Ad-1

Showing posts with label ৯ম-১০ম বাংলা প্রথম গদ্যাংশ বহুনির্বাচনী. Show all posts
Showing posts with label ৯ম-১০ম বাংলা প্রথম গদ্যাংশ বহুনির্বাচনী. Show all posts

Monday, August 25, 2025

প্রত্যুপকার

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

বহুনির্বাচনি প্রশ্ন: 

১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়?
ক. কলকাতা ● মেদিনীপুর গ. ঢাকা ঘ. চট্টগ্রাম
২. ‘বিদ্যাসাগর’ উপাধিটি কাকে দেওয়া হয়েছিল?
ক. রাজা রামমোহন রায়  ● ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়, কারণ—
ক. তিনি প্রথম বাংলা উপন্যাস লিখেছিলেন
● তিনি বাংলা গদ্যের উন্নতি সাধন করেন
গ. তিনি প্রথম বাংলা কবিতা রচনা করেন
ঘ. তিনি বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন
৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছিলেন?
ক. প্রেসিডেন্সি কলেজ খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
● কলকাতা সংস্কৃত কলেজ ঘ. শান্তিনিকেতন
৫. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকাশিত শিশুপাঠ্য বইয়ের নাম কী?
ক. কিশোর ভারতী খ. আনন্দমেলা ● বর্ণপরিচয়.ঘ. সহজপাঠ
৬. ‘দয়ার সাগর’ উপাধিটি কেন দেওয়া হয়েছিল?
● তিনি ছিলেন দানশীল ও সহানুভূতিশীল
খ. তিনি সমুদ্র ভ্রমণ করেছিলেন
গ. তিনি বিদ্বান ব্যক্তি ছিলেন
ঘ. তিনি সাহিত্যে অবদান রেখেছিলেন
৭. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু কবে হয়েছিল?
ক. ১৮২০ সাল খ. ১৮৫৫ সাল ● ১৮৯১ সাল ঘ. ১৯০৫ সাল
৮. ‘প্রত্যুপকার’ গল্পটির লেখক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর ● ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. প্রমথ চৌধুরী ঘ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
৯. ‘প্রত্যুপকার’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
ক. বেতাল পঞ্চবিংশতি খ. ব্যাকরণ কৌমুদী
● আখ্যানমঞ্জরী ঘ. ভ্রান্তিবিলাস
১০. ‘আখ্যানমঞ্জরী’ রচিত হয় কোন সালে?
ক. ১৮৫৫ ● ১৮৬৮ গ. ১৮৭২ ঘ. ১৮৮৫
১১. গল্পের প্রধান চরিত্র আলী ইবনে আব্বাস কার প্রিয়পাত্র ছিলেন?
ক. খলিফা হারুন ● খলিফা মামুন গ. খলিফা আবদুল্লাহ ঘ. খলিফা ওমর
১২. আলী ইবনে আব্বাস কোন শহরে একজন সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় লাভ করেন?
ক. বাগদাদ ● দামেস্ক গ. কায়রো ঘ. বসরা
১৩. গল্পে বন্দি ব্যক্তিকে কোথায় রাখা হয়েছিল?
ক. রাজপ্রাসাদে ● আলী ইবনে আব্বাসের গৃহে
গ. কারাগারে ঘ. একটি মরুভূমিতে
১৪. আলী ইবনে আব্বাস প্রথমে বন্দির পরিচয় কীভাবে জানতে পারেন?
● বন্দির মুখ থেকে  খ. খলিফার আদেশপত্র থেকে
গ. অন্য কারও মাধ্যমে  ঘ. স্বপ্নে
১৫. আলী ইবনে আব্বাসকে আশ্রয়দানকারী ব্যক্তি কোথায় বাস করতেন?
● দামেস্কের মসজিদের পাশে  খ. বাগদাদের রাজপ্রাসাদে
গ. মক্কার উপকণ্ঠে  ঘ. বসরার নদীতীরে
১৬. আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা তাকে কী দিয়ে সাহায্য করেছিলেন?
ক. অর্থ ও অশ্ব  খ. খাদ্য ও বিশ্রামের স্থান
গ. নিরাপদে পালানোর সুযোগ  ● উল্লিখিত সবগুলো
১৭. খলিফা মামুন কোন শহরের শাসক ছিলেন?
● বাগদাদ খ. দামেস্ক  গ. কায়রো ঘ. বসরা
১৮. আলী ইবনে আব্বাস যখন খলিফার কাছে বন্দির জন্য সুপারিশ করেন, তখন খলিফা কী বলেন?
ক. তাকে ধৈর্য ধরতে বলেন
● তাকে প্রাণদণ্ড দেওয়ার হুমকি দেন
গ. তাকে পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দেন
ঘ. তাকে রাজপ্রতিনিধি করে পাঠান
১৯. গল্পে খলিফা মামুন কেমন চরিত্রের ছিলেন?
ক. নিষ্ঠুর ও প্রতিশোধপরায়ণ  ● মহৎ ও সুবিবেচক
গ. দুর্নীতিগ্রস্ত শাসক  ঘ. স্বার্থপর ও আত্মকেন্দ্রিক
২০. গল্পে আলী ইবনে আব্বাস কাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন?
ক. খলিফা মামুনকে  ● তার আশ্রয়দাতাকে
গ. সৈন্যদের  ঘ. তার পরিবারের সদস্যদের
২১. আলী ইবনে আব্বাসের চরিত্র কেমন?
● কৃতজ্ঞ ও সাহসী  খ. কাপুরুষ ও আত্মকেন্দ্রিক
গ. নিষ্ঠুর ও প্রতারক  ঘ. অহংকারী ও লোভী
২২. আলী ইবনে আব্বাস দামেস্কে কেন গিয়েছিলেন?
ক. বাণিজ্যের জন্য  ● যুদ্ধের কারণে
গ. তীর্থযাত্রা করতে  ঘ. শাসন পরিচালনার জন্য
২৩. আলী ইবনে আব্বাস আশ্রয়দাতার বাড়িতে কতদিন আশ্রিত ছিলেন?
ক. এক সপ্তাহ  খ. দুই সপ্তাহ  ● এক মাস ঘ. তিন মাস
২৪. খলিফার নির্দেশে বন্দি ব্যক্তিকে কার হাতে তুলে দেওয়া হয়?
ক. প্রধান উজির  ● আলী ইবনে আব্বাস
গ. সেনাপতি   ঘ. কারাগারের রক্ষী
২৫. আলী ইবনে আব্বাস কীভাবে আশ্রয়দাতাকে চিনতে পারেন?
● তার কথা শুনে  খ. তার মুখের চেহারা দেখে
গ. তার দেওয়া উপহারের কথা মনে করে ঘ. তার পোশাক দেখে
২৬. খলিফা কেন আলী ইবনে আব্বাসের প্রাণদণ্ড দিতে চেয়েছিলেন, কারণ তিনি ভেবেছিলেন—
● সে বন্দিকে পালাতে সাহায্য করেছিল খ. সে মিথ্যা বলেছিল
গ. সে যুদ্ধ করেছিল ঘ. সে শত্রুপক্ষের ছিল
২৭. আলী ইবনে আব্বাসের বন্দিকে মুক্ত করার প্রধান উদ্দেশ্য কী?
ক. খলিফার দৃষ্টি আকর্ষণ করা
● অতীতের উপকারের প্রতিদান দেওয়া
গ. নিজের অবস্থান শক্তিশালী করা
ঘ. শত্রুকে পরাজিত করা
২৮. খলিফা শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন?
● বন্দিকে মুক্তি দেন খ. বন্দিকে মৃত্যুদণ্ড দেন
গ. আলী ইবনে আব্বাসকে দণ্ডিত করেন
ঘ. বন্দিকে কারাগারে পাঠান
২৯. খলিফা বন্দিকে মুক্তি দেওয়ার পর তাকে কী উপহার দেন?
ক. মহামূল্য পরিচ্ছদ  খ. অশ্ব, খচ্চর ও উষ্ট্র
গ. স্বর্ণমুদ্রা ও রাজপ্রতিনিধির অনুরোধপত্র
● উল্লিখিত সবগুলো
৩০. ‘প্রত্যুপকার’ শব্দের অর্থ কী?
● প্রতিদান দেওয়া খ. প্রতিশোধ নেওয়া
গ. প্রতারণা করা  ঘ. উপহাস কর

Friday, March 11, 2022

সুভা

১. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৪১ সালে         খ. ১৮৫১ সালে        গ. ১৮৬১ সালে         ঘ. ১৮৭১ সালে
২. সুভার পিতা বাণীকণ্ঠের অবস্থা কেমন ছিল?
ক. ধনী         খ. অসহায়        গ. মধ্যবিত্ত         ঘ. সচ্ছল
৩. মর্মবিদ্ধ হরিণীর মতো সুভা কার দিকে তাকায়?
ক. নদীতটের খ. প্রতাপের
গ. জন্মভূমির ঘ. সর্বশী ও পাঙ্গুলির
৪. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৯১১ সালে         খ. ১৯১৩ সালে        গ. ১৯১৭ সালে     ঘ. ১৯১৮ সালে
৫. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ইহলোক ত্যাগ করেন?
ক. ১৯২১ সালে খ. ১৯৩১ সালে
গ. ১৯৪১ সালে ঘ. ১৯৫১ সালে
৫. ‘সুভা’ গল্পে বোবা মেয়েটির নাম কী রাখা হয়েছিল?
ক. সুভাষিণী খ. সুকেশিনী
গ. সুহাসিনী ঘ. সুহেমা
৬. ‘সুভাষিণী’ নামটি সার্থক হয়নি কেন?
ক. প্রতিবন্ধী বলে            খ. বিকলাঙ্গ বলে
গ. বোবা বলে                    ঘ. বুদ্ধিপ্রতিবন্ধী বলে
৭. বোনদের মধ্যে সুভাষিণী ছিল কে?
ক. বড়ো         খ. ছোট        গ. মেজো         ঘ. সেজো
৮. সুভার বাবা সুভার নাম ‘সুভাষিণী’ রেখেছিলেন কেন?
ক. সুভা সুন্দর করে কথা বলত বলে
খ. সে শ্রুতিমধুর ভাষণ দিতে পারত বলে
গ. বড়ো বোনদের নামের সাথে মিল রাখতে
ঘ. সুভা সুন্দর ছবি আঁকত বলে
৯. সুভার সাক্ষাতেই সকলে তার কোন বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করত?
ক. লেখাপড়া খ. ভবিষ্যৎ
গ. কাজকর্ম গ. প্রতিবন্ধিতা
১০. সুভা কার মনে সর্বদা জাগরূক ছিল?
ক. পিতামাতার খ.আত্মীয়স্বজনের
গ. প্রতিবেশীদের ঘ. বোনদের
১১. সুভাকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন কে?
ক. মা         খ. বাবা        গ. বোন         ঘ. ভাই
১২. সুভার বাবার নাম কী?
ক. প্রবীর রায়         খ. অজিত কুমার        গ. রামসুন্দর         ঘ. বাণীকণ্ঠ
১৩. সুভার বাবা তাঁর অন্য মেয়েদের অপেক্ষা সুভাকে একটু বেশি ভালোবাসার কারণ কী?
ক. ছোট মেয়ে হওয়ায়        খ. বাক্‌প্রতিবন্ধী হওয়ায়
গ. শান্ত প্রকৃতির হওয়ায়        ঘ. অনেক গুণের অধিকারী হওয়ায়
১৪. সুভার চোখ দুটো দেখতে কেমন?
ক. ছোট আকৃতির     খ. লালচে বর্ণের
গ. ডাগর ডাগর        ঘ. সুদীর্ঘ পল্লবের মতো
১৫. সুভার ওষ্ঠাধর কখন কচি কিশলয়ের মতো কেঁপে উঠত?
ক. ভাবের আভাস পেলে            খ. রেগে গেলে
গ. কান্না করলে                            ঘ. খাওয়ার সময়
১৬. সুভার গ্রামের নাম কী?
ক. চন্ডীপুর             খ. রসুলপুর        গ. লোচনপুর         ঘ. পাড়াতলী
১৭। মর্মবিদ্ধ হরিণীর মতো সুভা কার দিকে তাকায়?
ক) নদীতটের     খ) প্রতাপের        গ) জন্মভূমির     ঘ) সর্বশী ও পাঙ্গুলির
১৮। সুভা গল্পে সুভাকে ‘সুভি’ বলা হয়েছে কতবার?
ক) ১ বার             খ) ২বার            গ) কয়েকবার         ঘ) একবারও বলা হয়নি
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
‘চোখ গেল’ তার ভরসা তবু আছে
চক্ষুহীনার কী কথা কার কাছে?’
১৯। উদ্দীপকটি সুভার মনের কোন ভাবটিকে ইঙ্গিত করে?
ক) ক্ষোভ         খ) রাগ         গ) অভিমান         ঘ) অসহায়ত্ব
২০। উক্ত ভাবটি ফুটে উঠেছে নিচের যে অংশে, তা হলো
ক) সে ছিল নির্জন দ্বিপ্রহরের মতো সঙ্গিহীন ও শব্দহীন
খ) সুভা নিজেকে সব সময় আড়াল করার চেষ্টা করত
গ) সুভার সাথে বালকেরা খেলতে চাইত না
ঘ) প্রকৃতির সান্নিধ্যে সুভা নিজেকে ব্যস্ত রাখত সর্বদা
২১। কিছুদিনের জন্য বাণীকণ্ঠ কোথায় গেল?
ক) বিদেশ     খ) কলকাতা        গ) সদরে         ঘ) বড় মেয়ের বাড়ি
২২। সুভা নিজেকে সর্বদাই গোপন রাখার চেষ্টা করিত, কারণ
র) সকলের উপেক্ষা                 রর) সকলের অবজ্ঞা
ররর) সমাজের উদাসীনতা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর         খ) রর ও ররর         গ) র ও ররর         ঘ) র, রর ও ররর
২৩। সুভা কার পায়ের কাছে বসে কাঁদে?
ক) বাবার         খ) মার        গ) প্রতাপের         ঘ) প্রকৃতির
২৪। পাতালের অট্টালিকা কিসের?
ক) সোনার         খ) রুপার         গ) পিতলের     ঘ) সুখের
২৫। পাতালের অট্টালিকায় কিসের পালঙ্ক?
ক) সোনার     খ) রুপার    গ) পিতলের     ঘ) সাতনরি হার
২৬। সুভার হয়ে কথা বলে কে?
ক) বোবা প্রকৃতি     খ) প্রতাপ    গ) দু’টি গাভী     ঘ) বিড়াল ও মেষশাবক

২৭. কাদের মধ্যে সমভাষা ছিল না?

ক) কাঙালি ও অভাগী  খ) কাঙালি ও অধর  গ) সুভা ও সর্বশী  ঘ) সুভা ও প্রতাপ

২৮. 'শেষের কবিতা'- কী ধরনের রচনা? 

ক) কাব্যগ্রন্থ   খ) উপন্যাস   গ) নাটক   ঘ) ছোটগল্প


উত্তর : ৮. খ, ৯. ক, ১০. ঘ, ১১. গ, ১২. ক, ১৩. ক, ১৪. ক, ১৫. খ, ১৬. ক, ১৭. ক ।

Thursday, March 10, 2022

বই পড়া

 ১. প্রমথ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৪৮ সালে         খ. ১৮৫৮ সালে          গ. ১৮৬৮ সালে             ঘ. ১৮৭৮ সালে
২. প্রমথ চৌধুরী কত তারিখে মৃত্যুবরণ করেন?
ক. ১ সেপ্টেম্বর, ১৯৪৬ খ. ২ সেপ্টেম্বর, ১৯৪৬     গ. ৩ সেপ্টেম্বর, ১৯৪৬  ঘ. ৪ সেপ্টেম্বর, ১৯৪৬
৩. প্রমথ চৌধুরীর জন্ম কোন জেলায়?
ক. যশোরে              খ. মেদেনীপুরে          গ. বর্ধমানে                 ঘ. চবি্বশ পরগণায়
৪. প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?
ক. পশ্চিমবঙ্গের চবি্বশ পরগণা জেলার পায়রা গ্রামে খ. পাবনা জেলার হরিপুর গ্রামে
গ. হুগলী জেলার দেবানন্দপুর গ্রামে                ঘ. মাগুরা জেলার পারনান্দুয়ালী গ্রামে
৫. প্রমথ চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. বাংলা. পাস করেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. কলকাতা বিশ্ববিদ্যালয়     গ. আলীগড় বিশ্ববিদ্যালয় ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
৬. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?
ক. ভানুসিংহ             খ. বীরবল               গ. কাব্য সুধাকর            ঘ. সাহিত্যের সম্রাট
৭. 'বীরবলের হালখাতা'- গল্পটি কার লেখা?
ক. প্রমথ চৌধুরী         খ. মীর মশাররফ হোসেন গ. ইসমাইল হোসেন সিরাজী ঘ. অন্নদা শঙ্কর রায়
৮. 'সবুজ পত্র'- কার সম্পাদিত পত্রিকা?
ক. কাজী নজরুল ইসলাম খ. প্রমথ চৌধুরী         গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়      ঘ. দীন বন্ধু মিত্র
৯. 'বই পড়া' প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নির্বাচন করা হয়েছে?
ক. গল্প সংগ্রহ           খ. রায়তের কথা         গ. প্রবন্ধ সংগ্রহ             ঘ. বীরবলের হালখাতা
১০. 'বই পড়া' প্রবন্ধটি কোথায় পঠিত হয়েছিল?
ক. একটি লাইব্রেরির বার্ষিক সভায়             খ. একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে
গ. একটি আলোচনা সভায                     ঘ. একটি জনসভায়
১১. 'বই পড়া' কোন ধরনের রচনা?
ক. প্রবন্ধ                খ. উপন্যাস              গ. ছোট গল্প                ঘ. গল্প
১২. 'বই পড়া' প্রবন্ধের মূল বক্তব্য কী?
ক. আমাদের দেশের মূল শিক্ষা পদ্ধতির ব্যাখ্যা      খ. জ্ঞানার্জনের জন্য উপদেশ
গ. সাহিত্য চর্চার প্রতি জাতির গুরুত্বারোপ          ঘ. বই কেনার প্রতি উদ্বুদ্ধ করা
১৩. 'বই পড়া' প্রবন্ধের লেখকের মতে নীতির চর্চা কোথায় হওয়া উচিত?
ক. গুহায়                খ. লাইব্রেরিতে           গ. ঘরে                    ঘ. শিক্ষা প্রতিষ্ঠানে
১৪. 'বই পড়া' প্রবন্ধে লেখক কাদেরকে অলস বলেছেন?
ক. যারা স্বেচ্ছায় বই পড়ে না                      খ. যারা স্বেচ্ছায় বই পড়ে
গ. যারা লেখা পড়ায় উৎসাহী নয়                  ঘ. যারা কর্ম বিমুখ
১৫. 'বই পড়া' প্রবন্ধে সেকালে কারা ফ্রান্সকে রক্ষা করেছিল?
ক. যারা পরীক্ষায় ভাল করেছিল                    খ. যারা পরীক্ষায় ভাল করেনি
গ. যারা প্রচুর জ্ঞান অর্জন করেছে                 ঘ. যারা জীবন বাজি রেখেছে
১৬. নীতির চর্চা ও দর্শনের চর্চা কোথায় হয়?
ক. স্কুলে                খ. লাইব্রেরিতে           গ. আদালতে                ঘ. ঘরে ও গুহায়
১৭. শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি?
ক. খবরের কাগজ পড়া   খ. লাইব্রেরি গড়ে তোলা  গ. সাহিত্যচর্চা               ঘ. অনুশীলন
১৮. মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি?
ক. বই পড়া             খ. সাহিত্য রচনা         গ. সাহিত্যচর্চা               ঘ. জ্ঞানচর্চা
১৯. যে জাতি যত নিরানন্দ সে জাতি তত কী?
ক. দুর্বল                খ. নিষপ্রাণ              গ. অবহেলিত               ঘ. নির্জীব
২০. কীসের সম্পর্কে মানুষের মনপ্রাণ সজীব, সতেজ ও সজাগ হয়?
ক. বই পড়া             খ. আনন্দ               গ. ভালোবাসা               ঘ. ভ্রমণ করা
২১. আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় মনের হাসপাতাল কোনটি?
ক. গুরুগৃহ              খ. স্কুল                 গ. লাইব্রেরি                ঘ. ফুলের বাগান
২২. আমাদের দেশের স্কুল-কলেজের শিক্ষা পদ্ধতি কেমন?
ক. ত্রুটিপূর্ণ              খ. আধুনিক             গ. অবৈজ্ঞানিক              ঘ. উল্টো
২৩. মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন কে?
ক. লেখক               খ. শিক্ষক               গ. বন্ধু                     ঘ. কবি
২৪. শিক্ষকের স্বার্থকতা কোথায়?
ক. মনোযোগী করে তোলায়                       খ. শিক্ষা অর্জনে ছাত্রকে সক্ষম করায়
গ. শিক্ষার্থীকে বিদ্যালয়ে যেতে অভ্যস্ত করায়        ঘ. শিক্ষাদান করায়
২৫. শিষ্যকে বিদ্যার সাধনা কী করে করতে হয়?
ক. নোট করে দিয়ে                              খ. নিজে অর্জন করতে হয়
গ. নিজে ব্যয় করতে হয়                          ঘ. নিজে চেষ্টা করতে হয়
২৬. সুশিক্ষিত লোক মাত্রই কী?
ক. বিদ্বান               খ. আলেম               গ. পণ্ডিত                   ঘ. স্বশিক্ষিত
২৭. লাইব্রেরির স্বার্থকতা কার চেয়ে বেশি?
ক. হাসপাতালের চেয়ে    খ. স্কুল-কলেজের চেয়ে   গ. বই পড়ার চেয়ে          ঘ. মন্দিরের চেয়ে
২৮. লাইব্রেরি কীসের জন্য দরকার?
ক. সাহিত্য চর্চার জন্য    খ. বিজ্ঞান চর্চার জন্য     গ. ধর্ম চর্চার জন্য           ঘ. নীতি চর্চার জন্য
২৯. লেখক লাইব্রেিরর প্রয়োজনীয়তা উপলব্ধি করে কেন?
ক. মননশীলতার জন্য    খ. জ্ঞান লাভের জন্য   গ. সর্ব বিষয় পড়ার জন্য  ঘ. বিশেষ জ্ঞান অর্জনের জন্য
৩০. কোন সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই?
ক. পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়        খ. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
গ. বিদ্যার সাধনা শিষ্যকে নিজে করতে হয়         ঘ. মানব জীবনের শিক্ষা সোনা ফলায়
৩১. কীসের দ্বারা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুইই দূর হতে পারে?
ক. খেলাধুলায়            খ. ব্যথায়                গ. উপাসনায়               ঘ. সাহিত্য চর্চায়
৩২. প্রমথ চৌধুরীর মতে সাহিত্য রচনার সুফল সম্বন্ধ কারা সন্ধিহান?
ক. অশিক্ষিতরা           খ. স্বশিক্ষিতরা           গ. সকলেই                 ঘ. অনেকেই
৩৩. লেখক সাহিত্য চর্চার শিক্ষার কিরূপ অঙ্গ মনে করেন?
ক. সর্বপ্রধান             খ. সর্বশ্রেষ্ঠ              গ. সর্বাধিক                 ঘ. সর্বময়
৩৪. 'যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়.'- কার উক্তি?
ক. প্রমথ চৌধুরী         খ. লূৎফর রহমান        গ. দীন বন্ধু মিত্র            ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
৩৫. 'যারা পাস করতে পারেনি তারাই দেশকে রক্ষা করেছে'- কথাটা কোন দেশ সম্পর্কে বলা হয়েছে?
ক. রাশিয়া               খ. ফ্রান্স                 গ. নাইজেরিয়া              ঘ. মালয়েশিয়া
৩৬. 'আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব, দেশের তত বেশি উপকার হবে.'- এ অংশটি কোন প্রবন্ধের?
ক. বই পড়া             খ. পল্লীসাহিত্য           গ. শিক্ষা ও মনুষ্যত্ব         ঘ. জাগো গো ভগিনী
৩৭. 'গতাসু'- অর্থ কী ?
ক. মৃত                 খ. জীবিত               গ. বিলুপ্ত                   ঘ. জীবন্মৃত
৩৮. 'কারদানি'- শব্দের অর্থ কী?
ক. কারচুপি             খ. কেরামতি             গ. বাহাদুরি                 ঘ. পাণ্ডিত্য
৩৯. 'ভাঁড়ে ও ভবানী'- কথাটির অর্থ কী?
ক. রিক্ত                 খ. প্রাচুর্য                গ. অলসতা                 ঘ. পরিশ্রম
৪০. বই পড়ার যৌক্তিকতা কী?
ক. জাতি গঠন           খ. আত্মোপলব্ধি          গ. বড় হওয়া               ঘ. অর্থ উপার্জন
৪১. 'সুশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত'- এ কথার মর্মার্থ হচ্ছে-
i. সুশিক্ষা পেলে মানুষ স্বশিক্ষিত হয়               ii. শিক্ষিত লোকই স্বশিক্ষিত হয়
iii. শিক্ষার যথোপযুক্ত উপলব্ধি মানুষকে স্বশিক্ষিত করে
কোনটি সঠিক?
ক. i                    খ. i ii               গ. i iii                  ঘ. i, ii iii
৪২. 'ব্যাধিই সংক্রামক স্বাস্থ্য নয়'- এ কথার তাৎপর্য হলো-
i. মানুষ খারাপটাকে গ্রহণ করতে চায়              ii. মানুষ কুরুচি দ্বারা সংক্রামিত হয়
iii. মানুষ কুরুচি দ্বারা উৎসাহিত হয়
নিচের কোনটি সঠিক ?
ক. i                    খ. ii                    গ. iii                      ঘ. i, ii iii
উদ্দীপকটি পড়ে ৪৩ নং প্রশ্নের উত্তর দাও:
দশম শ্রেণী ক- শাখার ফাস্টবয় ইমরান সারাক্ষণ শুধু পাঠ্য-বই পড়ে. আর ঐ ক্লাসেরই মধ্যম সারির ছাত্র ফয়সাল লাইব্রেরিতে গিয়ে পাঠ্য-বইয়ের পাশাপাশি নানা রকমের বই পড়ে. ইমরানকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে বলে লাইব্রেরিতে গিয়ে ওসব পড়লে তো আর ফাস্ট হওয়া যাবে না।
৪৩. 'বই পড়া' প্রবন্ধ অনুযায়ী ইমরানের মানসিকতা-
i. স্বার্থান্ধ                ii. পু্থিগত বিদ্যার্জন      iii. আত্মার মুক্তি লাভ
নিচের কোনটি সঠিক?
ক. ii                   খ. i ii               গ. iii                      ঘ. i, ii iii 

Wednesday, March 9, 2022

আম আঁটির ভেঁপু

 ১।   বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

    ক) ১৮৯২     খ) ১৮৯৩ গ) ১৮৯৪ ঘ) ১৯৮৫

২।   বিভূতিভূষণ কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

    ক) মুরারিপুর       খ) কাঁঠালতলা      গ) তাম্বুলখানা      ঘ) বনগ্রাম

৩।   বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কী?

    ক) মৃণালিনী হক     খ) মৃণালিনী রাণী    গ) মৃণালিনী বন্দ্যোপাধ্যায়   ঘ) মৃণালিনী দেবী

৪। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন?

    ক) কলকাতা রিপন কলেজ   খ) জগন্নাথ কলেজ    গ) ঢাকা কলেজ     ঘ) দেবপুর কলেজ

৫।   বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন পর্যায়ে শিক্ষকতা করেন?

    ক) স্কুল   খ) কলেজ গ) বিশ্ববিদ্যালয়   ঘ) একাডেমি

৬।   ‘পথের পাঁচালী’ কোন ধরনের রচনা?

    ক) নাটক  খ) গল্প  গ) উপন্যাস    ঘ) প্রবন্ধ

৭।   দুর্গার হাতে কী ছিল?

    ক) আম     খ) তেঁতুল    গ) নারিকেলের মালা  ঘ) টিনের বাটি

৮।   দুর্গার হাতে নারিকেলের মালায় কী ছিল?

    ক) নারিকেল    খ) আম   গ) জাম   ঘ) লিচু

৯।   অপু তার খেলনাগুলো লুকিয়ে রাখে কেন?

    ক) ভয়ে  খ) ইচ্ছে করে      গ) চুরির ভয়ে         ঘ) বন্ধুদের না দেওয়ার জন্য

১০। দুর্গা কাঁঠালতলায় দাঁড়িয়ে অপুকে ডাকছিল কেন?

    ক) মায়ের খোঁজ নিতে খ) তেল-নুন আনার জন্য

    গ) আম খাওয়ার জন্য  ঘ) খেলা করার জন্য

১১। দুর্গার ডাক শুনে অপু কড়িগুলো লুকিয়ে ফেলল কেন?

    ক) না দেওয়ার জন্য  খ) ভয়ে গ) হিংসা করে        ঘ) মায়ের জন্য

১২। দুর্গা অপুর কাছে মায়ের ঘাট থেকে আসার কথা জানতে  চাইল কেন?

    ক) রান্নার জন্য      খ) আম খাওয়ার জন্য   গ) ভাত খাওয়ার জন্য ঘ) তেঁতুল খাওয়ার জন্য

১৩। ‘রোয়াক’ শব্দের অর্থ কী?

    ক) উঠান  খ) ঘর   গ) মাঠ   ঘ) বারান্দা

১৪। অপু তেল ও নুন আনতে চাইল না কেন?

    ক) রাগ করে         খ) ঠাঁই পাবে না বলে  গ) মায়ের কারণে  ঘ) কথা না শোনার কারণে

১৫। তেলের ভাঁড় ছুঁলে মা মারবে কেন?

    ক) না জানানোর কারণে    খ) কুসংস্কারের কারণে

    গ) অপচয়ের কারণে   ঘ) কথা না শোনার কারণে

১৬। অপু ছোট টিনের বাক্সটি খুলল যে কারণে—

    i. খেলার জন্য       ii.  ভেঁপু বাঁশির জন্য     

    iii. মাটির পুতুলের জন্য

    নিচের কোনটি সঠিক?

    ক) i            খ) ii   গ) i ও ii       ঘ) ii ও iii

১৭। অপু দুর্গার ডাক শুনে তার খেলনাগুলো লুকিয়ে ফেলল—

    i. আতঙ্কে     ii.  ভয়ে     iii. না দেখানোর জন্য

    নিচের কোনটি সঠিক?

    ক) i    খ) ii   গ) i ও ii   ঘ) ii ও iii

১৮। তুই অতগুলো খাবি দিদি? অপুর এ কথা বলার কারণ অপু দুর্গাকে—

    i. কম দেওয়ায়       ii. অতিরিক্ত খাওয়ায়        iii. না দেওয়ায়

    নিচের কোনটি সঠিক?

    ক) i    খ) ii   গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৯। দুর্গা দ্রুত আমগুলো গিলতে লাগল যে কারণে—

    i. অপুকে না দেওয়ার জন্য     ii. মায়ের ডাক শুনে      iii. ভয়ে

    নিচের কোনটি সঠিক?

    ক) i    খ) i ও ii   গ) ii ও iii ঘ) i, ii ও iii

২০। ‘তেলের ভাঁড় ছুঁলে মারবে যে? আমার কাপড় যে বাসি?’—উক্তিটিতে কোন বিষয় নিহিত রয়েছে?

    ক) মাতৃভক্তি    খ) কুসংস্কার       গ) ভীতি      ঘ) ধর্মীয় সচেতনতা

২১। দুর্গা চরিত্রের মাধ্যমে কোনটি উপস্থাপিত হয়েছে?

    ক) পল্লি কিশোরীর জীবন   খ) পল্লির চিরায়ত শৈশব

    গ) পল্লি প্রকৃতির চিত্র  ঘ) পল্লির জীবন-প্রকৃতি

২২। ‘তুই একটা হাবা ছেলে। ’ উক্তিটি অপুর কোন পরিচয় বহন করে?

    ক) পাগলামির      খ) নির্বুদ্ধিতার      গ) অসহায়ত্বের      ঘ) হীন মানসিকতার

২৩। দুর্গাদের বাড়ির আশপাশে কোনো বাড়ি না থাকায় কোন ভাবসত্যটি ফুটে ওঠে?

    ক) দরিদ্রতার       খ) পল্লির     গ) জনশূন্যতার          ঘ) রক্ষণশীলতার

২৪। হরিহর রায়ের বসতবাড়ির বর্ণনায় কোনটি প্রকাশ পায়?

    ক) সামাজিক অবস্থা   খ) অর্থনৈতিক অবস্থা    গ) বংশমর্যাদা       ঘ) ধর্মীয় অবস্থা

২৫। দুর্গার নিরীহ মুখে বাড়িতে ফেরার কারণ হিসেবে কোনটি চিহ্নিত করা যায়?

    ক) ক্ষুধার্ত     খ) মাতৃস্নেহের কাতরতা    গ) মাতৃশ্রদ্ধা        ঘ) মাতৃভীরুতা

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও :

রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘ছুটি’ গল্পে পল্লির এক দুরন্ত কিশোরের কথা বর্ণনা করেছেন। এ গল্পের কেন্দ্রীয় চরিত্রে ফটিক যেন আমাদেরকে কিশোর জীবনের চিরায়ত চিত্র স্মরণ করিয়ে দেয়।

২৬। উদ্দীপকটি কোন রচনার সমান্তরাল ভাব বহন করে?

    ক) অভাগীর স্বর্গ     খ) আম আঁটির ভেঁপু      গ) নিমগাছ    ঘ) দেনাপাওনা

২৭। উক্ত ভাবের উপজীব্য হলো—

    i. পল্লি প্রকৃতি   ii. চঞ্চলতা     iii. দুঃখ-কষ্ট

    নিচের কোনটি সঠিক?

    ক) i        খ) ii       গ) iii      ঘ) i ও ii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :

সুমন ও সিমা দুই ভাই-বোন। তারা একে অপরের ওপর নির্ভরশীল। কিন্তু সুমন তার কোনো কিছু সিমাকে দেয় না। এমনকি সুমন সিমার অনেক জিনিস লুকিয়ে রাখে।

২৮। উদ্দীপকের সুমন ‘আম আঁটির ভেঁপু’ গল্পের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

    ক) দুর্গা   খ) হরিহর গ) অপু   ঘ) সর্বজয়া

২৯। উক্ত সাদৃশ্যের কারণ হলো—

    i. নির্বুদ্ধিতা    ii.  ছেলেমানুষিকতা        iii. দুরন্তপনা

    নিচের কোনটি সঠিক?

    ক) i    খ) ii   গ) i ও ii   ঘ) ii ও iii

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

১. গ ২. ক ৩. ঘ ৪. ক ৫. ক  ৬. গ ৭. গ ৮. খ ৯. ক ১০. খ ১১. খ ১২. খ ১৩. ঘ ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. গ ২০. খ ২১. খ ২২. খ ২৩. গ ২৪. খ ২৫. ঘ ২৬. খ ২৭. ঘ ২৮. গ ২৯. খ।


আম আঁটির ভেঁপু

১০. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ক. মুন্সিগঞ্জ জেলায়  খ. চব্বিশ পরগণা জেলায়      গ. নেত্রকোনা জেলায়          ঘ. বরগুনা জেলায়

১১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কলকাতা রিপন কলেজ থেকে যে ডিগ্রি লাভ করেন—

i. বিএ             ii. আইএ          iii. ম্যাট্রিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                   খ. i ও iii        গ. ii ও iii         ঘ. i, ii ও iii

১২. কর্মজীবনে বিভূতিভূষণ যে যে জায়গায় শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন—

i. কলকাতা         ii. হুগলি           iii. ব্যারাকপুর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii          খ. i ও iii                   গ. ii ও iii         ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জুঁই সারা দিন দুটি পুতুল নিয়ে খেলা করে। একটির সঙ্গে আরেকটির বিয়ে দেয় এবং নানা আয়োজন করে।

১৩. উদ্দীপকের জুঁইয়ের সঙ্গে অপুর সাদৃশ্য কী?

ক. কল্পনাপ্রবণ      খ. ভাবুক প্রকৃতির            গ. খেলার প্রতি টান           ঘ. বিলাসিতা

১৪. উক্ত দিকটি ছাড়াও অপু চরিত্রে লক্ষণীয় বৈশিষ্ট্য—

i. মায়ের অনুগত    ii. আবেগপ্রবণ     iii. কল্পনাপ্রবণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                   খ. i ও iii        গ. ii ও iii         ঘ. i, ii ও iii

১৫. আমের গুটি কখন ঝরে পড়ে?

ক. সোনালি রোদে            খ. সকালের রোদে            গ. দুপুরের রোদে             ঘ. বৃষ্টিতে

১৬. দুর্গাদের বাড়ির চারপাশে কী ছিল?

ক. খেলার মাঠ      খ. জঙ্গল            গ. পুকুর           ঘ. ফুলের বাগান

১৭. হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কী?

ক. পরশ রায়                খ. সুব্রত রায়                 গ. নীলমণি রায়     ঘ. অসীম রায়

১৮. হরিহর রায়ের পাশের বাড়িটি কার?

ক. ভুবন মুখুয্যের             খ. নীলমণি রায়ের            গ. ঠাকুর ঝির                ঘ. কমল রায়ের

১৯. নীলমণি রায়ের বাড়িটি কেমন ছিল?

ক. পরিপাটি                  খ. সুন্দর                    গ. সুসজ্জিত                  ঘ. জঙ্গলাবৃত

২০. অপুদের বাড়ির দেয়ালের ফাটলে কী কী গাছ গজিয়েছিল?

ক. বটগাছ ও বিছুটির গাছ              খ. কালমেঘ ও নিমগাছ                

গ. কালমেঘ ও বিছুটির গাছ             ঘ. নলখাগড়া ও কন্টিকারি


সঠিক উত্তর : ১০. খ ১১. খ ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. গ


Recent Post

আমি কোনো আগন্তুক নই

১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী  গ. জমিলার মা  ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...

Most Popular Post