Ad-1

Friday, December 10, 2021

বাংলাদেশের আদিবাসী মনে রাখার সহজ টেকনিকঃ

১) বাংলাদেশের মাতৃতান্ত্রিক উপজাতি — গারো,খাসিয়া ও সাঁওতাল।
২) বাংলাদেশের পিতৃতান্ত্রিক উপজাতি — মারমা ও হাজং।
৩) মুসলমান উপজাতি— পাঙন।
৪) সাঁওতালরা কোথায় বাস করে তা মনে রাখুন এভাবে---
টেকনিক:- রাদিব রং নিয়ে খেলা করে।
রা= রাজশাহী
দি= দিনাজপুর
ব=বগুড়া
রং= রংপুর
৪) খাসিয়া ও মনিপুরীরা কোথায় বাস করে মনে রাখুন এভাবে---
(টেকনিক:- সিম)
সি= সিলেট
ম= মগরা (বান্দরবন)
৫) বাংলাদেশের উপজাতি না এগুলো মনে রাখুন এভাবে---
(টেকনিক:- আফ্রিদির মা জুনা)
আফ্রিদি =আফ্রিদি
মা= মাওরী
জু= জুল
না=নাগা
৬) বাংলাদেশে বাস করে — ৪৫টি উপজাতি।
৭) রাখাইনরা কোথায় বাস করে মনে রাখুন এভাবে---
(টেকনিক:- পেটুক)
পেটু= পটুয়াখালী
ক= কক্সবাজার

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post