Ad-1

Showing posts with label বাংলা বানানের নিয়ম. Show all posts
Showing posts with label বাংলা বানানের নিয়ম. Show all posts

Wednesday, February 14, 2018

তৎসম শব্দে বাংলা বানান

১. বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানরীতি অনুসারে তৎসম শব্দের ৬টি নিয়ম উদাহরণসহ লেখো
                                    উত্তর
 বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানরীতি অনুসারে তৎসম শব্দের ৬টি নিয়ম হলো-

১. যেসব তৎসম শব্দে ই ঈ বা উ ঊ উভয়ই শুদ্ধ কেবল সেসব শব্দে ই বা উ এবং তার কারচিহ্ন  ি,ু
      হবে।যেমন: কিংবদন্তি, চিৎকার,তরণি,শ্রেণি
২. রেফ - এর পরের ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না।
যেমন:অর্জ্জন,কর্ম্ম,কার্ত্তিক,কার্য্য ইত্যাদির পরিবর্তে যথাক্রমে অর্জন,কর্ম,কার্তিক, কার্য ইত্যাদি হবে।
৩. শব্দের শেষে বিসর্গ থাকবে না।
     যেমন: কার্যত,ক্রমশ,প্রথমত,সাধারণত ইত্যাদি
৪. সন্ধির ক্ষেত্রে ক,খ,গ,ঘ পরে থাকলে পূর্বে পদের অন্তস্থিত ম্  স্থানে অনুস্বার (ং) হবে।
      যেমন : অহম+ কার =অহংকার।
৫. শব্দটি সন্ধিবদ্ধ না হলে ঙ স্থানে ং হবে না। 
     যেমন: অঙ্ক,অঙ্গ,আকাঙ্ক্ষা,গঙ্গা ইত্যাদি।
৬. সংস্কৃত ইন - প্রত্যয়ান্ত শব্দে ঈ-কারান্ত রুপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়মানুযায়ী সেগুলোতে হ্রস্ব-ই কার হয়।যেমন: গুণী গুণিজন,প্রাণী- প্রাণিবিদ্যা, মন্ত্রী - মন্ত্রিপরিষদ ইত্যাদি।

Tuesday, February 13, 2018

অ-তৎসম শব্দে বাংলা বানানের নিয়ম...

২. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানান অনুসারে অ-তৎসম শব্দের ৬টি নিয়ম উদাহরণসহ লেখো।

                                                       উত্তর:
 বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানান অনুসারে অ-তৎসম শব্দের ৬টি নিয়ম হলো...
১. সকল অ-তৎসম শব্দ অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি
  শব্দে কেবল ই এবং উ এবং কার চিহ্ন ি,ু ব্যবহৃত হবে। যেমন: বর্ণালি, রেশমি, দাদি, সরকারি ইত্যাদি।
২. বস্তুবাচক শব্দ ও অপ্রাণিবাচক অ- তৎসম শব্দের শেষে ই-কার হবে।যেমন;বাড়ি, গাড়ি, পাখি ইত্যাদি।
৩. দেশ, জাতি,ও ভাষার নাম লিখতে সর্বদাই ই-কার হবে।যেমন: জার্মানি, জাপানী, নেপালি ইত্যাদি।
৪. বিদেশি শব্দের বানান বাংলায় লেখার সময় 'ষ' ও 'ণ' না হয়ে 'স' ও 'ন' হবে
। যেমন: স্টেশন, গভর্নর, স্টুডিও ইত্যাদি।
৫. স্ত্রীবাচক শব্দের শেষে সর্বদাই ঈ-কার হবে।যেমন: যুবতী, মানবী, তরুণী ইত্যাদি।
৬. যে বর্ণের উপর রেফ থাকবে, সে বর্ণ দ্বিত্ব হবে না।যেমন: ধর্ম্মসভা>ধর্মসভা, পর্ব্বত > পর্বত ইত্যাদি।

অ-তৎসম শব্দে বাংলা বানানের নিয়ম

 ২. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানান অনুসারে অ-তৎসম শব্দের ৬টি নিয়ম উদাহরণসহ লেখো।

                                                       উত্তর:
 বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানান অনুসারে অ-তৎসম শব্দের ৬টি নিয়ম হলো...
১. সকল অ-তৎসম শব্দ অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি
  শব্দে কেবল ই এবং উ এবং কার চিহ্ন ি,ু ব্যবহৃত হবে। যেমন: বর্ণালি, রেশমি, দাদি, সরকারি ইত্যাদি।
২. বস্তুবাচক শব্দ ও অপ্রাণিবাচক অ- তৎসম শব্দের শেষে ই-কার হবে।যেমন;বাড়ি, গাড়ি, পাখি ইত্যাদি।
৩. দেশ, জাতি,ও ভাষার নাম লিখতে সর্বদাই ই-কার হবে।যেমন: জার্মানি, জাপানী, নেপালি ইত্যাদি।
৪. বিদেশি শব্দের বানান বাংলায় লেখার সময় 'ষ' ও 'ণ' না হয়ে 'স' ও 'ন' হবে
যেমন: স্টেশন, গভর্নর, স্টুডিও ইত্যাদি।
৫. স্ত্রীবাচক শব্দের শেষে সর্বদাই ঈ-কার হবে।যেমন: যুবতী, মানবী, তরুণী ইত্যাদি।
৬. যে বর্ণের উপর রেফ থাকবে, সে বর্ণ দ্বিত্ব হবে না।যেমন: ধর্ম্মসভা>ধর্মসভা, পর্ব্বত > পর্বত ইত্যাদি।

Monday, February 12, 2018

ণ-ত্ব বিধান কাকে বলে? ণ-ত্ব বিধানের নিয়ম লেখো পাঁচটি।

উত্তর:

তৎসম শব্দে মূর্ধন্য-ণ এর ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।নিম্নে এর পাঁচটি নিয়ম বর্ণনা দেওয়া হলো...
১. ঋ,র,ষ এরপর মূর্ধন্য-ণ হয়।
    যেমন: ঋণ,রণ,ভীষণ ইত্যাদি।

২. ঋ-কার, রেফ,র-ফলা,ক্ষ এরপর মূর্ধন্য-ণ হয়।
    যেমন: তৃণ,বর্ণ,ভ্রুণ,ক্ষণ ইত্যাদি।

৩. ঋ,র,ষ এরপর যদি স্বরধ্বনি,ক-বর্গ,প বর্গ,য,য়,ব,হ,ং এর কোন ধ্বনি থাকে, তাহলে এরপর ধ্বনি দন্ত-ন এর পরিবর্তে মূর্ধন্য-ণ হয়।যেমন: কৃপণ,হরিণ,ব্রাহ্মণ,অর্পণ ইত্যাদি।

৪. যুক্তব্যঞ্জনে ট-বর্গের সঙ্গে মূর্ধন্য-ণ হয়।যেমন: ঘণ্টা,কণ্ঠ,ভণ্ড ইত্যাদি।

৫. রাম,নার,উত্তর,পর এরপর 'অয়ন'- শব্দ হলে 'অয়ন'-এর দন্ত- ন মূর্ধন্য-ণ হয়ে যাবে।যেমন:নারায়ণ,রামায়ণ,উত্তরায়ণ ইত্যাদি।

৬. কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়।যেমন:
        চাণক্য মাণিক্য গণ       বাণিজ্য লবণ মণ
                   বেণু বীণা কঙ্কণ কণিকা।
       কল্যাণ শোণিত মণি      স্থাণু গুণ পূণ্য বেণী,
                   ফণি অণু বিপণি গণিকা।
      আপণ লাবণ্য বাণী        নিপুণ ভণিতা পাণি
                  গৌণ কোণ বাণ পণ শাণ।
      চিক্কণ নিক্কণ তূণ            কফোণি বণিক গুণ
                     গণনা পিণাক পণ্য বাণ।

Sunday, February 11, 2018

ষ-ত্ব বিধান কাকে বলে?ষ-ত্ব বিধানের নিয়মগগুলো লেখো।

উত্তর;
তৎসম শব্দে মূর্ধন্য-ষ এর ব্যবহারের নিয়মকে ষ-ত্ব বিধান বলে।

ষ-ত্ব বিধানের নিয়মগুলো নিম্নরুপ:

১. ঋ, বা ঋ-কারের পর মূর্ধন্য-ষ হয়।যেমন: ঋষি,কৃষক,তৃষা ইত্যাদি।

২. অ,আ ছাড়া অন্য স্বরবর্ণের পর ও 'ক' এবং 'র' পরে মূর্ধন্য-ষ হয়।যেমন:ঔষধ,উষা,নিকষ,উৎকর্ষ,ভীষণ,ভূষা ইত্যাদি।

৩. যুক্তব্যঞ্জনে ট,ঠ এর সঙ্গে মূর্ধন্য-ষ হয়। যেমন: কষ্ট,নষ্ট,অনুষ্ঠান, প্রতিষ্ঠান ইত্যাদি।

৪. যে সকল উপসর্গের শেষে ই-কার বা উ-কার আছে সে সকল উপসর্গের পর দন্ত-স থাকলে তা মুর্ধন্য-ষ হয়।যেমন: প্রতি+সেধক=প্রতিষেধক, অভি+সেক=অভিষেক, সু+সম=সুষম ইত্যাদি।

৫. কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য-ষ হয়। যেমন: আষাঢ়,চাষা,অভিলাষ,পাষাণ,ভাষা,ভাষণ ইত্যাদি।

[সহজে মনে রাখি:আষাঢ়ে চাষার অভিলাষ ছিল পাষাণ ভাষায় ভাষণ দেবে।]

Saturday, February 10, 2018

বানান শুদ্ধিকরণ

 অশুদ্ধ______শুদ্ধ

০১) শ্বাশত_______শাশ্বত[স.শশ্বত+অ]

০২) শশুর________শ্বশুর

০৩) শাশুরি_______শাশুড়ি

০৪) নূন্যতম_______ন্যূনতম

০৫) স্বাস্থ_________স্বাস্থ্য

০৬) মাহাত্ম_______মাহাত্ম্য[স.মহাত্মন+য]

০৭) দারিদ্র_______দারিদ্র্য

০৮) প্রতিদ্বন্দ্বি_____প্রতিদ্বন্দ্বী 

০৯) প্রতিদ্বন্দ্বীতা___প্রতিদ্বন্দ্বিতা

১০) প্রতিযোগীতা__প্রতিযোগিতা

১১) উচ্ছাস_______উচ্ছ্বাস

১২) অপরাহ্ন______অপরাহ্ণ

১৩) নিশিথীনি_____নিশীথিনী

১৪) মনকষ্ট_______মন:কষ্ট

১৫) দ্বন্দ_______দ্বন্দ্ব

১৬) পিপিলিকা____পিপীলিকা 

১৭) মণিষী____মনীষী

১৮) মূমূর্ষু_____মুমূর্ষু

১৯) আমাবশ্যা____অমাবস্যা

২০) অত্যাধিক____অত্যধিক

২১) কটুক্তি_____কটূক্তি

২২) ভূল________ভুল

২৩) ভূবন_______ভুবন[স.ভূ+অন]

২৪) সান্তনা______সান্ত্বনা

২৫) পক্ক______পক্ব

২৬) বিদূষী_____বিদুষী[স. বিদ্বস+ঈ]

২৭) সমীচিন____সমীচীন

২৮) মূহুর্ত______মুহূর্ত

২৯) ব্রাক্ষণ_____ব্রাহ্মণ

৩০) প্রাণীবিদ্যা___প্রাণিবিদ্যা

৩১) ইতিপূর্বে____ইতঃপূর্বে

৩২) ইতিমধ্যে____ইতোমধ্যে

৩৩) ইংরেজী____ইংরেজি

৩৪) ইষৎ______ঈষৎ

৩৫) অহরাত্রি___অহোরাত্র

৩৬) অপাঙতেয়____অপাঙ্ক্তেয়

৩৭) অন্তঃস্বত্ত্বা_____অন্তঃসত্ত্বা

৩৮) আদ্যাক্ষর_____আদ্যক্ষর

৩৯) অনুসূয়া_____অনসূয়া[স. অন+অসূয়+আ]

৪০) আকাংখা____আকাঙ্ক্ষা

৪১) আশ্বস্থ______আশ্বস্ত

৪২) আত্বস্থ______আত্মস্থ

৪৩) আশীষ_____আশিস

৪৪) আয়ত্ব_____আয়ত্ত

৪৫) আত্মৎসর্গ___আত্মোৎসর্গ

৪৬) উপরোক্ত____উপর্যুক্ত

৪৭) উদ্বৃত______উদ্বৃত্ত

৪৮) উপযোগীতা____উপযোগিতা

৪৯) উর্ধ্বশ্বাস______ঊর্ধ্বশ্বাস

৫০) উদিচী_______উদীচী

৫১) উর্ধ্ব_______ঊর্ধ্ব

৫২) ঐক্যতান____ঐকতান

৫৩) কাংখিত____কাঙ্ক্ষিত

৫৪) ক্ষীণজীবি____ক্ষীণজীবী

৫৫) ক্ষুদপিপাসা____ক্ষুৎপিপাসা

৫৬) কৌতূক______কৌতুক[স. কুতুক+অ]

৫৭) কথপোকথন____কথোপকথন

৫৮) কর্ণেল______কর্নেল

৫৯) কুপমণ্ডুক_____কূপমণ্ডূক

৬০) খোজাখোজি____খোজাখুঁজি

৬১) গীতাঞ্জলী______গীতাঞ্জলি

৬২) গ্রামীন_____গ্রামীণ

৬৩) গড্ডালিকা____গড্ডলিকা

৬৪)গার্হস্থ______গার্হস্থ্য

৬৫) ঘূর্নিঝর_____ঘূর্ণিঝড়

৬৬) চতুস্কোন____চতুষ্কোণ

৬৭) জগত_____জগৎ

৬৮) জেষ্ঠ_____জ্যেষ্ঠ

৬৯) জোতিষ্ক____জ্যোতিষ্ক

৭০) ঝরণা_____ঝরনা

৭১) ডাষ্টবিন____ডাস্টবিন

৭২) পোষ্ট______পোস্ট

৭৩) ত্রিভূজ____ত্রিভুজ

৭৪) ততক্ষণাত___তৎক্ষণাৎ

৭৫) দূর্গাপূজা____দুর্গাপূজা [স. দুঃ+√গম+আ=দুর্গা]

৭৬) দূরাবস্থা_____দুরবস্থা

৭৭) দুঃস্ত_______দুস্থ/দুঃস্থ

৭৮) দীর্ঘজীবি____দীর্ঘজীবী

৭৯) দূর্ঘটনা______দুর্ঘটনা

৮০) দাসত্ত______দাসত্ব

৮১) শিরচ্ছেদ______শিরশ্ছেদ

৮২) স্বরস্বতী______সরস্বতী

৮৩) বিভিষিকা_____বিভীষিকা

৮৪) দৈন্যতা_____দৈন্য/দীনতা

৮৫) সন্যাসী_____সন্ন্যাসী

৮৬) দুরুহ_____দুরূহ

৮৭) দুর্বৃত্ত্ব____দুর্বৃত্ত

৮৮) দৌরাত্ম____দৌরাত্ম্য[স. দুরাত্মন+য]

৮৯) দধিচি_____দধীচি

৯০) ধরনী_____ধরণি

৯১) ধুলিসাৎ____ধূলিসাৎ

৯২) ধারনা_____ধারণা

৯৩) নূন্যতম____ন্যূনতম[স. নি+ঊন+অ]

৯৪) নৈপুন্য____নৈপুণ্য

৯৫) নিগুঢ়____নিগূঢ়

৯৬) নিশিথিনি____নিশীথিনী

৯৭) পিপিলিকা____পিপীলিকা

৯৮) পোষ্টমাষ্টার____পোস্টমাস্টার

৯৯) প্রাতঃরাশ_____প্রাতরাশ

১০০) প্রোজ্জ্বলন____প্রজ্বলন

১০১) প্রতিদন্দ্বি_____প্রতিদ্বন্দ্বী

১০২) পানিনি______পাণিনি

১০৩) ফটোষ্ট্যাট____ফটোস্ট্যাট

১০৪) ব্রাহ্মন______ব্রাহ্মণ

১০৫) ব্যাতিত_____ব্যতীত

১০৬) ব্যাথা_____ব্যথা[স. √ব্যথ+অ+আ]

১০৭) বাল্মিকি_____বাল্মীকি

১০৮) বশিভুত_____বশীভূত

১০৯) বুৎপত্তি_____ব্যুৎপত্তি[স. বি+উৎপত্তি ]

১১০) ভৌগলিক____ভৌগোলিক

১১১) ভুমিষাৎ_____ভূমিসাৎ

১১২) ভৎসনা_____ভর্ৎসনা

১১৩) মূহুর্ত_______মুহূর্ত

১১৪) মনিষি______মনীষী

১১৫) মরীচীকা____মরীচিকা

১১৬) মনযোগ_____মনোযোগ

১১৭) মনুষ্যত্য_____মনুষ্যত্ব

১১৮) যক্ষা_______যক্ষ্মা

১১৯) লজ্জাস্কর____লজ্জাকর

১২০) লক্ষ্যনীয়_____লক্ষণীয়

১২১) শান্তনা______সান্ত্বনা

১২২) শারিরীক____শারীরিক

১২৩) শুভাশীষ____শুভাশিস

১২৪) শায়ত্ত্বশাসন____স্বায়ত্তশাসন

১২৫) শিরধার্য্য______শিরোধার্য

১২৬) শশ্রূসা________শুশ্রূষা

১২৭) ষাম্মাষিক_____ষাণ্মাসিক

১২৮) সম্বর্ধনা______সংবর্ধনা

১২৯) সহযোগীতা___সহযোগিতা

১৩০) সুষ্ঠ________সুষ্ঠু

১৩১) ব্যবহারিক____ব্যাবহারিক/ব্যবহারিক

১৩২) পোষাক_____পোশাক

১৩৩) ধরণ_____ধরন/ধরণ[√ধৃ+অন=ধরণ>ধরন]

১৩৪) ধারণ____ধারণ

১৩৫) উষা____ঊষা

১৩৬) দুর্ণীতি____দুর্নীতি

১৩৭) মধ্যাকর্ষণ ____মাধ্যাকর্ষণ[মধ্য+আকর্ষণ+অ]

১৩৮) শিহরণ_____শিহরণ/শিহরন

১৩৯) দধিচী_____দধীচি

১৪০) ইদানিং______ইদানীং

১৪১) জ্ঞানভুসিত____জ্ঞানভূষিত

১৪২) সুসম_____সুষম

১৪৩) কনিষ্ট_____কনিষ্ঠ

১৪৪) দুষণীয়_____দূষণীয়

১৪৫) পুণর্মিণনি____পুনর্মিলনী

১৪৬) সুধি____সুধী

১৪৭) বীবতস্য____বীভৎস

১৪৮) অদ্ভূত____অদ্ভুদ

১৪৯) শ্বশ্রু_____শ্বশ্রূ(অর্থ - স্বামী বা স্ত্রীর মা,শাশুড়ি) [স. শ্বশুর+ঊ]

১৫০) রূপালী_____রুপালি

১৫১) মুহুর্মুহ _____ মুহুর্মুহু 

১৫২) উপরোক্ত _____ উপর্যুক্ত 

১৫৩) সমিরন _____ সমীরণ 



আরও কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান শিখিঃ
 ১। ইতিমধ্যে নাকি  ইতোমধ্যে? 
= ইতোমধ্যে ( কিন্তু ইতিপূর্বে) 
২। সরকারি নাকি  সরকারী ?
= সরকারি
৩। ব্যথা নাকি ব্যাথা ?
= ব্যথা 
৪। হজ্ব, , হজ্জ  নাকি  হজ ?
= হজ ( অভিধান অনুসারে )
৫।নবী" নাকি " নবি?
= নবি 
৬। ইদানিং নাকি ইদানীং?
= ইদানীং
৭ । পূর্ণমিলনী নাকি  পুনর্মিলনী ?
=পুনর্মিলনী 
৮। মানষিক নাকি মানসিক?
= মানসিক
৯। বাড়ি নাকি বাড়ী?
= বাড়ি
১০। ব্যাখ্যা নাকি ব্যাখা?
= ব্যাখ্যা 
১১। চাল না  চাউল = উভয়ই ঠিক  
১২। আরও, আরো এবং কারও কারো -- সবগুলোই ঠিক 
১৩। উদ্‌যোগ’ না ‘উদ্যোগ’  ?
= উভয়ই  ঠিক 
১৪.প্রেষণা নাকি প্রেষনা?
=প্রেষণা
১৫.উদ্দেশ্য নাকি ঊদ্দেশ্য ?
= উদ্দেশ্য 
১৬। নাব্য সঙ্কট নাকি নাব্যতা সঙ্কট? 
= নাব্যতা সঙ্কট [বিণ. নৌ+য= নাব্য]
১৭। অভ্যন্তরীণ নাকি আভ্যন্তর ? 
= উভয়ই  ঠিক 

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post