Ad-1

Friday, December 10, 2021

বাংলাদেশের আদিবাসী মনে রাখার সহজ টেকনিকঃ

১) বাংলাদেশের মাতৃতান্ত্রিক উপজাতি — গারো,খাসিয়া ও সাঁওতাল।
২) বাংলাদেশের পিতৃতান্ত্রিক উপজাতি — মারমা ও হাজং।
৩) মুসলমান উপজাতি— পাঙন।
৪) সাঁওতালরা কোথায় বাস করে তা মনে রাখুন এভাবে---
টেকনিক:- রাদিব রং নিয়ে খেলা করে।
রা= রাজশাহী
দি= দিনাজপুর
ব=বগুড়া
রং= রংপুর
৪) খাসিয়া ও মনিপুরীরা কোথায় বাস করে মনে রাখুন এভাবে---
(টেকনিক:- সিম)
সি= সিলেট
ম= মগরা (বান্দরবন)
৫) বাংলাদেশের উপজাতি না এগুলো মনে রাখুন এভাবে---
(টেকনিক:- আফ্রিদির মা জুনা)
আফ্রিদি =আফ্রিদি
মা= মাওরী
জু= জুল
না=নাগা
৬) বাংলাদেশে বাস করে — ৪৫টি উপজাতি।
৭) রাখাইনরা কোথায় বাস করে মনে রাখুন এভাবে---
(টেকনিক:- পেটুক)
পেটু= পটুয়াখালী
ক= কক্সবাজার

No comments:

Post a Comment

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post