Ad-1

Showing posts with label ৮ম বাংলা প্রথম বহুনির্বাচনী. Show all posts
Showing posts with label ৮ম বাংলা প্রথম বহুনির্বাচনী. Show all posts

Tuesday, April 11, 2023

অতিথির স্মৃতি

১. পাখিদের আনাগোনা কখন শুরু হয়?
ক) রাতের শেষে        খ) সকাল বেলায়        গ) সাজের বেলায়      ঘ) সন্ধ্যা বেলায়।
২. অতিথির স্মৃতি গল্পে কোন পাখি সবচেয়ে ভোরে উঠে?
ক) বুলবুলি     খ) শ্যামা       গ) শালিক     ঘ) দোয়েল
৩. 'অতিথির স্মৃতি '- গল্পে একটু দেরি করে আসতো কোন পাখি?
ক) টুনটুনি      খ) দোয়েল      গ) শ্যামা        ঘ) বেনে-বৌ
৪. প্রাচীরের ধারে কোন গাছটি ছিল?
ক) হিজল      খ) জারুল     গ) ইউক্যালিপটাস       ঘ) পাইন
৫.ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালে বসে প্রত্যহ ডাকতো কোন পাখিটা?
ক) বুলবুলি     খ) বেনে বৌ            গ) শ্যামা                ঘ) টুনটুনি
৬. 'অতিথির স্মৃতি ' গল্পের লেখকের মন কেন ব্যস্ত হয়ে উঠল?
ক) পাখিদের আনাগোনা দেখে           খ) পাখি দুটিকে না আসতে দেখে
গ) পাখিদের কলকাকলি শুনে           ঘ) গলাভাঙা সুরে ভজন শুনে
৭. পাখি চালান দেওয়া কাদের ব্যবসা?
ক) মালির              খ) মালিনীর             খ) বেদের              ঘ) আসামির
৮. অতিথির স্মৃতি’ গল্পে কোন পাখির উল্লেখ নেই?
ক) ময়না               খ) দোয়েল              গ) শালিক     ঘ) বুলবুলি
৯. ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখকের দেখা পীড়িতরা কোন শ্রেণির গৃহস্থ ঘরের?
ক) নিম্নবিত্ত             খ) মধ্যবিত্ত            গ) উচ্চবিত্ত             ঘ) উচ্চ মধ্যবিত্ত
১০. অল্পবয়সি মেয়েরা মোজা পরত কেন?
ক) শীতকাল বলে       খ) অভিজাত বলে।     গ) পা ফোলা বলে       ঘ) সুন্দর লাগার জন্য
১১. ‘অতিথির স্মৃতি’ গল্পে মধ্যবিত্ত গৃহস্থের মেয়েরা মাটি পর্যন্ত কাপড় পরত কেন?
ক) সংস্কারের কারণে                   খ) বিকৃতি আড়াল করতে
গ) ঠান্ডা থেকে রক্ষা পেতে              ঘ) সৌন্দর্য বৃদ্ধি করতে
১২. দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে লেখকের দুঃখবােধের কারণ—
ক) বয়স                খ) অসুস্থতা             গ) নিঃসঙ্গতা           ঘ) দুরবস্থা
১৩. ‘অতিথির স্মৃতি' গল্পে লেখকের সবচেয়ে দুঃখ হতাে যাকে দেখে সে হলো—
ক) পা ফুলা অল্পবয়সি একদল মেয়ে     খ) একটি দরিদ্র ঘরের মেয়ে
গ) বাতব্যাধিগ্রস্ত বৃদ্ধ ব্যক্তি              ঘ) একটি শক্তি সামর্থ্যহীন কুকুর।
১৪. অতিথির স্মৃতি’ গল্পে ‘ক্ষুধাহরণের কর্তব্য’ বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?
ক) ক্ষুধা বাড়াতে পরিশ্রম                খ) ক্ষুধা নিবারণ করা
গ) খাদ্য সংগ্রহ করা                    ঘ) খাদ্য জোগাতে পরিশ্রম
১৫. বাতব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে?
ক) সন্ধ্যার পূর্বেই               খ) সন্ধ্যার পরেই
গ) বিকেল বেলায়               ঘ) ভোরে ভোরেই
১৬. অতিথির স্মৃতি' গল্পে লেখকের সাথে অতিথির প্রথম কোথায় সাক্ষাৎ হয়?
ক) পথে হাঁটতে বের হওয়ার সময়              খ) পথের ধারে বসে থাকার সময়।
গ) বাড়ির লাহোর গেটের সামনে                ঘ) হাঁটার পর ঘরে ফেরার সময়
১৭. চাকরদের দরদ তার পরেই বেশি’ ‘অতিথির স্মৃতি' গল্পে তার’ বলতে কার কথা বলা হয়েছে?
ক) মালি                খ) লেখক               গ) মালিবৌ             ঘ) অতিথি
১৮. ‘অতিথির স্মৃতি' গল্পে মালিনীর প্রতি কাদের দরদ বেশি ছিল?
ক) চাকরদের।         খ) প্রতিবেশীদের        গ) লেখকের            ঘ) অতিথির
১৯.. অতিথিকে বাগানের মধ্যে ঢুকতে দেয় না কে?
ক) লেখক              খ) চাকর               গ) মালি                ঘ) মালি-বৌ।
২০. লেখকের সামনে কুকুরটি ভিজে ভিজে চোখ নিয়ে দাঁড়াল কেন?
ক) প্রহার করায়।               খ) খাবার না দেওয়ায়
গ) গেট বন্ধ থাকায়।            ঘ) অতিরিক্ত আদর পাওয়ায়
২১. কে গােপনে লেখকের কাছে নালিশ জানাতে চায়?
ক) বেনে-বৌ পাখি।     খ) অসুস্থ মেয়েটি                গ) কুকুর       ঘ) মালি-বৌ
২২. মালি-বৌ কেন কুকুরটিকে তাড়িয়ে দেয়?
ক) খাবারে ভাগ বসাবে বলে।           খ) কামড়াবে বলে
গ) দেখতে কুৎসিত বলে                ঘ) ঘেউ ঘেউ করত বলে
২৩. 'তবু দিন দুই দেরি করলাম নানা ছলে'- লেখক কেন দেরি করেছিলেন?
ক) সুস্থতা লাভের আশায়                খ) কুকুরটির মমতায়
গ) ট্রেনের টিকেট না পাওয়ায়           ঘ) আরও কিছুদিন থাকার ইচ্ছার।
২৪. তার উৎসাহ সবচেয়ে বেশি '- অতিথির স্মৃতি '- এ উৎসাহ কার?
ক) মালিনী              খ) অতিথি              গ) লেখক               ঘ) মালি।
২৫. ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ খুঁজে পেলেন না কেন?
ক) গৃহের প্রতি উদাসীনতা              খ) অতিথির জন্য বিরহকাতরতা
গ) পরিবারের প্রতি অনীহা।             ঘ) দেওঘরের প্রতি মমতা
২৬. ড্রেনে পড়া বিড়ালছানাটিকে নিজ হাতে তুলে রাস্তার ধারে রাখলেন ব্যারিস্টার আকমল সাহেব।
উদ্দীপকের আকমল সাহেবের চেতনা কোন রচনায় প্রকাশিত?
ক) মংডুর পথে খ) কিশোর কাজি               গ) অতিথির স্মৃতি       ঘ) মার্চেন্ট অব ভেনিস
২৭. 'ভজন' শব্দের অর্থ কী?
ক) প্রার্থনা      খ) প্রার্থনামূলক গান            গ) আরাধনা            ঘ) মুনাজাত
২৮. ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল নাম কী?
ক) স্মৃতিকথা           খ) দেওঘরের স্মৃতি     গ) রেঙ্গুনের স্মৃতি       ঘ) কুকুরের স্মৃতি
২৯. ‘অতিথির স্মৃতি রচনায় প্রকাশ পেয়েছে—
ক) প্রকৃতিপ্রেম খ) ধর্মনিষ্ঠা গ) দায়িত্বশীলতা ঘ) জীবপ্রেম
৩০. অতিথির স্মৃতি রচনায় লেখকের সাথে অতিথিরূপী কুকুরের কী ধরনের সম্পর্ক গড়ে উঠেছে?
ক) স্নেহ-প্রীতির         খ) দায়িত্বশীলতার       গ) সম্পর্ক সূত্রের       ঘ) মহত্ত্ব প্রদর্শনের
৩১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বড়দিদি' কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক) সবুজপত্র            খ) বিজলী              গ) ভারতী              ঘ) সওগাত
৩২. পাঠকহৃদয় জয় করে কে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।              খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) কাজী নজরুল ইসলাম               ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৩৩. কোনটি শরৎচন্দ্রের উপন্যাস?
ক) যোগাযোগ          খ) শেষ প্রশ্ন           গ) আরণ্যক            ঘ) মাঝির ছেলে
৩৪. 'ঝড়ে পড়ে যাওয়া পাখির ছানাটিকে মারুফ যত্নের সঙ্গে পাখিটির বাসায় পৌঁছে দিল।'- এখানে 'অতিথির স্মৃতি ' গল্পের প্রতিফলিত দিকটি হচ্ছে
!) বিবেকবোধ          !!) জীবপ্রেম            !!!) প্রকৃতিপ্রেম
নিচের কোনটি সঠিক?
ক) ! ও !! খ) ! ও !!! গ) !! ও !!! ঘ) ! ,!! ও !!!


১১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
. ১৯৩৫ খ. ১৯৩৬        গ. ১৯৩৭ ঘ. ১৯৩৮
১২. বাত ব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে?
. সন্ধ্যার পূর্বে খ. সন্ধ্যার পরে       গ. বিকেল বেলা ঘ. গোধূলি বেলা
১৩. আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কী বোঝানো হয়েছে?
i. কোনো তিথি না মেনে কারোর আগমনকে
ii. মাত্রাতিরিক্ত সময় আতিথেয়তা গ্রহণ করাকে
iii. কোনো অতিথির অধিক সময় অবস্থানকে
নিচের কোনটি সঠিক?
. i . i ii
. ii iii . i, ii iii
৪. ‘অতিথির স্মৃতিগল্পটি কোন গল্পটির ঈষৎ পরিমার্জিত রূপ?
. অতিথির কীর্তি খ. দেওঘরের স্মৃতি                   গ. অতিথির স্মৃতি ঘ. দেওঘরের কীর্তি
১৫. লেখক কেন দেওঘরে এসেছিলেন?
. গল্প লেখার জন্য                   খ. বায়ু পরিবর্তনের জন্য
. তীর্থ ভ্রমণের জন্য                 ঘ. সুচিকিৎসার জন্য
১৬. লেখক কার আদেশে দেওঘরে এসেছিলেন?
. চিকিৎসকের             খ. অতিথির                 গ. বামুনঠাকুরের            ঘ. চাকরদের
১৭. রাত্রি কখন থেকে একজন লোক গলাভাঙা সুরে ভজন শুরু করত?
. দুটো           খ. তিনটে                  গ. চারটে          ঘ. পাঁচটা
১৮. নিচের কোনটি শোথ জাতীয় রোগ?
. বাত           খ. বেরিবেরি               গ. হাঁপানি                   ঘ. গলগন্ড

সঠিক উত্তর : ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮.

১। কুকুরটিকে তাড়িয়ে দিয়েছে কে? 
ক. লেখক               খ. মালি        গ. মালির বৌ           ঘ. চাকর 
২। অতিথির স্মৃতি’ গল্পে বায়ু পরিবর্তন’ কথাটিতে কী বোঝানো হয়েছে? 
ক. বাসস্থানের পরিবর্তন।               খ. স্বাস্থ্যকর পরিবেশে বসবাস 
গ. স্বাস্থ্যের প্রতি যত্নবান।               ঘ. চিকিৎসকের নির্দেশ দান 
 . নানা রকম পাখির মধ্যে সবচেয়ে ভোরে জেগে উঠে-
ক. শালিক              খ. বুলবুলি              গ. দোয়েল              ঘ. টুনটুনি
.হিমালয় পর্বতশ্রেণি ভারতের কোন সীমানায় অবস্থিত?
ক. উত্তর                খ. দক্ষিণ               গ. পূর্ব                  ঘ. পশ্চিম
. অতিথির স্মৃতিগল্পে বেনে-বৌ পাখি কত দিন পর ফিরে আসে ?
ক) দুই দিনের দিন     খ) তিন দিনের দিন।    গ) চার দিনের দিন     ঘ) পাঁচ দিনের দিন
.পাখিদের মধ্যে সবচেয়ে ভোরে ওঠে-
ক) দোয়েল     খ) শালিক।     গ) টুনটুনি      ঘ) বুলবুলি
.বাড়তি খাবারের প্রবল অংশীদার কে?
ক) মালিনী              খ) বামুন ঠাকুর                 গ) অতিথি              ঘ) চাকর
। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত থেকে কত সাল পর্যন্ত রেঙ্গুনে অবস্থান করেছিলেন?
ক. ১৮৭৬-১৯০৩               খ. ১৯০৩-১৯০৭ খ্রিষ্টাব্দ
গ. ১৯০৩-১৯১৬                ঘ. ১৯০৭-১৯৩৮ খ্রিষ্টাব্দ
১০। অতিথির স্মৃতি’ গল্পে লেখক তাদের স্বরূপ তুলে ধরেছেনযারা
i. অতিথিদের অবজ্ঞা করে
ii. তুচ্ছ জীবকে স্নেহাদর করে
iii. ক্ষুদ্র প্রাণীর প্রতি সহানুভূতিশীল
কোনটি সঠিক?
ক.            খ. ii ও iii             গ. ও ii               ঘ. i, ii ও iii
১১.শরৎচন্দ্রের করেজ শিক্ষা অসমাপ্ত থাকে কেন?
ক) দারিদ্র্যের কারণে           খ) সাহিত্যে সাধনার কারণে
গ) চাকরি পাওয়ার কারণে      ঘ) উদাসীনতার কারণে
১২'শক্তি নেই নিজের দেহটাকে টানবার' —উক্তিটি 'অতিথির স্মৃতি গল্পে কার সম্পর্কে করা হয়েছে ?
ক) পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে             খ) দরিদ্র ঘরের মেয়েকে
গ) বাতব্যাধিগ্রস্ত                                        ঘ) কুকুরটি
.কে গোপনে লেখকের কাছে নালিশ জানাতে চায়
ক বেনে বৌ            খ মালি বৌ             গ কুকুর                ঘ অসুস্থ মেয়েটি''- ?
ক বেনে বৌ            খ মালি বৌ             গ কুকুর                ঘ অসুস্থ মেয়েটি''- ?
. অতিথি কখন আবার উঠানের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল
ক. যখন লেখক নিজে অতিথিকে খাবার খেতে দেন..
ক. যখন লেখক নিজে অতিথিকে খাবার খেতে দেন.. 
খ যখন মালি বৌয়ের ভয়টা চলে যায়
গ যখন থেকে মালি বৌ অর্ধেকটা খাবার অতিথিকেও দেয় । 
ঘ. যখন লেখক মালিকে ডেকে তার বৌকে শাসন করতে বলেন
১৫.'অতিথির স্মৃতি গল্পেঅতিথির প্রতি লেখকের কোন দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে ?
i. উদার দৃষ্টিভঙ্গি                ii.উদার মানবিকতা            iii.উদার মমত্ববোধ
কোনটি সঠিক ?
ক) iii          খ) ii ও iii             গ) ও ii              ঘ) i, ii ও iii

Monday, April 10, 2023

ভাব ও কাজ

১. ভাবকে রূপ দেয় কে?
ক) ইচ্ছা                খ) শক্তি                 গ) কাজ                 ঘ) সাহস
২. ভাব ও কাজ’ রচনায় লেখক ভাবকে কার দাস করতে বলেছেন?
ক) কার্যের               খ) আত্মার               গ) কল্যাণের             ঘ) স্বার্থের
কী দিয়ে লোককে মাতিয়ে তুলতে হবে?
ক) চিন্তা                খ) ভাব                         গ) কাজ                 ঘ) স্পিরিট
৪. ভাবকে কাজে রূপান্তরিত করতে না পারলে ভাবাবেশ কীসের মতো উড়ে যায়?
ক) খড়         খ) কর্পূর               গ) স্পিরিট              ঘ) ধুলো।
৫. কাজী নজরুল ইসলাম ভাবকে জাগিয়ে তুলতে বলেছেন কেন?
ক) নিজের স্বার্থসিদ্ধির জন্য                খ) মানুষের কল্যাণের জন্য
গ) ভাববাদী হওয়ার জন্য                 ঘ) বস্তুবাদী হওয়ার জন্য
৬. 'ভাব ও কাজপ্রবন্ধে দশচক্রে ভগবান ভূত'— এই প্রবাদ বাক্যের 'দশচক্রপ্রতীকটি কাদের বোঝাতে ব্যবহৃত হয়েছে?
ক) অসাধু কর্মী          খ) কর্মবিমুখ মানুষ               গ) কাপুরুষ।            ঘ) হঠকারী
৭. আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
উদ্দীপকের ভাবটি কোন রচনাটির ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ?
ক) পড়ে পাওয়া।        খ) ভাব ও কাজ।                গ) তৈলচিত্রের ভূত       ঘ) সুখী মানুষ
৮. মশগুল’ অর্থ কী?
ক) মগ্ন         খ) ভূ-পৃষ্ঠ               গ) প্রতিজ্ঞা              ঘ) মুনি
৯. কে একনাগাড়ে ছয় মাস ঘুমাত?
ক) রাবণ।       খ) কুম্ভকর্ণ              গ) রাম                 ঘ) লক্ষ্মণ
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ-
নরহরি সব সময় চিন্তায় মগ্ন থাকে। তার মতো যারা অকারণে সব বিষয় নিয়ে চিন্তা করে সময় নষ্ট করেতাদের দিয়ে বাস্তবে কোন কাজই হয় ,তবে
সময়ই কোন কাজ নিয়ে চিন্তা করব নাএমনটাও ঠিক নয় ।
১০. উদ্দীপকের বক্তব্যটি তোমার পাঠ্য কোন রচনায় বিদ্যমান।
ক) সুখী মানুষ           খ) ভাব ও কাজ        গ) তৈলচিত্রের ভূত       ঘ) অতিথির স্মৃতি
১১. উক্ত রচনায় উল্লিখিত লেখকের যে পরামর্শ প্রতিফলিত তা হলো
i. ভাব ও কালের সমন্বয় করা।
ii. ভাবের উচ্ছাসকে নিয়ন্ত্রণ করা
iii. বাস্তবধর্মী কাজে তৎপর হওয়া
নিচের কোনটি সঠিক?
ক) ও ii               খ) i, ও iii              গ) ii ও iii      ঘ) i, ii ও iii
১২. মানুষকে কজ্জায় আনতে কোথায় ছোঁয়া দিয়ে মাতাতে হয়?
ক) অনুভূতিতে           খ) বিবেকে      গ) দুর্বলতায়             ঘ) কোমল জায়গায়
১৩. নজরুল কোনটিকে মস্ত বদ-খেয়াল বলে অভিহিত করেছেন?
ক) কেবল কাজে ফাঁকি দেওয়াকে          খ) কেবল ভাবজগতে বিচরণ করাকে
গ) কেবল কাজ নিয়ে পড়ে থাকাকে        ঘ) কেবল ভাবের নিন্দা করাকে
১৪. কার্যের দাসরূপে নিয়োগবলতে লেখক কী বােঝাতে চেয়েছেন?
ক) কাজকে প্রাধান্য দেওয়া        খ) ভাবকে অগ্রাধিকার দান        গ) ভাবমুক্ত হওয়া ঘ) কাজ সীমিত করা
১৫. মানুষকে দিয়ে কাজ করানোর জন্য কোনটি প্রয়োজন?
ক) তার কর্মপন্থা ঠিক করে দেওয়া         খ) তার ভাবজগতে আলোড়ন সৃষ্টি করা
গ) তার মৌলিক চাহিদা পূরণ করা।        ঘ) তার সকল চাহিদা পূরণ করা
১৬. ভাব দিয়ে মানুষকে মাতিয়ে তুলে কীভাবে কাজ আদায় করে নিতে হবে?
ক) ধীরে-সুস্থে    খ) অনেক দেরিতে       গ) যখন ইচ্ছে হবে      ঘ) যত দ্রুত সম্ভব
১৭. জনগণের মাঝে কোন বিষয়ে অনুপ্রেরণা সৃষ্টির ক্ষেত্রে কোনটি উদ্দেশ্য হিসেবে থাকা উচিত?
ক) জাতিগত স্বার্থসিদ্ধি    খ) মানবকল্যাণ গ) ভাবজগতের উন্নয়ন   ঘ) দ্রুততম সময়ে কার্যসিদ্ধি
১৮. ভাব ও কাজ’ প্রবন্ধ অনুসারে কারও কারও মতে কোথায় ঘা দেওয়া পাপ?
ক) মানুষের কোমল অনুভূতিতে    খ) মানুষের শরীরে      
গ) জ্ঞানীর মাথায়                 ঘ) মানুষের কঠোর অনুভূতিতে
১৯. কুম্ভকর্ণের ঘুম কীভাবে ভাঙানো হতো?
ক) মন্দিরা-বাঁশি বাজিয়ে          খ) ঢোল-কাঁসি বাজিয়ে
গ) নূপুর-চুড়ি বাজিয়ে             ঘ) শঙ্খ-সানাই বাজিয়ে
২০. 'মানুষের উৎসাহ স্বল্পস্থায়ী’- এই সত্য আমরা কীভাবে শিখেছি?
ক) ঠকে শিখেছি         খ) ঠেকে শিখেছি         গ) হেরে শিখেছি         ঘ) পড়ে শিখেছি
২১. ভাব ও কাজপ্রবন্ধে হাজার খানেক স্কুল-কলেজের ছাত্র বেরিয়ে এসেছে-
ক) সামাজিক উত্তেজনায়।                খ) হুজুগে মেতে
গ) আত্মত্যাগের উন্মাদনায়                 ঘ) ভাবের আবেগে
২২. স্পিরিট শব্দের অর্থ কী?
i, আত্মার শক্তি           ii, উদ্দীপনা              iii, উৎসাহ
নিচের কোনটি সঠিক?
ক)            খ) i, ও ii              গ) ii ও iii              ঘ) i, ii ও iii
২৩. সাধারণ দৃষ্টিতে ভাব ও কাজের সম্বন্ধটা কেমন ঠেকে?
ক) ভালো       খ) মন্দ        গ) নিকট        ঘ) দূর
২৪. ভাব ও কাজের সম্পর্ক আসলে কেমন?
ক) আদায় কাঁচকলায় সম্পর্ক      খ) গলায় গলায় ভাব      গ) উনিশ-বিশ পার্থক্য    ঘ) আকাশ-পাতাল তফাৎ
২৫. নজরুল ভাবকে কিসের সাথে তুলনা করেছেন?
ক) পুষ্প বিহীন সৌরভ   খ) সৌরভবিহীন পুষ্প             গ) পত্রশূন্য বৃক্ষ         ঘ) বৃক্ষচ্যুত পত্র
২৬. 'ভাব ও কাজ'- প্রবন্ধে পুষ্প বিহীন সৌরভের মত বলতে বোঝানো হয়েছে-
ক) কাজকে      খ)ভাবকে        গ) অহংকারকে          ঘ) উচ্চাকাঙ্ক্ষাকে
২৭. লেখকের মতে ভাব কী?
ক) বাস্তব উল্লাস         খ) অবাস্তব উচ্ছ্বাস       গ) বাস্তব আকাঙ্ক্ষা       ঘ) অবাস্তব আকাঙ্ক্ষা
২৮. ভাবকে বাস্তবে রুপ দেয় কোনটি?
ক) কল্পনা৷              খ) প্রেরণা               গ) কাজ                ঘ) সিদ্ধান্ত
২৯. কোনটি সম্পূর্ণ বস্তুজগতের?
ক) কল্পনা৷             খ) প্রেরণা               গ) কাজ                ঘ) সাহস
৩০. নজরুল রচনাবলিতে কী প্রকাশ পেয়েছে?
ক) আধ্যাত্মিকতা         খ) সমাজতান্ত্রিক চেতনা           গ) ভাবালুতা             ঘ) অসাম্প্রদায়িক চেতনা
 ৩১.'বিদ্রোহীকবিতাটি প্রকাশিত হয় কোন পত্রিকায় ?
ক) সাপ্তাহিক বিজলী      খ) দৈনিক নবনূর।       গ) বাংলার বার্তা          ঘ) লাঙল
১-গ,২-ক,৩-খ,৪-খ,৫-খ,৬-ক,৭-খ,৮-ক,৯-খ,১০-খ ,১১-ঘ, ১২- ঘ,১৩-খ,১৪- ক,১৫-খ,১৬-ঘ,১৭-খ,১৮-ক,১৯-খ,২০-খ,২১-খ,২২-ঘ,২৩-গ, ২৪-ঘ,২৫-ক,২৬-খ,২৭-খ,২৮- গ,২৯-গ,৩০-ঘ

Tuesday, April 4, 2023

পড়ে পাওয়া

১. পড়ে পাওয়া' গল্পের শুরু কোন মাসে?
ক) আষাঢ় মাসে          খ) বৈশাখ মাসে           গ) শ্রাবণ মাসে         ঘ) ভাদ্র মাসে
২. পড়ে পাওয়া' গল্পটি কথকের কোন সময়ের কথা?
ক) শিশুবেলার           খ) ছেলেবেলার            গ) যৌবনকালের       ঘ) কিশােরকালের
৩. নিধুকে কে ধমক দিয়েছিল?
ক) সিধু                 খ) বিধু                   গ) তিনু               ঘ) বাদল
৪. বাড়ুয্যেদের মাঠের বাগানে ভিড় জমার কারণ
ক) চাঁপাতলীর আম       খ) বিধুদের মিটিং          গ) ঝড়-জলের প্রকোপ ঘ) পড়ে পাওয়া বাক্সের সন্ধান
৫. সব বন্ধুর মনের শঙ্কা দূর করল কে?
ক) বিধু                 খ) নিধু                  গ) বাদল              ঘ) তিনু
৬. বিধু বালক দলের সর্দার হলো কীভাবে?
ক) বয়সে বড়           খ) বিদ্যায় বড়             গ) বুদ্ধিতে বড়         ঘ) বিত্তে বড়
৭. তেঁতুলগাছে ভূত আছে সবাই জানে।'— ‘পড়ে পাওয়া' গল্পে এ উক্তির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে কোনটি?
ক) ভীতি                খ) জড়তা                 গ) লজ্জা             ঘ) অজ্ঞতা
৮. বালকদের মন থেকে ভূতের ভয় চলে গিয়েছিল কেন?
ক) মেঘের প্রচণ্ড আওয়াজে                         খ) ডবল টিনের বাক্স পেয়ে
গ) প্রাপ্ত বাক্স ফেরত দেওয়ার আনন্দে               ঘ) আম কুড়ানাের আনন্দে।
৯. শীতে কেঁপে মরছি'- উক্তিটি কার?
ক) বাদলের             খ) তিনুর                  গ) বিধুর              ঘ) নিধুর
১০. অধর্ম করা হবে না। এখানে অধর্ম বলতে কী বুঝানো হয়েছে?
ক) অন্যায় করা          খ) পাপ করা             গ) আত্মসাৎ করা      ঘ) গোপন করা

১১. কোন চরের কাপালিরা বন্যার কারণে নিরাশ্রয় হয়ে গেল?

ক) মেহেরপুর৷           খ) অম্বরপুর               গ) বিষুবপুর           ঘ) আজিবপুর

১২. চণ্ডীমণ্ডপে একটা লোক এলো কখন?

ক) সকালে              খ) সন্ধ্যায়।                গ) দুপুরে            ঘ) বিকেলে

১৩. আজ এখানে দুটি ডাল-ভাত খেও'- কাপালিকে বলা এ কথায় রয়েছে।

ক) সৌজন্য              খ) সাম্যবাদিতা             গ) ন্যায়বোধ           ঘ) স্বাজাত্যবো

১৪. পড়ে পাওয়াগল্পে পড়ে পাওয়া বাক্সটি কোন রঙের ছিল?

ক) কালো               খ) সবুজ                  গ) লাল               ঘ) সাদা

১৫. চোখ দিয়ে জল পড়তে লাগল’ ‘পড়ে পাওয়াগল্পে কাপালির এরূপ হওয়ার কারণ কী?

ক) বাক্স হারিয়ে যাওয়া।                            খ) বন্যায় সব ভেসে যাওয়া

গ) নতুন করে আশ্রয় পাওয়া                        ঘ) হারানো বাক্স ফেরত পাওয়া

১৬. বিধু ও তার বন্ধুরা পড়ে পাওয়া বাক্সটি ফেরত দিয়েছিল

ক) চাপে পড়ে           খ) লোকলজ্জার ভয়ে       গ) নৈতিক দায়িত্ববোধ থেকে ঘ) মূল্যহীন ভেবে

১৭. আকাশে মেঘের ক্ষীণ গুড়গুড় আওয়াজ শুনে বিধু বুঝেছিল ঝড় উঠবে। কারণ তার

i. বিচক্ষণতা             ii. দূরদর্শিতা             iii. অভিজ্ঞতা

নিচের কোনটি সঠিক?

ক) i                    খ) ii                     গ) iii                 ঘ) i, ii ও iii

১৮. বিধুর বাবার মুখ দিয়ে একটি কথাও বেরোল না কেন?

ক) বিধুর বুদ্ধিমত্তা দেখে                            খ) ছেলেদের চলত দেখে

গ) লোকটির কান্না দেখে                           ঘ) গ্রামের মানুষের কর্মতৎপরতা দেখে।

১৯. পড়ে পাওয়াগল্পটি লেখকের কোন ধরনের রচনা?

ক) ছোটগল্প             খ) কির গল্প             গ) উপন্যাস           ঘ) নাটক

২০. শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্য নিচের কোন রচনা অধিকতর ফলপ্রসূ?

ক) পড়ে পাওয়া          খ) অতিথির স্মৃতি         গ) শিল্পকলার নানা দিক        ঘ) বাংলা ভাষার জন্মকথা

২১.'পড়ে পাওয়া' গল্পে টিনের বাক্সে নগদ কত টাকা ছিলো ?
ক) ৫০ টাকা             খ) ২৫০ টাকা             গ) ৩০০ টাকা             ঘ) ৩৫০ টাকা
২২.' পথের পাচালী' কী জাতীয় গ্রন্থ ?
ক) গল্প                 খ) উপন্যাস             গ) ভ্রমণকাহিনী             ঘ) শিশুতোষগ্রন্থ
২৩. ‘চাঁদের পাহাড়’ বিভূতিভূষণের একটি— 
ক. কিশোর কাব্য।             খ. স্মৃতিকথা         গ. আত্মজৈবনিক লেখা     ঘ. কিশোর উপন্যাস 
২৪. লেখক আর বাদল কোন পথ দিয়ে বাড়ি ফিরছিল? 
ক. স্টেশনের         খ. নদীর ধারের।         গ. স্কুলের         ঘ. হাটের 
২৫.পথের পাঁচালী' ব উপন্যাসটি কার লেখা?
ক) শরৎচন্দ্র।         খ) বঙ্কিমচন্দ্র             গ) বিভূতিভূষণ             ঘ) রবীন্দ্রনাথ
২৬.' দিব্যি ' - শব্দটি আমরা কোন অর্থে ব্যবহার করে থাকি?
ক) শপথ।         খ) বিশ্বাস।         গ) সংশয়।                 ঘ) প্রতিনিয়ত
২৭. 'পড়ে পাওয়া' গল্পে বিধু কীসের প্রতীক?
ক. নির্ভরতার         খ. অভিজ্ঞতার         গ. বিদ্বানের         ঘ. দুরন্তের
২৮.'পড়ে পাওয়া '- গল্পে কে হোচট খেয়ে পড়ে গেল?
ক) লেখক         খ) সিধু         গ) বিধু         ঘ) বাদল
২৯.কালোমতো রোগা লোকটি বাক্সটিকে প্রথমে কীসের বাক্স বলেছিল?
ক) টিনের বাক্স             খ) পেতলের বাক্স         গ) কাঠের বাক্স     ঘ) লোহার বাক্স
৩০.'পড়ে পাওয়া বাক্সটি কী রঙের টিনের ছিল?
ক) হলুদ টিনের         খ) সবুজ টিনের         গ) খয়েরি টিনের         ঘ) কালো টিনের
৩১.'কাপালি ' কারা?
ক) তান্ত্রিক মুসলিম সম্প্রদায়                খ) তান্ত্রিক বৌদ্ধ সম্প্রদায়
গ) তান্ত্রিক হিন্দু সম্প্রদায়     
 ঘ) তান্ত্রিক খ্রিষ্ট সম্প্রদায়
৩২.' পড়ে পাওয়া '- গল্পের শিক্ষণীয় বিষয় হলো-
 i. নির্লোভ মানসিকতা ও নৈতিক প্রেরণা সৃষ্টি
 ii. চারিত্রিক দৃঢ়তা ও বিবেচনাবোধ তৈরি
 iii .দরিদ্রের প্রতি সহানুভূতি দেখানো
নিচের কোনটি সঠিক
ক) i ও  ii           খ) ii ও iii         গ) i, ও iii          ঘ)  i, ii ও iii 
৩৩.পুতুল নাচের ইতিকথা' - কার রচনা?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর        খ) মানিক বন্দ্যোপাধ্যায়         গ) বিভূতিভূষণ         ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়

Monday, April 3, 2023

তৈলচিত্রের ভূত

. তৈলচিত্রের ভূত গল্পে কয়টি তৈলচিত্র ছিল?
ক) ২টি খ) ৩টি গ) ৪ টি ঘ) ৫ টি
২. " পাগল যে হয় সে অত সহজে টের পায়না সে পাগল হয়ে গেছে"।উক্তিটি কার?
ক) নগেনের। খ) মামার। গ) পরেশ। ঘ) পরাশর।

. মামার চোখের দৃষ্টিকে নগেনের কেমন মনে হয়েছিল?
ক. করুণার খ. অভিযোগের গ. স্নেহের ঘ. ভর্ৎসনার
. মানিক বন্দ্যোপাধ্যায় এর কিশোর উপন্যাস কোনটি?
ক) সরীসৃপ খ) প্রাগৈতিহাসিক গ) টিকটিকি ঘ) মাঝির ছেলে

. ‘চাঁদের পাহাড়’ বিভূতিভূষণের একটি—
ক. কিশোর কাব্য। খ. স্মৃতিকথা গ. আত্মজৈবনিক লেখা ঘ. কিশোর উপন্যাস

. লাইব্রেরির তৈলচিত্র গুলো---
১. নগেনের মামার ২. নগেনের দিদিমার ৩. নগেনের দাদামশায়েরর
নিচের কোনটি সঠিক
ক) ১ ও ২ খ) ১ ও ৩ গ) ২ ও ৩ ঘ) ১,২,৩
. পাগল যে হয় অত সহজে টের পায়না সে পাগল হয়ে গেছে '- উক্তিটি কার?
ক) নগেনের খ) মামার গ) পরেশের ঘ) পরাশর
. মরলে তো মানুষ সব জানতে পারে '- উক্তিটি কার?
ক) ডাক্তারের খ) মামার গ) নগেনের ঘ) দাদামশায়ের

। মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপন্যাস কোনটি?
ক. সরীসৃপ খ. প্রাগৈতিহাসিক
     গ. টিকটিকি ঘ. মাঝির ছেলে
১০। মামার তৈলচিত্রে অশরীরী আত্মা প্রবেশ করেছে নগেনের এমন ধারণার কারণ—
i. কুসংস্কারাচ্ছন্ন মন ii. বিদ্যুৎ সম্পর্কে অজ্ঞতা iii. মামার প্রতি ভক্তি
কোনটি সঠিক ?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
১১। ‘তৈলচিত্রের ভূত’ ছোটগল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. মোসলেম ভারত খ. সমকাল
   গ. ইত্তেফাক ঘ. মৌচাক
১২. নগেন মামাকে কীভাবে ঠকিয়েছিল?
ক) টাকা পয়সা চুরি করে
                খ) ভক্তি শ্রদ্ধার ভান করে
গ) অহেতুক টাকা-পয়সা নিয়ে
        ঘ) পড়াশোনা না করে

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও : 

ডালিয়া গ্রীষ্মের ছুটিতে মামাবাড়ি বেড়াতে এসে বাড়ির পেছনে ডোবায় ফসফরাসের আলো জ্বলতে ও নিভতে দেখে ভয়ে চিত্কার করে ওঠে। 

৩। উদ্দীপকের ডালিয়ার সাথে ‘তৈলচিত্রের ভূত’ গল্পের কার মিল রয়েছে? 

ক. নগেনের খ. মামার। গ. লেখকের। ঘ. পরাশর ডাক্তারের 

৪। উদ্দীপকের ডালিয়ার ভয় পাওয়ার কারণ—

 i) অজ্ঞতা !!) কুসংস্কার। iii) মৃত আত্মা 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii খ. i ও iii। গ. iii ঘ. i, ii ও iii 


Sunday, April 2, 2023

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

 . ‘ছয় দফা’ ঘোষণা করা হয় কত সালে? 

ক. ১৯৫২। খ. ১৯৫৪। গ. ১৯৬৬। ঘ. ১৯৬৯ 

২। ইয়াহিয়া খানের আগে পাকিস্তানের ক্ষমতায় ছিলেন কে ?
ক) জেনারেল টিক্কাখান খ) লিয়াকত আলি খান। গ) আয়ুব খান ঘ) মোহাম্মদ আলি জিন্নাহ

৩.ইয়াহিয়া খান ১৯৭১ সালের কত তারিখে পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডেকেছিলেন?
ক ১ মার্চ খ ৩ মার্চ গ ৭ মার্চ ঘ ২৫মার্চ

৪.বঙ্গবন্ধুর বিখ্যাত ভাষণটি পাঠে শিক্ষার্থীরা কোন চেতনায় উদ্বুদ্ধ হবে?
ক. সৌন্দর্য চেতনায় খ. স্বদেশ চেতনায়। গ. মৃত্যু চেতনায় ঘ. যুদ্ধ চেতনায়

৫.আমি প্রধানমন্ত্রীত্ব চাই না'- বঙ্গবন্ধু কী চান?
ক) রাষ্ট্রপতি খ) নির্বাচন। গ) মানুষের অধিকার ঘ) বাংলার স্বাধীনতা
৬."তোমরা অামার ভাই"- বঙ্গবন্ধু এ কথা কাদের উদ্দেশ্যে বলেন?
ক) সমগ্র জনতার উদ্দেশ্যে খ) সরকারি কর্মচারিদের উদ্দেশ্যে
গ) সেনাসদস্যদের উদ্দেশ্যে ঘ) আওয়ামীলীগের সদস্যদের উদ্দেশ্যে
৭.বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাঙলা কীভাবে গড়ে তোলা যায়?
ক) অধিকার অর্জনের জন্য হরতাল পালন করে।    খ) সরকারকে উৎখাত করে
গ) গরিব-দু:খী সেবা করে    ঘ) মানুষের গণতান্ত্রিক অধিকার, শিক্ষা ও অর্থনৈতিক মুক্তির মধ্য দিয়ে
৮.আইয়ুব খান মার্শাল ল জারি করেন কত সালে?
ক) ১৯৫২ সালে খ) ১৯৫৪ সালে গ) ১৯৫৬ সালে ঘ) ১৯৫৮ সালে

৯. শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় কত সালে?
ক) ১৯৬৮ খ) ১৯৬৯। গ) ১৯৭০। ঘ) ১৯৭১
১০.শেখ মুজিব কাকে বুঝে সুঝে কাজ করতে বলেন?
ক) আইয়ূব বাহিনীেক খ) সামরিক বাহিনীকে গ) বাঙালিকে ঘ) পুলিশ বাহিনীকে
১১. বাঙালি টেলিভিশন অফিসে যাবে না কেন?
ক) টেলিভিশন অফিস ভাঙা বলে    খ) টেলিভিশনের চাহিদা নেই বলে
গ) টেলিভিশন বাঙালি নিউজ না দিলে    ঘ) ভলো অনুষ্ঠান হয় না বলে

১২। কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা করে বাংলাকে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন?
ক. ১৯৭৪ সালে খ. ১৯৭৩ সালে    গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭১ সালে
১৩। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কীভাবে গড়ে তোলা যায় বলে মনে করো?
ক. অধিকার অর্জনের জন্য হরতাল করে    খ. সামরিক সরকারকে উৎখাত করে
গ. গরিব-দুঃখীর সেবা করে    ঘ. মানুষের গণতান্ত্রিক অধিকার, শিক্ষা ও অর্থনৈতিক মুক্তির মধ্য দিয়ে
১৪. ১৯৭১ সালের ৩ মার্চ পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন হলে, ঢাকায় তার বিরুদ্ধে যে স্লোগান দেওয়া হয় তাহলো—
i.জয় বাংলা ii.তোমার আমার ঠিকানা, পদ্মা, মেঘনা, যমুনা iii.বাঙালি অস্ত্র ধর বীরের দেশ স্বাধীন করো
কোনটি সঠিক ? ক) i ,ii (খ) ii ও iii(গ) ii (ঘ) i, ii ও iii
১৫। আর.টি.সি. এর পূর্ণরূপ হলো-
ক) রাউন্ড টেবিল কর্নার খ) রাউন্ড টেবিল ক্যাপাগরি গ) রাউন্ড টেবিল সেশন। ঘ) রাউন্ড টেবিল কনফারেন্স

১৬. বঙ্গবন্ধু কোথায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলার কথা বলেন? 

i) প্রত্যেক গ্রামে ii) প্রত্যেক মহল্লায় iii) প্রত্যেক শহরে

 নিচের কোনটি সঠিক? 

ক. i খ. i ও ii গ. iii ঘ. ii ও iii 

নিচের উদ্দীপকটি পড় এবং ১৭ নং প্রশ্নগুলোর উত্তর দাও:
'স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়?
দাসত্বের শৃঙ্খল বল, কে পরিবে পায় হে? কে পরিবে পায়?'
১৭. উদ্দীপকের মূলভাবের সঙ্গে 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' ভাষণের যে/ যেগুলো দিকের ইঙ্গিত বহন করে_
i. শোষণের             ii. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ        iii. স্বাধীনচেতা মনোভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. ii ও iii     গ. iii             ঘ. i, ii ও iii

 

Saturday, April 1, 2023

মানব ধর্ম

১. কেউ মালা কেউ তসবি গলায়বলতে কী বোঝানো হয়েছে?
ক) আপাতদৃষ্টিতে ধর্মভেদ         খ) জাত-ধর্ম বড় নয়।    গ) হিন্দু-মুসলমান        ঘ) জাতি-ধর্ম
২. কেউ মালাকেউ তসবি গলায়,'— এই চরণে কী প্রকাশ পেয়েছে?
ক) জাতের ভিন্নতা       খ) বর্ণের বৈষম্য         গ) মানুষের বৈষম্য       ঘ) কর্মের ভিন্নতা
৩. মানবধর্ম কবিতায় কবি কোনটিকে জন্ম-মৃত্যুর সাথে তুলনা করেছেন?
ক) বাজার       খ) জেতের ফাতা         গ) কূপজল      ঘ) যাওয়া-আসা
৪. শুনহ মানুষ ভাইসবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।'– এর সঙ্গে কোন পর্ভুক্তির মিল রয়েছে?
ক) জেতের চিহ্ন রয় কার রে      খ) ভিন্ন জানায় পাত্র-অনুসারে।
গ) জগৎ বেড়ে জেতের কথা      ঘ) মূলে এক জল সে যে ভিন্ন নয়।
৫. মূলে এক জল,” বলতে মানবধর্মকবিতায় কী বােঝানাে হয়েছে?
ক) একই রকম জল     খ) বৈষম্যহীনতা          গ) সবাই মানুষ          ঘ) অভিন্নতা
৬. মূলে এক জলসে যে ভিন্ন নয়’ চরণটির পূর্বের চরণ কোনটি?
ক) তাইতে কী জাত ভিন্ন বলায়            খ) গর্তে গেলে কূপজল কয়।
গ) গঙ্গায় গেলে গঙ্গাজল হয়               ঘ) ভিন্ন জানায় পাত্র-অনুসারে
৭. 'মূলে এক জল’ চরণে লালন শাহ 'জল’ বলতে বুঝিয়েছেন
ক) ধর্ম          খ) বংশ         গ) জাত         ঘ) পবিত্রতা
৮. মানবধর্মকবিতার কবির মতেজলের ভিন্নতা হয় কী ভেদে?
ক) অবস্থা       খ) পাত্র         গ) কাল         ঘ)
৯. মানবধর্মকবিতায় কূপজল ও গঙ্গাজলের মধ্যে কোনদিক থেকে ভিন্নতা?
ক) ভৌগোলিক দিক              খ) পবিত্রতার দিক
গ) পরিচ্ছন্নতার দিক             ঘ) অবস্থানগত দিক
১০. জল কী অনুসারে ভিন্ন হয়?
ক) চিহ্ন অনুসারে                খ) পাত্র অনুসারে       গ) অবস্থানগত দিক      ঘ) কুয়ো অনুসারে।
১১. লালন জেতের ফাতা’ সাত বাজারে বিকিয়েছেন কেন?
ক) প্রয়ােজন নেই বলে। খ) তুচ্ছতম বলে
গ) গুরুত্বহীন বলে ঘ) ক্ষতিকারক বলে
১২. চারিপাশে তার জমিল লোকের ভিড়। বলিয়া উঠিল একজনআরে এ
যে মেথরের ছেলেইহার জন্য বে-আকুফ তুমি তাজা প্রাণ দিতে গেলে?
উদ্দীপকের ভাবার্থের বৈপরীত্য দেখা যায় নিচের কোন কবিতায়?
ক) নদীর স্বপ্ন খ) মানবধর্ম। গ) দুই বিঘা জমি ঘ) পাছে লোকে কিছু বলে।
১৩. নানান বরন গাভীরে ভাই একই বরন দুধ
জগৎ ভরমিয়া দেখলাম একই মায়ের পুত’– উক্ত চরণদ্বয়ে মানবধর্ম’ কবিতার কোন ভাবটি প্রাসঙ্গিক?
ক) ধর্মের অসমতা৷       খ) জন্মের সীমাবদ্ধতা             গ) জাতের অখণ্ডতা       ঘ) মানুষের ভিন্নতা
১৪. ব্রাহ্মণ-চণ্ডাল-চামার-মুচি
এক জলেহয় সবার শুচি
উদ্ধৃতাংশে মানবধর্মী কবিতার কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে?
ক) সাম্যবাদ     খ) সাম্প্রদায়িকতা        গ) আভিজাত্য    ঘ) ধর্মানুভূতি
১৫. কোন কবিতাটি মূলত গান?
ক) মানবধর্ম     খ) বঙ্গভূমির প্রতি        গ) রুপাই      ঘ) প্রার্থনা
১৬. মানবধর্ম’ কবিতায় প্রকাশ পেয়েছে কবির--
ক) স্বাজাত্যবোধ          খ) মনুষ্যত্ববোধ         গ) দেশপ্রেম            ঘ) প্রকৃতিপ্রেম
১৭. সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই" – পঙক্তিটিতে মানবধর্ম'- কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে?
ক) দয়া প্রদর্শন          খ) পরোপকার           গ) মনুষ্যত্ব             ঘ) অধ্যাত্মভাব
১৮. লালন শাহর গানের বৈশিষ্ট্য কী?
ক) প্রাকৃতিক সৌন্দর্যবোধ         খ) অধ্যাত্মভাব ও মরমি রসব্যঞ্জনা
গ) প্রকৃতি ও মানুষের সম্পর্ক     ঘ) বাস্তবচিন্তা ও সমাজচেতনা
১৯. কোনটি লালন শাহ- এর গানের বিষয়বস্তু নয়?
ক) আধ্যাত্মিকতা ও মরমি রসব্যঞ্জনা        খ) অসাম্প্রদায়িকতা
গ) সাম্প্রদায়িকতা ও স্বাজাত্যবোধ ঘ) মানবতাবাদ
২০. লালনের দর্শন প্রকাশ পেয়েছে কীসের মাধ্যমে?
ক) গানের               খ) সাধনার              গ) ছন্দের       ঘ) কবিতার
২১. লালন শাহর গানে যে দর্শন প্রকাশ পেয়েছে তার মূল সুর কী?
ক) হিন্দু-মুসলমানের মিলন খ) মানবপ্রেম          গ) অধ্যাত্মবাদ   ঘ) বৈষম্য দূরীকরণ
২২. লালন শাহ কতটি গান রচনা করেছিলেন?
ক) দেড় সহস্রাধিক       খ) সহস্রাধিক            গ) দুই সহস্রাধিক        ঘ) অর্ধ-সহস্র
২৩. লালন শাহর জীবনীর কোন বিষয় নিয়ে মতভেদ আছে?
ক) দর্শন                খ) ধর্ম          গ) জন্ম                 ঘ) মৃত্যু
২৪. লালন শাহ কোন সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৭৭০       খ) ১৭৭১               গ) ১৭৭২       ঘ) ১৭৭৩
২৫. শুন হে মানুষ ভাই।
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
উদ্ধৃতাংশের মূলভাব নিচের কোন কবিতার ক্ষেত্রে প্রযোজ্য?
ক) নারী         খ) রূপাই       গ) প্রার্থনা       ঘ) মানবধর্ম
২৬. ব্রাহ্মণ-চণ্ডাল-চামার-মুচি
এক জলেতে হয় গো শুচি।
উদ্দীপকটিতে মানবধর্মকবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
i. মানুষের বিভিন্নতায়     ii. মানুষের অভিন্নতায়   iii. জাতের সমতায়।
নিচের কোনটি সঠিক?
ক) i            খ) ও ii       গ) ii ও iii      ঘ) i, ii ও iii
২৭. মানবধর্মকবিতায় প্রকাশ পেয়েছে
i. মানুষ হিসেবে পরিচয় সবচেয়ে বড়
ii. সম্প্রদায়ের পরিচয় সবচেয়ে বড় নয়।
iii. ধর্মের পরিচয় সবচেয়ে বড় নয়
নিচের কোনটি সঠিক?
ক) ও ii       খ) ও iii      গ) ii ও iii      ঘ) i, ii ও iii
২৮. লালনের গানের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে
i. অধ্যাত্মভাব            ii. মরমি রসব্যঞ্জনা।              iii. জীবন-দর্শন
নিচের কোনটি সঠিক?
ক) ও ii               খ) ও iii              গ) ii ও iii              ঘ) i, ii ও iii
২৯. মানুষের চেয়ে বড় কিছু নাইনহে কিছু মহীয়ান’– পঙক্তিতে মানবধর্ম'
কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে।
i. সাম্প্রদায়িক চেতনা।           ii. অসাম্প্রদায়িক চেতনা          iii. মানুষের জয়গান
নিচের কোনটি সঠিক?
ক) ও II              খ) ii ও iii              গ) iii          ঘ) i, ii ও iii
৩০. গানের মধ্য দিয়ে লালনের কী প্রকাশ পেয়েছে?
ক) অভিজ্ঞতা            খ) জ্ঞান         গ) দর্শন               ঘ) রুপ
 
১-গ,২-,৩-,৪-,৫-,-গ,-গ,-,-ঘ,১০-খ,১-,২-,৩-,৪-,৫-,১৯-গ,২০-ক,২১-গ,২২-খ,২৩-গ,২৪-গ,২৫-ঘ,২৮-ক,২৯- খ,৩০- গ

৩৭.লালন ফকির বেঁচে ছিলেন কত বছর ?
ক) ১১০ বছর         খ) ১১৫ বছর।         গ) ১১৮ বছর         ঘ) ১২০ বছর
২১. লালনের গানের বৈশিষ্ট্য কী?
ক শাস্ত্র জ্ঞান         খ সাম্প্রদায়িকতা         গ আধ্যাত্মিকতা         ঘ শ্রেণি বৈষম্য
১২.গঙ্গাজল কাদের কাছে পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচিত হয়?
ক. হিন্দুদের         খ. মুসলিমদের।             গ. খ্রিস্টানদের         ঘ. নিগ্রোদের
২৮.মানবধর্ম কবিতার মূল বিষয়বস্তু কী?
ক) সমাজের কল্যান সাধন করা
খ) সমাজের জাতভেদহীন মনুষ্যধর্ম প্রতিষ্ঠা করা
গ) মানুষের ধর্মভেদ দেখানো
ঘ) মানুষের সম্প্রদায়গত বিভাজন দেখানো
৩৮। 'গঙ্গাজল' বলতে বোঝায়—
i.গঙ্গা নদীর পানি     ii.পবিত্রতার প্রতীক     iii.জাত পাতের ভেদাভেদ
কোনটি সঠিক ?
 (ক) iii         (খ) ii ও iii।         গ) i ও ii         (ঘ) i, ii ও iii
৩৯. 'মানবধর্ম' কবিতায় কোন পঙিক্ত অসামপ্রদায়িক চেতনা প্রকাশ পেয়েছে—
ক) সব লোকে কয় লালন কী জাত সংসারে         খ) যাওয়া কিংবা আসার বেলায়
গ) মূলে এক জল সে ভিন্ন নয়।                             ঘ) লোকে গৌরব করে যথাতথা

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post