Ad-1

Tuesday, September 10, 2019

হঠাৎ দেখা....

জানো?
ফেসবুকে তোমাকে কত্তবার
তোমার নাম দিয়ে খুঁজেছি!
পাইনি কখনো তোমাকে,
তারপর জানলাম
তোমার নাকি অন্য নামে একাউন্ট!
তাতে তোমাকে খুঁজে পাই।
কিন্তু সাহস করে
একসেপ্ট করবে না ভেবে,
কখনো রিকোয়েস্ট পাঠাইনি।
অথচ তোমাকে না দেখে fb তে
আসা হয়নি কখনো,
তাতে তোমাকে কতোবার মন
বাড়িয়ে চুয়েছি.....
তুমি কক্ষে না আসলেও
হৃদয়ের কক্ষে চুপিসারে তোমার আসা
বারবার অনুভব করেছি।
সেটা একমাত্র আমার আমিই জানে।

তারপর প্রায় দুটি বছর কেটে গেলো...
এরমধ্যে তোমায় ভুলেই গেছি।
কিন্তু হঠাৎ আজ
কত্তদিন প......র
আবার দুজনের হঠাৎ দেখা,
এখন নিজেই ভাবতে গিয়ে চমকে উঠছি,
কী করে তোমাকে এত্তদিন ভুলে থাকলাম?
এভাবেই হয়তো একদিন ভুলে যাব।
কিন্তু এভাবেই,,,
ভুলে থাকবো তা কখনোই ভাবিনি।
তোমার দেখাতে
আজ তুমি অনেক দিন পর
স্মৃতির ভূমিতে লাঙ্গল চালালে।

জহির উদ্দীন
বি.এ (অনার্স),এম.এ(বাংলা),চ.বি

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post