১. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৪১ সালে খ. ১৮৫১ সালে গ. ১৮৬১ সালে ঘ. ১৮৭১ সালে
২. সুভার পিতা বাণীকণ্ঠের অবস্থা কেমন ছিল?
ক. ধনী খ. অসহায় গ. মধ্যবিত্ত ঘ. সচ্ছল
৩. মর্মবিদ্ধ হরিণীর মতো সুভা কার দিকে তাকায়?
ক. নদীতটের খ. প্রতাপের
গ. জন্মভূমির ঘ. সর্বশী ও পাঙ্গুলির
৪. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৯১১ সালে খ. ১৯১৩ সালে গ. ১৯১৭ সালে ঘ. ১৯১৮ সালে
৫. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ইহলোক ত্যাগ করেন?
ক. ১৯২১ সালে খ. ১৯৩১ সালে
গ. ১৯৪১ সালে ঘ. ১৯৫১ সালে
৫. ‘সুভা’ গল্পে বোবা মেয়েটির নাম কী রাখা হয়েছিল?
ক. সুভাষিণী খ. সুকেশিনী
গ. সুহাসিনী ঘ. সুহেমা
৬. ‘সুভাষিণী’ নামটি সার্থক হয়নি কেন?
ক. প্রতিবন্ধী বলে খ. বিকলাঙ্গ বলে
গ. বোবা বলে ঘ. বুদ্ধিপ্রতিবন্ধী বলে
৭. বোনদের মধ্যে সুভাষিণী ছিল কে?
ক. বড়ো খ. ছোট গ. মেজো ঘ. সেজো
৮. সুভার বাবা সুভার নাম ‘সুভাষিণী’ রেখেছিলেন কেন?
ক. সুভা সুন্দর করে কথা বলত বলে
খ. সে শ্রুতিমধুর ভাষণ দিতে পারত বলে
গ. বড়ো বোনদের নামের সাথে মিল রাখতে
ঘ. সুভা সুন্দর ছবি আঁকত বলে
৯. সুভার সাক্ষাতেই সকলে তার কোন বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করত?
ক. লেখাপড়া খ. ভবিষ্যৎ
গ. কাজকর্ম গ. প্রতিবন্ধিতা
১০. সুভা কার মনে সর্বদা জাগরূক ছিল?
ক. পিতামাতার খ.আত্মীয়স্বজনের
গ. প্রতিবেশীদের ঘ. বোনদের
১১. সুভাকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন কে?
ক. মা খ. বাবা গ. বোন ঘ. ভাই
১২. সুভার বাবার নাম কী?
ক. প্রবীর রায় খ. অজিত কুমার গ. রামসুন্দর ঘ. বাণীকণ্ঠ
১৩. সুভার বাবা তাঁর অন্য মেয়েদের অপেক্ষা সুভাকে একটু বেশি ভালোবাসার কারণ কী?
ক. ছোট মেয়ে হওয়ায় খ. বাক্প্রতিবন্ধী হওয়ায়
গ. শান্ত প্রকৃতির হওয়ায় ঘ. অনেক গুণের অধিকারী হওয়ায়
১৪. সুভার চোখ দুটো দেখতে কেমন?
ক. ছোট আকৃতির খ. লালচে বর্ণের
গ. ডাগর ডাগর ঘ. সুদীর্ঘ পল্লবের মতো
১৫. সুভার ওষ্ঠাধর কখন কচি কিশলয়ের মতো কেঁপে উঠত?
ক. ভাবের আভাস পেলে খ. রেগে গেলে
গ. কান্না করলে ঘ. খাওয়ার সময়
১৬. সুভার গ্রামের নাম কী?
ক. চন্ডীপুর খ. রসুলপুর গ. লোচনপুর ঘ. পাড়াতলী
১৭। মর্মবিদ্ধ হরিণীর মতো সুভা কার দিকে তাকায়?
ক) নদীতটের খ) প্রতাপের গ) জন্মভূমির ঘ) সর্বশী ও পাঙ্গুলির
১৮। সুভা গল্পে সুভাকে ‘সুভি’ বলা হয়েছে কতবার?
ক) ১ বার খ) ২বার গ) কয়েকবার ঘ) একবারও বলা হয়নি
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
‘চোখ গেল’ তার ভরসা তবু আছে
চক্ষুহীনার কী কথা কার কাছে?’
১৯। উদ্দীপকটি সুভার মনের কোন ভাবটিকে ইঙ্গিত করে?
ক) ক্ষোভ খ) রাগ গ) অভিমান ঘ) অসহায়ত্ব
২০। উক্ত ভাবটি ফুটে উঠেছে নিচের যে অংশে, তা হলো
ক) সে ছিল নির্জন দ্বিপ্রহরের মতো সঙ্গিহীন ও শব্দহীন
খ) সুভা নিজেকে সব সময় আড়াল করার চেষ্টা করত
গ) সুভার সাথে বালকেরা খেলতে চাইত না
ঘ) প্রকৃতির সান্নিধ্যে সুভা নিজেকে ব্যস্ত রাখত সর্বদা
২১। কিছুদিনের জন্য বাণীকণ্ঠ কোথায় গেল?
ক) বিদেশ খ) কলকাতা গ) সদরে ঘ) বড় মেয়ের বাড়ি
২২। সুভা নিজেকে সর্বদাই গোপন রাখার চেষ্টা করিত, কারণ
র) সকলের উপেক্ষা রর) সকলের অবজ্ঞা
ররর) সমাজের উদাসীনতা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
২৩। সুভা কার পায়ের কাছে বসে কাঁদে?
ক) বাবার খ) মার গ) প্রতাপের ঘ) প্রকৃতির
২৪। পাতালের অট্টালিকা কিসের?
ক) সোনার খ) রুপার গ) পিতলের ঘ) সুখের
২৫। পাতালের অট্টালিকায় কিসের পালঙ্ক?
ক) সোনার খ) রুপার গ) পিতলের ঘ) সাতনরি হার
২৬। সুভার হয়ে কথা বলে কে?
ক) বোবা প্রকৃতি খ) প্রতাপ গ) দু’টি গাভী ঘ) বিড়াল ও মেষশাবক
ক. ১৮৪১ সালে খ. ১৮৫১ সালে গ. ১৮৬১ সালে ঘ. ১৮৭১ সালে
২. সুভার পিতা বাণীকণ্ঠের অবস্থা কেমন ছিল?
ক. ধনী খ. অসহায় গ. মধ্যবিত্ত ঘ. সচ্ছল
৩. মর্মবিদ্ধ হরিণীর মতো সুভা কার দিকে তাকায়?
ক. নদীতটের খ. প্রতাপের
গ. জন্মভূমির ঘ. সর্বশী ও পাঙ্গুলির
৪. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৯১১ সালে খ. ১৯১৩ সালে গ. ১৯১৭ সালে ঘ. ১৯১৮ সালে
৫. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ইহলোক ত্যাগ করেন?
ক. ১৯২১ সালে খ. ১৯৩১ সালে
গ. ১৯৪১ সালে ঘ. ১৯৫১ সালে
৫. ‘সুভা’ গল্পে বোবা মেয়েটির নাম কী রাখা হয়েছিল?
ক. সুভাষিণী খ. সুকেশিনী
গ. সুহাসিনী ঘ. সুহেমা
৬. ‘সুভাষিণী’ নামটি সার্থক হয়নি কেন?
ক. প্রতিবন্ধী বলে খ. বিকলাঙ্গ বলে
গ. বোবা বলে ঘ. বুদ্ধিপ্রতিবন্ধী বলে
৭. বোনদের মধ্যে সুভাষিণী ছিল কে?
ক. বড়ো খ. ছোট গ. মেজো ঘ. সেজো
৮. সুভার বাবা সুভার নাম ‘সুভাষিণী’ রেখেছিলেন কেন?
ক. সুভা সুন্দর করে কথা বলত বলে
খ. সে শ্রুতিমধুর ভাষণ দিতে পারত বলে
গ. বড়ো বোনদের নামের সাথে মিল রাখতে
ঘ. সুভা সুন্দর ছবি আঁকত বলে
৯. সুভার সাক্ষাতেই সকলে তার কোন বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করত?
ক. লেখাপড়া খ. ভবিষ্যৎ
গ. কাজকর্ম গ. প্রতিবন্ধিতা
১০. সুভা কার মনে সর্বদা জাগরূক ছিল?
ক. পিতামাতার খ.আত্মীয়স্বজনের
গ. প্রতিবেশীদের ঘ. বোনদের
১১. সুভাকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন কে?
ক. মা খ. বাবা গ. বোন ঘ. ভাই
১২. সুভার বাবার নাম কী?
ক. প্রবীর রায় খ. অজিত কুমার গ. রামসুন্দর ঘ. বাণীকণ্ঠ
১৩. সুভার বাবা তাঁর অন্য মেয়েদের অপেক্ষা সুভাকে একটু বেশি ভালোবাসার কারণ কী?
ক. ছোট মেয়ে হওয়ায় খ. বাক্প্রতিবন্ধী হওয়ায়
গ. শান্ত প্রকৃতির হওয়ায় ঘ. অনেক গুণের অধিকারী হওয়ায়
১৪. সুভার চোখ দুটো দেখতে কেমন?
ক. ছোট আকৃতির খ. লালচে বর্ণের
গ. ডাগর ডাগর ঘ. সুদীর্ঘ পল্লবের মতো
১৫. সুভার ওষ্ঠাধর কখন কচি কিশলয়ের মতো কেঁপে উঠত?
ক. ভাবের আভাস পেলে খ. রেগে গেলে
গ. কান্না করলে ঘ. খাওয়ার সময়
১৬. সুভার গ্রামের নাম কী?
ক. চন্ডীপুর খ. রসুলপুর গ. লোচনপুর ঘ. পাড়াতলী
১৭। মর্মবিদ্ধ হরিণীর মতো সুভা কার দিকে তাকায়?
ক) নদীতটের খ) প্রতাপের গ) জন্মভূমির ঘ) সর্বশী ও পাঙ্গুলির
১৮। সুভা গল্পে সুভাকে ‘সুভি’ বলা হয়েছে কতবার?
ক) ১ বার খ) ২বার গ) কয়েকবার ঘ) একবারও বলা হয়নি
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
‘চোখ গেল’ তার ভরসা তবু আছে
চক্ষুহীনার কী কথা কার কাছে?’
১৯। উদ্দীপকটি সুভার মনের কোন ভাবটিকে ইঙ্গিত করে?
ক) ক্ষোভ খ) রাগ গ) অভিমান ঘ) অসহায়ত্ব
২০। উক্ত ভাবটি ফুটে উঠেছে নিচের যে অংশে, তা হলো
ক) সে ছিল নির্জন দ্বিপ্রহরের মতো সঙ্গিহীন ও শব্দহীন
খ) সুভা নিজেকে সব সময় আড়াল করার চেষ্টা করত
গ) সুভার সাথে বালকেরা খেলতে চাইত না
ঘ) প্রকৃতির সান্নিধ্যে সুভা নিজেকে ব্যস্ত রাখত সর্বদা
২১। কিছুদিনের জন্য বাণীকণ্ঠ কোথায় গেল?
ক) বিদেশ খ) কলকাতা গ) সদরে ঘ) বড় মেয়ের বাড়ি
২২। সুভা নিজেকে সর্বদাই গোপন রাখার চেষ্টা করিত, কারণ
র) সকলের উপেক্ষা রর) সকলের অবজ্ঞা
ররর) সমাজের উদাসীনতা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
২৩। সুভা কার পায়ের কাছে বসে কাঁদে?
ক) বাবার খ) মার গ) প্রতাপের ঘ) প্রকৃতির
২৪। পাতালের অট্টালিকা কিসের?
ক) সোনার খ) রুপার গ) পিতলের ঘ) সুখের
২৫। পাতালের অট্টালিকায় কিসের পালঙ্ক?
ক) সোনার খ) রুপার গ) পিতলের ঘ) সাতনরি হার
২৬। সুভার হয়ে কথা বলে কে?
ক) বোবা প্রকৃতি খ) প্রতাপ গ) দু’টি গাভী ঘ) বিড়াল ও মেষশাবক
২৭. কাদের মধ্যে সমভাষা ছিল না?
ক) কাঙালি ও অভাগী খ) কাঙালি ও অধর গ) সুভা ও সর্বশী ঘ) সুভা ও প্রতাপ
২৮. 'শেষের কবিতা'- কী ধরনের রচনা?
ক) কাব্যগ্রন্থ খ) উপন্যাস গ) নাটক ঘ) ছোটগল্প
উত্তর : ৮. খ, ৯. ক, ১০. ঘ, ১১. গ, ১২. ক, ১৩. ক, ১৪. ক, ১৫. খ, ১৬. ক, ১৭. ক ।
No comments:
Post a Comment