Ad-1

Showing posts with label ৯ম-১০ম বাংলা ১ম মডেল টেস্ট. Show all posts
Showing posts with label ৯ম-১০ম বাংলা ১ম মডেল টেস্ট. Show all posts

Wednesday, August 28, 2024

মডেল টেস্ট -০১

 ১. 'ফোকলোর' কথাটির উদ্ভাবক কে?

ক) মনসুর বয়াতি  খ) রোমাঁরোলা গ) দীনেশচন্দ্র সেন  ঘ) উইলিয়াম থমস
২. ছাঁকা শব্দটি 'মমতাদি'
 গল্পে কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) শোধন করা
   খ) যথার্থ   গ) চালা  ঘ) সহজলভ্য
৩. 'রাজবন্দীর জবানবন্দী' কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা?
ক) প্রবন্ধ
   খ) উপন্যাস   গ) কবিতা   ঘ) গল্প
8. হুতুমের ডাককে মায়ের মনে হয়েছে-
i. মরণের দূত   ii. কুয়াশা কাফন         iii. মৃত্যুশঙ্কা
নিচের কোনটি সঠিক?
ক) i
    খ) iii   গ) ii   ঘ) i ও ii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
পিতৃ-মাতৃহীন মিতুকে তার চাচি গ্রামের প্রভাবশালী ব্যক্তি বুড়ো মকবুল মিয়ার সঙ্গে বিয়ে দিতে চায়। মিতু পালিয়ে গিয়ে পাশের গ্রামের সমাজ হিতৈষী ব্যক্তি সগীর সাহেবের বাড়িতে আশ্রয় নেয়। এতে উভয়পক্ষের হুমকি ও পালটা হুমকিতে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। অবশেষে মকবুল মিয়া বাস্তব অবস্থা অনুধাবন করে সব মেনে নেয়।
৫. উদ্দীপকের মিতুর সঙ্গে 'বহিপীর' নাটকের তাহেরার কোন বৈশিষ্ট্য সাদৃশ্যপূর্ণ?
ক) মা-বাবা হারা হওয়া খ) চাচির ঘরে আশ্রয় গ্রহণ গ) বাল্য বিবাহের শিকার ঘ) পালিয়ে যাওয়া
৬. উদ্দীপকের সগীর সাহেবের ভূমিকা হাতেম আলির চারিত্রিক বৈশিষ্ট্যের অনুরূপ। কারণ, উভয়ের মধ্যে রয়েছে-
i. দূরদর্শিতা             ii. মানবিকতা            iii. সহমর্মিতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
    খ)  ii ও iii    গ) i ও iii    ঘ) i, ii ও iii
৭. প্রবন্ধের প্রধান বাহন কী?
ক) চরিত্র
   খ) সংলাপ   গ) কাহিনি    ঘ) বিষয়বস্তু
৮. 'আশা' কবিতায় প্রতিবেশীর ঘরটি কেমন?
ক) উজ্জ্বল
   খ) আঁধার   গ) আবছায়া   ঘ) আলো ভরা
৯. মহাকাব্যের মূল লক্ষ্য কী?
ক) জ্ঞান দান
   খ) আনন্দ দান   গ) সচেতনতা সৃষ্টি   ঘ) গল্প বলা

১০. 'ঝরনার গান' কবিতায় কার সৌন্দর্য তুলনা রহিত?
ক) ঝুম পাহাড়
  খ) নির্জন দুপুরের   গ) জলধারার   ঘ) কালসারের
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মাহতাব ছিল খুব উচ্চাকাঙ্ক্ষী। তাই সে চাকরিতে যোগদান করেই দুর্নীতি শুরু করে। কিন্তু এক সময় ধরা পড়লে তার চাকরি চলে যায়।
১১. 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধ অনুসারে মাহতাবের উচ্চাকাঙ্ক্ষী হওয়ার কারণ—
ক) মানবসত্তাকে প্রাধান্য দেওয়া  খ) জীবসত্তাকে প্রাধান্য দেওয়া
গ) বিত্তশালী পরিবেশের জন্য   ঘ) অভাব-অনটনের জন্য
১২. প্রবন্ধ অনুসারে মাহতাবের পরিণতি-
i. লোভে পাপ, পাপে মৃত্যু   ii. ভালো কাজের পুরস্কার    iii. যেমন কর্ম তেমন ফল
নিচের কোনটি সঠিক?
ক) i
    খ) ii    গ) iii     ঘ) i ও iii
১৩. 'সেইদিন এই মাঠ' কবিতায় প্রকাশ পেয়েছে-
ক) সময় অধরা
   খ) স্বপ্ন অসীম   গ) প্রকৃতি চিরন্তন    ঘ) জীবন চলমান
১৪. 'শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজ অর্থের ওপরই পড়ে রয়েছে।
ওপরে উল্লিখিত বাক্যটির সঙ্গে নিচের কোন রচনাটি সংগতিপূর্ণ?
ক) নিয়তি
   খ) পল্লিসাহিত্য   গ) শিক্ষা ও মনুষ্যত্ব   ঘ) মমতাদি
১৫. 'মমতাদি' গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি আচরণের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক) সামাজিক
  খ) অমানবিক   গ) মানবিক   ঘ) অর্থনৈতিক
১৬. 'সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জাতি।'- চরণটিতে 'তিনি' বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) সৃষ্টিকর্তাকে
   খ) মোল্লা সাহেবকে   গ) মানুষকে  ঘ) মুসাফিরকে
১৭. আবদুর রহমান লেখককে জানালা দিয়ে কী দেখিয়েছিলেন?
ক) উঁচু পাহাড়
   খ) লব-ই-দরিয়া  গ) পাহাড়ের বরফ   ঘ) কাবুলের প্রকৃতি
১৮. চর্যাপদের সঙ্গে সম্পর্ক রয়েছে—
i.
 বৌদ্ধ সহজিয়াদের  ii. নেপালের রাজদরবারের   iii. হরপ্রসাদ শাস্ত্রীর
নিচের কোনটি সঠিক?
ক) i ও
 ii    খ) i  iii   গ) ii   iii   ঘ) i, ii ও iii
১৯. 'সুভা' গল্প অনুসারে অতল স্পর্শ গভীর কী?
ক) চোখের চাহনি
   খ) চোখের ভাষা   গ) চোখের রং    ঘ) চেতনা
২০. 'আমি কোনো আগন্তুক নই'- কবিতার স্থির দৃষ্টি কার?
ক) মাছরাঙার
   খ) কদম আলীর  গ) জমিলার মার  ঘ) জোনাকির

২১. 'যাচ্ছিরে, কাকতাড়ুয়া'- উক্তিটি কার?
ক) ফুলকপি
   খ) নোলক বুয়া   গ) কুন্তি    ঘ) রানি
২২. 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা।'-কবিতায় মেঘনা নদীর দক্ষ মাঝি কে?
ক) সগীর আলী
   খ) কেষ্টদাস   গ) মতলব মিয়া   ঘ) রুস্তম শেখ
২৩. বুধার চোখ লাল হয়ে যায় কেন?
ক) মনের ক্ষোভে
    খ) মরিচের ঝালে গ) চোখে বালি পড়ায়     ঘ) আগুনের ধোঁয়ায়
২৪. 'বহিপীর' নাটকে বর্ণিত ঝড় হয়েছিল কখন?
ক) সন্ধ্যায়
    খ) শেষ রাতে   গ) বিকেলে   ঘ) সকালে
২৫. 'জীবন-সঙ্গীত' কবিতায় প্রকাশিত হয়েছে—
ক) জীবনের মূল্যবোধ
    খ)  বৈরাগ্যের জীবন   গ) স্বদেশপ্রেম    ঘ) জীবনের আকাঙ্ক্ষা
২৬. রানার এর জীবনের দুঃখ কে বেশি জানে?
ক) পথের তৃণ৷
    খ) নির্জন রাত    গ) রাতের তারা   ঘ) জোনাকির আলো
২৭. 'বুকে চাপা মৃতের
 আগুন'- বলতে কী বোঝানো হয়েছে?
ক) প্রতিহিংসার আগুন
   খ) প্রতিবাদের আকাঙ্ক্ষা    গ) প্রতিশোধের স্পৃহা   ঘ) প্রতিবাদের স্ফুলিঙ্গ
২৮. বুধাকে সোনাবাবা বলে ডাকত কে?
ক) হাশেম মিয়া
    খ) জয়নাল চাচা    গ) হরিকাকু    ঘ) নোলক বুয়া
২৯. পুরানো সেই দিনের কথা ভুলবি করে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।'
উদ্দীপকের চিত্রায়িত ভাবনা কোন কবির ভাবনাকে পরিস্ফুটিত করে?
ক) মাইকেল মধুসূদন দত্ত
   খ) রবীন্দ্রনাথ ঠাকুর    গ) লালন শাহ   ঘ) কাজী নজরুল ইসলাম
৩০. কপালে কব্জিতে কারা লালসালু বেঁধে এসেছিল?
ক) কৃষক
    খ) শ্রমিক    গ) মজুর    ঘ) ছাত্র 

মডেল টেস্ট -০২

১. আফগানিস্থানে একটি সংস্কার আছে।'-সংস্কারটি কী?
ক) নিশাচর হতে হলে তাগদ ও হাতিয়ার প্রয়োজন হয়
   খ) তর্ক না করা
গ) উই সার্তেনমা, এভিদামা বলা       ঘ) গুরুজনদের দিকে তাকাতে নেই
২. রানারের কথা ঢাকা পড়ে থাকবে কোথায়?
ক) মানুষের মনে
   খ) ইতিহাসের পাতায়   গ) কালো রাত্রির খামে  ঘ) শ্রমজীবী মানুষের হৃদয়ে
৩. 'রাখালী' কাব্য থেকে সংকলন করা হয়েছে তোমার পঠিত কোন কবিতাটি?
ক) মানুষ
   খ) পল্লিজননী   গ) সেইদিন এই মাঠ   ঘ) ঝরনার গান
৪. মমতাদির কোন জিনিসটি দেখে সকলে খুশি হয়েছিল?
ক) বিনা আড়ম্বর দেখে
   খ) নিখুঁত কাজ দেখে
গ) কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে  ঘ) নীরবে নত মুখে কাজ করতে দেখে
৫. কোন লেখক বিশ্বভারতীর রিডার নিযুক্ত হন?
ক) প্রমথ চৌধুরী
   খ) সৈয়দ মুজতবা আলী    গ) মোতাহের হোসেন চৌধুরী   ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
৬. 'নসীহ্যৎ নামা' কার লেখা?
ক) সিকান্দার আবু জাফর
   খ) আহ্সান হাবীব       গ) আবদুল হাকিম   ঘ) সৈয়দ শামসুল হক
৭. বিদ্যার সাধনা কাকে করতে হয়?
ক) শিষ্যকে
   খ) শিক্ষককে   গ) গুরুকে   ঘ) বিদ্যালয়কে
৮. 'কপোতাক্ষ নদ' কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন?
ক) ইতালিতে
      খ) ইংল্যান্ডে        গ) আমেরিকায়         ঘ) ফ্রান্সে
৯. 'কাকতাড়ুয়া' উপন্যাসে রাজাকারের নাম কী?
ক) আহাদ মুন্সী
   খ) কমান্ডার   গ) কুদ্দুস   ঘ) মধু
১০. 'শভিনিস্টিক' শব্দের অর্থ—
ক) গৌরবমণ্ডিত
   খ) উপনিবেশ  গ) আত্মগৌরব মতবাদী   ঘ) স্বাদেশিকতা

১১. মুক্তিযোদ্ধা কমান্ডারের নাম কী?
ক) শাহাবুদ্দীন
   খ) মতিউর   গ) বুধা   ঘ) আহাদ মুন্সী
১২. যিনি যথার্থ গুরু তিনি--
i. শিক্ষা দান করেন      ii. শিষ্যের আত্মাকে উদ্‌বোধিত করেন
iii. অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত ও ব্যক্ত করে তোলেন
নিচের কোনটি সঠিক?
ক) I ও ii
     খ) iii    গ) ii   iii   ঘ) i, ii ও iii
১৩. 'সাহসী জননী বাংলা' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
ক) আপন মনের পাঠশালাতে
   খ) পান্থশালার ঘোড়া   গ)  হে মাটি পৃথিবীপুত্র    ঘ) ধূলি ও সাগর দৃশ্য
১৪. 'পায়ের আওয়াজ পাওয়া যায় – সৈয়দ শামসুল  হক এর কী জাতীয় রচনা?
ক) কাব্যগ্রন্থ
    খ) নাটক    গ) শিশুতোষ গ্রন্থ    ঘ) উপন্যাস

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের   উত্তর দাও:
'আজ ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ চায় দুটো ভাত একটু নুন

বেলা বয়ে যায় খায়নিকো বাছা কচি পেটে তার জ্বলে আগুন।
১৫. উদ্দীপকের শিশুর সঙ্গে 'মানুষ' কবিতার কার মিল রয়েছে?
i. পুরোহিতের  ii. মুসাফিরের   iii. মোল্লার
নিচের কোনটি সঠিক?
ক) i
    খ) iii    গ) ii    ঘ) i ও iii
১৬. উদ্দীপক ও 'মানুষ' কবিতা আলোচনায় যা বোঝা যায়-
i. মানুষের পেটের ক্ষুধা নিবৃত্তি না হলে কোনো কাজই সফল হবে না
ii. মানুষের পেটের ক্ষুধা আগে নিবৃত্তি করা উচিত
iii. স্বপ্নে দেবতাকে দেখলে অনেক ধনরত্ন পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক)
  i    খ)  ii    গ) i ও ii    ঘ) iii
১৭. 'বহিপীর' নাটকে পীর সাহেবের বাড়ি কোথায়?
ক) উত্তর সুনামগঞ্জ
    খ) পূর্ব সুনামগঞ্জ  গ) দক্ষিণ সুনামগঞ্জ   ঘ) পশ্চিম সুনামগঞ্জ
১৮. আধুনিক শিক্ষার কর্মনাশা
 স্রোতে কোনটি হারিয়ে যাচ্ছে?
ক) পল্লিসাহিত্য
    খ) পল্লিগান    গ) পল্লির উপকথাগুলো  ঘ) পল্লির প্রাচীন সম্পদ
১৯. 'অরাতি' শব্দের অর্থ—
i. বৈরী          ii. শত্ৰু         iii. মনুষ্যত্ব
নিচের কোনটি সঠিক?
ক)
  i ও  ii   খ)  i ও iii  গ) iii  ঘ) ii
২০. মেঘনা নদীর দক্ষ মাঝি কে?
ক) সগীর আলী
   খ) কেষ্ট দাস   গ) রুস্তম শেখ   ঘ) মতলব মিয়া

২১. 'নিমের হওয়া ভালো, থাক্‌ কেটো না।'কে বলে?
ক) কবি
         খ) কবিরাজ         গ) বিঞ্জরা        ঘ) লক্ষ্মী বউ
২২. 'বুঝি, তবু যেন বুঝি না' বলতে হাশেমের কী বোঝানো হয়েছে?
ক) রাগ
         খ) জিজ্ঞাসা         গ) অসহায়ত্ব    ঘ) সমবেদনা
২৩. কবি বৈঠায় লাঙলে হাত রাখতে বলেছেন কেন?
ক) শপথ নেওয়ার জন্য
   খ) পরশ অনুভব করার জন্য
গ) কবিকে খুঁজে পাওয়ার জন্য
   ঘ) অস্তিত্ব প্রমাণ করার জন্য
২৪. তবু যাদের মনের কোণে নেই দুরাশা—
ক) দীনতা'
        খ) সংশয়           গ) সঞ্চয়          ঘ) গ্লানি
২৫. 'সে যেন ছায়াময়ী মানবী।'— কে?
ক) সুভা
         খ) লক্ষ্মী বউ     গ) সর্বজয়া      ঘ) মমতাদি
২৬. বাংলা নাটকের যুগন্ধর পুরুষ কে?
ক) গিরিশচন্দ্র ঘোষ
  খ) মাইকেল মধুসূদন দত্ত   গ) দীনবন্ধু মিত্র    ঘ) মীর মোশাররফ হোসেন
২৭. 'অনিমেষ' শব্দের অর্থ—
i. অপলক       ii. পলকপূর্ণ    iii. পলকহীন
নিচের কোনটি সঠিক?
ক)
 i  ii   খ) ii   iii   গ) i   iii    ঘ) i, ii ও iii
২৮. পাকের তলে মজিল-
ক) দেশটা
    খ) বেচা-কেনা    গ) ডাঙা     ঘ) জলের জীব
২৯. 'ঝুম পাহাড়' শব্দের অর্থ-
ক) পাহাড়ের চূড়া
   খ) পাথরের পাহাড়   গ) নীরব পাহাড়  ঘ) পর্বতের চূড়া
৩০. বাঁশ বনে বসে কোন পাখি ডাকে?
ক) হুতুম
    খ) দোয়েল   গ)  কোকিল     ঘ) কানাকুয়ো


Tuesday, August 27, 2024

মডেল টেস্ট-০৩

 [সূত্র:CS/MAXE TSET/9102/TON DETCELES]

বিষয় : বাংলা প্রথম পত্র
শ্রেণি : দশম
বহু নির্বাচনী প্রশ্ন
মান : ৩০

১। মুসলিম বিশ্বের দ্বিতীয় সম্মানিত নগরীর নাম কী?
ক. মক্কা
             খ. মদিনা             গ. তায়েফ             ঘ. জেরুজালেম
 উদ্দীপকটি পড়ে নিচের ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
তিন দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে
দারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে।
হে দয়াল নবী, দাও কিছু মোরে নহিলে পরানে মরি
২। এই বক্তব্যের বিপরীত ভাবধারণ করেছে কোন চরিত্রটি?
ক. অভাগী
              খ. মমতাদি         গ. নিরূপমা                 ঘ. সর্বজয়া
৩। উক্ত চরিত্রের বৈশিষ্ট্য নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে?
ক. বাগ্দী দুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না।
খ. হ্যাঁ, আমি রাঁধুনী। আমায় রাখবেন। আমি রান্না ছাড়া ছোট ছোট কাজও করব।
গ. ও রকম একটা বড় মানুষের আশ্রয়এ গাঁয়ে তোমার আছে কী? শুধু ভিটে কামড়ে পড়ে থাকা।
ঘ. শুভকার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয় টাকাটা শোধ করিয়া দিব।
৪।নিমের হাওয়া ভালো, থাক কেটো না’—বিজ্ঞজনদের এ কথা বলার কারণ কী?
ক. নিমগাছের বাহ্যিক উপকারিতার কারণে
        খ. নিমগাছের ঔষধি গুণের কারণে
গ. নিমগাছের বাহ্যিক সৌন্দর্যের কারণে
                ঘ. নিমগাছ পরিবেশবান্ধব বলে
৫. ব্যথিত পিতৃহৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য নিরূপমা কী করতে চাইল?
ক. দাঁতে দাঁত চেপে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে মনস্থির করল
খ. দিন কতক বাপের বাড়ি যাওয়ার জন্য অধীর হয়ে উঠল
গ. পণের বাকি টাকা শোধ না করতে মনস্থ করল
ঘ. নিরূপমার স্বামীকে যে পণের টাকা চান না, সে কথাটি পিতাকে জানিয়ে দিল
৬. দুলে সম্প্রদায়ের কাজ কী?
i. মৃতদেহ সত্কার করা
                ii. পালকি বহন করা         iii. জুতা-ব্যাগ সেলাই করা
নিচের কোনটি সাঠিক?
ক. i
             খ. ii            গ. iii              ঘ. ii iii
৭.কিসের লক্ষ্য অব্যর্থ বলে অপু বিশ্বাস করে?
ক. দুই পয়সা দামের পিস্তলটির
          খ. শুকনো নাটা ফলের
গ. খাপরাগুলির
                                    ঘ. কড়ির চুপড়ির কড়িগুলোর
৮.কোন কথাটি নিরেট সত্য?
i. কার্যক্ষেত্রে নেমে কাজ করবার শক্তি ভদ্র সম্প্রদায়ের নেই
ii. দেশের দুর্দশা, জাতির দুর্গতি ভদ্র সম্প্রদায় বোঝে।
iii. দেশের দুর্গতি, দুর্ভাগ্যের কথা লোককে বুঝিতে তাদের কাঁদাতে পারে।
নিচের কোনটি সঠিক?
ক. i iii
                 খ. ii iii                 গ. i                  ঘ. i, ii iii
৯. বাংলাদেশের উৎসব : নববর্ষ গ্রন্থটি কে সম্পাদনা করেছেন?
ক. কবীর চৌধুরী
          খ. মোবারক হোসেন            গ. ড. এনামুল হক      ঘ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
১০.বই পড়াপ্রবন্ধের মূল বক্তব্য কোনটি?
ক. বই পড়ায় আগ্রহ সৃষ্টি করা
             খ. সাহিত্যচর্চায় গুরুত্বারোপ করা
গ. জ্ঞানার্জনের জন্য উপদেশ দেওয়া
        ঘ. শিক্ষা পদ্ধতির পরিবর্তন করা
১১. মোতাহার হোসেন চৌধুরীর গদ্যে কার প্রভাব লক্ষণীয়?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
         খ. রবীন্দ্রনাথ ঠাকুর        গ. প্রমথ চৌধুরী     ঘ. মোহাম্মদ ওয়াজেদ আলী
১২.আসল কথা এই যে, ছোটগল্প আকারে ছোট হইবে বলিয়া ইহাতে জীবনের পূর্ণাবয়ব আলোচনা থাকিতে পারে না’—এ কথা কে বলেছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
          খ. শ্রীশ চন্দ্র দাশ        গ. এডগার অ্যালানপো    ঘ. এইচ জি ওয়েলস
১৩. কপোতাক্ষ নদকবিতার ষষ্ঠকের মিলবিন্যাস কিরূপ?
ক. কখ, কখ, খক
         খ. কখ, গঘ, ঙচ        গ. গঘ, গঘ, গঘ             ঘ. ঘঙ, ঘঙ, চচ
১৪. আমাদের জীবনের উদ্দেশ্য কোনটি নয়?
ক. অতীতের সুখময় দিনগুলোর স্মৃতিচারণা করা
        খ. মিথ্যা সুখের আশা করে দুঃখ বাড়ানো
গ. ভবিষ্যৎ জীবনের ওপর নির্ভর করা
                    ঘ. সংসারকে সমরাঙ্গন মনে না করা
১৫.মানুষকবিতার কোন চরণে কবির আক্ষেপ প্রকাশ পেয়েছে?
ক. ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়
খ. তব মসজিদ-মন্দিরে প্রভু নাই মানুষের দাবি
গ. ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার
ঘ. হায়রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়
১৬. নারীর সহায় সম্বল সম্ভ্রম বিসর্জিত হওয়ার কথা কোন চরণে ব্যক্ত হয়েছে?
ক. সাকিনা বিবির কপাল ভাঙল
                খ. সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর
গ. মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের
ঘ. হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে
১৭. আমার দেশের মাটির গন্ধে
ভরে আছে সারা মন’—চরণটির সাথে সাদৃশ্য বাক্য কোনটি?
i. হাত রাখো বৈঠায় লাঙলে
দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর
ii. দেখো, মাটিতে আমার গন্ধ
iii. আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির
নিচের কোনটি সঠিক?
ক. i ii
          খ. i iii             গ. ii iii                 ঘ. i, ii iii
১৮. আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় মা।
উদ্ধৃতাংশটির বিপরীত অনুভব কোন চরণে ফুটে উঠেছে?
i. সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি
ii. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে
iii. এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে
নিচের কোনটি সঠিক?
ক. i ii
                  খ. i iii                 গ. ii iii                              ঘ. i, ii iii
১৯. পল্লী জননীকবিতায় মায়ের কাছ থেকে অঙ্গীকার আদায়ের কথা কোন চরণে ফুটে উঠেছে?
ক. করিমের সাথে খেলিবারে গেলে দিবে নাত তুমি গাল
খ. শোন মা, আমার লাটাই কিন্তু রাখিও যতন করে
গ. ফুলঝুড়ি সিকা সাজাইয়া রেখো আমার সমুখ পরে
ঘ. রাখিও ঢ্যাঁপের মোয়া বেঁধে তুমি সাত-নরি সিকা ভরে
২০. তিনি অত্যাচারী ইংরেজ ও হিন্দু জমিদারদের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করেছেন’—কার কথা বলা হয়েছে?
ক. ক্ষুদিরাম
              খ. তিতুমীর                     গ. সূর্যসেন                     ঘ. হাজী শরিয়ত
২১. স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলোকবিতায় কবি নির্মলেন্দু গুণ তাঁর বর্ণনাকে আরো অর্থবহ করতে কোন কোন কবির কবিতার চরণ নৈপুণ্যের সঙ্গে ব্যবহার করেছেন?
ক. সুনীল গঙ্গোপাধ্যায় ও বিষ্ণু দে
                খ. কাজী নজরুল ইসলাম ও সুনীল গঙ্গোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ও বিষ্ণু দে
                    ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম
২২. মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ বোঝাতে সাহসী জননী বাংলাকবিতায় কবি কোন চরণটি ব্যবহার করেছেন?
ক. তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি নয় মাসে    খ. কার রক্ত ছুঁয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুজ
গ. ভাই-বোন কে ঘুমায়? জাগে, নীল কমলেরা জাগে   ঘ. এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে
২৩.বানর একটাকথাটি কে বলেছে?
ক. মধু
                  খ. রানি              গ. রাজাকার কুদ্দুস                     ঘ. মতিউর
২৪. খোদেজা পীরের পক্ষ নিয়েছে কেন?
ক. পীরের অভিশাপের ভয়ে
                      খ. বাঙালি নারী বলে
গ. ছেলেকে হারানোর ভয়ে
                         ঘ. নির্ঝঞ্ঝাট থাকার জন্য
২৫. বহিপীরনাটকের অপ্রধান চরিত্র দুটি হলো
ক. চাকর ও হকিকুল্লাহ
                     খ. খোদেজা ও হকিকুল্লাহ    

গ. হাতেম আলি ও হকিকুল্লাহ          ঘ. হকিকুল্লাহ ও তাহেরা
২৬.বহিপীর নাটকটিতে প্রতিফলিত ও সমাজচিত্রের সময়কাল কত?
ক. ১৮ শতকের শেষভাগ বা ১৯ শতকের সূচনালগ্ন
খ. ১৯ শতকের শেষ ভাগ বা ২০ শতকের সূচনালগ্ন
গ. ২০ শতকের শেষ ভাগ বা ২১ শতকের সূচনালগ্ন
ঘ. ১৭ শতকের শেষ ভাগ বা ১৮ শতকের সূচনালগ্ন
২৭. ব্যক্তিগতভাবে আপনার খোঁজ-খবর নিতে পারি নাই’—কার খোঁজ-খবরের কথা বলা হয়েছে?
ক. তাহেরার।
             খ. পীর সাহেবের                গ. হাতেম আলির।              ঘ. খোদেজার
২৮. খোদেজার মতে কোনটি খারাপ নয়?
ক. তাহেরার পীর সাহেবের শর্ত মেনে নেওয়া
                খ. তাহেরার পীরের কাছে ফিরে যাওয়া
গ. পীর সাহেবের কাছ থেকে আর্থিক সাহায্য নেওয়া
        ঘ. পীরের সঙ্গে বিয়ে হওয়া
২৯.এই উপন্যাসে আরও একজনের উপস্থিতি স্পষ্ট’—সেই মানুষটি কে?
ক. শিল্পী শাহাবুদ্দিন
             খ. বঙ্গবন্ধু                  গ. বুধার মা                     ঘ. মধু
৩০. বিদেশি মিলিটারিদের প্রতি বুধার ঘৃৎণা ও আক্রোশ কোন বক্তব্যে প্রকাশ পেয়েছে?
ক. আমার হাত দিয়েই তোমাদের একটা কিছু পাওনা হবে
খ. ওদের চোখে চোখ পড়লে ওর দৃষ্টি কেঁপে ওঠে না
গ. আমরা লড়াই না করলে গ্রামটা একদিন ভূতের বাড়ি হবে
ঘ. তোমার সঙ্গে আমি কেন যাব? গাঁয়ে থাকবে কে?
৩১। বুধা মনের আনন্দে পথের ধুলো মাখে
ক. সারা গায়ে
             খ. দুই হাতে             গ. দুই পায়ে                        ঘ. মাথায়


Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post