Ad-1

Showing posts with label স্বরচিত কবিতা. Show all posts
Showing posts with label স্বরচিত কবিতা. Show all posts

Saturday, May 28, 2022

ভালো লাগা ফুলের সন্ধানে

উদ্দেশ্যহীন ছবি,সংগৃহীত ইন্টারনেট।


হাজার বছর ধরে পথ হাঁটিতেছি

পৃথিবীর পথে,

বিচরণ করেছি কত শত ফুলের বাগানে,

কিন্তু কিছু কিছু বাগানের কিছু কিছু ফুলকে

এখনও ভুলতে পারিনি,

ভুলতে পারিনি এখনও তাদের নাম,

তাদের রুপ,তাদের সেই সৌন্দর্য 

এখনও চোখের পলকে সেই সব ফুল ভেসে ওঠে। 

পেতে চায় ওদের তনু ও মন একান্ত করে।

কিন্তু এক জনমে এত ফুল নাকি

একান্ত করে কখনোই পাওয়া যায় না,

তাই ভাবছি,সেই সব ফুলকে

স্বর্গে গিয়ে এক একটি করে, সব খুঁজে নেব

নিজের একান্তে  নিজের করে নিতেই খুঁজে নেব।।


কলমে

জহির উদ্দীন

তাং- ২৮/০৫/২০২২খ্রিঃ,সকাল ৯.০০

Tuesday, February 2, 2021

তোমার স্পর্শে কবি হয়ে ওঠি....

অনেকদিন হলো কবিতার সংস্পর্শ পাইনি,

কবিতার সঙ্গে কবিতার মতো করে কথা বলিনি,

কবিতার উষ্ণতা না পেলে

রমনীয় ভাষা সব বরফ হয়ে যায়,

আজ বহুদিন পর,সেই রমণীয় কবিতার সংস্পর্শ 

আমাকে আবার কবি করে তুললো। 


অনেক দিন...

আমি তো বিস্মৃত ছিলাম

একদিন আমি কবি ছিলাম,

কিন্তু আজ তোমার স্পর্শে

আমি আবার কবি হয়ে গেলাম।







Sunday, December 27, 2020

কবিতার শব্দ অঞ্জলি হয়ে লুটিয়ে পড়তে চায়..

ভেবেছিলাম তুমি আসলে 

তোমাকে নিয়ে সুখের কবিতা লিখব।

অবশেষে তুমি এসে,

আমাকে এতটাই সুখ দিলে 

আমি কবিতা লিখতেই ভুলে গেলাম।

এখন ভাবছি কবিতায় আর কী লিখব

যেখানে জীবন্ত কবিতা

শুয়ে আছে

বুকের পরে।।

আজ বুকের ভিতর লুকিয়ে থাকা

কবিতার শব্দগুলো 

অঞ্জলি হয়ে জীবন্ত কবিতার

পায়ের কাছে লুটিয়ে পড়তে চায়।।

Sunday, October 13, 2019

মানবতা আজ দালালের খপ্পরে

জানতাম,মানবতা মানে এক স্রষ্টাতে বিশ্বাস।
জানতাম,মানবতা মানে,
"সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই।"
জানতাম,মানবতা মানে,
"গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান।"
জানতাম,মানবতা মানে,
"মিথ্যা শুনিনি ভাই
এই হৃদয়ের চেয়ে বড় মন্দির কোন কাবা গৃহ নেই।"
জানতাম,মানবতা মানে,
"জাতের কিরুপ দেখলাম না এ নজরে।"
জানতাম,মানবতা মানে,
"শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা।"
জানছি, মানবতা মানে, সুবিধাবাদী।
মানবতা মানে,এক প্রকার দালালী।
যারা সবচেয়ে বেশি দেখত,
আজ তারা সবচেয়ে বেশি অন্ধ।
যারা সবচেয়ে বেশি বলত কথা
তারা আজ সবচেয়ে বোবা।
মানবতা আইলানকে ১০০ ডিগ্রি
পাওয়ারি চশমা দিয়ে দেখে।
কিন্তু করিমকে দেখে না।
মানবতা আজ বন্য পশুকে (হাতি) দেখে
কিন্তু নিস্পাপ শিশুকে দেখে না।
"বাতাসে লাশের গন্ধ ভাসা
নদীতে ফানার মতো লাশ ভাসা"
এসব আজ,বিশ্বে শুধু কবিতার লাইন।
তাই,
মানবতা আজ অন্ধ।
মানবতা আজ বোবা।
মানবতা আজ বধির।
মানবতা আজ ভাসছে সাগরে,
মানবতা আজ পুড়ছে আগুনে,
মানবতা আজ তীব্র রক্তাক্ত,
মানবতা আজ ক্ষত বিক্ষত,
মানবতা আজ........
মানবতা আজ........
মানবতা আজ আর্তনাদ.....
মানবতা আজ ত্রাহি ত্রাহি রব করছে
আকাশে বাতাসে।
জানতাম, দেওয়ালের এক প্রান্তে আঘাতে
অন্য প্রান্ত আহত হতো।
তবে কি আজ দেওয়ালের একতা নেই???
নাকি দেওয়ালের অনুভূতিও আজ নষ্ট???
নাকি সবকিছু আজ নষ্ট দালালের খপ্পরে
আর নষ্টদের দখলে?
(৩০.১১.২০১৬ খ্রি:)

Tuesday, September 10, 2019

হঠাৎ দেখা....

জানো?
ফেসবুকে তোমাকে কত্তবার
তোমার নাম দিয়ে খুঁজেছি!
পাইনি কখনো তোমাকে,
তারপর জানলাম
তোমার নাকি অন্য নামে একাউন্ট!
তাতে তোমাকে খুঁজে পাই।
কিন্তু সাহস করে
একসেপ্ট করবে না ভেবে,
কখনো রিকোয়েস্ট পাঠাইনি।
অথচ তোমাকে না দেখে fb তে
আসা হয়নি কখনো,
তাতে তোমাকে কতোবার মন
বাড়িয়ে চুয়েছি.....
তুমি কক্ষে না আসলেও
হৃদয়ের কক্ষে চুপিসারে তোমার আসা
বারবার অনুভব করেছি।
সেটা একমাত্র আমার আমিই জানে।

তারপর প্রায় দুটি বছর কেটে গেলো...
এরমধ্যে তোমায় ভুলেই গেছি।
কিন্তু হঠাৎ আজ
কত্তদিন প......র
আবার দুজনের হঠাৎ দেখা,
এখন নিজেই ভাবতে গিয়ে চমকে উঠছি,
কী করে তোমাকে এত্তদিন ভুলে থাকলাম?
এভাবেই হয়তো একদিন ভুলে যাব।
কিন্তু এভাবেই,,,
ভুলে থাকবো তা কখনোই ভাবিনি।
তোমার দেখাতে
আজ তুমি অনেক দিন পর
স্মৃতির ভূমিতে লাঙ্গল চালালে।

জহির উদ্দীন
বি.এ (অনার্স),এম.এ(বাংলা),চ.বি

Tuesday, February 26, 2019

বসন্তের প্রথম বৃষ্টি.....

প্রকৃতির জন্য ঈদ হলো বসন্ত,তাই
প্রকৃতিতে আজ আনন্দের নেই কোন অন্ত।
প্রকৃতি সাজিবে নতুন সাজে,
পাতাগুলো আজ ঘুম থেকে জাগবে নতুন রুপে।
বৃক্ষের কুন্তল খোপায় গুজাবে নতুন ফুল,
বৃক্ষ শরীর পরিধান করবে নতুন কাপড়,কিন্তু
পুরাতন,অপরিচ্ছন্ন,ঘর্মাক্ত শরীরে
বৃক্ষ কি পরবে তার নতুন কাপড়?
অপরিচ্ছন্ন খোঁপায় গুজাবে কি নতুন ফুল?
একি কখনো সম্ভব?
তাইতো প্রকৃতি আজ স্নান করছে
বসন্তের নতুন বৃষ্টিতে!
বৃক্ষরা আজ আনন্দিত,
তাই আজ সে নাচিছে,
বৃক্ষরা আজ শিহরিত,
তাই সে আজ কুন্তল
খুলিয়া এলো চুলে দুলিছে।
এমনি লগনে নীরবে
তোমার স্নানের দৃশ্য দেখিতে,
নয়ন ও প্রাণের তৃষ্ণা মিটাতে,
রয়েছি দাঁড়িয়ে জানালার পাশে।।

Friday, August 17, 2018

কিন্তু এখন.....?


ভালবাসলে ভালবাসারও সুযোগ দিতে হয়
শুধু ভালবাসলে ভালবাসা পাওয়া যায় না,,,
তুমি আমার জন্যে অপেক্ষা করছিলে
একথা আগে জানলে কিংবা জানালে,
আমি এক পৃথিবী সাঁতার কেটে
তোমার কাছে আসতাম ছুটে।।
কিন্তু তুমি তো কখনো একবারও
মুখ ফোটে বলোনি
কিংবা বুঝতেও দাওনি
আমাকেই ভালবাস তুমি।।
কিন্তু এখন........?

Tuesday, May 9, 2017

সহৃদয় প্রণয় প্রার্থনা....

ভালো লাগে তোমাকে ভাবতে,
ভালো লাগে তোমাকেই,
চোখ বুজে আনমনে,
হৃদয়ের ক্যানভাসে আঁকতে।।

ইচ্ছে করে আমার স্বপ্ন
কল্পনা,চিন্তা,চেতনা,
বিভাব,অনুভাব ও স্বপ্নের রাজ্যে
তোমাকেই রাণী বানাতে।।
কর্ণকুহর সুখ পেতে চায়
তোমার কণ্ঠবীণার অনুরনীতে।।

ভালো লাগে তোমার সৌন্দর্যে
চোখের তৃষ্ণা মিটাতে।।
ভালো লাগে তোমার কল্পনায়
আমার নির্জনতা ও অবসর সুখী হতে।।

ভালো লাগে তোমাকে নিয়ে
গোপনে কবিতা লিখতে,
ভালো লাগে তোমাকে কবিতার সাথে মিলাতে,
ভালো লাগে গল্প,উপন্যাস, ফিল্মের
সুন্দরী নায়িকার মাঝে তোমাকেই খুঁজে পেতে।
ভালো লাগে তোমাকে কাছে পেলে,
কী বলবো,,,,, কী করবো
তা নিয়ে ভাবতে।।

জানো? তোমার কল্পনায় কবিতা আসে,
             তোমার স্বপ্নে সুখ আসে,
             হৃদয় পাড়ায় তোমাকে পেয়ে
             রক্তকণিকা আজ
            পুলকিত,শিহরিত,রোমাঞ্চিত আর তৃপ্ত।।

আচ্ছা, তোমরা বিনোদিনীরা তো.....
            চোখের ভাষা পড়তে,বুঝতে,
            উপলব্ধিতে শ্রেষ্ঠা,
            দেখো,,নয়নের পানে চেয়ে
            সেখানে লেখা আছে
            অব্যক্ত,অষ্পুট কিন্তু স্পষ্ট,
            এক সহৃদয় প্রণয় প্রার্থনা.........

         

Saturday, May 6, 2017

বিন্দু, তুমি নও অন্য কেউ

বিন্দু আলাদা, ব্যাসার্ধ ভিন্ন
আবার পরিধিরও আছে ব্যাপক পার্থক্য।
জ্যাও একেঁছি ওল্টো করে,
তবে,
দেখতে হুবহু তোমার মতো,
তাই বলে,
তুমি কি ভাবছ?
তোমাকে নিয়েই কবিতা লিখি????
না,তা তুমি কখনো মনে করো না।
কারণ এই আমি,
আর আমার সব বৃত্তের সব বিন্দু,
তোমার পরিধি থেকে সরে এসেছে,
সে অনে....ক আগে।
এখন... তুমি আমার জীবনে
শুক আর সন্ধ্যা তারা,
এ ছাড়া অন্য কিছুই নও।
এখন তোমাকে কেন্দ্র করে
আমি আর আবর্তিত হই না।
দেখতে হুবহু তোমার মতো,
তবে তুমি নও,অন্য কেউ ।।

Friday, May 5, 2017

একটা গন্তব্যে হাঁটছি

কবিতা: একটা গন্তব্যে হাঁটা.....
চলার পথে অনেকের সঙ্গে দেখা,
অনেকের সঙ্গে পরিচয়,
তারপর একসঙ্গে হাতে হাত ধরে হাঁটা,
প্রাণখুলে প্রাণের কথা বলা।।
কিন্তু কখনো কখনো
একসঙ্গে হাঁটতে গিয়ে
কেউ এতটাই এগিয়ে যায়,
তার জন্য এখন,
প্রতীক্ষা মানেই বিরক্তি।।
তারই বা কী দোষ দেব?
কখনো কখনো নিজের কাছেও মনে হয়,
কারো জন্য প্রতীক্ষা মানেই বিরক্তি।।
তাই আবার একা হেঁটে চলি....
হাঁটতে হাঁটতে চলতে চলতে,
কারো সঙ্গে আবার দেখা,
আবার হাতে হাত রাখা,
আবার হাঁটা আর হাঁটা,
সুখ ও স্বপ্নের ছবি আঁকা,
পিছনে ফেলে আসা,
কিংবা পিছিয়ে থাকার সুখ ও স্মৃতিগুলো তখন,
নতুন সুখের স্তুপে
সব চাপা পড়া।।
তারপর হঠাৎ আবার........
দুজনের বিচ্ছিন্নতা,
দুজনের বিচ্ছিন্ন পথে চলা,
যাবার সময় শুধু বলে যাওয়া,

"তোমাকে আমার মনে থাকবে
শত সহস্র সুখ ও স্মৃতির স্তুপেও,
তুমি চেপে যাবে না,
তুমিই ভেসে রবে মনের ক্যানভাসে।।"

সে...ই সব স্মৃতি ও সুখ
মনে পড়ে আর মন পুড়ে
কান বাজে আর কানে বাজে
এখনও সেই সুর
সে...ই হাসি,সে...ই গান আর
সে....ই কবিতার মতো করে কথা বলা।।

তারপর........
আবার......
হাঁটা আর হাঁটা,একা পথ চলা.....
তবে কি আবার.....
সুখ ও স্মৃতির স্তুপে
সব ঢেকে যাবে??
এবং চেপে যাবে???discovernew786.blogpost.com

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post