Ad-1

Saturday, May 6, 2017

ভাব ও রস



বিষয়: ভাব ও রস
Filling -অনুভূতি
Emotion-আবেগ
Mood-ভাব-রস
(১)Filling -অনুভূতি : কোন ঘটনায় মনের মাঝে তাৎক্ষণিক ক্রিয়া-প্রতিক্রিয়া তাকে Filling -অনুভূতি
বলা হয়। যেমন- কোন বন্ধুর আপনজনের মৃত্যুতে তার প্রতি শান্তনা দেয়া/অনুভূতি দেখানো।
(২)Emotion -আবেগ : গভীর অবস্থা অর্থাৎ যে বন্ধুটি আপনজন হারিয়েছে নিজেকে তার স্থানে ভাবা এবং
নিজের মাঝে তেমন পরিস্থিতি তৈরি করা।
(৩)Mood- ভাব-রস : যে ঘটনার প্রতিক্রিয়া মনে থেকে যায় অর্থাৎ কোন কিছু দেখে বা উপভোগ করে তার
রেশটা মনের গভীরে গেথে যায়,তাই ভাব-রস।
দুটি বিষয় ভাবের সাথে জড়িত ভাব মূলত লৌকিক।আর রস মূলত অলৌকিক।
রস
শিল্প উপভোগের পর শ্রোতার মনে যে অনুভূতি জাগ্রত হয় তাকে রস বলে।
[উৎপাদক+পণ্য+ভোক্তা= ( ভোক্তার অনুভূতি) রস]
ভাব
ভাব: কবি বা নাট্যকারের মনোগত বিষয় সম্পর্কে বাক্য দ্বারা, অঙ্গভঙ্গি দ্বারা, মুখের অভিব্যক্তি দ্বারা কিংবা
অভিনয় দ্বারা দর্শক শ্রোতাকে যদি ভাবায় তবে তাকে ‘ভাব’ বলে।
ভাব ৪ প্রকার।যথা:
১. স্থায়ী ভাব
২. বিভাব
৩. অনুভাব
৪. অস্থায়ী ভাব
বি:দ্র:রস বিভাবের দ্বারা জাগ্রত,
অনুভাবের দ্বারা প্রকাশিত,
সঞ্চারী বা ব্যভিচারী দ্বারা অধিকতর স্পষ্ট হয়ে উঠে।
স্থায়ীভাবের সামগ্রিক অভিব্যক্তিকে ‘রস’ বলে।
১.স্থায়ী ভাব
স্থায়ী ভাব: জৈবিক বা সামাজিক কতগুলো ভাব মানুষের মনে সুপ্তভাবে থাকে বাইরের উপযোগ বা
পরিবেশ পেলে তা জাগ্রত হয় তাকে স্থায়ীভাব বলে।
২.বিভাব:
বাইরের যে পারিপার্শ্বিক কারণ ভিতরে জাগ্রত হয় তাকে বিভাব বলে।
বিভাব প্রকাশিত হবার কারণ- ২ ধরনের
১. ব্যক্তি কারণ,      
২. পরিবেশতগত কারণ।
৩.অনুভাব
অনুভাব: যে আঙ্গিক বা বাচিক উপায়ে স্থায়ীভাব বাইরে প্রকাশ করে/ পায় তাকে অনুভাব বলে।
(অনুভাব শিল্পের প্রকাশ)
৪. অস্থায়ী ভাব
অস্থায়ী ভাব: অস্থায়ী ভাব স্থায়ীভাবকে জাগিয়ে দেয় বা ভাড়িয়ে দেয়।
অস্থায়ীভাব ২ প্রকার
১.সঞ্চারী ভাব/ব্যভিচারি ভাব।
২. সাত্ত্বিকভাব।

স্থায়ী ভাবের আলোচনা:

স্থায়ীভাব প্রকাশের উপায়: অঙ্গভঙ্গি দ্বারা বা কথার দ্বারা স্থায়ীভাব প্রকাশিত হয় (আঙ্গিক/বাচিক)।
স্থায়ীভাব ৯টি।যথা:
১. রতিভাব-------আদিরস (the erotic) : নায়ক-নায়িকার অনুরাগবিষয়ক ভাবকে আদিরস বলে।
২.উৎসাভাব------রীররস (the heroic) : দয়া, ধর্ম, দান, দেশভক্তি ও সংগ্রাম বিষয়ে উৎসাহবিষয়ক ভাবের নাম বীররস।
৩. শোকভাব ------করুণরস (the pathetic) : ইষ্টবিয়োগ বা অপ্রিয়সংযোগে যে শোকসঞ্চার হয় তাকে
করুণরস বলে।
৪. বিস্ময়ভাব------অদ্ভুত রস (the surprising) : আশ্চর্য বিষয়াদি দর্শনে যে বিস্ময়াত্মক ভাবের উদয় হয়,তাকে অদ্ভুত রস বলে।
৫. হাসভাব-------হাস্যরস (the comic) : বিকৃত আকার, বাক্য ও চেষ্টা দ্বারা যে ভাবের উদয় হয়, তা হাস্যরস নামে পরিচিত।
৬.ভয়ভাব-------ভয়ানক রস (the disgustful) : যা হতে মনে ভয় সৃষ্টি হয়, তাকে ভয়ানক রস বলে।
৭. জুগুপ্সাভাব--------বীভৎস রস (the surprising) : যা দ্বারা মনে ঘৃণাদায়ক ভাবের উদয় হয়, তাকে বীভৎস
রস বলে।
৮. ক্রোধভাব ---------রৌদ্র রস (the terrible) : ক্রোধজনক রসকে রৌদ্ররস বলে।
৯. শমভাব--------শান্ত রস (the quietistic) : তত্ত্বজ্ঞানের জন্য যে শান্তভাবের উদয় ও অনুরাগ জন্মায় তাকেশান্ত রস বলে।

কাব্য রসের ধর্ম:

রসের উৎকর্ষসাধক ধর্মের নাম গুণ বা স্টাইল। এই গুণ তিন প্রকার। যথা: মাধুর্য, ওজঃ এবং প্রসাদ।
১.মাধুর্য (elegance) : কাব্যের যে গুণ থাকলে শোনামাত্র চিত্ত ব্যাকুল ও বিগলিত হয়, তাকে মাধুর্য বলে।
২.ওজঃ (encitement) : যে গুণ দ্বারা চিত্ত উদ্দীপ্ত ও উজ্জ্বীবিত হয়, তাকে ওজঃ বলে।
৩.প্রসাদগুণ (perspicuity) : যে গুণ থাকলে শোনামাত্র অর্থপূর্ণ হয়, তাকে প্রসাদগুণ বলে।

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post