ধানখেতকে গ. বাঁশবাগানকে ঘ. নদীর কিনারকে
৩০. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কিসের খেতের উল্লেখ রয়েছে?
ক. গমের খ. ধানের গ. বেগুনের ঘ. পাটের
Ad-1
Monday, August 25, 2025
আমি কোনো আগন্তুক নই
Monday, September 4, 2023
আশা
১।সিকানদার আবু জাফর ম্যাট্রিক পাস করেন কোন প্রতিষ্ঠান থেকে?
ক. তালা বি দে ইনস্টিটিউশন
খ. ঢাকা কলেজিয়েট স্কুল
গ. বরিশাল ব্রজমোহন স্কুল
ঘ. স্টেগ্রেগরিজ হাইস্কুল
২। সিকানদার আবু জাফর আইএপাস করেন কোন কলেজ থেকে?
ক. কলকাতা হিন্দু কলেজ
খ. বরিশাল ব্রজমোনহন কলেজ
গ. কলকাতা রিপন কলেজ
ঘ. কলকাতা সংস্কৃত কলেজ
৩। সিকানদার আবু জাফর কর্মজীবনে কী ছিলেন?
ক. শিক্ষক
খ. সাংবাদিক
গ. ব্যাংকার
ঘ. গায়ক
৪। দেশ বিভাগের পরে সিকানদার আবু জাফর স্থায়ীভাবে কোথায় বসবাস করেন?
ক. কলকাতায়
খ. খূলনায়
গ. সাতক্ষীরায়
ঘ. ঢাকায়
৫। সিকানদার আবু জাফর চাকির করতেন
ক. রেডিও পাকিস্তানে
খ. রেডি ও বাংলাদেশে
গ, রেডিও কলকাতায়
ঘ. রেডিও ঢাকায়
৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা আন্দোলনকে বেগবান করে তোলার জন্য তাৎপযৃপূর্ণ ভুমিকা রাখেন কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. আহসান হাবীব
গ. শাম সুর রহমান
ঘ. সিকানদার আবু জাফর
৭। স্বাধীনতা আন্দোলনে সিকান্দার আবু জাফর ছিলেন্ একজন
ক. সাংস্কৃতিক কর্মী
খ. রাজনৈতিক নেতা
গ. পুলিশ অফিসার
ঘ. অধ্যাপক
৮। সিকানদার আবু জাফর রচিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. বৃশ্চিক লগ্ন
খ. মানসী
গ. পাখিরব াসা
ঘ. আদমজী
৯। মেহনতী মানুষের মুক্তির প্রেরণায় সমৃদ্ধ সিকাদার আবু জাফরের
ক কবিতার ও উপন্যাস
খ. গণসঙ্গীত ও নাটক
গ. গণসঙ্গীত ও কবিতা
ঘ. কবিতা ও নাটক
১০।সিকানদার আবু জাফর কত সাে ল মারা যান?
ক. ১৯৭৫
খ ১৯৭৬
গ. ১৯৮৫
ঘ. ১৯৮৬
১১। সিকানদার আবু জাফর কত তারিখে মারা যান
ক. ৪ই আগস্ট
খ. ৫ই আগস্ট
গ. ৬ই আগস্ট
ঘ. ৭ই আগস্ট
১২। কে কীভাবে সুখী হবে তা
ক. নির্ধারিত
খ. অবধারিত
গ. র্নিধারিত নয়
ঘ. সুবিদিত
১৩। জাগতিক এই পৃথিবী ক্রমশ কী হয়্ েউঠেছে?
ক সুন্দর
খ. জটিল
গ. সহজ
ঘ. স্পষ্ট
১৪। মানুষ ক্রমশ কী হচ্ছে?
ক আত্মকেন্দ্রিক
খ. দায়িত্বশীল
গ. পরিবতির্ত
ঘ. উদার
১৫। সুখের চিন্তায় কাদের রাথে ঘুম হয় না?
ক. পাখির
খ. পশুর
গ. পরীর
ঘ. মানুষের
১৬। মানুষের রাতে ঘুম হয় না কিসের ি চন্তায়
ক. টাকার
খ. সুখের
গ. সন্তানের
ঘ. অর্থের
১৭। কোন ধরনের মানুষের ঘুমের সমস্যা হয় না
ক.সুখী
খ. স্বার্থপর
গ. আত্মকেন্দ্রিক
ঘ. দুখী
১৮। কবি কেমন জীবন যাপনের মাঝে যেতে চান?
ক. অসাধারণ
খ. বিলাস বহুল
গ. সাধারণ
ঘ স্বার্থপর
১৯। যেখায় গভীর নিশুত রাতে পরের চরণ কোনটি?
ক. আয়ু কমায় না
খ. জীন বেড়ায় ঘরে
গ. তুষ্ট থাকে তাই
ঘ. নেই দুরাশা গøানি
২০।বিত্ত সুখের দুর্ভাবনায় পরের চ রণ কোনটি?
ক. আয়ু কমায় না
খ. তুষ্ট থাে ক তাই
গ. বাসতে পারে ভালো
ঘ. অমি হারিয়ে যেতে চাই
২১। রাত শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক, পাথার
খ. আফতাব
গ. পর্বত
ঘ. রাত্রি
২২। পাহা শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. পাথার
খ. আফতাব
গ. পর্বত
ঘ. দ্বিপ
২৩। নিচের কোন বানানটি শুদ্ধ?
ক,দিনতা
খ. দীনতা
গ. দীণতা
ঘ. দিনুতা
২৪। আয়ু কমে কিসের দুর্ভাবনায়?
ক. বিত্ত সুখের
খ. সন্তানের
গ. স্ত্রীর
ঘ. পরিবারের
২৫। অল্পতে তুষ্ট থাকে কারা
ক. ধনীরা
খ. বিত্তহীনরা
গ. শিশুরা
ঘ. ্বৃদ্ধরা
২৬। মানুষের আয়ু কমে যাচ্ছে যে কারণে
i. বিত্ত বৈভব অর্জন করায়
ii.সুকের দুভাবর্নায়
iii.পরিবারের চিন্তায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iiii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৭। মানুষের মনে এখন শান্তি নেইকারণ
i. মানুষের আত্মকেন্দ্রিকতা
ii.মানুষের দরিদ্রতা
iii.সুখের দুর্ভাবনা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iiii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৮্ সমাজের বেশির ভাগ মানুষ দিনাপতিপাত করে
i. টাকাপয়সার লোভে
ii.ক্ষমতার জন্য
iii.সম্পদের লোভে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iiii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৯। দরিদ্রদের নেই কোে না
i. দুরাশা
ii.গøানি
iii.সুখ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iiii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩০। দরিদ্রদের সম্পর্কে বলা যায়
i. তারা হাতভাঙা খাটুনি খাটে
ii.সংশয়ে তাদের জীবন ক্লিষ্ট নয়
iii.প্রতিবেশীকে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iiii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
Monday, February 28, 2022
বঙ্গবাণী
ক) অভিজাত খ) অভিলাষ গ) বিলাস ঘ) দুঃখ
২। হিন্দুর অক্ষর হিংসা করে কারা?
ক) যারা মরমি সাধনা সম্পর্কে অবগত খ) যারা নিজের দেশকে ভালবাসে
গ) যারা মাতৃভাষাকে অবজ্ঞা করে ঘ) মারফতে জ্ঞানহীনরা
৩। ‘আরবি-ফারসি হিন্দে নাই দুই মত’- লাইনটিতে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
ক) সব ভাষার প্রতি শ্রদ্ধা খ) বাংলা ভাষার প্রতি মমত্ববোধ
গ) শুধু মাতৃভাষার প্রতি অনুরাগ ঘ) বিদেশী ভাষার প্রতি আকর্ষণ
৪। ‘ছিফত’- শব্দের অর্থ কী?
ক) নসিহত খ) বৈশিষ্ট্য গ) দোষ ঘ) গুণ
৫। ‘বঙ্গদেশী বাক্য’- বলতে কবি কী বুঝিয়েছেন?
ক) বাংলা ভাষা খ) প্রাচীন বঙ্গীয় ভাষা গ) মাতৃভাষা ঘ) বিদেশী ভাষা
৬। স্বদেশে থেকেও যারা স্বদেশের ভাষার প্রতি বীতরাগ দেখায় তাদের সম্পর্কে কবির অভিমত কী?
ক) দেশ প্রেমিক খ) শিকড়বিহীন পরগাছা গ) জাতি প্রেমিক ঘ) দেশ প্রেমিক নয়
৭। ‘দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়’- কবি তাকে কী করতে বলেছেন?
ক) দেশপ্রেমী হতে খ) উদার হতে গ) সাহিত্যপ্রেমী হতে ঘ) দেশ ত্যাগী হতে
৮। কবি আবদুল হাকিম কোন শতকের কবি?
ক) পঞ্চদশ খ) ষষ্ঠদশ গ) সপ্তদশ ঘ) অষ্টাদশ
৯। কবি আবদুল হাকিমের কবিতায় কোনটির পরিচয় পাওয়া যায়?
ক) অনুপম ব্যক্তিত্বের খ) অনুপম ছন্দের গ) চমৎকার উপমা ঘ) সুন্দর গতিময়তা
১০। বঙ্গবাণী কবিতায় যেসব ভাষার নাম উল্লেখ আছে তা হল-
i. আরবি, ফারসি ii. সংস্কৃত-মলয় iii. ইংরেজি, হিন্দি
কোনটি সঠিক?
ক) i. খ) i. ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১। ‘মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি’- পংক্তিটির অর্থ কী?
ক) বাংলাদেশ আমাদের মাতৃভূমি খ) বাংলাদেশ আমাদের পিতামাতার জন্মভূমি
গ) বংশানুক্রমে বাংলাদেশে আমাদের বসতি ঘ) বাংলাদেশে আমাদের বসতি
১২। বঙ্গবাণী কবিতার প্রতিপাদ্য বিষয়)
i. দেশী ভাষার প্রতি মমত্ববোধ ii. বাংলা ভাষার প্রতি মমত্ববোধ iii. সকল ভাষার প্রতি শ্রদ্ধা
কোনটি সঠিক?
ক) i. ও ii খ) i. ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। কবি আবদুল হাকিমের মতে প্রভু কোন ভাষা বুঝতে পারেন?
ক) আরবী খ) ফারসী গ) মাতৃভাষা ঘ) সব ভাষা
১৪। বঙ্গবাণী কবিতার প্রতিপাদ্য বিষয় কী?
ক) আরবি ফারসি ভাষার প্রতি অনুরাগ খ) স্বদেশের ঐতিহ্যের প্রতি আকর্ষণ
গ) স্বদেশ ও স্বভাষার প্রতি অনুরাগ ঘ) সাধারণ মানুষের প্রতি ভালবাসা
নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও।
দীর্ঘদিন বিদেশে অবস্থান করেও হাবীব সাহেব ভাল বাংলা বলেন, ছেলেকেও সুন্দর বাংলা শিখিয়েছেন, যদিও বিদেশে বাংলার ব্যবহার নেই। তবুও হাবীব সাহেব মনে করেন পূর্ব পুরুষ এর ভাষার মধ্য দিয়ে তিনি ও তার পরবর্তী প্রজন্ম বাঙালি হয়ে বেঁচে থাকতে চান।
১৫। হাবীব সাহেব সম্পর্কে কবি আবদুল হাকিমের অভিমত হল-
i. দেশপ্রেমিক ii. সৎ ও নিষ্ঠাবান iii. ভাষা প্রেমিক
কোনটি সঠিক?
ক) i. ও ii খ) i. ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬। উদ্দীপকের হাবীব সাহেবের মনোভাব বঙ্গবাণী কবিতার কোন পংক্তিতে প্রকাশ পেয়েছে।
ক) মাতা-পিতামহ ক্রমে বঙ্গেত বসতি খ) যেই দেশে যে বাক্য কহে নরগণ
গ) মারফত ভেদে যার নাহিক গমন ঘ) নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন
১৭। কবি আবদুল হাকিমের সময় রাজকীয় ভাষা কী ছিল?
ক) আরবী খ) বাংলা গ) ফারসী ঘ) সংস্কৃত
১৮। বাংলায় জন্মগ্রহণ করেও যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে কবি আবদুল হাকিম তাদের কী নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন?
ক) বংশ পরিচয় খ) জন্ম পরিচয় গ) ব্যক্তিত্ব ঘ) অভিজাত্য
১৯। ‘শহর নামা’ আবদুল হাকিমের কোন ধরনের রচনা?
ক) কাব্য গ্রন্থ খ) কাব্য নাট্য গ) ছোট গল্প ঘ) উপন্যাস
২০। ‘সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন’- এই পংক্তিতে নিরঞ্জন শব্দটির অর্থ কী?
ক) সুন্দর খ) সৃষ্টিকর্তা গ) কুশ্রী ঘ) ইচ্ছা
উত্তর : ১. খ ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. গ ৯. ক ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. ঘ ১৪. গ ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. খ
ক. সংস্কৃত ভাষা খ. বাংলা ভাষা গ. প্রাকৃতিক ভাষা ঘ. আরবি-ফারসি
২২। ‘হিন্দুর অক্ষর’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. সংস্কৃত ভাষা খ. বাংলা ভাষা গ. হিন্দি ভাষা ঘ. গুজরাটি ভাষা
২৩। ‘সংস্কৃত ভাষা’ নিয়ে হিংসা করে কারা?
ক. বাংলা ভাষার প্রতি মমতা নেই যার খ. আরবি ভাষার প্রতি মমতা যার
গ. মারফতের জ্ঞান নেই যার ঘ. স্বভাষার প্রতি প্রেম নেই যার
২৪। আবদুল হাকিমের মতে জন্ম পরিচয় নেই—
ক. যারা আরবি ভাষাকে হিংসা করে খ. যারা সংস্কৃত ভাষাকে হিংসা করে
গ. যারা বাংলা ভাষাকে হিংসা করে ঘ. যারা ফরাসি ভাষাকে হিংসা করে
২৫। ‘বঙ্গবাণী’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. বাংলার বাণী খ. বাংলা বাক্য গ. বাংলা কথা ঘ. বাংলা ভাষা
২৬। কোন ভাষার উপদেশ হিতকর?
ক. মাতৃভাষার খ. বিদেশি ভাষার গ. সংস্কৃত ভাষার ঘ. আরবি ভাষার
২৭। কবি আবদুল হাকিমের মতে কোন ভাষায় বাক্য সাধনায় পরিশ্রম সার্থক হয়?
ক. আরবি ভাষায় খ. হিন্দি ভাষায় গ. সংস্কৃত ভাষায় ঘ. বাংলা ভাষায়
২৮। কবি আবদুল হাকিমকে কারা বাংলা ভাষায় বাক্য রচনার জন্য অনুরোধ করেন?
ক. যারা আরবি ভাষা পড়তে পারে না খ. যারা হিন্দি ভাষা পড়তে পারে না
গ. যারা বই পড়তে পারে না ঘ. যারা শাস্ত্র পড়তে পারে না
২৯। ‘বঙ্গবাণী’ কবিতার মূল উপজীব্য কোনটি?
ক. দেশপ্রেম খ. ভাষাপ্রেম গ. জাতিপ্রেম ঘ. সংস্কৃতি প্রেম
৩০। মধ্যযুগীয় পরিবেশে দুর্লভ কোনটি?
ক. কপোতাক্ষ নদ খ. বাংলা আমার গ. তিতাস ঘ. বঙ্গবাণী
৩১। ‘বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. নির্মল খ. দেবতা গ. আলাহ তাআলা ঘ. ফেরেশতা
৩২। বাংলা ভাষার প্রতি গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে কোনটিতে?
ক. তিতাস খ. কপোতাক্ষ গ. সাত সাগরের মাঝি ঘ. বঙ্গবাণী
Recent Post
আমি কোনো আগন্তুক নই
১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী গ. জমিলার মা ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...
Most Popular Post
-
বাংলা ছন্দ ছন্দ: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ...
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
জটিল বা মিশ্র বাক্যে ছােট ছােট একাধিক বাক্য থাকে একে খণ্ডবাক্য বলে। খণ্ডবাক্য প্রধানত দুই প্রকার- ১.প্রধান খণ্ডবাক্য ২.আশ্রিত খণ্ড বাক্য। ...
-
বলাকা - রবীন্দ্রনাথ ঠাকুর সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আঁধারে মলিন হল–যেন খাপে-ঢাকা বাঁকা তলোয়ার; দিনের ভাঁটার শেষে রাত...
-
গীতিকার ও সুরকার : আব্দুর রাহমান বয়াতি দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা অামি যাবো মদিনা দুনিয়ায় নবী এলো মা অামিনার ঘ...
-
উত্তর: তৎসম শব্দে মূর্ধন্য-ণ এর ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।নিম্নে এর পাঁচটি নিয়ম বর্ণনা দেওয়া হলো... ১. ঋ,র,ষ এরপর মূর্ধন্য-ণ হয়। ...