১। উপন্যাসের আখ্যানভাগ কী? ------- Plot বা কাহিনি-সমগ্র।
২। কাকতাড়ুয়া’ উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম
কী? ------- মধু।
৩। বুধা দুঃখকে কী ভাবে? ------- শকুন ভাবে।
৪। শাহাবুদ্দিন কার ছবি আঁকবে? ------- বুধার সাহসী ও
হাস্যোজ্জ্বল ছবি আঁকবে।
৫। কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত
মুক্তিবাহিনীর কমান্ডার কে?--মুক্তিবাহিনীর
কমান্ডার হলেন শাহাবুদ্দিন।
৬। মতিউর কী কারণে ফজু মিয়াকে বকাবকি করেছিল? ------- বুধাকে কাজে নেওয়ার জন্য।
৭। শান্তি কমিটির চেয়ারম্যান কে ছিল? ------- আহাদ মুন্সি।
৮। তিনুর বয়স কত? ------- দেড় বছর।
৯। বাঙ্কারের তদারকি করছিল কে? ------- মতিউর।
১০। ‘মেশিনগান
বল, আমার নাম মেশিনগান-বুধা কাকে এ কথা বলেছে?--- রাজাকার
কুদুসকে
১১। শামুকের খােলটা কিসের মতাে লাগে বুধার? ------- টুপির মতাে লাগে।
১৩। কুদুস বুধার কাছে মিঠুর খোজ জানতে চাইলে সে কী বলে? নদীর তলে
খুঁজে দেখ।
১৪। বুধা ঘুমের মধ্যে কিসের স্বপ্ন দেখে
১৪। বুধা ঘুমের মধ্যে কিসের স্বপ্ন দেখে? ------- স্বাধীনতার স্বপ্ন দেখে।
১২। মিলিটারি কীভাবে গায়ে প্রবেশ করে?--- জিপে করে
গুলি ছুড়তে ছুড়তে।
১৫। কাকতাড়ুয়া’ উপন্যাসে ছবি আঁকার মানুষ কে? ------- মুক্তিযােদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন।
১৬। বুধার মতে তিনজন এক হলে কী হয়? ------- শক্তি বাড়ে ও লড়াইয়ে
শত্রুরা হারে।
১৭। বুধার দৃষ্টিতে লােহার টুপি পরা মানুষেরা কী করে? ------- গুলি করে মানুষ হত্যা করে।
১৮। বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন? ------- প্রতিশােধ নেওয়ার জন্য।’
১৯। 'শাহাবুদ্দিন ভাই ওদের কবর'- কার উক্তি?-----
২০। বুধা হাবিব ভাইয়ের কাছে কী জানতে চেয়েছিল? ------- গণকবরের অর্থ জানতে চেয়েছিল।
২১। কোন ধরনের মানুষকে বুধার মানুষ মনে হয় না?
উত্তর : যার দৃষ্টিতে ভাষা থাকে না, সেরকম দৃষ্টিহীন মানুষকে বুধার মানুষই মনে হয় না।
২২। আহাদ মুন্সির চোখ কপালে ওঠে কেন? ------- বুধা নিজের নাম যুদ্ধ
বলায়....
২৩। চাচি বুধাকে কিসের স্বপ্ন দিয়েছেন? ------- স্বাধীন মানুষ হওয়ার
স্বপ্ন দিয়েছেন।
২৪। গাঁয়ের লােকেরা বুধাকে কাকতাড়ুয়া ডাকে কেন? ------- সারাক্ষণ কাকতাড়ুয়া সেজে থাকে বলে।
২৫। উপন্যাসের আঙ্গিক ও গঠনকৌশলের দিক কোনটি?
উত্তর : উপন্যাসের কাহিনি কীভাবে গড়ে তােলা
হবে সেটাই হচ্ছে উপন্যাসের আঙ্গিক ও গঠনকৌশলের দিক।
২৬। বুধা কার বাড়িতে বসে সাতই মার্চের ভাষণ শুনেছিল? ------- বুধা কানু দয়ালের বাড়িতে।
২৭। বুধা প্রায়ই কী সাজত? ------- কাকতাড়ুয়া সাজত।
২৮। বুধা আলির কাছ থেকে কেরােসিন এনেছিল কেন?
উত্তর : রাজাকার আহাদ
মুন্সির ঘরে আগুন দেওয়ার জন্য মশাল বানাতে বুধা আলির কাছ থেকে কেরােসিন এনেছিল ।
২৯। শাহাবুদ্দিনকে নিয়ে বুধা কিসের শব্দ শােনার জন্য বসে থাকে?--- মাইন বিস্ফোরণের
শব্দ শােনার জন্য
৩০। বিনু হাসলে কী মনে হতাে? ------- বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে।
৩১। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ঔপন্যাসিক কে? ------- বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়।
৩২। শহাবুদ্দিনের দৃষ্টিতে বুধা বুকের ভেতর কী ধরে রেখেছে?
অথবা, বুধা বুকের ভেতর কী ধরে রেখেছে? ------- বুকের ভেতর মুক্তিযুদ্ধ
ধরে রেখেছে।
৩৩। আধুনিক বাংলা উপন্যাসের জনক কে? ------- বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়।
৩৪। কার নির্দেশনায় বুধা মিলিটারি ক্যাম্পে মাইন পুঁতে এসেছিল? ------- শাহাবুদ্দিনের নির্দেশে...।
৩৫। ‘হাঙর
নদী গ্রেনেড’ উপন্যাসটি কার লেখা? ------- সেলিনা হােসেনের লেখা।
৩৬। গাঁয়ের লােকেরা বুধার নাম কী রেখেছে? ------- কাকতাড়ুয়া।
৩৭। চাচির মুখে কোন শব্দটি শুনে বুধা হোঁচট খায়? ------- ‘মুক্তি’ শব্দটি শুনে বুধা হোঁচট খায়।
৩৮। বুধার ছােট বােনের বয়স কত ছিল? ------- দেড় বছর।
৩৯। কে রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দিয়েছিল? ------- বুধা....।
৪০। ‘জননী’ উপন্যাসটি কার লেখা? ------- শওকত ওসমানের লেখা।
৪১। অপূর্ব চোখ ছিল কার? ------- বিনুর... ।
৪২। গেরস্তের উঠোনে কী আছে? ------- খড়ের গাদা আছে।
৪৩। ফুলকলি বুধাকে কী নামে ডাকতে চায়? ------- ‘যুদ্ধ’ নামে ডাকতে চায়।
৪৪। বুধা কয়টি মশাল বানিয়েছিল? ------- চারটি।
৪৫। নিজের নিয়মে বড় হয়েছে কে? ------- বুধা।
৪৬। ‘মেশিনগান
বল, আমার নাম মেশিনগান’- বুধা কাকে এ কথা বলেছে?
উত্তর : “মেশিনগান
বল, আমার নাম মেশিনগান’- বুধা রাজাকার কুদুসকে এ কথা বলেছে।
৪৭। গ্রাম থেকে কয় দিনের মাথায় কলেরা চলে যায়? ------- সাত দিনের মাথায়... ।
৪৮। বড় জামগাছটার নিচে কার সঙ্গে বুধার দেখা হয়? ------- হরিকাকুর সঙ্গে বুধার দেখা হয়।
৪৯। আহাদ মুন্সির সাথে কয়জন রাজাকার ছিল? ------- দুই জন রাজাকার ছিল।
৫০। ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে আর্ট কলেজের ছাত্রটি কে? ------- আর্ট কলেজের ছাত্রটি
শাহাবুদ্দিন।
৫১। আহাদ মুন্সির ছেলের নাম কী? ------- মতিউর।
৫২। বুধা কীভাবে গান শিখেছে? ------- বুধা আখড়ার গান শুনে...।
৫৩। বুধাকে কে ‘মানিকরতন’ নামে ডাকে? ------- হরিকাকু....।
৫৪। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কী? ------- “দুর্গেশনন্দিনী’।
৫৫। কারা পাখির মতাে মানুষ মারে? ------- পাকিস্তানি সেনারা...।
৫৬। নােলক বুয়া বুধাকে কী নামে ডাকত? ------- ছন্নছাড়া’...।
৫৭। বুধার মা-বাবার কবর কে পরিষ্কার করে? ------- কুন্তি...।
৫৮। নােলক বুয়া বুধাকে কী খেতে দেয়? ------- মুড়ি...।
৫৯। উপন্যাসের প্রধান উপাদান কী? ------- কাহিনি বা গল্প।
৬০। বুধার চাচাত ভাই-বােন কতজন? ------- আটজন।
৬১। বুধার চাচি বুধার কাছে কী চায়? ------- মুক্তি চায়।
৬২। বুধার মা-বাবা কীভাবে মারা যায়? ------- কলেরায় মারা যায়।
৬৩। ঐ বাড়িতে কিছু ঘটলে আমি তােকে জানিয়ে দিব’ – একথা কে বলেছে? ------- বুধা।
৬৪। কার হম্বিতম্বিতে লােক জড়ো হয়? ------- মতিউরের...।
৬৫। বুধার ছিটানাে ভাতগুলাে কারা খায়? ------- কাকেরা খায়।
৬৬। বুধা ফুলকলিকে নিয়ে কোথায় ওঠে? ------- আতা ফুপুর বাড়িতে
এসে...।
৬৭। বুধাকে কে এক পাশে টেনে ফিসফিসিয়ে বলে আল্লাহ মাফ করুক’? ------- বুধাকে ফজু মিয়া....’
৬৮। বুধা মগজের ভিতরে কী শুনতে পায়? ------- শকুনের পাখা ঝাপটানি... ।
৬৯। কে বুধাকে জয় বাংলা নাম দেয়? ------- আলি...।
৭০। কাকতাড়ুয়া’ উপন্যাসে একটা ভিতুর ডিম’ কে? ------- - রানি।
৭১। বুধাকে কোথায় যাচ্ছিস’ জিজ্ঞেস করা হলে সে কী উত্তর
দেয়? ------- সে সােনার ঘরে যাচ্ছে।’
৭২। বুধার কয় ভাই-বােন কলেরায় মারা যায়? ------- বুধার চার ভাই-বােন...
৭৩। বুধাকে ‘ছন্নছাড়া
ডাকে কে? ------- নোলক বুয়া।
৭৪। বুধা তার চাচির বাড়িতে গেলে কার চোখ ছলছল করত? ------- কুন্তির চোখ...।
৭৫। মিলিটারি কীভাবে পায়ে প্রবেশ করে? ------- গুলি ছুড়তে ছুড়তে...।
৭৬। এইসব প্রজাপতি তাের জন্য’- উক্তিটি কে করেছিল? ------- ফুলকলি।
৭৭। তাের মনে কি খুব আনন্দ’- উক্তিটি কার? ------- রাজাকার কুদুসের।
৭৮ শিলু আর তালেব কে? ------- বুধার ছােট ভাই-বােন।
৭৯। পরদিন কার বাড়িতে আগুন লাগে? ------- গাঁয়ের রাজাকার
কমান্ডারের বাড়িতে।
৮০। সেলিনা হােসেন কোথায় জন্মগ্রহণ করেন? ------- রাজশাহীতে...।
৮১। সেলিনা হােসেন কত সালে জন্মগ্রহণ করেন? ------- ১৯৪৭ সালে...।
৮২। সেলিনা হােসেন কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন? ------- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে...।
৮৩। সেলিনা হােসেন ছােটদের জন্য কতটি উপন্যাস লিখেছেন? ------- ২৫ টি।
৮৪। সেলিনা হােসেনকে কোন বিশ্ববিদ্যালয় ডি.লিট উপাধি দেয়? ------- রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়...
৮৫। কত সালে সেলিনা হােসেন ডি.লিট উপাধি লাভ করেন? ------- ২০১০ সালে...।
৮৬। বুধা মনের আনন্দে দুপায়ে কী মাখে? ------- পথের ধুলাে মাখে।
৮৭। কাকতাড়ুয়া উপন্যাসে উল্লিখিত কোন ঘরের দরজা নেই? ------- পেঁকিঘরের দরজা নেই।
৮৮। রাত নিয়ে কার কোনাে ঝামেলা নেই? ------- বুধার
কোনাে ঝামেলা নেই।
৮৯। কী নিয়ে বুধার মন খারাপ নেই? ------- খাবার
নিয়ে...।
৯০। ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উল্লিখিত কার বােকামির সীমা নেই? ------মানুষের
বােকামির সীমা নেই।
৯১। কে চোখের সামনে বাবা-মা, ভাই-বােনদের মরতে দেখেছে? ------- বুধা
৯২। কার চোখের মণি মােচড়াতে মােচড়াতে স্থির হয়ে যায়? ------- বুধার বাবার চোখের মণি...
৯৩। বুধার পায়ের নিচ থেকে কী হতে শুরু করে? ------- শক্ত হতে শুরু করে।
৯৪। পাথরের চোখ মেলে মৃত্যু দেখে কে? ------- বুধা।
৯৫। বুধা কী ধরনের বালক? ------- বুধা
সাহসী বালক।
৯৬। বুধার কানের পাশ দিয়ে কী উড়ে যায়? ------- বােলতা
উড়ে যায় ।
৯৭। “কামাই
করতে পারিস না বাপু?”- কে বলেছে? ------- বুধার চাচি বলেছে।
৯৮। কে নিজের বােঝা নিজে বইবে? ------- বুধা
।
৯৯। ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উল্লিখিত কে নিজেকে আবিষ্কার করে? ------বুধা
নিজেকে আবিষ্কার করে।
১০০। কার বাড়িতে গেলে বুধার বুক ভার হয়ে যেত? ------- চাচির বাড়িতে গেলে।
১০১। কে সম্পর্কের অধিকার নিয়ে বুধার সামনে দাড়িয়েছিল? ------- কুন্তি...।
১০২। কুন্তি কার হাত ধরে না যাওয়ার অনুরােধ করে? ------- কুন্তি বুধার হাত ধরে... ।
১০৩। কার কণ্ঠস্বর এক মুহূর্তে বদলে যায়? ------- কুন্তির....।
১০৪। কে একদিন ভীষণ ভালােভাবে আসবে? ------- বুধা...
।
১০৫। খুশিতে কার চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে? ------- কুন্তির চোখ...।
১০৬। কে বুধাকে লজ্জা দিতে চায় না? ------- চাচি...
।
১০৭। বুধা কাকে লাল টুকটুকে বর আসার কথা বলেছিল? ------- কুন্তিকে...।
১০৮।।’কাকতাড়ুয়া’ উপন্যাসে উল্লিখিত কে পথের
ছেলে? ------- বুধা পথের ছেলে।
১০৯। বুধা কোন ভঙ্গিতে দাড়িয়ে থেকে মানুষের আদর পেতে চায়? ------- কাকতাড়ুয়ার ভঙ্গিতে।
১১০। গাঁয়ের কয়েকজন মানুষ কিসের মতাে? ------- শকুনের
মতাে।
১১১। পুলিশ দেখে কার ভয় লাগে না? ------- বুধার...।
১১২। বুধা মাটির হাঁড়িতে করে কোথা থেকে পানি আনে? ------- ডােবা থেকে...
১১৩। কোন দিকে তাকালে বুধার চোখ লাল হয়? ------- আধা-পােড়া
বাজারের দিকে...।
১১৪। পাকিস্তানি সেনারা কোথা থেকে ঝপঝপিয়ে নামে? ------- জিপ থেকে...
১১৫। কার চোখ বুজে গেছে? ------- বিনুর
চোখ....
১১৬। বুধার মতে যে পালায়, সে কী? ------- সে ভিতু...
১১৭। কে বুধাকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলে? ------- হরিকাকুর বউ...
১১৮। চাচা কাজ খুঁজতে কোথায় গেছে? ------- শহরে
গেছে...
১১৯। ইন্ডিয়া কোথায় তা কার জানার দরকার নেই? ------- বুধার..
১২০। গাঁয়ের মানুষ কাদের কথা ভালােভাবে বুঝতে পারে না? ------- মিলিটারির কথা...
১২১। সালাম চাচা কিসের আঘাতে মারা গেছে? ------- বুলেটের
আঘাতে...
১২২। কারা কিয়ামত ঘটিয়ে চলে যায়? ------- মিলিটারি....
১২৩। হাবিব ভাই কী ভাবতে পারেনি? ------- গাঁয়ে
গণকবর হবে...
১২৪। চোখ লাল হলে বুধার কী হয়? ------- কিছু
একটা করার প্রতিজ্ঞা হয়...
১২৫। কোন রােগ বুধাকে খেতে পারেনি? ------- কলেরা
রােগ...
১২৬। মিলিটারির বিরুদ্ধে লড়ার কথা কে বলেছিলেন? ------- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান...
১২৭। এদেশের ক্ষতি করে কাদের ভীষণ ফুর্তি? ------- পাকিস্তানি
সেনাদের....
১২৮। লাশ খেতে কী উড়ে আসে? ------- শকুন....
১২৯। বুধাকে কে বেশি তাড়ায়? ------- বুধাকে
রাত....
১৩০। শত্রুদের না তাড়িয়ে কে চায়ের দোকান বানাবে না? ------- আলি....
১৩১। বুধা কাকে বলেছিল আমার নাম যুদ্ধ? ------- বুধা আহাদ মুন্সিকে....
১৩২। উপন্যাসের দ্বিতীয় উপাদান কোনটি? ------- চরিত্র....
১৩৩। কী না করলে গ্রামটা একদিন ভূতের বাড়ি হবে? ------- লড়াই না করলে....
১৩৪। কোন দুজনকে বুধার কাছে এক রকম লাগে? ------- আলি আর মিঠুকে ....
১৩৫। আলি আর মিঠু কাকে বুঝতে পারে? ------- বুধাকে
....
১৩৬। কখন লড়াইয়ে শত্রুরা হারে? ------- এক
হলে লড়াইয়ে ....
১৩৭। কড়ই গাছের নিচে বাঁশের মাচায় রাতে কে শুয়ে থাকে? ------- বুধা ....
১৩৮। বুধাকে দেখে কাদের সাহস বেড়ে গেছে? ------- আলি
আর মিঠুর ....
১৩৯। কে বুধার কান ধরে টেনে ঘুম থেকে তােলে? ------- মতিউর ....
১৪০। কে বুধাকে পেলে চিবিয়ে খাবে? ------- মতিউর
....
১৪১। বুধা কাকে দুটো জিলিপি দিল? ------- ফুলকলিকে।
১৪২। কী লাগিয়ে দিলে জ্বালাপােড়া কমবে? ------- মলম।
১৪৩। রাজাকার কমান্ডারের বাড়িতে কিছু ঘটলে বুধাকে কে জানাবে? ------- ফুলকলি জানাবে।
১৪৪। ফুলকলি আর বুধাকে আতা ফুপু কী খেতে দেয়? ------- পান্তা ভাত খেতে দেয়।
১৪৫। কে রাইফেলের শব্দ চিনে গেছে? ------- বুধা
১৪৬। কাকতাড়ুয়াকে কিসের মতাে লাগে? ------- মানুষের
মতাে।
১৪৭। কে কচুরিপানাভরা পুকুরে লাফিয়ে পড়ে? ------- বুধা
১৪৮। ঘুমের ভেতর কে স্বাধীনতার স্বপ্ন দেখে? ------- বুধা ।
১৪৯। পুরাে শরীরে প্রজাপতি কিসের মতাে সেঁটে আছে? ------- জামার মত সেঁটে আছে।
১৫০। ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ছবি আঁকার মানুষ কে? ------- শাহাবুদ্দিন।
১৫১। বুধা কাকে স্যালুট করে? ------- বুধা
শাহাবুদ্দিনকে।
১৫২। কে বুধীকে ‘বাহাদুর ছেলে’ বলে? ------- শাহাবুদ্দিন ....
১৫৩। কোন ঘর দখল করে পাকিস্তানি সেনারা ক্যাম্প বানিয়েছে? ------- স্কুলঘর দখল করে....
১৫৪। ইলিশের গন্ধে কারা চুলাের পাশে বসে থাকত? ------- বুধার ভাই-বােনেরা
১৫৫। কখন থেকে বুধার স্কুল বন্ধ? ------- বাবা-মা মারা যাওয়ার পর ....
১৫৬। বুধা কী নিয়ে ক্যাম্পের দিকে যায়? ------- বুধা
পেয়ারা....
১৫৭। পাকিস্তানি সেনাদের কাছে বুধা নিজের নাম কী বলে? ------- কাকতাড়ুয়া।
১৫৮। বুধার মতে কাদের দৃষ্টি প্রাণহীন? ------- পাকিস্তানি
সেনাদের....
১৫৯। কারা বুধাকে কাকতাড়ুয়া বানানাের উৎসবে মেতে ওঠে? ------- তিনজন রাজাকার...
১৬০। হাঁড়ির নিচের কালি কার মুখে লাগানাে হয়? ------- বুধার মুখে...
১৬১। শাস্তির নতুন ঢঙে কারা মজা পায়? ------- পাকিস্তানি
সেনারা মজা পায়।
১৬২। কখন পাকিস্তানি সেনারা বুধার বাঁধন খুলে দেয়? ------- সন্ধ্যার সময়....
১৬৩। বুধা আহাদ মুন্সির ঘর কতবার পােড়ায়? ------- দুবার
পােড়ায়...
১৬৪। কাকে একদম ভূতের মতাে লাগছে? ------- বুধাকে....
১৬৫। সতর্ক না হলে মুক্তিবাহিনী’ কাদেরকে মেরে ফেলবে? ------- রাজাকারদের ....
১৬৬। কে গ্রেনেডের পিন খুলতে শেখেনি? ------- বুধা....
১৬৭। কার যুদ্ধ করতে কষ্ট হয় না? ------- বুধার....
১৬৮। বুধাকে মাইনটা কোথায় রেখে আসতে হবে? ------- বাঙ্কারের
মধ্যে মাটির নিচে....
১৬৯। সাবধানে থাকা কিসের কৌশল? ------- মুক্তিযুদ্ধের
কৌশল...
১৭০। কে বেশি সাহস করেছে বলে শাহাবুদ্দিন ভয় পায়? ------- বুধা বেশি সাহস করেছে...
১৭১। কখন শাহাবুদ্দিন বুধার ছবি আঁকবে? ------- দেশ
স্বাধীন হলে....
১৭২। বুধাকে ভাত খেতে দেখলে কার কষ্ট কমে যায়? ------- মিঠুর মায়ের....
১৭৩। মিঠুর বােন কোথায় থাকে? ------- শ্বশুরবাড়ি
থাকে...
১৭৪। কে বুধার সাথে যুদ্ধ করতে যেতে চায়? ------- কুন্তি
১৭৫। কার কান্নায় ঘাসফড়িং স্তব্ধ হয়ে যায়? ------- মিঠুর মায়ের কান্নায় ....
১৭৬। বুধাকে দেখে কার দৃষ্টি চকচক করে ওঠে? ------- কুন্তির
দৃষ্টি....
১৭৭। বুধা কী দিয়ে পাকিস্তানি বাঙ্কার ধ্বংস করে? ------- বুধা মাইন দিয়ে ....
১৭৮। সৈনিকদের হাতে মারা গেলে বুধা কোথায় যাবে? ------- আকাশে যাবে।
১৭৯। কে কাদলে বুধার খুব কষ্ট হয়? ------- কুন্তি
কাদলে ....
১৮০। কবরস্থানে গিয়ে বুধা কার কাছে দোয়া চায়? ------- বাবা-মায়ের কাছে....
১৮১। কুন্তি যেন হঠাৎ করে কী হয়ে গেল? ------- বড়
হয়ে গেল...
১৮২। কী করলে মরতে হবে? ------- যুদ্ধ
করলে মরতে হবে...
১৮৩। মাটি কাটার জন্য বুধা কার কাছে আবদার জানায়? ------- ফজু মিয়ার কাছে....
১৮৪। বুধার কাজের আগ্রহ দেখে কে খুশি হয়? ------- মতিউর
খুশি হয়...
১৮৫। বাঙ্কারের কাজ কখন শেষ হয়? ------- বিকেলের
মধ্যে শেষ হয়...
১৮৬। বুধা বাঙ্কারে ঢুকে কী করে? ------- কাঁচা
মাটি সরিয়ে মাইন পুঁতে রাখে...
১৮৭। বাঙ্কারকে কাদের কবর বলা হয়েছে? ------- পাকিস্তানি
সেনাদের কবর...
১৮৮। ফজু মিয়ার পা ধরে কে সালাম করে? ------- বুধা
সালাম করে...
১৮৯। বুধা বাঙ্কার থেকে দৌড়ে কোথায় চলে আসে? ------- নদীর ধারে চলে আসে...
১৯০। পাকিস্তানি সেনারা বাঙ্কারে পজিশন নেওয়ার জন্য ঢুকলে কী হয়? ------ মাইন বিস্ফোরিত হয়....
১৯১। কে এক আশ্চর্য বীর কাকতাড়ুয়া? ------- বুধা ....
১৯২. শাহাবুদ্দিন বুধার কী ধরনের ছবি আঁকার সিদ্ধান্ত নিয়েছিল?
উত্তর : যুদ্ধরত নানা ভঙ্গির ছবি আঁকার সিদ্ধান্ত নিয়েছিল।অনুধাবনমূলক প্রশ্নঃ
১. “যেন পুরো একটি বিল ঢুকে আছে ওর চোখে” – কথাটি বুঝিয়ে লেখ।
২. নোলক বুয়ার সাথে বুধা গ্রাম ছেড়ে যেতে চায়নি কেন?
৩. কী কারণে বুধা মাটি কাটার দলে যোগদান করে?
৪. দুঃখকে বুধা হিংস্র শকুনের মতো বিবেচনা করে কেন?
৫. ‘ছেলেটার পাগলামি গেল না।' কার এবং কেন এই উক্তি?
৬. ‘এই দিন যাপনে কোন কষ্ট নেই’ – কেন?
৭. “যুদ্ধের সময় কত জ্বালা যে সইতে হয়,” ব্যাখ্যা কর।
৮. কী কারণে বুধার মনে হয় কুন্তি বড় হয়েছে?
৯. আহাদ মুন্সির চোখ কপালে উঠেছিল কেন?
১০. লোহার টুপি ওদের মগজ খেয়েছে"- কাদের ব্যাখ্যা করো।
১১. মিলিটারি ক্যাম্প উড়িয়ে দেওয়ার আগে বুধাকে শিল্পী শাহাবুদ্দিন কী করার পরামর্শ দিলেন—ব্যাখ্যা করো।
১২. ‘আল্লাহ মাফ করুক। এখানে থাকার ভাগ্য যেন আমাদের না হয়।’ কথাটি ফজু মিয়া কেন বলেছিল?
১৩. বুধার চাচি বুধাকে ‘কামাই’ করতে বলেছিল কেন?
১৪. মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন বুধাকে কোন কাজের দায়িত্ব দিয়েছিল?
১৫. ‘সবার ওপর ওর ঘৃণা বাড়তে থাকে’—কথাটি ব্যাখ্যা করো।
১৬. বুধা কেন চাচির প্রতি কৃতজ্ঞ হয়ে ওঠে?
১৭. ‘বানরের আবার চাঁদে যাওয়ার সাধ’—মধুরে কথা বলার কারণ কী?
১৮ ‘কাকতাড়–য়া’ উপন্যাসে ‘সোনার ঘর’ বলতে কী বোঝায়?
১৯. আহাদ মুন্সির চোখ কপালে উঠেছিল কেন?
সৃজনশীল প্রশ্ন ১ : রফিক গ্রীষ্মের ছুটিতে স্ত্রী-সন্তানদের
নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় স্ত্রী ও দুই পুত্র মারা যায়।
আপনজনদের হারিয়ে শোকে পাথর হয়ে যান তিনি। কাঁদতে পারেন না তিনি। চাকরি কাজকর্ম
ছেড়ে দিয়ে পথে ঘুরে বেড়ান। এখন সবাই তাকে পাগল বলে।
ক. ওইটুকু তেলের দাম শোধ দিতে হবে না- কে বলেছিল?
গ. উদ্দীপকটি কোন দিক দিয়ে ‘কাকতাডুয়া’
উপন্যাসের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. রফিক এর পাথর হয়ে যাওয়া আর বুধার শক্ত হয়ে যাওয়ার ঘটনা যেন এক
সূত্র গাঁথা – মন্তব্যটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ২ :
(১) মিয়ানমারের রাখাইন প্রদেশের অধিবাসী
রোহিঙ্গা সম্প্রদায়। সে দেশের সরকারি বাহিনীর হত্যা, ধর্ষণ, অত্যাচারে
অতিষ্ঠ হয়ে তারা বাংলাদেশে পাড়ি জমায়। মিয়ানমার সরকার তাদের নাগরিকত্বের
স্বীকৃতিসহ অন্যান্য সুবিধা না দেওয়ায় তারা মিয়ানমারে ফিরে যেতে আগ্রহী নয়। তারা
তাদের অধিকার চায়।
(২) জন্মভূমি সবার কাছে প্রিয়। বিনা কারণে
কেউ তার জন্মভূমি ত্যাগ করেন না। প্রয়োজনে জন্মভূমির জন্য এর নাগরিকরা জীবন দিতেও
প্রস্তুত থাকে। মক্কা ত্যাগের পূর্বে মহানবি (স) বারবার মক্কার দিকে ফিরে
তাকাচ্ছিলেন এবং বললেন, হে প্রিয় জন্মভূমি , আমার স্বজাতিরা যদি বাধ্য না
করত আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। জন্মভূমি স্বর্গাদপী গরীয়সী অর্থাৎ জন্মভূমি স্বর্গের চেয়েও
শ্রেষ্ঠ।
ক. উপন্যাস কাকে বলে?
গ. উদ্দীপকের প্রম অনুচ্ছেদের সাথে ‘কাকতাড়–য়া’ উপন্যাসের যে বিশেষ দিকটির সাদৃশ্য ফুটে উঠেছে
তার বর্ণনা দাও।
ঘ. “উদ্দীপকের দ্বিতীয় অনুচ্ছেদে বুধার
দেশপ্রেমের চিত্রটি ফুটে উঠেছে” – উক্তিটির যথার্থতা নিরূপণ
কর।
সৃজনশীল প্রশ্ন ৩ :
মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি।
গানের অংশ-২ :
এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা
তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না।
না, না, না, শোধ হবে না।
ক. ‘কাকতাড়ুয়া’
উপন্যাসে বিভিনড়ব জনের দেয়া বুধার নামগুলো উল্লেখ কর।
গ. গানের অংশ-১ এর সাথে বুধা চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা কর।
ঘ. “গানের অংশ-২ ‘কাকতাড়–য়া’ উপন্যাসের একটি বিশেষ দিকের তাৎপর্য বহন করে”
– মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : নান্নু গ্রাম থেকে শাক-সবজি, ফল-পাকড়া বিভিনড়ব জিনিস নিয়ে মাঝে-মধ্যে
পাকহানাদারর ক্যাম্পে বিক্রয় করে। সে গোপনে মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ রাখত।
কেউ তাকে সন্দেহ করত না। অথচ তার প্রচেষ্টায় মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য সহজ ও সফল
হয়।
ক. মুক্তিবাহিনীর কমান্ডার কে?
গ. উদ্দীপকের নান্নু ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা
কর।
ঘ. মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য সফল ও সহজ করার ক্ষেত্রে নান্নুর
প্রচেষ্টা ‘কাকতাড়–য়া’ উপন্যাস অবলম্বনে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : বঙ্গবন্ধু তো বলেই দিয়েছেন, রক্ত যখন দিয়েছি প্রয়োজন হলে রক্ত আরো দিব।
দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর সাতই মার্চের কণ্ঠস্বর
একবার তা যে বাঙালির কানে গেছে জীবনের মতো সে হয়ে গেছে অন্য মানুষ। ….. সাতই মার্চের রেসকোর্স মাঠে এখন ফিরে যেতে ইচ্ছে করে। বঙ্গবন্ধুর
নির্দেশকে জগমন্ত্রের মতো সারাক্ষণ মনের মধ্যে জাগ্রত রেখে কর্মের পথ বেছে নিতে
হবে।
ক. কুন্তি কে?
গ. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের
কোন ঘটনাটি উদ্দীপকের সাথে সম্পর্কযুক্ত তা নির্দেশ কর।
ঘ. ‘কাকতাড়–য়া’ উপন্যাসের বুধার সংগ্রাম উদ্দীপকের ভাষণের পরবর্তী রূপ। স্বীকার কর কী?
তো মতের পক্ষে যুক্তি দেখাও।
সৃজনশীল প্রশ্ন ৬ : এক দারুণ সাহসী ছিল ১৯৭১। সাহসে ও
সংগ্রামে, লক্ষ্য অর্জনে দৃঢ়
সংকল্প আর বিশাল আত্মত্যাগে পুরো বাঙালি জাতিই ছিল বিশ্বব্যাপী সংবাদ শিরোনাম। এ
পথ পেরিয়েই আমাদের আজকের গৌরবদীপ্ত বাংলাদেশ। এ আমাদের বড় অহংকার।
ক. ‘চক্ষু’
শব্দের অর্থ কী?
গ. উদ্দীপকের আলোকে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের বুধা চরিত্রটির ব্যাখ্যা কর।
ঘ. ‘এ পথ পেরিয়েই আমাদের আজকের গৌরবদীপ্ত
বাংলাদেশ’ – ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের
আলোকে ঐ পথের স্বরূপ বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : সুমনের মায়ের সংসারে হঠাৎ অন্ধকার নেমে
এসেছে। এ বাড়ির একমাত্র ছেলেকে সন্ত্রাসীরা হত্যা করেছে। সোহাগের সংসারে কেউ নেই।
সুমনের মা সোহাগকে বলে, তুই থাকলে তোর মামার দুঃখ-শোক কমবে। সুমন! সুমন! করে কানড়বাকাটি করবে না,
আমিও সুমনের শোক ভুলতে পারব। তারপরও সোহাগ থাকে না।
ক. মিলিটারির গুলিতে গ্রামে প্রম কে মারা যায়?
গ. উদ্দীপকের সাথে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের সম্পর্ক নির্ণয় কর।
ঘ. উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের সমগ্র ভাব ধারণ করে কী? যৌক্তিক মতামত
দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : অপরাধীদের ধরার জন্য গোয়েন্দা পুলিশদের
অনেক রকম পন্থা অবলম্বন করতে হয়। যেমন মাদক চোরাচালানকারী চক্রের সন্ধান ও তাদের
হাতে নাতে ধরতে অনেক সময় তারা মাদকদ্রব্য ক্রেতার ভূমিকায় অভিনয় করেন।
ক. বুধা কার কাছে গণকবর সম্পর্কে জানতে চাইল?
গ. উদ্দীপকের সাথে ‘কাকতাড়–য়া’ উপন্যাসের সাদৃশ্যপূর্ণ দিক তুলে ধর।
ঘ. “উদ্দীপকের গোয়েন্দা পুলিশের কর্মকা- বুধার
সমধর্মী কর্মকা- সমূহের মতোই গুরুত্বপূর্ণ মনে হলেও বুধার কর্মকাণ্ডের তাৎপর্য
অনেক বেশি” মন্তব্যটি মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৯ :
সাবাস, বাংলাদেশ এ পৃথিবী
অবাক তাকিয়ে রয়;
জলে পুড়ে মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়।
ক. বুধা কাকে নিয়ে আতা ফুফুর বাড়িতে গিয়েছিল?
গ. উদ্দীপকটিতে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চিত্র প্রতিফলিত হয়েছে? আলোচনা কর।
ঘ. উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনা যেন ‘কাকতাড়ুয়া’
উপন্যাসের ভাবসত্যের সংহত রূপ এ অভিমত মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : চৌদ্দ বছরের রবিন মাথায় বিছানাপত্র, হাতে ভারী একটা বস্তা নিয়ে সবার মতো নিরাপদ
আশ্রয়ে ছুটছে। অন্য সময় হলে হয়তো এতো বোঝা সে বইতে পারতো না, কিন্তু এখন পারছে। কারণ বাঁধভাঙা নদীর পানিতে টইটুম্বুর গ্রাম।
ক. উপন্যাসের উপাদান কয়টি?
গ. উদ্দীপকে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের খণ্ডাংশের প্রতিফলন মাত্র বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ১১ :
নারী শিশু আর যুবক জোয়ান বৃদ্ধ।
শত্রু সেনারা হত্যার অভিযানে,
মুক্তির পথ যুদ্ধের রথ জেনে,
সৃজনশীল
প্রশ্ন ১২ : গ্রামের পর গ্রাম কাল-কলেরায় উজাড়। নিরীহ তালেব মাস্টারের বুকেও বজ্র পড়ল! কলেরায় ছেলেটি মারা গেল বিনা পথ্যে, বিনা শুশ্রূষায়। কাফনের
কাপড় জোটেনি, তাই বিনা কাফনে বাইশ বছরের বুকের মানিককে কবরে শুইয়ে দিয়েছি এখানে!
ক) আহাদ মুন্সীর সঙ্গে কয়জন রাজাকার ছিল?
গ) উদ্দীপকের ঘটনাটি ‘কাকতাড়ুয়া’
উপন্যাসের সঙ্গে কিভাবে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো।
ঘ) “উদ্দীপকে ‘কাকতাড়ুয়া’
উপন্যাসের মূলভাব উপস্থাপিত হয়নি”—মন্তব্যটির যথার্থতা
যাচাই করো।
সৃজনশীল প্রশ্ন ১৩ :
তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
সাকিনা বিবির কপাল ভাঙল।
সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর
তুমি আসবে বলে শহরের বুকে
জলপাই রঙের ট্যাঙ্ক এলো
দানবের মতো চিৎকার করতে করতে
ছাত্রাবাস, বস্তি উজাড় হলো
ছাই হলো গ্রামের পর গ্রাম
(খ) সাকিনা, হরিদাসী আর বুধার জন্যই আজকের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ—মন্তব্যটি বিশ্লেষণ করো।
(গ) উদ্দীপকে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের যে বিশেষ দিকের ইঙ্গিত রয়েছে, তা ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ১৪ :
শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো
দানবের মতো চিত্কার করতে করতে
তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
ছাত্রাবাস, বস্তি উজাড় হলো। রিকয়েললেস রাইফেল
আর মেশিন গান খই ফোটাল যত্রতত্র।
(ক) দোকান পুড়ে যাওয়ায় আলী কোন গাছের নিচে চা বিক্রি করে?
ঘ)“উদ্দীপকটিতে‘কাকতাড়ুয়া’-উপন্যাসের আংশিক ভাব ফুটে উঠেছে মাত্র।”—মন্তব্যটির যথার্থতা যাচাই করো।
সৃজনশীল প্রশ্ন ১৫ : পলাশতলা গ্রামের প্রায় প্রতি ঘরের কিশোর-তরুণেরা মুক্তিযুদ্ধে যোগদান করে। এ খবর রাজাকার কমান্ডার আশরাফের মাধ্যমে পাকবাহিনীর কাছে পৌঁছলে তারা জিপ নিয়ে পলাশতলা গ্রাম জ্বালিয়ে দিতে আসে খবর পেয়ে মুক্তিযোদ্ধা কায়েসের ১২ বছরের ছেলে মামুন গ্রামের প্রবেশমুখের বিশাল ব্রিজটির স্থানে স্থানে মাইন পুঁতে রাখে পাকিস্তানিদের জিপটি ব্রিজ পার হতে গেলে মাইনগুলো বিস্ফোরিত হয়ে সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেনারা নিহত হয়।
(ঘ) “ছোট হলেও উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের মূলভাবকে স্পর্শ করতে পেরেছে” —মন্তব্যটির যথার্থতা যাচাই করো।
সৃজনশীল প্রশ্ন ১৬ : মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের মুর্দা ফকির লোকটা এমনিতেই ভালো
লেখাপড়া জানে। ভালো আলেম। গ্রামের স্কুলে মাস্টারি করত। তেতাল্লিশের দুর্ভিক্ষে
চোখের সামনে ছেলে-মেয়ে, মা-বউকে মরতে দেখেছে। কিন্তু কাউকে কবরে
যেতে দেখেনি। মুর্দাগুলো পচেছে। শকুনে খুবলে দিয়েছে। রাতের বেলায় শিয়াল এসে টেনে
নিয়ে গেছে। সেই থেকে পাগল। গোরস্তান থেকে কিছুতেই নড়তে চায় না। বলে, ‘মরে গেলে কেউ যদি কবর না
দেয়। মরার সময় হলে কাছাকাছি থাকব, চট করে যাতে কবরে ঢুকে
পড়তে পারি।’
(ঘ) উদ্দীপকে বর্ণিত দিকটিই ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের একমাত্র দিক নয়—যুক্তিসহ বুঝিয়ে লেখো।
সৃজনশীল প্রশ্ন ১৭ : সাতই মার্চের ভাষণ শুনে
গর্জে ওঠে কলেজপড়ুয়া শওকত। ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। তার নেতৃত্বে একের পর এক
গেরিলা আক্রমণে অতিষ্ঠ পাকিস্তানি সেনারা। অপারেশন জ্যাকপটের সফল অভিযানের পর
পাকিস্তানি সেনারা শওকতদের গ্রামে আক্রমণ করে। বাড়িঘর জ্বালিয়ে দেয়। আর যাকে
যেখানে পেয়েছে, সেখানেই নির্মমভাবে হত্যা করে। একসময় শওকত
জানতে পারে তার স্বজন হারানোর খবর। কিন্তু সে আপসহীন। তার একটাই প্রতিজ্ঞা, এ দেশের মাটি থেকে ওদের
তাড়াতেই হবে।
গ) উদ্দীপকটির বর্ণিত কাহিনী ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের যে বিশেষ দিকটির ইঙ্গিত করে, তা ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের শওকতের মনোভাবই যেন ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের মূল বক্তব্য’। যুক্তিসহ প্রমাণ করো
সৃজনশীল প্রশ্ন ১৮ : ‘লোকে বলে, বলে রে ঘর-বাড়ি বালা না আমার।
কী ঘর বানাইমু আমি, শূন্যেরও মাঝার?’
দোতারায় টুং টুং তাল তুলে রহিম গায়েন গাঁয়ের মেঠোপথ ধরে গেয়ে
চলেছিল। ‘ও কাহা, ও কাহা, এই থাম, থাম। বলি শূন্যের মইধ্যে তুমি যে বাড়ি করবার
চাও না, তাহলে থাকবা কই?’ কিশোর এক
ছেলের এমনি প্রশ্নে একগাল হেসে গায়েন বলল, ‘ক্যান গো জাদু,
তোমার বাড়িতে। ’ ‘আমার বাজান যদি তোমারে ঠাঁই
না দেয়?’ ‘তাইলে বিশ্বপিতার এই বিশ্ব শামিয়ানার নিচে তো অঢেল
জায়গা। জায়গা আছে পুকুর-বটের ছায়ে। জায়গা আছে সূর্য-চন্দ্রের তলে। ’
গ) উদ্দীপকে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা
করো।
ঘ) “উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’
উপন্যাসের মূলভাবকে স্পর্শ করেনি”—মন্তব্যটির
যথার্থতা যাচাই করো।
সৃজনশীল প্রশ্ন ১৯ : কারও সঙ্গেই যখন কোনো বন্ধন থাকে না, কেউ
কিছু বলে না, মন থাকে ফুরফুরে—এমন
অনুভূতির নামই বোধহয় স্বাধীনতা। এমন স্বাধীনতা ভোগ করছে রতন। স্বজন বলতে যারা আছে,
তারা সবাই দরিদ্র বলে কেউ তার দায়িত্ব নিতে রাজি নয়। তাই আজ ওর খুব
আনন্দের দিন।
গ. উদ্দীপকের সঙ্গে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কার মিল আছে, আলোচনা কর।
ঘ. ‘তাই আজ ওর খুব আনন্দের দিন’—কাকতাড়ুয়া’ উপন্যাস অনুসরণে কথাটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ২০ :
জয় বাংলা বাংলার জয়।
হবে হবে হবে
হবে নিশ্চয়।
কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এই তাে সময়....
ক. উপন্যাসের প্রধান উপাদান কোনটি?
খ. বুধ গ্রাম ছেড়ে পালায় না কেন?
গ. উদ্দীপকে ‘কাকতাড়ুয়া' উপন্যাসের বাস্তবতা কতটুকু ফুটে উঠেছে আলােচনা কর।
ঘ, “উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের ভয়াবহতা ও নিষ্ঠুরতাকে তুলে ধরেনি”- আলোচনা করে বুঝিয়ে দাও।
সৃজনশীল প্রশ্ন ২১ : লেখক মুহম্মদ জাফর ইকবালের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক কিশাের উপন্যাস 'আমার বন্ধু রাশেদ'। এ গল্পে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কিশাের বয়সীদের অবদানের কথা তুলে ধরা হয়েছে। যুদ্ধের সময়ে কিশােরেরা কীভাবে প্রাণের ঝুঁকি নিয়ে মুক্তিযােদ্ধাদের সহযােগিতা করেছে- শত্রুর অবস্থান জানিয়ে দিয়ে, অস্ত্র বহন করে, বিভিন্ন অপারেশন সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করে এক একজন বীরযােদ্ধা হয়ে উঠেছে তারই চিত্রময় বর্ণনা এ উপন্যাস।
ক, উপন্যাসিক সেলিনা হােসেনের জন্ম কত সালে?
খ. 'স্বাধীনতা খুব দরকার’- বুধার এ উপলব্ধি কেন?
গ. উদ্দীপকটি কাকতাড়ুয়া উপন্যাসের কোন দিকটিকে উন্মোচিত করে আলােচনা কর ।
ঘ. উদ্দীপক এবং কাকতাড়ুয়া উপন্যাসের মূলচেতনা একই সূত্রে গাঁথা”- বিশ্লেষণ কর। ৪