উত্তর
'অ'-ধ্বনির বিবৃত উচ্চারণের নিয়ম নিম্নরুপ:১. অ – এর নিজস্ব উচ্চারন স্বাভাবিক বা বিবৃত হয় ।যেমন: যেমন: জল, সরল, দখল,ইত্যাদি।
২. শব্দের দ্বিতীয় স্বর 'অ','আ','ও' হলে আদ্য 'অ'-এর উচ্চারণ স্বাভাবিক বা বিবৃত হয়।যেমন: বলা,বন্ধ,ধর্ম,অজ,কথা ইত্যাদি।
৩. 'স'অথবা 'সম' উপসর্গযুক্ত শব্দের আদি 'অ'-ধ্বনি স্বাভাবিক বা বিবৃত হয়।যেমন: সস্ত্রীক, সহাস্য,সজীব,সংস্কৃত,সবিনয় ইত্যাদি।
৪. 'না' অর্থে শব্দের আদিতে 'অ' বা 'অন' থাকলে আদ্য 'অ'-ধ্বনি স্বাভাবিক বা বিবৃত হয়।যেমন:অমূল্য,অমৃত,অস্থির,অসীম,অধর্ম ইত্যাদি।
৫. 'অ'-স্বরধ্বনি যুক্ত এক -'অক্ষর' শব্দের 'অ'-এর উচ্চারণ স্বাভাবিক বা বিবৃত হয়।যেমন: রব,যম,জপ,নদ ইত্যাদি।
Thanks
ReplyDelete