Ad-1

Showing posts with label বাংলা শর্টকাট টেকনিক. Show all posts
Showing posts with label বাংলা শর্টকাট টেকনিক. Show all posts

Friday, December 10, 2021

বাংলাদেশের আদিবাসী মনে রাখার সহজ টেকনিকঃ

১) বাংলাদেশের মাতৃতান্ত্রিক উপজাতি — গারো,খাসিয়া ও সাঁওতাল।
২) বাংলাদেশের পিতৃতান্ত্রিক উপজাতি — মারমা ও হাজং।
৩) মুসলমান উপজাতি— পাঙন।
৪) সাঁওতালরা কোথায় বাস করে তা মনে রাখুন এভাবে---
টেকনিক:- রাদিব রং নিয়ে খেলা করে।
রা= রাজশাহী
দি= দিনাজপুর
ব=বগুড়া
রং= রংপুর
৪) খাসিয়া ও মনিপুরীরা কোথায় বাস করে মনে রাখুন এভাবে---
(টেকনিক:- সিম)
সি= সিলেট
ম= মগরা (বান্দরবন)
৫) বাংলাদেশের উপজাতি না এগুলো মনে রাখুন এভাবে---
(টেকনিক:- আফ্রিদির মা জুনা)
আফ্রিদি =আফ্রিদি
মা= মাওরী
জু= জুল
না=নাগা
৬) বাংলাদেশে বাস করে — ৪৫টি উপজাতি।
৭) রাখাইনরা কোথায় বাস করে মনে রাখুন এভাবে---
(টেকনিক:- পেটুক)
পেটু= পটুয়াখালী
ক= কক্সবাজার

৭ জন বীরশ্রেষ্ঠের নাম সহজে মনে রাখার কৌশলঃ-

★ সাত হাজার মোম আন।

হাঃ- হামিদুর রহমান
জাঃ- মহিউদ্দিন জাহাঙ্গীর 
রঃ- রুহুল আমিন

মোঃ- মোস্তফা কামাল 
মঃ- মতিউর রহমান

আঃ- আবদুর রউফ (মুন্সি) 
নঃ- নূর মোহাম্মদ শেখ।

★ এর মধ্যে সেনাবাহিনীর তিন জনঃ-
১. হামিদুর রহমান 
২. মোস্তফা কামাল 
৩. মহিউদ্দিন জাহাঙ্গীর 

Sunday, December 13, 2020

টেকনিকে_মনে_রাখি_বিশ্বের_বিখ্যাত_সীমারেখা

 ★সূত্রঃ- ডুরান আপা।

**ব্যাখ্যাঃ ডুরান্ড লাইন। (আফগানিস্তান ও পাকিস্তানের সীমারেখা)।

★সূত্রঃ- ভাপা পিঠা কন্ট্রোল করে খাও।

**ব্যাখ্যাঃ লাইন অব কন্ট্রোল। (ভারত ও পাকিস্তানের সীমারেখা)।

★সূত্রঃ- কার্জন হল পোরাতন হয়ে গেছে।

**ব্যাখ্যাঃ কার্জন লাইন। (পোল্যান্ড ও রাশিয়ার সীমারেখা)।

★সূত্রঃ- সরকার ফস করে পোলি ব্যাগ উঠায়ে দিল।

**ব্যাখ্যাঃ ফস লাইন। (পোল্যান্ড ও লিথুনিয়ার সীমারেখা)।

★সূত্রঃ- ম্যাজিনো আমাকে একটি জামা ফ্রি দিয়েছে।

**ব্যাখ্যাঃ ম্যাজিনো লাইন। (জার্মান ও ফ্রান্সের সীমারেখা)।

★সূত্রঃ- সে আমাকে একটি সিগফ্রিডের জামা ফ্রি দিয়েছে।

**ব্যাখ্যাঃ সিগফ্রিড লাইন। (জার্মান ও ফ্রান্সের সীমারেখা)।

★সূত্রঃ- ওডার ও হিন্ডার কে পোজা করো না।

**ব্যাখ্যাঃ ওডারনিস লাইন। (হিন্ডারবার্গ লাইন,, পোল্যান্ড ও জার্মানীর সীমারেখা)।

★সূত্রঃ- রাফি ম্যানার হেইম।

**ব্যাখ্যাঃ ম্যানারহেইম লাইন। (রাশিয়া ও ফিনল্যান্ডের সীমারেখা)।

★সূত্রঃ- সনো যুগে গেছে।

**ব্যাখ্যাঃ সনোরা লাইন। (যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমারেখা)।

★সূত্রঃ- ম্যাকমোহনের সাথে দেখা করতে চাই।

**ব্যাখ্যাঃ ম্যাকমোহন লাইন। (চায়না ওইন্ডিয়ার সীমারেখা)।

★সূত্রঃ- বাই র্যাড।

**ব্যাখ্যাঃ র্যাডক্লিফ লাইন। (বাংলাদেশ ও ইন্ডিয়ার সীমারেখা)।

★সূত্রঃ- একুচুয়ালী লাইন কন্ট্রোল করতে চাই।

**ব্যাখ্যাঃ লাইন অব একচুয়াল কন্ট্রোল। (চায়না ও ইন্ডিয়ার সীমারেখা)।

★সূত্রঃ- আই পারপল হয়ে যাই।

**ব্যাখ্যাঃ পারপল লাইন। (অারব ও ইসরাইলের সীমারেখা)।

★সূত্রঃ- ব্লু লেই।

**ব্যাখ্যাঃ ব্লু লাইন। (লেবানন ও ইসরাইলের সীমারেখা)।

★সূত্রঃ- ইসি কে নির্বাচনে গ্রীন ভূমিকা রাখতে হবে।

**ব্যাখ্যাঃ গ্রীন লাইন। (ইসরাইল ও সিরিয়ার সীমারেখা

Tuesday, November 13, 2018

বিভিন্ন সংস্থার সদর দপ্তর মনে রাখার সহজ টেকনিক

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সদর দপ্তর মনে রাখুন খুব সহজে"
.............................................
১) জেনেভা,সুইজারল্যান্ড:
ক) যে সংস্থার নাম প্রথমে I/W এবং শেষে U/R/Oআছে তাদের সদর দপ্তর এখানে।
যেমন: WHO, WTO, ILO, ISO, WIPO, IPU, ITU
WHO = World Health Organisation.
WTO = World Trade Organisation.
ILO = International Labour Organisation.

খ) SARRC এবং CIRDAP ব্যতিত ‘R’ যুক্ত সকল সংস্থার দপ্তর এখানে।
যেমন: OHCHR, UNHCR, UNHRC, ICRM, UNITAR, UNRISD, RED CROSS.
গ) অন্যান্য: কোন সংস্থার নামের সাথে T এবং C যুক্ত থাকলে সদর দপ্তর এখানে।
যেমন: UNCTAD, ITC.
.
২) ওয়াশিংটস ডিসি, যুক্তরাষ্ট্র:

‘I’ শুরু এবং A/B/C/D/E দিয়ে শেষ হলে সদর দপ্তর এখানে।
IMF, IFC, IDA, IDB, IBRD, ICSID ব্যাতিক্রম: MIGA, OAS.
.
৩) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র:
কোন সংস্থার নামের সাথে UN এর সাথে E/Fযুক্ত থাকলে সদর দপ্তর এখানে।
যেমন: UNIFEM.UNICEF, UNFPA
ব্যতিক্রম: UN,UNDP
.
৪) রোম, ইতালি:
যে সকল সংস্থার নামের মাধ্যমে খাদ্য নির্দেশ করে সেগুলোর সদর দপ্তর এখানে।
যেমন: IFAD, WEP, FAO.

Wednesday, July 5, 2017

রবিঠাকুর,সুকান্ত,জীবনানন্দ

রবিঠাকুরের ১২ টি উপন্যাস – মুখস্ত নয় গল্পটি মনে রাখুন→
করুণা ” করে আমাকে
বউ ঠাকুরানীর_হাটে ” পৌঁছে দিও, সেখানে হয়ত
রাজর্ষি ” কে খুঁজে পাব,
আগামী মাসে তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু
নৌকাডুবি”র ফলে তার সাথে আমার সমস্ত
যোগাযোগ ” বন্ধ হয়ে যায়,আমি এখন তার
চোখের_বালি”, আমার
দুইবোন ” আর ভাই
গোরা ”কে অনেক খুঁজেছি – কিন্তু পাইনি ,অবশেষে জীবনের
চার অধ্যায়” পেরিয়ে
চতুরঙ্গে ”র কষাঘাতে
মালঞ্চে ”বসে লিখছি
শেষের_কবিতা

সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ মনে রাখার টেকনিক :

পুলিশ হরতালের পূর্বাভাস পেয়ে;না ঘুমিয়ে অভিযানে বের হলো।অপরাধীদের ছাড় না দিয়ে সবাইকে হাতকড়া পড়ানো হবে।
.
ব্যাখ্যা: হরতাল,পূর্বাভাস
না ঘুমিয়ে--ঘুম নেই, অভিযান।
ছাড়--ছাড়পত্র
হাতকড়া--মিঠে-কড়া

নিম্নোক্ত তথ্যগুলো একটু মনে রাখুন কাজে দিবে:
.
রানার তার বিখ্যাত কবিতা
আকাল--পঞ্চাশের মন্বন্তর নিয়ে রচিত গ্রন্থ।
লেজের কাহিনী (সোভিয়েট শিশুসাহিত্যিক ডি বিয়াঙ্কির ‘টেইলস’ গল্পের অনুবাদ)
দেবতাদের ভয়(ব্যাঙ্গার্থক নাটিকা
.
 জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ মনে রাখার টেকনিক :

অবেলায় রূপসী লিপি সাতটি ঝরাপালক দিয়ে বনলতাকে বলল তুমিই আমার মহাপৃথিবী।

ব্যাখ্যা: অবেলায়-বেলা অবেলা কালবেলা
রূপসী-রূপসী বাংলা
লিপি-ধূসর পাণ্ডলিপি 
সাতটি-সাতটি তারার তিমির
ঝরাপালক--ঝরাপালক
বনলতাকে--বনলতা সেন
মহাপৃথিবী--মহাপৃথিবী

সতীর্থ ও মাল্যবান হচ্ছে উপন্যাস আর কবিতার কথা হচ্ছে  প্রবন্ধ।

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post