Ad-1

Showing posts with label বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ. Show all posts
Showing posts with label বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ. Show all posts

Wednesday, October 31, 2018

শুদ্ধ ও অশুদ্ধির প্রয়োগ-০১

শব্দ ও বাক্যে প্রয়োগ-অপপ্রয়োগ
ব্যাকরণ ভাষাকে সুন্দর, মার্জিত ও শৃংখলাবদ্ধ করতে সাহায্য করে। তাই ব্যাকরণ ঠিক রাখলে ভাষার অপ্রয়োগ হয় না। ব্যাকরণজ্ঞান থাকলে ভাষার অপপ্রয়োগ সম্পর্কে সচেতন থাকা যায়। বিভিন্ন কারণে ভাষার অপপ্রয়োগ ঘটতে পারে। যেমন : বানান, শব্দ রূপান্তর, শব্দদ্বিত্ব, বচনজাত, নির্দেশক, সন্ধি, সমাস, উপসর্গ, বিভক্তি, প্রত্যয়,চিহ্ন, পক্ষ, কারক, বাচ্য, বাগধারা ইত্যাদি।
১.বিশেষ্য ও বিশেণের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ:

১. অ: লোকটা নির্দোষী।
শু: লোকটা নির্দোষ।
২. অঃ- সদা সর্বদা তোমার উপস্থিত প্রার্থনীয়।
শুঃ- সদাসর্বদা তোমার উপস্থিতি প্রার্থনীয়।
৩. দুর্বলবশত তিনি আসিতে পারেন নাই।
শুঃ- দুর্বলতাবশত তিনি আসিতে পারেন নাই।


২. সাধু চলিত ভাষারীতির মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ

১. তাহার কথা মতো চলা ঠিক নয়।
শুদ্ধবাক্য : তার কথা মতো চলা ঠিক নয়।
২. যা বলিব সত্যবলিব।
শুদ্ধবাক্য : যাহা বলিব সত্য বলিব/ যা বলব সত্য বলব।
৩. তাহাকে কলেজে যাইতে হবে।
শুদ্ধবাক্যঃ-  তাকে কলেজে যেতে হবে।
৪. তাহারে যেন সবাই ভূল করিবার প্রতিযোগিতায় নেমেছে।
শুদ্ধবাক্যঃ- তারা যেন সবাই ভুল করার প্রতিযোগিতায় নেমেছে।


৩.বানানের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ:

১. পাষান হৃদয়ও ভালোবাসায় গলে যায়।
শুদ্ধবাক্য : পাষাণ হৃদয়ও ভালোবাসায় গলে যায়।
 ২. নিরোগ লোক প্রকৃত সুখী।
শুঃ- নীরোগ লোক প্রকৃত সুখী।
৩. অভাবগ্রস্থ ছাত্রটি তাহার দুরাবস্থার কথা অশ্রুপূর্ণ নয়নে বর্ণনা করিল।
শুঃ- অভাবগ্রস্ত ছাত্রটি তাহার দুরবস্থার কথা অশ্রুপূর্ণ নয়নে বর্ণনা করিল।
৪. অতিরিক্ত খাটুনিতে তার স্বাস্থ ভেঙে গেছে। 
শুঃ- অতিরিক্ত খাটুনিতে তার স্বাস্থ্য ভেঙে গেছে। 
৫. অল্পজ্ঞান লোক বিপদজনক। 
শুঃ- অল্পজ্ঞান লোক বিপজ্জনক। 
৬.আজ অপরাহ্নে ঢাকা ষ্টেডিয়ামে ইরান ও জার্মানের মধ্যে প্রতিযোগীতা হবে।
শুঃ- আজ অপরাহ্ণে ঢাকা স্টেডিয়ামে ইরান ও জার্মানির মধ্যে প্রতিযোগিতা হবে।
৭. আমার এ কাজে মনযোগ নেই।
শুঃ- আমার এ কাজে মনোযোগ নেই।
৮. আদ্যান্ত শুনিয়া তিনি চমকিয়া উঠিলেন।
শুঃ- আদ্যন্ত শুনিয়া তিনি চমকিয়া উঠিলেন।
৯. তাহাকে শান্তনা দেওয়ার সামর্থ আমার নেই।
শুঃ- তাহাকে সান্ত্বনা দেওয়ার সামর্থ্য আমার নেই।
১০. দারিদ্রতা আমদের জাতীয় বৈশিষ্ট্য। 
শুঃ- দরিদ্রতা/দারিদ্র্য আমাদের জাতীয় বৈশিষ্ট্য। 


৪. অতিশায়নের মাধ্যমে ভাষায় অশুদ্ধ প্রয়োগ:
১. রহিম ছেলেদের মধ্যে কনিষ্ঠতম/তর।
শুদ্ধ : রহিম ছেলেদের মধ্যে কনিষ্ঠ।
২. শুনেছি আপনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
শুদ্ধ:শুনেছি আপনি সস্ত্রীক/স্ত্রীসহ ঢাকায় থাকেন।
৩. বাসের ধাক্কায় তিনি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন।
শুদ্ধ : বাসের ধাক্কায় তিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন।
৪. শুধু নিজের না, দেশের উৎকর্ষতা সাধন করা প্রত্যেকেরই উচিত।
শুদ্ধ : শুধু নিজের না, দেশের উৎকর্ষ/উৎকৃষ্টতা সাধন করা প্রত্যেকেরই উচিত।
৫. সে ক্যান্সারজনিত কারণে মারা গিয়েছে।
শুদ্ধ : সে ক্যান্সার/ক্যান্সারজনিক রোগে মারা গিয়েছে।

৬. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।

শুঃ- বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।

৭. সমগ্র জেলার মধ্যে বগুড়ার চাউল ভালো।

শুঃ- সমগ্র জেলার মধ্যে বগুড়ার চাউল শ্রেষ্ঠ।


৫.বচনের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ:

১. সকল/সমস্ত যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেছে জনতা।
শুদ্ধয : সকল/সমস্ত যুদ্ধাপরাধীর/যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেছে জনতা।
২. লক্ষ লক্ষ জনতারা সব সভায় উপস্থিত হয়েছিল।
শুদ্ধ: লক্ষ লক্ষ জনতা সভায় উপস্থিত হয়েছিল।
৩. যেসব ছাত্রদের নিয়ে কথা তারা বখাটে।
শুদ্ধ : যেসব ছাত্রকে নিয়ে কথা তারা বখাটে।
৪ আমরা এমন কিছু মানুষদের চিনি, যারা এখনও দেশের জন্য প্রাণ দেবে।
শু : আমরা এমন কিছু মানুষকে চিনি যারা এখনও দেশের জন্য প্রাণ দেবে।
৫. কিছু কিছু মানুষ আছে যে অন্যের ভালো দেখতে পারে না।
শু: কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না।
৬. নতুন নতুন ছেলেগুলো কলেজে বড়ো উৎপাত করে।
শুঃ- নতুন ছেলেগুলো কলেজে বড়ো উৎপাত করে।
৭. সব মাছগুলোর দাম কত?
শুঃ- সব মাছের দাম কত?
৮. যাবতীয় লোকসমূহ সভায় উপস্থিত ছিল।
শুঃ- যাবতীয় লোক সভায় উপস্থিত ছিল।


৬.নির্দেশকের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ:
টা/টি/খানা/খানিব্যবহার করে শব্দকে নির্দিষ্ট করলে তার আগে এইবা ব্যবহার করে ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ ঘটানো হয়। যেমন :
১. ঐ লোকটি খুব সৎ।
শুদ্ধবাক্য : লোকটি খুব সৎ।
২. আমি এই মানুষটিকে চিনি।
শুদ্ধবাক্য : আমি এই মানুষকে চিনি।/আমি মানুষটিকে চিনি।

৭.সন্ধির মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ:
১. ব্যাপারটি ছিল আপনার জন্য লজ্জাস্কর।
শুদ্ধবাক্য : ব্যাপারটি ছিল আপনার জন্য লজ্জা কর বা লজ্জাজনক।
৩. এবারের ইলেকশান করে আপনে নাকি খুব দুরাবস্থায় আছেন।
শুদ্ধবাক্য : এবারের ইলেকশান করে আপনে নাকি খুব দুরবস্থায় আছেন।
৪. ইত্যাবসারে বৃদ্ধ লোকটির দিন কাটে।
শুদ্ধবাক্য : ইত্যবসারে বৃদ্ধ লোকটির দিন কাটে।

৮.সমাসের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ:
১. ঘি মাখা ভাত ডিম দিয়ে খেতে খুব মজা।
শুদ্ধবাক্য : ঘিভাত ডিম দিয়ে খেতে খুব মজা।
২. আগে সিংহচিহ্নিত আসনে বসে রাজা দেশ চালাতেন।
শুদ্ধবাক্য : আগে সিংহাসনে বসেরাজা দেশ চালাতেন।
৩. রীতিকে অতিক্রম না করেও যথারীতি সে বড়লোক।
শুদ্ধবাক্য : রীতিকে অতিক্রম না করেও সে বড়লোক।

৯.বিভক্তির মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ:

বহুবচনজাতীয় শব্দে কেবসে না। যেমন: তাদেরকে, আমাদেরকে, পাগোলগুলোকে। 
১. ভিক্ষুকদেরকে ভিক্ষা দাও।
শুদ্ধবাক্য : ভিক্ষুককে ভিক্ষা দাও।/ ভিক্ষুকদের ভিক্ষা দাও।
২. তাদেরকে দিয়ে একাজ করিও না। 

আবার এক শব্দে দুটি বিভক্তি বসলে শব্দের গুণ হারায়। যেমন: বুকেতে, চোখেতে। 

বস্তুবাচক বা প্রাণিবাচক শব্দের কে, রেবসে না। যেমন: ঘড়িকে, কলমকে, ছগলকে, বইকে, পাখিরা, মেঘরা, গানকে, সাপকে, মাছকে। 

তবুও বিভক্তির মাধ্যমে ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ ঘটানো হয়। যেমন :

শুদ্ধবাক্য : তাদের দিয়ে একাজ করিও না।
৩. ভর দুপুর একটু ঘুমোয়।
শুঃ- ভর দুপুরে একটু ঘুমোয়।
৪. তাহার কথা বিশ্বাস কী?
শুঃ- তাহার কথায় বিশ্বাস কী? 
৫. বাঁশ ঝাড়ে রাতে জোনাকী জ্বলে।
শুঃ- বাঁশের ঝাড়ে রাতে জোনাকি জ্বলে।

১০.প্রত্যয়ের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ:
অতিরিক্ত প্রত্যয় ব্যবহারের মাধ্যমে ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ ঘটানো হয়। যেমন :
১. দারিদ্র কবি কাজী নজরুল ইসলামকে মহান করেছে।
শুদ্ধবাক্য : দারিদ্র্য কবি কাজী নজরুল ইসলামকে মহান করেছে।
২. বিকার লোক যে কোন সময় ক্ষতি করতে পারে।
শুদ্ধবাক্য : বিকৃত লোক যে কোন সময় ক্ষতি করতে পারে।


১১.উপসর্গের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ:
১. ফুল দিয়ে তাঁকে সুস্বাগতম জানানো সবার কর্তব্য।
শুদ্ধবাক্য : ফুল দিয়ে তাঁকে স্বাগতম জানানো সবার কর্তব্য।
২. অক্লান্তিহীনভাবে প্রজন্ম চত্বরে সমায়েত হচ্ছে।
শুদ্ধবাক্য : ক্লান্তিহীনভাবে প্রজন্ম চত্বরে সমায়েত হচ্ছে।
চিহ্নের ভুল ব্যবহারের মাধ্যমে ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ ঘটানো হয়। যেমন:
১. রহিমা খুব সুন্দরী।
শুদ্ধবাক্য : রহিমা খুব সুন্দর।
২. সেলিনা হোসেন একজন বিদ্বান লেখিকা।
শুদ্ধবাক্য : সেলিনা হোসেন একজন বিদ্বান লেখক। /সেলিনা হোসেন একজন বিদুষী লেখিকা।
পক্ষের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ
পক্ষের ভুল ব্যবহারের মাধ্যমে ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ ঘটানো হয়। যেমন:
১. আমি অর্থাৎ হাসান জেনে শুনে ভুল করি না।
শুদ্ধবাক্য : আমি অর্থাৎ হাসান জেনে শুনে ভুল করে না।
২. এ ব্যাপারে আমার অর্থাৎ হাসানের ভুল হবে না।
শুদ্ধবাক্য : এ ব্যাপারে আমার অর্থাৎ হাসানের ভুল হয় না।

 

 

Tuesday, October 30, 2018

শুদ্ধ-অশুদ্ধির প্রয়োগ-০২

 ১১.কারকের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ:

বস্তুর প্রাণিবাচক শব্দে ‘কে’ বসে না। ব্যক্তির নামের সঙ্গেও ‘কে’ বসে না।কারকের ভুল ব্যবহারের মাধ্যমে ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ ঘটানো হয়। যেমন:
১. সাপুড়ে সাপকে খেলায়।
শুদ্ধবাক্য : সাপুড়ে সাপ খেলায়।
২. একসময় আমের কাননে মিটিং বসেছিল।
শুদ্ধবাক্য : একসময় আম্রকাননে মিটিং বসেছিল।/একসময় আমের বাগানে মিটিং বসেছিল।
১২.সমোচ্চারিত শব্দের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ:
সমোচ্চারিত শব্দের ভুল ব্যবহারের মাধ্যমে ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ ঘটানো হয়। যেমন:
১. তাড়া আমরাতলায় বসে আমরা খাওয়ার সময় মালির তারা খেয়েছে।
শুদ্ধবাক্য : তারা আমড়াতলায় বসে আমড়া খাওয়ার সময় মালির তাড়া খেয়েছে।
২. সে ভুড়ি ভুড়ি খেয়ে ভুরিটি বাড়িয়েছে।
শুদ্ধবাক্য : সে ভুরি ভুরি খেয়ে ভুঁড়িটি বাড়িয়েছে।
১৩.শব্দদ্বিত্বের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ:
ফলাফল/ফলে শব্দটি ঠিক ব্যবহার কিন্তু এর প্রতিশব্দ হিসেবে লেখা হয় ফলশ্রুতিতে’ তাহলে শব্দটি হবে ভুল। কারণ ‘ফলশ্রুতি’র ‘শ্রবণ’ কোন বিষয়ের ফল নয়। শব্দদ্বিত্বের ভুল ব্যবহারের মাধ্যমে ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ ঘটানো হয়। যেমন:
১. ঘামজলে তার শার্ট ভিজে গেছে।
শুদ্ধবাক্য : ঘামে তার শার্ট ভিজে গেছে।
২. অশ্রুজলে তার কপল ভিজে গেছে।
শুদ্ধবাক্য : অশ্রুতে তার কপল ভিজে গেছে।
৩. ঘরটি ছিমছিমে অন্ধকার।
শুদ্ধবাক্য : ঘরটি ঘুটঘুটে অন্ধকার।

১৪.ভুল শব্দ ব্যবহারের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ:
শব্দের পরে আরো শব্দ বসে শব্দেকে সঠিক করে অথবা বেশি শব্দ বসালে বাক্যটি ভুল হয়ে যায়। এভাবে অতিরিক্ত শব্দ ব্যবহারের মাধ্যমে ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ ঘটানো হয়। যেমন:
১. পরবর্তীতে আপনি আসবেন।
শুদ্ধবাক্য : পরবর্তিকালে /পরবর্তী সময়ে আপনি আসবেন।
২. আমি অপমান হয়েছি।
শুদ্ধবাক্য : আমি অপমানিত হয়েছি।
৩. সূর্য উদয় হয়নি।
শুদ্ধবাক্য : সূর্য উদিত হয়নি।
৪. সত্য প্রমাণ হোক।
শুদ্ধবাক্য : সত্য প্রমাণিত হোক।
৬ তার কথার মাধুর্যতা নাই।
শুদ্ধবাক্য : তার কথার মাধুর্য/মধুরতা নাই।
৫. রাধা দেখতে খুব সুন্দরী ছিল।
শুদ্ধবাক্য : রাধা দেখতে খুব সুন্দর ছিল।
৬. এটি অপক্ক হাতের কাজ।
শুদ্ধবাক্য : এটি অপটু হাতের কাজ।
৭. স্বল্পবিদ্যা ভয়ংকরী।
শুদ্ধবাক্য : অল্পবিদ্যা ভয়ংকরী।
৮. অভাবে চরিত্র নষ্ট।
শুদ্ধবাক্য : অভাবে স্বভাব নষ্ট।
৯. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
শুদ্ধবাক্য : বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
১০. ছেলেটি শুধুমাত্র /কেবলমাত্র ১০টি টাকার জন্য মারামারি করল।
শুদ্ধবাক্য : ছেলেটি শুধু /মাত্র /কেবল ১০টি টাকার জন্য মারামারি করল।
১১. রবীন্দ্রনাথ ভয়ঙ্কর কবি ছিলেন।
শুদ্ধবাক্য : রবীন্দ্রনাথ বিখ্যাত কবি ছিলেন।
১৫. বাচ্যের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ:

১. সূর্য পূর্বদিকে উদয় হয়।
শুদ্ধবাক্য : সূর্য পূর্বদিকে উদিত হয়।
২. আপনার কি মনে হয় না, বিধি লঙ্ঘন হয়েছে।
শুদ্ধবাক্য : আপনার কি মনে হয় না, বিধি লঙ্ঘিত হয়েছে।
৩. আপনার কাজের জন্য দেশের গৌরব লোপ পেয়েছে।
শুদ্ধবাক্য : আপনার কাজের জন্য দেশের গৌরব লুপ্ত হয়েছে।
১৬.এককথায় প্রকাশের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ:
১. পারলে চারিদিকে প্রদক্ষিণ করো।
শুদ্ধবাক্য : পারলে চারিদিকে ঘোরো।/পারলে প্রদক্ষিণ করো।
১. সে হাতে কলমে ব্যবহারিক শিক্ষা গ্রহণ করেছে।
শুদ্ধবাক্য : সে হাতেকলমে শিক্ষা গ্রহণ করেছে। /সে ব্যবহারিক শিক্ষা গ্রহণ করেছে।
১৭.প্রবাদের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ:
১. স্বল্প বিদ্যা ভয়ংকরী।
শুদ্ধবাক্য : অল্প বিদ্যা ভয়ংকরী।
২. আমি বাঁচলে বাপের নাম।
শুদ্ধবাক্য : আপনি বাঁচলে বাপের নাম।
৩. অনেক সন্ন্যাসিতে গাজন নষ্ট।
শুদ্ধবাক্য : অধিক সন্ন্যাসিতে গাজন নষ্ট।
৪. বেশি চালাকের গলায় দড়ি।
শুদ্ধবাক্য : অতি চালাকের গলায় দড়ি।
১৮.বাগধারার মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ:
১. পরীক্ষায় নকল করাও নদী চুরি।
শুদ্ধ : পরীক্ষায় নকল করাও পুকুর চুরি।
২. এমন লেখাপড়া করলে পরীক্ষায় মুরগির ডিম পাবা।
শুদ্ধ : এমন লেখাপড়া করলে পরীক্ষায় ঘোড়ার ডিম পাবা।
৩. গরুর ঘাস কাটো, পরীক্ষায় ভালো করতে পারলে না।
শুদ্ধ: ঘোড়ার ঘাস কাটো, পরীক্ষায় ভালো করতে পারলে না।
৪. একের লাঠি দশের বোঝা। 
শুঃ- দশের লাঠি একের বোঝা।
৫. দশচক্রে ঈশ্বর ভূত।
শুঃ- দশ চক্রে ভগবান ভূত।
৬. ঊনো ভাতে কুনো বল,ভরা পেটে জগদ্দল।
শুঃ- উন ভাতে দুনা বল, ভরা পেটে রসাতল।
৭. আমি তখনই বলেছিলাম যে কাঙালের কথা দেরিতে ফলে।
শুঃ- আমি তখনই বলেছিলাম যে কাঙালের কথা বাসি হলে ফলে।
৮. করিম স্বচ্ছ জলে মাছ শিকার করতে চায়।
শুঃ- করিম ঘোলা জলে মাছ শিকার করতে চায়।
৯. কথায় বলে মোটা বাঁশ ঘুন ধরে।
শুঃ- কথায় বলে কাঁচা বাঁশ ঘুন ধরে।
১০. সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
শুঃ- সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম।
১১. মনে রেখো,এক পৌষে শীত যায় না।
শুঃ- মনে রেখো, এক মাঘে শীত যায় না।

Saturday, February 10, 2018

বানান শুদ্ধিকরণ

 অশুদ্ধ______শুদ্ধ

০১) শ্বাশত_______শাশ্বত[স.শশ্বত+অ]

০২) শশুর________শ্বশুর

০৩) শাশুরি_______শাশুড়ি

০৪) নূন্যতম_______ন্যূনতম

০৫) স্বাস্থ_________স্বাস্থ্য

০৬) মাহাত্ম_______মাহাত্ম্য[স.মহাত্মন+য]

০৭) দারিদ্র_______দারিদ্র্য

০৮) প্রতিদ্বন্দ্বি_____প্রতিদ্বন্দ্বী 

০৯) প্রতিদ্বন্দ্বীতা___প্রতিদ্বন্দ্বিতা

১০) প্রতিযোগীতা__প্রতিযোগিতা

১১) উচ্ছাস_______উচ্ছ্বাস

১২) অপরাহ্ন______অপরাহ্ণ

১৩) নিশিথীনি_____নিশীথিনী

১৪) মনকষ্ট_______মন:কষ্ট

১৫) দ্বন্দ_______দ্বন্দ্ব

১৬) পিপিলিকা____পিপীলিকা 

১৭) মণিষী____মনীষী

১৮) মূমূর্ষু_____মুমূর্ষু

১৯) আমাবশ্যা____অমাবস্যা

২০) অত্যাধিক____অত্যধিক

২১) কটুক্তি_____কটূক্তি

২২) ভূল________ভুল

২৩) ভূবন_______ভুবন[স.ভূ+অন]

২৪) সান্তনা______সান্ত্বনা

২৫) পক্ক______পক্ব

২৬) বিদূষী_____বিদুষী[স. বিদ্বস+ঈ]

২৭) সমীচিন____সমীচীন

২৮) মূহুর্ত______মুহূর্ত

২৯) ব্রাক্ষণ_____ব্রাহ্মণ

৩০) প্রাণীবিদ্যা___প্রাণিবিদ্যা

৩১) ইতিপূর্বে____ইতঃপূর্বে

৩২) ইতিমধ্যে____ইতোমধ্যে

৩৩) ইংরেজী____ইংরেজি

৩৪) ইষৎ______ঈষৎ

৩৫) অহরাত্রি___অহোরাত্র

৩৬) অপাঙতেয়____অপাঙ্ক্তেয়

৩৭) অন্তঃস্বত্ত্বা_____অন্তঃসত্ত্বা

৩৮) আদ্যাক্ষর_____আদ্যক্ষর

৩৯) অনুসূয়া_____অনসূয়া[স. অন+অসূয়+আ]

৪০) আকাংখা____আকাঙ্ক্ষা

৪১) আশ্বস্থ______আশ্বস্ত

৪২) আত্বস্থ______আত্মস্থ

৪৩) আশীষ_____আশিস

৪৪) আয়ত্ব_____আয়ত্ত

৪৫) আত্মৎসর্গ___আত্মোৎসর্গ

৪৬) উপরোক্ত____উপর্যুক্ত

৪৭) উদ্বৃত______উদ্বৃত্ত

৪৮) উপযোগীতা____উপযোগিতা

৪৯) উর্ধ্বশ্বাস______ঊর্ধ্বশ্বাস

৫০) উদিচী_______উদীচী

৫১) উর্ধ্ব_______ঊর্ধ্ব

৫২) ঐক্যতান____ঐকতান

৫৩) কাংখিত____কাঙ্ক্ষিত

৫৪) ক্ষীণজীবি____ক্ষীণজীবী

৫৫) ক্ষুদপিপাসা____ক্ষুৎপিপাসা

৫৬) কৌতূক______কৌতুক[স. কুতুক+অ]

৫৭) কথপোকথন____কথোপকথন

৫৮) কর্ণেল______কর্নেল

৫৯) কুপমণ্ডুক_____কূপমণ্ডূক

৬০) খোজাখোজি____খোজাখুঁজি

৬১) গীতাঞ্জলী______গীতাঞ্জলি

৬২) গ্রামীন_____গ্রামীণ

৬৩) গড্ডালিকা____গড্ডলিকা

৬৪)গার্হস্থ______গার্হস্থ্য

৬৫) ঘূর্নিঝর_____ঘূর্ণিঝড়

৬৬) চতুস্কোন____চতুষ্কোণ

৬৭) জগত_____জগৎ

৬৮) জেষ্ঠ_____জ্যেষ্ঠ

৬৯) জোতিষ্ক____জ্যোতিষ্ক

৭০) ঝরণা_____ঝরনা

৭১) ডাষ্টবিন____ডাস্টবিন

৭২) পোষ্ট______পোস্ট

৭৩) ত্রিভূজ____ত্রিভুজ

৭৪) ততক্ষণাত___তৎক্ষণাৎ

৭৫) দূর্গাপূজা____দুর্গাপূজা [স. দুঃ+√গম+আ=দুর্গা]

৭৬) দূরাবস্থা_____দুরবস্থা

৭৭) দুঃস্ত_______দুস্থ/দুঃস্থ

৭৮) দীর্ঘজীবি____দীর্ঘজীবী

৭৯) দূর্ঘটনা______দুর্ঘটনা

৮০) দাসত্ত______দাসত্ব

৮১) শিরচ্ছেদ______শিরশ্ছেদ

৮২) স্বরস্বতী______সরস্বতী

৮৩) বিভিষিকা_____বিভীষিকা

৮৪) দৈন্যতা_____দৈন্য/দীনতা

৮৫) সন্যাসী_____সন্ন্যাসী

৮৬) দুরুহ_____দুরূহ

৮৭) দুর্বৃত্ত্ব____দুর্বৃত্ত

৮৮) দৌরাত্ম____দৌরাত্ম্য[স. দুরাত্মন+য]

৮৯) দধিচি_____দধীচি

৯০) ধরনী_____ধরণি

৯১) ধুলিসাৎ____ধূলিসাৎ

৯২) ধারনা_____ধারণা

৯৩) নূন্যতম____ন্যূনতম[স. নি+ঊন+অ]

৯৪) নৈপুন্য____নৈপুণ্য

৯৫) নিগুঢ়____নিগূঢ়

৯৬) নিশিথিনি____নিশীথিনী

৯৭) পিপিলিকা____পিপীলিকা

৯৮) পোষ্টমাষ্টার____পোস্টমাস্টার

৯৯) প্রাতঃরাশ_____প্রাতরাশ

১০০) প্রোজ্জ্বলন____প্রজ্বলন

১০১) প্রতিদন্দ্বি_____প্রতিদ্বন্দ্বী

১০২) পানিনি______পাণিনি

১০৩) ফটোষ্ট্যাট____ফটোস্ট্যাট

১০৪) ব্রাহ্মন______ব্রাহ্মণ

১০৫) ব্যাতিত_____ব্যতীত

১০৬) ব্যাথা_____ব্যথা[স. √ব্যথ+অ+আ]

১০৭) বাল্মিকি_____বাল্মীকি

১০৮) বশিভুত_____বশীভূত

১০৯) বুৎপত্তি_____ব্যুৎপত্তি[স. বি+উৎপত্তি ]

১১০) ভৌগলিক____ভৌগোলিক

১১১) ভুমিষাৎ_____ভূমিসাৎ

১১২) ভৎসনা_____ভর্ৎসনা

১১৩) মূহুর্ত_______মুহূর্ত

১১৪) মনিষি______মনীষী

১১৫) মরীচীকা____মরীচিকা

১১৬) মনযোগ_____মনোযোগ

১১৭) মনুষ্যত্য_____মনুষ্যত্ব

১১৮) যক্ষা_______যক্ষ্মা

১১৯) লজ্জাস্কর____লজ্জাকর

১২০) লক্ষ্যনীয়_____লক্ষণীয়

১২১) শান্তনা______সান্ত্বনা

১২২) শারিরীক____শারীরিক

১২৩) শুভাশীষ____শুভাশিস

১২৪) শায়ত্ত্বশাসন____স্বায়ত্তশাসন

১২৫) শিরধার্য্য______শিরোধার্য

১২৬) শশ্রূসা________শুশ্রূষা

১২৭) ষাম্মাষিক_____ষাণ্মাসিক

১২৮) সম্বর্ধনা______সংবর্ধনা

১২৯) সহযোগীতা___সহযোগিতা

১৩০) সুষ্ঠ________সুষ্ঠু

১৩১) ব্যবহারিক____ব্যাবহারিক/ব্যবহারিক

১৩২) পোষাক_____পোশাক

১৩৩) ধরণ_____ধরন/ধরণ[√ধৃ+অন=ধরণ>ধরন]

১৩৪) ধারণ____ধারণ

১৩৫) উষা____ঊষা

১৩৬) দুর্ণীতি____দুর্নীতি

১৩৭) মধ্যাকর্ষণ ____মাধ্যাকর্ষণ[মধ্য+আকর্ষণ+অ]

১৩৮) শিহরণ_____শিহরণ/শিহরন

১৩৯) দধিচী_____দধীচি

১৪০) ইদানিং______ইদানীং

১৪১) জ্ঞানভুসিত____জ্ঞানভূষিত

১৪২) সুসম_____সুষম

১৪৩) কনিষ্ট_____কনিষ্ঠ

১৪৪) দুষণীয়_____দূষণীয়

১৪৫) পুণর্মিণনি____পুনর্মিলনী

১৪৬) সুধি____সুধী

১৪৭) বীবতস্য____বীভৎস

১৪৮) অদ্ভূত____অদ্ভুদ

১৪৯) শ্বশ্রু_____শ্বশ্রূ(অর্থ - স্বামী বা স্ত্রীর মা,শাশুড়ি) [স. শ্বশুর+ঊ]

১৫০) রূপালী_____রুপালি

১৫১) মুহুর্মুহ _____ মুহুর্মুহু 

১৫২) উপরোক্ত _____ উপর্যুক্ত 

১৫৩) সমিরন _____ সমীরণ 



আরও কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান শিখিঃ
 ১। ইতিমধ্যে নাকি  ইতোমধ্যে? 
= ইতোমধ্যে ( কিন্তু ইতিপূর্বে) 
২। সরকারি নাকি  সরকারী ?
= সরকারি
৩। ব্যথা নাকি ব্যাথা ?
= ব্যথা 
৪। হজ্ব, , হজ্জ  নাকি  হজ ?
= হজ ( অভিধান অনুসারে )
৫।নবী" নাকি " নবি?
= নবি 
৬। ইদানিং নাকি ইদানীং?
= ইদানীং
৭ । পূর্ণমিলনী নাকি  পুনর্মিলনী ?
=পুনর্মিলনী 
৮। মানষিক নাকি মানসিক?
= মানসিক
৯। বাড়ি নাকি বাড়ী?
= বাড়ি
১০। ব্যাখ্যা নাকি ব্যাখা?
= ব্যাখ্যা 
১১। চাল না  চাউল = উভয়ই ঠিক  
১২। আরও, আরো এবং কারও কারো -- সবগুলোই ঠিক 
১৩। উদ্‌যোগ’ না ‘উদ্যোগ’  ?
= উভয়ই  ঠিক 
১৪.প্রেষণা নাকি প্রেষনা?
=প্রেষণা
১৫.উদ্দেশ্য নাকি ঊদ্দেশ্য ?
= উদ্দেশ্য 
১৬। নাব্য সঙ্কট নাকি নাব্যতা সঙ্কট? 
= নাব্যতা সঙ্কট [বিণ. নৌ+য= নাব্য]
১৭। অভ্যন্তরীণ নাকি আভ্যন্তর ? 
= উভয়ই  ঠিক 

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post