জানো?
ফেসবুকে তোমাকে কত্তবার
তোমার নাম দিয়ে খুঁজেছি!
পাইনি কখনো তোমাকে,
তারপর জানলাম
তোমার নাকি অন্য নামে একাউন্ট!
তাতে তোমাকে খুঁজে পাই।
কিন্তু সাহস করে
একসেপ্ট করবে না ভেবে,
কখনো রিকোয়েস্ট পাঠাইনি।
অথচ তোমাকে না দেখে fb তে
আসা হয়নি কখনো,
তাতে তোমাকে কতোবার মন
বাড়িয়ে চুয়েছি.....
তুমি কক্ষে না আসলেও
হৃদয়ের কক্ষে চুপিসারে তোমার আসা
বারবার অনুভব করেছি।
সেটা একমাত্র আমার আমিই জানে।
তারপর প্রায় দুটি বছর কেটে গেলো...
এরমধ্যে তোমায় ভুলেই গেছি।
কিন্তু হঠাৎ আজ
কত্তদিন প......র
আবার দুজনের হঠাৎ দেখা,
এখন নিজেই ভাবতে গিয়ে চমকে উঠছি,
কী করে তোমাকে এত্তদিন ভুলে থাকলাম?
এভাবেই হয়তো একদিন ভুলে যাব।
কিন্তু এভাবেই,,,
ভুলে থাকবো তা কখনোই ভাবিনি।
তোমার দেখাতে
আজ তুমি অনেক দিন পর
স্মৃতির ভূমিতে লাঙ্গল চালালে।
জহির উদ্দীন
বি.এ (অনার্স),এম.এ(বাংলা),চ.বি
Ad-1
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
সুভা
রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...
Most Popular Post
-
বাংলা ছন্দ ছন্দ: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ...
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
উত্তর 'অ' ধ্বনির উচ্চারণ অ-এর মতো হলে তাকে অ-বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে।অ-ধ্বনির বিবৃত উচ্চারণে ঠোঁট তেমন বাঁকা বা গোল হয় না।যে...
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
উত্তর: অ-ধ্বনির সংবৃত উচ্চারণের নিয়ম নিম্নরুপ।যথা: ১. 'অ'অথবা নিহিত 'অ'-ধ্বনির পর ই-কার বা উ-কার হলে, তবে অ-ধ্বনির উচ্চারণ...
-
অর্থালঙ্কার: অর্থালঙ্কারের প্রকারভেদ: অর্থালঙ্কার পাঁচ প্রকার।যথা: ১. সাদৃশ্যমূলক ২. বিরোধমূলক ৩. শৃঙ্খলামূলক ৪. ন্যায়মূলক ৫. গূঢ়ার্থ...
-
উত্তর: তৎসম শব্দে মূর্ধন্য-ণ এর ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।নিম্নে এর পাঁচটি নিয়ম বর্ণনা দেওয়া হলো... ১. ঋ,র,ষ এরপর মূর্ধন্য-ণ হয়। ...
No comments:
Post a Comment