Ad-1

Showing posts with label ৮ম শ্রেণি বাংলা প্রথম. Show all posts
Showing posts with label ৮ম শ্রেণি বাংলা প্রথম. Show all posts

Friday, April 1, 2022



সুখী মানূষ
১১। রহমত ও হাসু কয় গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পেল না? 
ক. ৫ খ. ৪ গ. ১০ ঘ. ৮ 
১২। রহমত সুখী লোকটিকে প্রথমে কত টাকা বকশিশ দিতে চেয়েছে? 
ক. এক শ টাকা খ. দুই শ টাকা গ. পাঁচ শ টাকা ঘ. এক হাজার টাকা 





বংগভূমির প্রতি 
৩৮. 'প্রবাসে দৈবের বশে,
জীব -তারা যদি খসে '- এ উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
১. পরবাসে খ্যাতি অর্জন করা ২. প্রবাসে মৃত্যুবরণ করা ৩. বিদেশে আয়ু শেষ হওয়া
নিচের কোনটি সঠিক?
ক) ১,২ খ) ১,৩। গ) ২,৩ ঘ) ১,২ ও ৩
৩৯.'কোকনদ '- শব্দের অর্থ কী?
ক) লাল পদ্ম খ) নীলপদ্ম গ) শ্বেতপদ্ম ঘ) জলপদ্ম
৪০.'বঙ্গভূমির প্রতি '- কী ধরনের কবিতা?
ক) ব্যঙ্গ কবিতা খ) চতুর্দশপদী কবিতা গ) গীতি কবিতা ঘ) কাহিনি কবিতা
৪০। 'বঙ্গভূমির প্রতি' কী জাতীয় কবিতা ?
ক) গীতি কাহিনী খ) নাট্যকাব্য। গ) গীতি কবিতা ঘ) কাব্যনাট্য।
২৯.'বঙ্গভূমির প্রতি'- কবপতাটি একটি -
ক) সনেট খ)পত্রকবিতা গ) রূপক কবিতা ঘ).গীতিকবিতা
৩০। তামরস কী?
ক) তাম্বুর ফুলের রস খ) আমের রস গ) লাল রং ঘ) নীলরং
৩১. কবি কবিতায় নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন?
১.দাসের সঙ্গে ২.মক্ষিকার সঙ্গে ৩. কোকনদের সঙ্গে
কোনটি সঠিক?
ক) ১. খ) ২. গ) ১ ও ৩. ঘ) ১,২,৩
৩২.সমীর শব্দের অর্থ কী?
ক) বাতাসা খ) আকাশ। গ) পানি ঘ) বাতাস
১৩.কবি ভাবনা অনুসারে নরকুলে ধন্য মানুষের বৈশিষ্ট্য কী?
ক. মানুষ তাকে পূজা দেবে              খ. মানুষ তাকে ভুলবে না 
গ. মানুষ তাকে প্রশংসা করবে              ঘ. মানুষ তাকে ভুল বুঝবে
নিচের কবিতাংশ পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও : 
আমার দেশের মাটি, ও ভাই আমার দেশের মাটি আকুল করা গন্ধে ভরা, যেন শীতল পাটি, চোখ ধাঁধানো রূপ মাধুরী মনটা নিল কেড়ে, আমার সকল ভালোবাসা এই বাংলার তরে। 
১৬। কবিতাংশটিতে ফুটে উঠেছে—
 i) স্বদেশের প্রতি দুর্বলতা ii) স্বদেশের প্রতি ভালোবাসা iii) স্বদেশের প্রতি প্রতিদান
 নিচের কোনটি সঠিক? 
ক. ii খ. iii গ. i ও iii ঘ. ii ও iii 
১৭। কবিতাংশে উল্লিখিত রূপ মাধুরী নিচের কোন চরণে স্পষ্ট? 
ক. মধুহীন করোও না গো তব মনঃকোকনদে   খ. মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে 
গ. অমর করিয়া বর দেহ দাসে, সুবরদে!      ঘ. মধুময় তামরস কী বসন্ত কী শরদে! 



পাছে লোকে কিছু বলে 

২২.কবি কামিনী রায় কোন উদ্দেশ্যগুলোকে মেলাতে পারেন না
ক ভালো খ মহৎ গ শুভ্র ঘ মন্দ
১৯.পাছে লোকে কিছু বলে কবিতাটি পাঠকের মনে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টি করে?
ক ভয়হীনতা খ পরোপকারিতা গ সাহসিকতা ঘ সংকোচহীনতা
২০। ভীতির কবলে পড়ে কিসের মৃত্যু ঘটে? 
ক. সক্ষমতার খ. শক্তির। গ. প্রত্যাশার ঘ. আকাঙ্ক্ষার 
৩৬. কামিনী রায় কোন কলেজে পড়া শোনা করেন?
ক) ঢাকা তিতুমির কলেজে খ) কোলকাতার বেথুন কলেজে
গ) বরিশালের ব্রজমোহন কলেজে ঘ) সংস্কৃত কলেজে
৩৭.'পাছে লোকে কিছু বলে'- কবিতার শিক্ষণীয় দিক -
১.নি:সঙ্কোচ চিত্তে পথ চলা
২. সমালোচকের গুরুত্ব দেওয়া
৩. সংকোচ উপেক্ষা করে মঙ্গলময়ী কাজে এগিয়ে যাওয়া
কোনটি সঠিক?
ক) ১..খ) ১ও ২ গ) ১ ও ৩ ঘ) ২ ও ৩
২১. ‘সংশয়ে সংকল্প সদা টলে’ কেন— 
ক. সফল না হওয়ার আশঙ্কায়। খ. সমালোচনার ভয়ে 
গ. দুর্বল চিত্ত হওয়ার কারণে ঘ. ছোট হওয়ার ভয়ে 

নারী 
২২। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি?
ক। ব্যথার দান খ। মৃত্যুক্ষুধা গ। চক্রবাক ঘ। শিউলীমালা
২০.নারী কবিতায় কবি কিসের ডঙ্কা বেজে ওঠার কথা বলেছেন
ক নারীর বিজয় লাভের খ পুরুষ শাসনের অবসানের
গ নারীর কর্তৃত্বব প্রতিষ্ঠার ঘ নারী পুরুষের সমতার
২২। ‘নারী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 
ক. দোলনচাঁপা খ. অগ্নিবীণা গ. সর্বহারা ঘ. সাম্যবাদী 
২৩। রণক্ষেত্রে নরের খুনদানের কথা কোথায় লেখা আছে? 
ক. পত্রিকায় খ. ইতিহাসে গ. পঞ্জিকায় ঘ. সাহিত্যে 

Saturday, November 2, 2019

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা,২০১৯

সেট-০২(বোর্ড প্রশ্ন)
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা,২০১৯
বাংলা(সৃজনশীল+নির্মিতি+বহুনির্বাচনি অভীক্ষা)
বিষয় কোড: ১০১
সময় - ৩ ঘণ্টা                                 পূর্ণমাণ-৪০ + ৩০+ ৩০ = ১০০
দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমাণ জ্ঞাপক।প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়।
সৃজনশীল প্রশ্ন (মান-৪০)
গদ্যাংশ

(যে কোনাে দুটি প্রশ্নের উত্তরা দাও)
১. বাদল সাহেব ভাবেটিস রোগী। ডাক্তারের পরামর্শে প্রতিদিন বিকেলে হাঁটতে বের হন। হাঁটতে গিয়ে দেখেন তাঁর মতো অনেকেই হাঁটতে বের হয়েছে। যারা হতে বের হয়েছে তাদের অনেকেই স্থুলকায়। একটু হাঁটলেই হাঁপিয়ে যায় ।তারপরও তাদের হাঁটার প্রাণপণ চেষ্টা।হঠাৎ বাদল সাহেব দেখতে পান রাস্তার পাশে এক বিড়াল ছানা অসুস্থ অবস্থায় পড়ে আছে। তিনি বিড়াল ছানাটাকে নিয়ে বাসায় চলে যান এবং পরম যত্নে তাদের কে সুস্থ করে তোলেন।
ক) কী দেখে লেখকের সত্যিকার ভাবনা ঘুচে গেল?
(খ) আতিথ্যের মর্যাদা লঙ্গন বলতে অতিথির স্মৃতি' গল্পে কী বােঝানো হয়েছে?
(গ) উদ্দীপকে উল্লেখিত লােকদের হাঁটার প্রাণপণ চেষ্টা 'অতিথির স্মৃতি' গল্পের কোন দিককে নির্দেশ করে- ব্যাখ্যা করো। ৫
(থ) উদ্দীপকে বাদল সাহেবের প্রাণীর প্রতি মমত্ত্ববোধে 'অতিথির স্মৃতি ' গল্পের লেখকের মমত্ববােধের পূর্ণাঙ্গ রূপ ফুটে ওঠেছে কী?যুক্তিসহ বিশ্লেষণ করো ।

২. কলিদের বিদ্যালয় থেকে শিক্ষা সফরে সোনারগাঁ লোকশিল্প যাদুঘর দেখতে যায়।সোনারগাঁয়ে তখন লোকজ মেলা চলছিল।তারা মেলা ঘুরে ঘুরে মাটির তৈরি ফুলদানি,গহনা,বাসন-কোসন ইত্যাদি দেখে বেশ মজা পেল এবং কিছু জিনিস কিনল।তাদের শিহাব স্যার বলেন,"লোকজ ঐতিহ্যের এসব মূল্যবান জিনিস আজকাল সচরাচর দেখা যায় না। এ ঐতিহ্যগুলাে রক্ষায় আমাদের যত্নবান হওয়া উচিত।
(ক) কোন অঞ্চলের কাঠের নৌকা বেশ নিপুণতার দাবি রাখে?
(খ) বর্তমান যুগে জামদানি শাড়ি দেশে-বিদেশে শুধু পরিচিতই নয়, গর্বের বস্তু।" ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকে কলিদের দেখা বস্তুগুলো 'আমাদের লােকশিল্প' প্রবন্ধের কোন উপাদানকে নির্দেশ করে? বর্ণনা কর।
(ঘ) উদ্দীপকের শিহাব স্যারের বক্তব্যে 'আমাদের লোকশিল্প' প্রবন্ধের লেখকের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।বিশ্লেষণ করো।

৩. উদ্দীপক-১; ব্যবসায়ী সুমন অসদুপায় অবলম্বন করে অনেক সম্পদের মালিক হয়। এতেও সে তৃপ্ত নয়। সে আরো সম্পদের নেশায় দিনরাত ভাবতে থাকে। এক সময় সুমন অসুস্থ হয়ে মৃত্যুমুখে পতিত হয়।
উদ্দীপক-২; আমি সেই জগতে হারিয়ে যেতে চাই
যেথায় লোকে সােনারূপার
পাহাড় জমায় না।
বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না !
(ক) 'সুখী মানুষ' নাটিকায় ওষুধে কাজ হয় না কেন?
(খ) 'সুখ বড় কঠিন জিনিস।'-বুঝিয়ে লেখো।
(গ) উদ্দীপক-১ এর সুমন 'সুখী মানুষ' নাটিকার যে চরিত্রের প্রতিনিধিত্ব করে তা ব্যাখা করো।
(ঘ) "উদ্দীপক-২ এর মূলভাব যেন 'সুখী মানুষ' নাটিকার সুখী মানুষেরই আআকাঙ্ক্ষার প্রতিফলন।"---বিশ্লেষণ কর।


কবিতাংশ

যে কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও।
৪.অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুনিম। ক্লাসে শিক্ষক যখন পাঠদান করেন তখন সে চুপচাপ শুনে থাকে। তার মনে অনেক প্রশ্ন জাগে কিন্তু সে কোনাে প্রশ্ন করে না, লজ্জা পায়। সবসময় ভয়ে তটস্থ থাকে এবং যে কোনাে কাজে নিজেকে গুটিয়ে রাখে।অপরদিকে সােহেল শিক্ষকের পাঠদানের ফাঁকে প্রয়ােজনীয় প্রশ্ন করে বিষয়টি ভালোভাবে বুঝতে চেষ্টা করে।
(ক) শক্তি কীসের কবলে মরে?
(খ) স্নেহের কথা কীভাবে ব্যথা প্রশমন করতে পারে-- ব্যাখ্যা করো।
(গ) উদ্দীপকের মুনিমের মধ্যে "পাছে লােকে কিছু বলে" কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকের সােহেলই 'পাছে লােকে কিছু বলেকবিতার কবির প্রত্যাশিত ব্যক্তি।"- মন্তব্যটি বিশ্লেষণ কর।
৫। দৃশ্যকল্প-১ বিস্তৃত মাঠে পাকা ধান।কৃষকের মুখে ফসলের হাসি।ক'দিন পর কৃষকের ঘরে আনন্দ উৎসব হবে।উৎসবে মেতে উঠবে বাংলার প্রতিটি কৃষকের ঘর।এ যেন চিরায়ত বাংলার অতি পরিচিত চেনা রূপ।
দৃশ্যকল্প-২গোধূলি লগনে জগদীশে স্মরে।
বিদায় লইব জনমের তরে
লুকাইব আমি সন্ধ্যার আঁধারে
বাংলা মায়ের ক্রোড়ে।
(ক) 'সুদর্শন' কী?
(খ) 'জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলা'- বলতে কী বোঝানো হয়েছে?
(গ) দৃশ্যকল্প-১ এর সাথে 'আবার আসিব ফিরে'_ কবিতার কোন দিকটির সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা কর।
(ঘ) দৃশ্যকল্প-২ এর মূলভাব এবং আবার আসিব ফিরে' কবিতারর কবির মনোভাব অভিন্ন"- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
৬। উচ্চ শিক্ষিত হাসনা বেগম গৃহিনী। সকাল থেকে প্রতিদিন সাংসারিক সকল কাজ নিজেই করেন।তাঁর স্বামী রহমান সাহেব প্রতিদিন অফিস থেকে ফিরে স্ত্রীর বানানো চা খেতে খেতে টেলিভিশন দেখে সময় কাটান।আর কথায় কথায় স্ত্রীকে বলেন তোমারতো কোনো কাজই নেই। সারাদিন ঘরে বসে সময় কাটাও।এমন অবজ্ঞামূলক কথার জবাবে হাসনা বেগম বলেন তোমারগুলো কাজ আর আমারগুলো কাজ না।তুমি কাজ করে টাকা পাও কিন্তু আমি পুরো সংসার পরিচালনা করেও আমার কাজের কোন স্বীকৃতি নেই।
(ক) মহীয়ান শব্দটি 'নারী' কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(খ) পীড়ন করিলে যে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই"--- ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের রহমান সাহেবের মনােভাব 'নারী' কবিতার কোন দিকটিকে নির্দেশ করে?ব্যাখ্যা কর ।
(ঘ) উদ্দীপকের হাসনা বেগম চরিত্রে 'নারী' কবিতার কবির মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে। মূল্যায়ন কর ।


নির্মিতি অংশ (মান-৩০)

৭. কোনাে একটি প্রশ্নের উত্তর দাও।
ক) সারাংশ লেখো : ৫
সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায়।শিক্ষার আলো আমাদের অজ্ঞতা দূর করে। আমাদের দৃষ্টিতে চারপাশের জগৎ আরো সুন্দর হয়ে ওঠে। আমরা জীবনের নতুন অর্থ খুঁজে পাই; শিক্ষার আলো পেয়ে আমাদের ভেতরের মানুষটি জেগে ওঠে। আমরা বড় হতে চাই, বড় হওয়ার জন্য চেষ্টা করি। আমরা সুন্দর করে বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আর সুন্দর করে বাঁচতে হলে চাই জ্ঞান। সেই জ্ঞানকে কাজেও লাগানো চাই। শিক্ষার ফলে আমাদের ভেতরে যে শক্তি লুকানো থাকে তা ধীরে ধীরে জেগে ওঠে।আমরা মানুষ হয়ে উঠি।

খ. সারমর্ম লেখো :
নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি!
গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।
অবারিত মাঠ, গগনললাট চুমে তব পদধূলি
ছায়াসুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলো।
পল্লবঘন আম্রকানন রাখালের খেলাগেহ,
স্তব্ধ অতল দিঘি কালোজল- নিশীথশীতল স্নেহ।
বুকভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে-
মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে।

৮। যে কোনো একটির ভাব-সম্প্রসারণ কর ।
(ক) জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে
     চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে?
(খ) সঙ্গ দোষে লোহা ভাসে।

৯. যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাও :
(ক) মনে নয়, তুমি সায়মা। শিমপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।তােমার ছোট বোন লিমাকে কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে একটি চিঠি লেখ।
(খ) মনে কর, তুমি আলভি। তুমি নিয়ামকপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। তোমার বাবা খুলনায় বদলি হয়েছেন।তাই তোমাকেও তার সঙ্গে যেতে হবে। এজন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে একটি আবেদন পত্র লেখ।

১০। যে কোনাে একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর । ১৫x১=১৫
(ক) ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য
(খ) মুক্তিযুদ্ধ জাদুঘর।
(গ) দৈনন্দিন জীবন ও বিজ্ঞান।

Tuesday, September 24, 2019

জে এস সি বাংলা প্রস্তুুতি মডেল টেস্ট-০৭

সূত্র[8c,lanif tset,9102]
শ্রেণি : অষ্টম
বিষয় : বাংলা
ক-বিভাগ (গদ্য)
১. ছোট ভাই কবিরকে নিয়ে তুহিন বান্দরবান ভ্রমনের যায়। বান্দরবানের লেক, পাহাড় ও পাখি দেখে উভয়ে বেশ আনন্দিত। হঠাৎ তাদের চোখে পড়ে বন্যপ্রাণীর বিক্রির দৃশ্য। কবির জিজ্ঞেস করে এটা কি ধরনের কাজ? তুহিন বলে, যারা বন্যপ্রাণীর চালান দেয় তাদের শিকারে বলে। সে আরো বলে, এইসব মানবেতর প্রাণীর প্রতি আমাদের নিষ্ঠুরতা পরিহার করে সহানুভূতিশীল হতে হবে।
ক) 'ভজন'- অর্থ কী?
খ) মালির বউ কুকুরটাকে সহ্য করতে পারত না কেন?
গ) উদ্দীপকের তুহিন 'অতিথির স্মৃতি' গল্পের কোন চরিত্রের পরিচয় বহন করে? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের ভাব বস্তুটি 'অতিথির স্মৃতি' গল্পের মূল প্রতিচ্ছবি বলা যায় কি? উত্তরের সপেক্ষে যুক্তি দাও।
২. গেল বছর পয়লা বৈশাখের ছুটিতে গিয়েছিলাম আনন্দপুর মামাবাড়িতে। সেখানে পহেলা বৈশাখের মেলা বসে। আমার সাথে মেলা দেখছে আমরা গিয়েছিলাম চারজন আমি, মামাতো বোন তুলি, সুমন আর ছোট ভাই কমল। মেলার একটু কাছে পৌঁছাতে শুনতে পেলাম নগরদোলার ক তুমি কি সময় ক্যাঁচর ক্যাচর শব্দ। দেখলাম বাশের তৈরি করা কুলো,ডালা,ঝুড়ি,চালুন,মাছ ধরার চাঁই,খালই আরও কত কী! বসেছে বাঙ্গি,তরমুজ,মুড়ি-মুড়কি, জিলাপি আর বাতাসার দোকান সারিসারি।
ক) ছায়ানট কত সাল থেকে বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে?
খ) পুণ্যাহ ও হালখাতা বলতে কী বোঝায়?
গ) উদ্দীপকে 'বাংলা নববর্ষ' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের বৈশাখি মেলা আর 'বাংলা নববর্ষ'প্রবন্ধে বর্ণিত রমনার বৈশাখী মেলা এক নয়" মন্তব্যটি বিশ্লেষণ করো।
৩. রিপন নদীর ধারে সবুজ ঘাসে সকালে গরুটি বেঁধে এসেছিল। বিকেলের দিকে গরুটিকে আনতে গিয়ে সে আর বাড়ি ফিরে আসে না। সন্ধ্যায় নদীর ধারে তার মৃতদেহটি পাওয়া যায়। নদীর ধারে একটি বড় তেতুল গাছ আছে। সবার ধারণা তেঁতুল গাছের ভূত তাকে মেরেছে।তারা রিপনের মৃতদেহটি ধরতে ভয় পেল। পরবর্তিতে ডাক্তারি পরীক্ষায় দেখা যায় সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।
ক) 'তৈলচিত্রের ভূত' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
খ) দাদা মশাই রে লাইব্রেরীর কেমন অবস্থা বর্ণনা করা হয়েছে?
গ) উদ্দীপকের গ্রামবাসীর মধ্যে 'তৈলচিত্রের ভূত' গল্পের নগেনের চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো?
ঘ) উদ্দীপকের কুসংস্কার ও রিপনের মৃত্যু এবং 'তৈলচিত্রের ভূত' গল্পটি যেন একই সূত্রে গাঁথা ---উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।

খ - বিভাগ(কবিতা)

৪। জীবিকার তাগিদে গ্রামের বাড়ি ছেড়ে শহরে পাড়ি দিলেও গ্রামের কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারেনা তপন। পাখি-ডাকা, ছায়াঘেরা গাঁয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট নদীর কথা মনে হলে তার মনটা উদাস হয়ে যায়। শৈশবের কত কথা তার মনে পড়ে। খুব ইচ্ছে করে আবার ফিরে যেতে নিজের গ্রামে।
ক) ডিক্রি শব্দের অর্থ কি?
খ) 'সে মাটি সোনার বাড়া' বলতে কী বোঝায়?
গ)উদ্দীপকে 'দুই বিঘা জমি' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে, ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকটিতে 'দুই বিঘা জমি'- এর বিষয়বস্তু সম্পূর্ণরূপে ফুটে ওঠেনি বিশ্লেষণ করো।
৫. নিভৃত গাঁয়ের এক দুরন্ত বালক রাসেল। তার মুখের সারল্য আর মায়া গ্রামের সকলকে মুগ্ধ করে। সবার কাজেই রাসেল সাহায্য করে। গ্রাম্য পালা গান, লাঠি খেলা এসবেও তার দারুণ দক্ষতা। রাসেলের জন্য তার নিজ গ্রাম ও সর্বোচ্চ জনপ্রিয়।
ক) 'রুপাই' কবিতাটির উৎস কি?
খ) রূপাইকে পাগল লোহা বলা হয়েছে কেন?
গ) উদ্দীপকের রাসেল যেন 'রুপাই' চরিত্রের প্রতিনিধিত্ব করে, ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকটি 'রুপাই' কবিতার খণ্ডাংশ মাত্র, মূল্যায়ন করো।
৬. আরবের ইয়েমেন দেশে বাস করত হাতেম তাই নামে এক অতিসাধারণ যুবক। কিন্তু তার বদান্যতা, পরোপকারিতা ও অকৃত্রিম বন্ধুসুলভ আচরণের কথা সবার মুখে মুখে ধ্বনিত-প্রতিধ্বনিত হত। প্রতিহিংসাপরায়ণ রাজা বিষয়টি সহ্য করতে পারলেন না। তিনি হাতেমকে হত্যার জন্য এক গুপ্তঘাতক পাঠালেন। ঘাতক হাতেম কে হত্যা করতে গিয়ে তার গুণে মুগ্ধ হয়ে রাজার কাছে ফিরে এলে রাজা নিজের ভুল বুঝতে পারলেন।
ক) 'চিতোর' কোন রাজ্যের রাজধানী?
খ) "বীরভোগ্যা এ বসুধা" চরণটির মধ্য দিয়ে কবিতাটি প্রকাশিত হয়েছে?
গ) উদ্দীপকটি 'বাবুরের মহত্ত্ব' কবিতার যে চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ তা আলোচনা করো।
ঘ) উদ্দীপকটি 'বাবুরের মহত্ত্ব' কবিতার সমগ্র ভাবপ্রকাশের কতটুকু সক্ষম তা যুক্তি সহকারে বিশ্লেষণ করো।

৭. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও;
ক) সারমর্ম লেখ;
পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও,
তার মত সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুলিয়া যাও।
পরের কারণে মরণেও সুখ,
‘সুখ-সুখ’ করি কেঁদো না আর;
যতই কাঁদিবে যতই ভাবিবে,
ততই বাড়িবে হৃদয়-ভার।
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।
ক) সারাংশ লেখো
বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে ‘বাঙালির বাংলা’, সেদিন তারা অসাধ্য সাধন করবে। বাঙালির মতো জ্ঞানশক্তি ও প্রেমশক্তি (ব্রেন সেন্টার ও হার্ট সেন্টার) এশিয়ার কেন, পৃথিবীর কোনো জাতির নেই। কিন্তু কর্মশক্তি এককভাবে নেই বলেই তাদের এই দিব্যশক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে। তাদের কর্মবিমুখতা, জড়তা, মৃত্যুভয়, আলস্য, তন্দ্রা ও নিদ্রা ব্যবসা-বাণিজ্যে অনিচ্ছার কারণ। তারা তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনাশক্তিকে হারিয়ে ফেলেছে। এই তম, এই তিমির, জড়তাই অবিদ্যা। অবিদ্যা কেবল অন্ধকার পথে, ভ্রান্তির পথে নিয়ে যায়; দিব্যশক্তিকে নিস্তেজ ও মৃতপ্রায় করে রাখে।
৮. যেকোনো একটি ভাবসম্প্রসারণ করো:
ক. বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
খ. জ্ঞানহীন মানুষ পশুর সমান।
৯। ক. মনে করো তোমার নাম নিবিড়। তোমার বন্ধুর নাম রাহুল। সে খুলনায় থাকে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটা পত্র লেখো। ৫
অথবা,
খ. মনে করো তুমি রূপনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তোমার নাম রিহান। শিক্ষা সফরের গুরুত্ব উল্লেখ করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে একখানা আবেদনপত্র লেখো।
১০। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর.১০
ক) বাংলা নববর্ষ
খ) ট্রেনে ভ্রমণ
গ) দৈনন্দিন জীবনে বিজ্ঞান

Wednesday, July 31, 2019

জে এস সি বাংলা প্রস্তুুতি মডেল টেস্ট-০৬

সূত্র[flah ylraey - 9102]
বিষয় : বাংলা
শ্রেণি : অষ্টম।
পূর্ণমাণ: ১০০ সময় : ৩ ঘণ্টা
নিচের নৈর্ব্যক্তিকগুলো থেকে সঠিক উত্তরটি বাচাই করে খাতায় লেখো : ১*৩০=৩০


৬. বঙ্গবন্ধু কোথায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলার কথা বলেন?
i) প্রত্যেক গ্রামে ii) প্রত্যেক মহল্লায় iii) প্রত্যেক শহরে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. iii ঘ. ii ও iii
৭.রহমত ও হাসু কয় গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পেল না?
ক. ৫ খ. ৪ গ. ১০ ঘ. ৮
৮. প্রাচীন আরাকান রাজ্যের পরিধি ছিল—
i) ফেনী নদী থেকে বঙ্গোপসাগর পর্যন্ত।
ii) ফেনী নদী থেকে আন্দামান পর্যন্ত
iii) ফেনী নদী থেকে আন্দামানের কাছাকাছি বঙ্গোপসাগর পর্যন্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. iii ঘ. i, ii ও iii
৯.কবি স্বদেশকে কী হিসেবে কল্পনা করেছেন?
ক. দেবতা খ. মা গ. সন্তান ঘ. ভগ্নী
নিচের কবিতাংশ পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আমার দেশের মাটি, ও ভাই আমার দেশের মাটি
আকুল করা গন্ধে ভরা, যেন শীতল পাটি,
চোখ ধাঁধানো রূপ মাধুরী মনটা নিল কেড়ে,
আমার সকল ভালোবাসা এই বাংলার তরে।
১০. কবিতাংশটিতে ফুটে উঠেছে—
i) স্বদেশের প্রতি দুর্বলতা ii) স্বদেশের প্রতি ভালোবাসা iii) স্বদেশের প্রতি প্রতিদান
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও iii ঘ. ii ও iii
১১. কবিতাংশে উল্লিখিত রূপ মাধুরী নিচের কোন চরণে স্পষ্ট?
ক. মধুহীন করোও না গো তব মনঃকোকনদে
খ. মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে
গ. অমর করিয়া বর দেহ দাসে, সুবরদে!
ঘ. মধুময় তামরস কী বসন্ত কী শরদে!
১২. ভীতির কবলে পড়ে কিসের মৃত্যু ঘটে?
ক. সক্ষমতার খ. শক্তির। গ. প্রত্যাশার ঘ. আকাঙ্ক্ষার
১৩.‘নারী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. দোলনচাঁপা খ. অগ্নিবীণা গ. সর্বহারা ঘ. সাম্যবাদী
১৪. যুদ্ধ শেষ হলে কত সালে বাংগালী পল্টন ভেঙ্গে দেয়া হয়?
ক) ১৯১৮ খ্রিস্টাব্দের খ)১৯১৯খ্রিস্টাব্দে গ) খ্রিস্টাব্দে ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে
১৫. আঞ্চলিক ভাষার অপর নাম কি?
ক) বিদেশী ভাষা খ) চলিত ভাষার গ) উপভাষা ঘ) সাধু ভাষায়়
১৬. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে---
ক) ৩২,৮,১০। খ) ৩২,৮,১১
গ) ৩২,৮,৯। ঘ) ৩২,৮,১২
১৭. ও, ঔ, বর্ণ দুটির উচ্চারণের স্থান কোনটি?
ক) কণ্ঠ ও ওষ্ঠ। খ) কণ্ঠ ও তালু
গ) দন্ত ও ওষ্ঠ। ঘ) তালু ও ওষ্ঠ।
১৯. নীরব --এর সঠিক বিশেষণ সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) নী:+রব। খ) নি:+রব। গ) নি:+রব। ঘ) নী:+রব
২০. 'সাইরেন বেজে উঠল বেজে উঠল'- বাক্যে কোন ধরনের ক্রিয়া?
ক) সমাপিকা খ) অসমাপিকা গ) প্রযোজক। ঘ) যৌগিক
২১. ‘স্বাগত’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. স্ব + আগত খ. সুব + আগত
গ. সু + আগত ঘ. স্ব + গত
২২. অ + আ = আ—এই সূত্রের সন্ধিজাত শব্দ কোনটি?
ক. নবান্ন খ. জলাশয়
গ. কথামৃত ঘ. মহাশয়
২৩. নিচের কোন শব্দটি নিত্য পুরুষবাচক?
ক. ময়ূর খ. শিশু গ. মোরগ ঘ. কবিরাজ
২৪. বহুবচন গঠনে নিচের কোনটি যথার্থ?
ক. মেঘপুঞ্জ খ. ছাত্রপুঞ্জ গ. বালুপুঞ্জ ঘ. পক্ষিপুঞ্জ
২৫. ভাববাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?
ক. সংঘ খ. মালা গ. গীতাঞ্জলি ঘ. দর্শন
২৬. কোনটি মৌলিক ধাতু?
ক. হাত খ. ঘুম গ. দেখ্ ঘ. করা
২৭. নিত্যবৃত্ত অতীত কোনটি?
ক. তুমি পড়তে থাকবে খ. আমি সেখানে রোজ যেতাম
গ. তুমি সেখানে গিয়েছিলে ঘ. আমি লিখে থাকব
২৮. সদা সত্য কথা বলিবে—এটি কোন ভবিষ্যৎ?
ক. ঘটমান ভবিষ্যৎ খ) পুরাঘটিত ভবিষ্যত
গ) নিত্যবৃত্ত অতীত। ঘ) সাধারণ ভবিষ্যত।
২৯. বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ-প্রত্যয় যোগে গঠিত হয় কোন ধাতু?
ক) নাম ধাতু খ) সাধিত ধাতু গ) প্রযোজক ধাতু ঘ) কর্মবাচ্যের ধাতু
৩০. দ্বিরুক্ত শব্দ কে কয় ভাগে ভাগ করা যায়? ক) এক প্রকার। খ) দুই প্রকার। গ) তিন প্রকার ঘ) চার প্রকার

সৃজনশীল অংশ
নিচের প্রশ্নগুলো থেকে ক-বিভাগ থেকে ২টি ও খ-বিভাগ থেকে ২টি মোট ৪টি প্রশ্নের উত্তর দাও।
ক-বিভাগ :
১. রিমা পরীক্ষা দিতে যাওয়ার সময় পরীক্ষা খারাপ হবে এবং শূন্য পাবে এই আশঙ্কায় ডিম খেতে চায় না। তার শিক্ষিত মা তাকে বুঝান ডিম খাওয়ার সাথে পরীক্ষায় শূন্য পাবার কোন সম্পর্ক নেই। মায়ের কথায় রিমা ডিম খেয়ে পরীক্ষা দিতে যায় এবং পরীক্ষা ভালো হয়।এতে রিমার ভুল ভাঙ্গে।
ক) 'তৈল চিত্রের ভূত' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
খ) " তুমি একটি আস্ত গর্দভ নগেন"- উক্তিটির কারণ কী?
গ) উদ্দীপকের রিমার সাথে 'তৈলচিত্রের ভূত' গল্পের নগেনের যে দিক দিয়ে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের রিমার মা আর 'তৈল চিত্রের ভূত'- গল্পের পরাশর ডাক্তার উভয়ই আধুনিক মানসিকতার অধিকারী'- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।
২. পলাশপুর গ্রামের রহিমা। দরিদ্র হলেও শিল্পী মনের অধিকারী। ছোটবেলা থেকেই সে বাঁশ,বেত দিয়ে সংসারের প্রয়োজনীয় জিনিস তৈরি করতো। কিন্তু আচমকা একদিন তার স্বামী মারা গেলে। দুই সন্তান নিয়ে পথে বসে রহিমা। উপায়ান্তর না দেখে অবশেষে সুঁই-সুতা হাতে তুলে নেয় সে। তার সুখ দুঃখের জীবনালেখ্য রহিমার দীঘল সুতার টানে ভাষা দিতে থাকে। একদিন বেসরকারি একটি সংস্থার মাধ্যমে তার সূচিশিল্প গুলো যায় বিদেশে এবং মোটা অংকের অর্থ প্রাপ্তির পাশাপাশি প্রচুর সুনাম অর্জন করে।
ক) খাদি কাপড়ের বিশেষত্ব কি?
খ) জামদানি শাড়িকে গর্বের বস্তু বলা হয়েছে কেন?
গ) স্বামীর মৃত্যুর পর রহিমার কাজটি 'আমাদের লোকশিল্প' প্রবন্ধে কিসের প্রতিনিধিত্ব করে বর্ণনা করো।
ঘ) দেশের অর্থনৈতিক উন্নয়নে রহিমার অবদান 'আমাদের লোকশিল্প'- প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো।
৩.বিলেতের এক পন্ডিত দেশভ্রমণ দ্বারা অগাধ জ্ঞান অর্জন করেছিলেন। গ্রীক দেশ থেকে ফিরে এসে তিনি আরম্ভ করলেন মালির কাজ, যা তুমি আমি করতে লজ্জা বোধ করব। তাতে কি তার জাত গিয়েছিল? যার মধ্যে জ্ঞান ও গুণ আছে, সে কয়দিন নিচে পড়ে থাকে? লোকে তাকে সম্মান করে উপরে টেনে তুলেই।
ক) যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তবে কেমন হতে হবে?
খ) ভাব ওকাজের সম্পর্ক কী?বুঝিয়ে লেখো
গ) উদ্দীপকটি 'ভাব ও কাজ'- প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা কর।
ঘ) ' যার মধ্যে জ্ঞান ও গুন আছে, লোকে তাকে সম্মান করে উপরে টেনে তোলেই'- উক্তিটি 'ভাব ও কাজ' প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো।

খ-বিভাগ
৪.ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা) প্রজাদের অবস্থা উপলব্ধি করার জন্য রাতের অন্ধকারে ছদ্মবেশে নগরে নগরে ঘুরে বেড়াতেন।একদিন এক দুঃখিনী মায়ের সকরুণ অবস্থা দেখে তিনি নিজের কাঁধে করে খাদ্যের বোঝা বহন করে দুখিনী মায়ের ঘরে পৌঁছে দিলেন।
ক) সম্রাট বাবুর কত বছর বয়সে সিংহাসনে আরোহন করেন?
খ) 'বীরভোগ্যা ও বসুধা এ কথা সবাই কয়'- বলতে কি বুঝ?
গ) উদ্দীপকের খলিফা ওমর (রা) এর সাথে সম্রাট বাবুরের যে সাদৃশ্য প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ) উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটিই বাবুরের একমাত্র বৈশিষ্ট্য নয়- 'বাবুরের মহত্ত্ব'- কবিতার আলোকে মন্তব্যটি মূল্যায়ন করো।
৫. 'আম্মা' দেশের এরকম অবস্থায় তুমি যদি আমাকে জোর করে আমেরিকায় পাঠিয়ে দাও, আমি হয়তো যাবো শেষ পর্যন্ত। কিন্তু আমার বিবেক চিরকালের মতো অপরাধী করে রাখবে আমাকে। আমেরিকা থেকে হয়তো বড় ডিগ্রী নিয়ে এসে বড় ইঞ্জিনিয়ার হব ;কিন্তু বিবেকের ভ্রুকুটির সামনে কোনদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। তুমি কি তাই চাও আম্মা?' আমি জোরে দুই চোখ বন্ধ করে বললাম, 'না, চাইনে। ঠিক আছে, তোর কথাই মেনে নিলাম দিলাম।দিলাম তোকে দেশের জন্য কোরবানি করে।যা, তুই যুদ্ধেই যা।'
ক) 'মক্ষিকা' শব্দের অর্থ কি?
খ) 'রেখো, মা, দাসেরে মনে'- কবি একথা কেন বলেছেন?
গ) উদ্দীপকের সন্তান কোন দিক থেকে 'বঙ্গভূমির প্রতি'-কবিতার কবির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের ভাববস্তু ' বঙ্গভূমির প্রতি' কবিতার সামগ্রিক দিক নয় --মন্তব্যটির যথার্থতা বিচার করা।
৬. রমিজ মিয়া সমাজের ভালো কাজ সহ্য করতে পারে না। কেউ ভালো কাজে হাত দিলে সে বাঁধা প্রদান করে। সরাসরি বাধা দিতে না পারলেও গোপনে সেই ব্যক্তির সমালোচনা করে, যাতে কাজ করা থেকে বিরত থাকে সে। এভাবে সে সমাজের বহু উদ্যোগী মানুষকে ভালো কাজ করা থেকে বিরত রেখেছে। তাই গ্রামের সবাই ভালো কাজ করার আগে রমিজ মিয়ার কথা স্মরণ করে ভয় পায়।
ক) 'প্রশমিতে'-শব্দটির অর্থ কি?
খ) 'শক্তি মরে ভীতির কবলে' বলতে কবি কী বুঝিয়েছেন? ব্যাখ্যা করো
গ) উদ্দীপকের রমিজ মিয়া 'পাছে লোকে কিছু বলে'- কবিতার কার প্রতীক? আলোচনা কর।
ঘ) 'উদ্দীপকের রমিজ মিয়াদের মতো লোকের কারণে সমাজে ভালো কাজ হয় না।'--'পাছে লোকে কিছু বলে'- কবিতার আলোকে বিশ্লেষণ করো।
৭. ক) সারাংশ লেখো : ৫
বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে—‘বাঙালির বাংলা’ – সেদিন তারা অসাধ্য সাধন করবে। বাঙালির মতো জ্ঞানশক্তি ও প্রেমশক্তি (ব্রেন সেন্টার ও হার্ট সেন্টার) এশিয়ায় কেন, বুঝি পৃথিবীতে কোনো জাতির নেই। কিন্তু কর্মশক্তি একেবারে নেই বলেই তাদের এই দিব্যশক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে। তাদের কর্মবিমুখতা, জড়ত্ব, মৃত্যুভয়, আলস্য, তন্দ্রা, নিদ্রা ব্যবসা-বাণিজ্যে অনিচ্ছার কারণ। তারা তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনাশক্তিকে হারিয়ে ফেলেছে। এই তমঃ, এই তিমির, এই জড়ত্বই অবিদ্যা। অবিদ্যা কেবল অন্ধকার পথে, ভ্রান্তির পথে নিয়ে যায়; দিব্যশক্তিকে নিস্তেজ, মৃতপ্রায় করে রাখে।
অথবা,
খ) সারমর্ম লেখো :
এই যে বিটপী-শ্রেণি হেরি সারি সারি—
কী আশ্চর্য শোভাময় যাই বলিহারি!
কেহ বা সরল সাধু-হৃদয় যেমন,
ফল-ভরে নত কেহ গুণীর মতন।
এদের স্বভাব ভালো মানবের চেয়ে,
ইচ্ছা যার দেখ দেখ জ্ঞানচক্ষে চেয়ে।
যখন মানবকুল ধনবান হয়,
তখন তাদের শির সমুন্নত রয়।
কিন্তু ফলশালী হলে এই তরুগণ,
অহংকারে উচ্চশির না করে কখন।
ফলশূন্য হলে সদা থাকে সমুন্নত,
নীচ প্রায় কার ঠাঁই নহে অবনত।
৮. ভাব-সম্প্রসারণ (যেকোনো ১টি) ৫
ক) বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
অথবা, খ) লোভে পাপ, পাপে মৃত্যু
৯. ক. মনে করো তোমার নাম নিবিড়। তোমার বন্ধুর নাম রাহুল। সে খুলনায় থাকে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটা পত্র লেখো। ৫
অথবা,
খ. মনে করো তুমি রূপনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তোমার নাম রিহান। শিক্ষা সফরের গুরুত্ব উল্লেখ করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে একখানা আবেদনপত্র লেখো।
১০. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো : ১০
ক) ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য (ভূমিকা,ছাত্রজীবন, ছাত্র জীবনের লক্ষ্য, ছাত্রজীবনের কর্তব্য, নিয়মানুবর্তিতা, খেলাধুলা ও ব্যায়াম, উপসংহার)।
খ) ট্রেনে ভ্রমণ : [সংকেত : ভূমিকা, ভ্রমণ কী? ভ্রমণের পথসমূহ, ট্রেনে ভ্রমণের শুরু, ট্রেনের ভেতরের অবস্থা, বিভিন্ন স্টেশন, ট্রেন থেকে উল্লেখযোগ্য স্থান, শেষ স্টেশন, উপসংহার।]
গ) দৈনন্দিন জীবনে বিজ্ঞান : [সংকেত : সূচনা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, শহুরে জীবনে বিজ্ঞান, গ্রামীণ জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাবের অপকারিতা, উপসংহার।]

Tuesday, April 2, 2019

আনন্দ পাঠ

আনন্দপাঠঃ

সোহরাব ও রোস্তম ঃ

চন্দ্রা গ্রামের বাবুর শক্তি ও সাহসিকতার কথা সবার জানা। তাই কেউ কোনো সমস্যায় পড়লে তাকে ডাকা চাই। একদিন রহিমদের ষাঁড়টি ঘর থেকে ছুটে মানুষের ক্ষতি করতে শুরু করল। বাবু একাই সেটিকে বাগিয়ে আনল।
ক) বীর যোদ্ধা শামের পুত্রের নাম কী?
খ) রখ্শ মহানন্দে হ্রেষাধ্বনি করে কেন?
গ) উদ্দীপকের বাবুর মাঝে ‘সোহরাব রোস্তম’ গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
ঘ) উক্ত দিকটি রোস্তম চরিত্রের পূর্ণাঙ্গ পরিচয় নয়—‘সোহরাব রোস্তম’ গল্পের আলোকে বক্তব্যটি বিশ্লেষণ করো।

মার্চেন্ট অব ভেনিস

★ কায়েস ও মামুন দুই ভাই হলেও দুজনের চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন। কায়েস সাধ্যমতো অন্যের উপকার করে, বিপদে পাশে দাঁড়ায়। অন্যদিকে মামুন কী করে ধনী হবে, সে দিকই তার খেয়াল। তাই তো মানুষকে বিপদে ফেলে অর্থ আদায়ে সে দ্বিধা করে না। গ্রামের সবাই কায়েসকে পছন্দ করে আর মামুনকে ঘৃণা করে।
(ক) অ্যান্টনিও কোন দেশের সওদাগর ছিলেন? ১
(খ) বসানিওকে ভাগ্যবান বলা হয়েছে কেন? ব্যাখ্যা করো। ২
(গ) উদ্দীপকের মামুনের সঙ্গে ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের যে চরিত্রের মিল রয়েছে, তা ব্যাখ্যা করো। ৩
(ঘ) “উদ্দীপকটি ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের খণ্ডচিত্র মাত্র”—উক্তিটি মূল্যায়ন করো। ৪
★ মিজান ও সেজান দুই ভাই হলেও তাদের দুজনের চরিত্রের বৈশিষ্ট্য ভিন্ন। মিজান ছোটবেলা থেকেই ভদ্র, পরোপকারী, সহজ-সরল। বন্ধু মহলেও তার খুব সুনাম ছিল। তাই ছোট-বড় সবাই তাকে ভালোবাসে। অন্যদিকে সেজান ছিল চঞ্চল, অহংকারী ও লোভী। তাই সে বড় হয়ে সুদের ব্যবসা করত এবং মানুষ বিপদে পড়লে কখনোই সাহায্য-সহযোগিতা তো করতই না, উপরন্তু অন্যায়ভাবে হেনস্তা করত।
ক) শাইলকের মেয়ের নাম কী?
খ) শাইলক-অ্যান্টনিওর ধ্বংস কামনা করত কেন?
গ) উদ্দীপকের সেজান চরিত্রের সঙ্গে ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের যে চরিত্রের মিল রয়েছে, তা ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকটি ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের খণ্ডচিত্র মাত্র—উক্তিটি মূল্যায়ন করো।

রিপ ভ্যান উইংকল

★ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসহায় বাঙালি নিজ দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়। স্বাধীনতার পর কেউ কেউ দেশে ফিরে আসে। কিন্তু মতিন মিয়া আর ফিরেনি। ৩০ বছর পর দেশের জন্য নাড়ির টান অনুভব করলে সে দেশে ফিরে আসে। দীর্ঘদিন পর আপনজনদের সান্নিধ্যে তাকে অতীত জীবনে ফিরিয়ে নেয়।
(ক) রিপ ভ্যান উইংকলের একমাত্র পোষা প্রাণীটির নাম কী? ১
(খ) রিপ অদ্ভুত লোকটির বোঝা ভাগাভাগি করে নিয়েছিল কেন? ২
(গ) উদ্দীপকের ঘটনাটির ‘রিপ ভ্যান উইংকল’ গল্পের সাথে কতটা সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকের মতিন মিয়া এবং গল্পের রিপভ্যান দুজনেরই পরিণতি এক কিন্তু প্রেক্ষাপট ভিন্ন—মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪
★ আব্দুল আলী খেয়ালি এবং হাস্যরসিক একজন মানুষ। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে খুব ভাব ছিল। যেকোনো গল্পের আসর সে জমিয়ে রাখত। সংসারে উদাসীনতার কারণে তার স্ত্রী তাকে সব সময় বকাঝকা করত। তাই একদিন সে রাগ করে বনে গেল এবং সেখানে একটা কুঁড়েঘর বানিয়ে বসবাস করতে লাগল। সে প্রতিজ্ঞা করেছে, তার স্ত্রী মারা না যাওয়া পর্যন্ত সে গ্রামে ফিরবে না।
ক) রিপ ভ্যানের একমাত্র পোষা কুকুরের নাম কী?
খ) রিপ ভ্যান পাহাড় ঘুরে বেড়াত কেন?
গ) উদ্দীপকের আবদুল আলীর সঙ্গে রিপ ভ্যান উইংকলের সাদৃশ্য কোথায়? আলোচনা করো।
ঘ) উদ্দীপকের আবদুল আলী পুরোপুরি রিপ ভ্যান উইংকল নয়—উদ্দীপক ও গল্পের আলোকে এর সত্যতা নিরূপণ করো।

Tuesday, March 27, 2018

জে এস সি বাংলা প্রথম মডেল টেস্ট -০৫

সূত্র:CS/NNA/1B/61
অষ্টম শেণি
বাংলা প্রথম পত্র
সময় : ৩০ মিনিট মান : ৩০
[ বিঃ দ্রঃ সরবরাহকৃত নৈর্ব্যক্তিক অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের
বিপরীতে প্রদত্ত বর্ণ সংবলিত বৃত্তসমূহ থেকে সঠিক উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম
দ্বারা সম্পূর্ণ ভরাট করতে হবে। প্রতিটি প্রশ্নের মান-১ ]
১. কোনটি স্মৃতিমূলক রচনা-
ক.মায়া কাজল খ. কেয়ার কাটা গ.একাত্তরের ডাইরি ঘ.পূরবী
২.হিমালয় পর্বতশ্রেণি ভারতের কোন সীমানায় অবস্থিত?
ক. উত্তর খ. দক্ষিণ গ. পূর্ব ঘ. পশ্চিম
নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও।
আনু ও ইবরাহিম দুই ভাই। মেলার দিন বাবার দেয়া একশ টাকার নোট নিয়ে তারা মেলায় যায়। এক দোকানে
পঞ্চাশ টাকা খরচ করে তারা নোটটি দেয়। দোকানি পাঁচশ টাকার নোট মনে করে চারশ পঞ্চাশ টাকা ফেরত
দিলে তারা গ্রহণ করে। পর অন্যায় ভেবে বাড়তি টাকা ফেরত দিলে দোকানিকে।
৩.উদ্দীপকের অনু ও ইবরাহিম গল্পের কোন দুটি চরিত্রের কথা মনে করিয়ে দেয়?
ক. কথক ও বাদল খ. বিধু ও সিন্ধু গ. তিনু ও বাদল ঘ. নিধু ও তিনু
৪.উদ্দীপক ও গল্পের ভাষ্যে যে সত্য প্রতিফলিত হয়েছে-
i. ন্যায়ের জয়, অন্যায়ের পরাজয়
ii. অন্যায় সব সময়ই জয়ী হয়ে থাকে
iii. অন্যায় ক্ষণস্থায়ী, ন্যায় চিরন্তন শক্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) iii। গ) i ও iii ঘ) i, ii ও iii
৫.মামার চোখের দৃষ্টিকে নগেনের কেমন মনে হয়েছিল?
ক. করুণার খ. অভিযোগের। গ. স্নেহের ঘ. ভর্ৎসনার
৬.বঙ্গবন্ধুর বিখ্যাত ভাষণটি পাঠে শিক্ষার্থীরা কোন চেতনায় উদ্বুদ্ধ হবে?
ক. সৌন্দর্য চেতনায় খ. স্বদেশ চেতনায়। গ. মৃত্যু চেতনায় ঘ. যুদ্ধ চেতনায়
৭.লোকশিল্পের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করতে হলে-
i. আপন পরিবেশ-পরিস্থিতির দিকে নজর দিতে হবে।
ii. নিজস্ব কৃষ্টি-সংস্কৃতিকে হৃদয় দিয়ে বুঝতে হবে
iii. সব সময় শুধু লোকশিল্প নিয়ে পড়ে থাকতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও iii। গ) i ও ii ঘ) i , ii ও iii
৮.মানুষের গরু কেড়ে নিত কে?
ক. হাসু মিয়া খ. মোড়ল। গ. রহমত চাকর ঘ. গরিব লোকটি
৯.শিল্পচর্চা করা সকলের পক্ষে-
ক. অনাবশ্যক খ. অপরিহার্য। গ. অতিমাত্রিক ঘ. অসম্ভব
১০.শিল্পকলার নানা দিক রচনাটি পাঠ শিক্ষার্থীদের-
i. মনে সৌন্দর্যবোধ সৃষ্টি করবে
ii. নতুন কিছু সৃষ্টির অনুপ্রেরণা দেবে
iii. বিভিন্ন শিল্পকলা বিষয়ে জানতে আগ্রহী করবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১.বিপ্রদাশ বড়ুয়ার গ্রন্থ নিচের কোনটি?
ক. সাত ঘাটের কানাকড়ি খ. আজ কাল পরশুর গল্প
গ. রহস্যের শেষ নেই। ঘ. সূর্য লুটের গান
১২.কারা শার্ট লুঙ্গির নিচে গুঁজে দিয়ে পরে?
ক. ফুঙ্গিরা খ. বাঙালিরা গ. বড়ুয়ারা ঘ. বর্মিরা
১৩.বাংলাদেশে বাংলা নববর্ষের উৎসবে অংশগ্রহণের অধিকার আছে-
ক. বাঙালি হিন্দুর খ. বাঙালি মুসলমানের গ. মধ্যবিত্ত বাঙালির ঘ. সমস্ত বাঙালির
১৪.লাল-নীল দীপাবলী মূলত কাদের জন্য লেখা বই?
ক. শিশুদের খ. কিশোরদের। গ. তরুণদের ঘ. বৃদ্ধদের
১৫.প্রকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কী?
ক. প্রাচীন আর্য খ. মধ্য অর্য। গ. অপরাংশঘ. অপভ্রংশ
১৬.বন্ধুর মোহরগুলো রেখে দেয়ার মধ্যে নাজিমের যে পরিচয় ফুটে ওঠে-
i. বিশ্বাসভঙ্গকারী ii. লোভী iii. প্রতারক
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii
১৭.রাজ কুমার ও টম ক্যান্টি তাদের পোশাক বদল করল কেন?
ক. বন্ধুত্বের নিদর্শন স্বরূপ খ. একের পোশাক অন্যের ভালো লাগায়
গ. একের জীবন অন্যের ভালো লাগায় ঘ. ছদ্মবেশ ধারণ করার জন্য
১৮.ছুতার কাদের বলা হয়?
ক. কাঠমিস্ত্রি খ. রাজমিস্ত্রি গ. মুচি ঘ. কুমোর
১৯.আফরাসিয়া কোন দেশের সেনাপতি ছিলেন?
ক. ইরানের খ. তুরানের। গ. জাবুলিস্তানের ঘ. সামেনগানের
২০.গঙ্গাজল কাদের কাছে পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচিত হয়?
ক. হিন্দুদের খ. মুসলিমদের। গ. খ্রিস্টানদের ঘ. নিগ্রোদের
২১.কবি ভাবনা অনুসারে নরকুলে ধন্য মানুষের বৈশিষ্ট্য কী?
ক. মানুষ তাকে পূজা দেবে খ. মানুষ তাকে ভুলবে না
গ. মানুষ তাকে প্রশংসা করবে ঘ. মানুষ তাকে ভুল বুঝবে
২২.উপেন তার পূর্বের দুই বিঘা জমি বাকি আখ্যা দিয়েছে?
ক. ছিনালী খ. রাক্ষসী গ. ডাইনী ঘ. সর্বগ্রাসিনী
২৩। কোনটি মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল?
ক। ঢাকাই মসলিন খ। খদ্দরের কাপড়। গ। শীতলপাটি ঘ। নকশি কাঁথা
২৪. কবি সুকান্ত ভট্টাচার্য কত সালে মারা যান?
ক। ১৯২১ সালে খ। ১৯২৬ সালে গ। ১৯৪১ সালে ঘ। ১৯৪৭ সালে
২৫.রাতে খাওয়ার জন্য কে টেনে নিয়ে যেতে থাকে তার রয়েল রেস্তোরাঁয়?
ক। মাঝবয়সী এক সুন্দরী নারী খ। মাঝবয়সী এক সুন্দর পুরুষ। গ। এক কিশোর। ঘ। এক কিশোরী
২৬. 'দেশ' কবিতায় কবি কোন গানের কথা বলেছেন?
ক। মুর্শিদি খ। আধুনিক। গ। ভাটিয়ালি ঘ। লালন সঙ্গীত
২৭। ৬ দফা আন্দোলন কিসের দাবি ছিল?
ক। স্বাধীনতার দাবি খ। গণতন্ত্রের দাবি গ। স্বায়ত্তশাসনের দাবি ঘ। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি
২৮। 'বেরিবেরি' রোগের আসামি কারা?
ক। শিশুরা খ। বৃদ্ধরা গ। অল্পবয়সী মেয়েরা ঘ। অল্পবয়সী ছেলেরা
২৯। মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্য কোনটি?
ক। পদ্মাবতী খ। কৃষ্ণকুমারী গ। বীরাঙ্গনাঘ। মেঘনাদবধ কাব্য
৩০. প্রাচীন ভারতীয় আর্যভাষার প্রাচীন রূপ পাওয়া যায়-
!. প্রাকৃতে !!. অপভ্রংশে !!! . ঋগ্গ্বেদের মন্ত্রগুলোতে
নিচের কোনটি সঠিক?
ক)!! খ) ! গ) !!! ঘ) ! ,!! ,!!!
৩১.কবি মধুসূদনের মতে পৃথিবীতে কে ধন্য?
ক.যাকে মানুষ শ্রদ্ধা করে খ.যাকে মানুষ চিরদিন মনে রাখে
গ. যাকে মানুষ ঘৃণা করে না ঘ. যাকে মানুষ বরণ করে নেয়।
৩২। রবীন্দ্রনাথের কবি প্রতিভার উন্মেষ ঘটে কখন?
ক। যৌবনে খ। ছোটবেলায়। গ। বাল্যকালে ঘ। মধ্যবয়সে
৩৩'আবার আসিব ফিরে' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক.ধূসর পাণ্ডুলিপি খ.রূপসী বাংলা গ.ঝরা পালক ঘ.বনলতা সেন
উদ্দীপকটি পড়ে ২-৩ নং প্রশ্নের উত্তর দাও:
গোধুলির লগনে জগদীশে স্মরণে বিদায় লইব জনমের তরে
লুকাইব আমি সন্ধ্যার আঁধারে বাংলা মায়ের কোড়ে"
৩৪.উদ্দীপকে আবার আসিব ফিরে' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
ক.স্বদেশচেতনা খ.মৃত্যুচেতনা গ.প্রকৃতিচেতনা ঘ.ধর্মচেতনা
৩৫.উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি ফুটে উঠেছে নিচের কোন চরণে ?
i. আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়
ii. হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে
iii. আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালো বেসে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৬.জীবনানন্দ দাশ কোন বিষয়ে এম.এ পাস করেন?
ক.ইংরেজি সাহিত্য খ.বাংলা সাহিত্য। গ.সংস্কৃত সাহিত্য ঘ.ফারসি সাহিত্য
নিচের উদ্দীপকটি পড় এবং ৫-৬ নং প্রশ্নের উত্তর দাও:
এই তো পায়ে চলার পথ এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে। মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়া-ঘাটের পাশে
বটগাছ তলায়, তারপরে ওপারের ভাঙা ঘাট চলে গ্রামের মধ্যে তারপরে তিসির খেতের ধার দিয়ে,
আমবাগানের ছায়া দিয়ে, পদ্ম দিঘির পাড় দিয়ে রথতলার পাশ দিয়ে কোন গাঁয়ে গিয়ে পৌঁছেছে জানি নে।
৩৭.উদ্দীপকের সঙ্গে সাদৃশ্য আছে
তোমার পাঠ্য 'আবার আসিব ফিরে' কবিতার কোন দিকটি?
ক.প্রকৃতি চেতনা খ.পরিবেশ চেতনা গ.ধর্ম চেতনা ঘ.ইতিহাস চেতনা
.উদ্দীপকের মধ্যে ফুটে উঠেছে-
i. হয়তো মানুষ নয়-নয়তো শঙ্খচিল শালিকের বেশে
ii. আবার আসিবে ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়
iii. আবার আসিবে ফিরে বাংলার নদী মাঠ খেত ভালোবাসে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii। গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮ .বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতার নাম
ক.সাহারা খাতুন খ.সাবেরা খাতুন। গ.সাবরিনা খাতুন ঘ.সাহেরা খাতুন
৩৯.বঙ্গবন্ধুর ভাষণটিকে আমেরিকার কোন প্রেসিডেন্টের ঐতিহাসিক ভাষণের সঙ্গে তুলনা করা হয়?
ক.জর্জ ওয়াশিংটন খ.আব্রাহাম লিংকন। গ. রোনাল্ড রিগান ঘ.জর্জ বুশ
৪০.১৯৭১ সালে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মনোভাবে ছিল-
i. গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র
ii. নির্বাচনের ফলাফল ভেঙে দেওয়া
iii. বাঙালির কাছে ক্ষমতা না দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iiগ. i ও ii ঘ. i, ii ও iii





বিষয় : বাংলা প্রথম পত্র
অষ্টম শ্রেণি
পূর্ণমান:৭০ সময় :২ ঘণ্টা ১০ মিনিট
ক-বিভাগ (গদ্য)
১. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য প্রতিবছর বিভিন্ন দেশ থেকে সৈন্য নেয়। বাংলাদেশ ১৯৮৮ সাল থেকে
এ মিশনে কাজ করছে। বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও পুলিশ বাহিনী এ যাবৎ ৪৫টি
দেশে মিশনে অংশ নিয়েছে। বিস্ময়কর ব্যাপার যে, বিশ্বের সব দেশের মধ্যে বাংলাদেশের সৈন্যরাদক্ষতা ও
দায়িত্ব পালনের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আর তাই এখনো জাতিসংঘ প্রতি বছর বাংলাদেশের
সৈন্যদের সবচেয়ে শান্তিরক্ষা মিশনে অগ্রাধিকার দিয়ে থাকে।
ক. 'বাঙ্গালির বাংলা' প্রবন্ধটি 'নবযুগ' পত্রিকায় বাংলা কত তারিখে প্রকাশিত হয়?
খ. 'দিব্যশক্তি তমাচ্ছন্ন' বলতে লেখক কী বুঝাতে চেয়েছেন?
গ. উদ্দীপকে 'বাঙ্গালির বাংলা' প্রবন্ধের কোনদিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটিতে 'বাঙ্গালির বাংলা' প্রবন্ধের সমগ্রভাব প্রকাশ পেয়েছে কি? যুক্তি দিয়ে বিশ্লেষণ কর।
২। (!) আজ পহেলা বৈশাখ। বর্গাচাষি আক্কাসমিয়া ছেলে বাদল ও মেয়ে বীণুকে নিয়ে বেরিয়ে পড়েন সেলিম
মিয়ার মুদি দোকানের উদ্দেশে। বাদল-বীণু দারুণ খুশি, নতুন জামা পরে সেলিম চাচার দোকানে গিয়ে তারা
অবাক। এর আগে তারা দোকানে এসেছে বাকিতে মালপত্র নিতে; কিন্তু আজ দোকানটিকে রঙিন কাগজে
সাজানো হয়েছে। সেলিম চাচা তাদের আদর করে অনেক মিষ্টি সন্দেশ খাওয়ালেন।
(!!) সেলিম চাচার দোকান থেকে বেরিয়ে বাদল-বীণু বাবার সঙ্গে গেল পাশের স্কুল মাঠে, সেখানে গিয়ে তারা
আহ্লাদে আটখানা মানুষ আর মানুষ। বিভিন্ন ধরনের দোকান। মার জন্য তারা বাতাসা কিনল আর নিজেদের
কিছু খেলনা। পুতুল নাচ দেখে বীণু হেসে গড়াগড়ি আর নাগর দোলায় উঠে সে ভয়ে এক্কেবারে পাথর।
ক। কোনটি নববর্ষের একটি প্রাচীন আঞ্চলিকমাঙ্গলিক অনুষ্ঠান? ১
খ। বাংলা নববর্ষ বাঙালি জাতিসত্তার সঙ্গে যুক্ত হয়েছে কীভাবে? ২
গ।উদ্দীপকের (!) অংশে 'বাংলা নববর্ষ' প্রবন্ধের যে অনুষ্ঠানের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা কর। ৩
ঘ। উদ্দীপকের উভয় অংশে 'বাংলা নববর্ষ' প্রবন্ধের সমগ্রভাবের প্রতিফলন ঘটেছে কী? উত্তরের সপক্ষে
যুক্তি দাও। ৪
৩. i. পরের অনিষ্ট চিন্তা করে যেই জন,
নিজের অনিষ্ট বীজ করে সে বপন।
ii. আপনার লয়ে বিব্রত রহিতেআসে নাই কেহ অবনী 'পরে,
সকলের তরে সকলে আমরাপ্রত্যেকে আমরা পরের তরে।
ক. 'সুখী মানুষ' নাটিকাটিতে মোড়লের বয়স কত?
খ. 'মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না'- এ কথার অর্থ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক (i)- এ 'সুখী মানুষ' নাটিকাটির কোন দিকটি ফুটে উঠেছে? বর্ণনা কর।
ঘ. মোড়লের উচিত শিক্ষার জন্য উদ্দীপক (ii)- এর মূলভাবই যথেষ্ট- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

খ-বিভাগ (কবিতা)
৪. হ, বেবাক মানুষেরই এমবায় ঠকাইছে। করিম গাজী বলে- আরে মিয়া এমন কারবারডা অইল আর
তুমিফির্যা চলছ? কী করমু তয়? কী করবা, খেকিয়ে ওঠেকরিম গাজী। -চল আমাগ লগে, দেহি কী করতে
পারি। ওসমান দেখে এদের সকলের হাতে লাঠি। ঙ্-একটা কিছু না কইর্যা ছাইড়্যা দিমু? তার ঝিমিয়ে পড়া
রক্ত জেগে ওঠে। গা ঝাড়া দিয়ে বলে- হ চল। রক্ত চুইষ্যা খাইছে। অজম করতে দিমু না, যা থাকে কপালে।
(জোঁক : আবু ইসহাক)
ক. কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর 'গীতাঞ্জলি' কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান?
খ. 'নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি' বলতে কবি কী বুঝাতে চেয়েছেন?
গ. উদ্দীপকে 'দুই বিঘা জমি' কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. করিম গাজী ও ওসমানের সঙ্গে উপেনের মিল থাকলেও চেতনাগত পার্থক্য রয়েছে- মন্তব্যটি বিশ্লেষণ কর।
৫। উদ্দীপক-১
মায়ের ভাষায় কথা বলাতে/স্বাধীন আশায় পথ চলাতে
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ/সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
উদ্দীপক-২
ভাইয়ের বুকের রক্তে আজিকে
রক্ত মশাল জ্বলে দিকে দিকে।/সংগ্রামী আজ মহাজনতা
কণ্ঠে তাদের নববারতা,/শহীদ ভাইয়ের স্মরণে।
ক. ‘একুশের গান’ কবিতার রচয়িতা কে? = ১
খ. ‘জাগো নাগিনীরা, জাগো কাল বোশেখিরা’ বলতে কবি কী বুঝিয়েছেন? = ২
গ. উদ্দীপক-১ ‘একুশের গান’ কবিতার কোন ভাবের সঙ্গে সংগতিপূর্ণ, ব্যাখ্যা করো? = ৩
ঘ. উদ্দীপক-১ ও ২-এ প্রকাশিত চেতনা ‘একুশের গান’ কবিতার মূল চেতনার সমান্তরাল নয়, এ কথার সঙ্গে তুমি কী একমত? তোমার মতের স্বপক্ষে যুক্তি দেখাও। = ৪
৬. সতত, হে নদ, তুমি পড় মোর মনে!
সতত তোমার কথা ভাবি এ বিরলে;
সতত (যেমতি লোক নিশার
স্বপনেশোনে মায়া মন্ত্রধ্বনি) তব কলকলে
জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে!
ক. বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম কী?
খ. 'মধুময় তামরস কী বসন্ত, কী শরদে' বলতে কবি কী বুঝাতে চেয়েছেন?
(গ) উদ্দীপকে 'বঙ্গভূমির প্রতি' কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের মূল উপজীব্য এবং 'বঙ্গভূমির প্রতি' কবিতার মূল উপজীব্য একই ধারায় উৎসারিত- মন্তব্যটির
যথার্থতা নিরূপণ কর।
গ- বিভাগ (আনন্দ পাঠ)
৭. হাতেমতায়ী বদান্যতার জন্য এত বেশি খ্যাতিলাভ করেছিলেন যে, ইয়েমেনের নরপতিকেও হার
মানিয়েছিলেন। নরপতি এতে ঈর্ষান্বিত হয়ে হাতেমতায়ীকে হত্যা করার জন্য ঘাতক পাঠালেন।ঘাতক
হাতেমতায়ীর গৃহে পরম আদরে স্থান পায়। হাতেমতায়ী ঘাতকের কাছ থেকে তার আগমনের হেতু জানতে
পেরে নিজ পরিচয় দিয়ে তার মাথা কেটে নিয়ে পুরস্কার গ্রহণের অনুরোধ জানান। ঘাতক হাতেমের এই
মহানুভবতায় মুগ্ধ হয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করে।
ক. বাসানিও-এর ঋণের জামিনদার কে?
খ. পোর্শিয়া কেন মরক্কো ও আরাগণের যুবরাজকে বাদ দিয়ে বাসানিকে বিয়ে করতে রাজি হলেন?
গ. উদ্দীপকে বর্ণিত ইয়েমেনের নরপতির মধ্যে 'মার্চেন্ট অব ভেনিস' গল্পের কোন গুণটি ফুটে উঠেছে? বর্ণনা
কর।৩
ঘ. উদ্দীপকে বর্ণিত ইয়েমেনের নরপতি 'মার্চেন্ট অব ভেনিস' গল্পের শাইলকের প্রতিবিম্বরূপ- মন্তব্যটির
যথার্থতা নিরূপণকর। ৪
৮। সায়েম একদিন খাবারের হোটেল থেকে বের হতেইরাস্তায় এক হাজার টাকা দেখতে পায়। সে টাকাটিনিয়ে
হোটেল মালিককে বলে, "আমি এখানে কিছু টাকা পেয়েছি। কেউ যদি যথার্থ প্রমাণ দিতে পারে, তাহলে তাকে
ঐ টাকা ফেরত দেওয়া হবে। আর খুঁজে না পাওয়া গেলে কোনো ফকিরকে দেওয়া হবে।" কিছুক্ষণ পর দেখা
যায় যে, এক লোক যথার্থ প্রমাণ দিতে সক্ষম হয়। তখন সায়েম টাকাটি লোকটিকে ফেরত দিয়ে দেয়।
(ক) আলী কোজাই কলসিতে জলপাইয়ের নিচে কী রেখেছিল?
(খ) খলিফা হারুন-অর-রশীদ বিচারালয়ে বিচারকার্যে বালকদের কেন বসালেন?
(গ) উদ্দীপকে বর্ণিত সায়েমের ওই ঘটনাটির সঙ্গে 'কিশোর কাজি' গল্পের নাজিমের কোন গুণটির বৈসাদৃশ্য
রয়েছে? বর্ণনা কর।
(ঘ) উদ্দীপকে 'কিশোর কাজি' গল্পের মূলভাব ফুটে উঠেছে- যুক্তি দেখাও।
৯। কথিত আছে- এক চাষি ও তার স্ত্রী একটা রাজহাঁস পালন করত। হাঁসটি প্রতিদিন একটি করে সোনার
ডিম পারত। ডিম বিক্রি করে তাদের সংসারে বেশ আয় হয়েছিল। কিন্তু একদিন তারা বেশি ডিম পাওয়ার
লোভে হাঁসটিকে জবাই করে। জবাই করার পর দেখা যায় যে, হাঁসটির পেটের মধ্যে আর কোনো ডিম নেই।
তখন তারা শুধু আফসোস করতে থাকে।
(ক) গ্রাম পঞ্চায়েতের সদস্য হলেই কত একর জমি পাওয়া যায়?
(খ) 'সাড়ে তিন হাত জমি' বলতে গল্পকার কী বুঝাতে চেয়েছেন?
(গ) উদ্দীপকে বর্ণিত চাষি ও তার স্ত্রীর লোভের ব্যাপারটির সঙ্গে 'সাড়ে তিন হাত জমি' গল্পের কোন চরিত্রের
সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকের মূলভাবই যেন 'সাড়ে তিন হাত জমি'গল্পের মূলভাব- মন্তব্যটির যথার্থতা নিরূপণকর।


ক বিভাগ (গদ্য)
১। মিথ্যা খুনের মামলায় আসামি হয়ে ঘরছাড়া আম্বিয়ার স্বামী আজগর আলী। দিন যায়, মাস যায়, বছর
পেরিয়ে যায়। আজগরের খোঁজ পাওয়া যায় না। সংসারের বোঝা আর স্বামী হারানোর শোকে বিধ্বস্ত আম্বিয়া
একদিন সুই-সুতা হাতে তুলে নিল। দীঘল সুতার মায়াবী অক্ষরে তার সুখ-দুঃখের জীবনালেখ্য তুলে ধরতে
শুরু করল প্রতীকীভাবে। দীর্ঘ প্রায় ছয় মাস ধরে আম্বিয়া তার জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার ইতিকথা
ফুটিয়ে তুলল সেই সুতার ক্যানভাসে। শিল্পকর্মটি এত জনপ্রিয়তা পেল যে সেটার দ্বারা আম্বিয়া তার ভাগ্যের
চাকাই ঘুরিয়ে দিল।
ক. হাতে তৈরি সুতা থেকে কোন জাতীয় কাপড় তৈরি হয়? = ১
খ. ভৌগোলিক অবস্থান লোকশিল্পের ওপর কীভাবে প্রভাব ফেলে, বর্ণনা করো। = ২
ঘ. উদ্দীপকে আম্বিয়া যে লোকশিল্পটি তৈরি করেছে, তার বর্ণনা দাও। = ৩
ঘ. আম্বিয়ার লোকশিল্পটি ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের সমগ্রতাকে ধারণ করে, মন্তব্যটির সত্যতা যাচাই
করো। = ৪
২। দৈনিক প্রথম আলোর খবর: ‘রংপুরের মিঠামইনে সোনার মোহর নিয়ে শ্রমিক উধাও। ঘটনায় প্রকাশ,
স্থানীয় দেবাশীষ চক্রবর্তী তার পুরোনো পুকুরটি সংস্কার করতে কিছু শ্রমিককে কাজ দেয়। কয়েক দিন ধরে
তারা পুকুরটি খনন করছিল। হঠাত্ একদিন পুকুরের নিচ থেকে একটি মাটির কলসি বের হয়। যার মধ্যে
ছিল প্রচুর সোনার মোহর। শ্রমিকেরা এ ঘটনা মালিককে না জানিয়ে নিজেরা ভাগাভাগি করে মোহরগুলো
নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনা জানাজানি হলে দেবাশীষ স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেয় এবং
শ্রমিকদের ধরে এনে মোহরগুলো উদ্ধারে সাহায্য করে।’
ক. বিভূতিভূষণের মায়ের নাম কী? = ১
খ. ‘বাবার মুখ দিয়ে একটি কথাও বেরোল না,’ কেন? = ২
গ. উদ্দীপকের শ্রমিকদের কর্মকাণ্ড ‘পড়ে পাওয়া’ গল্পের সঙ্গে কোন দিক দিয়ে বৈসাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের দেবাশীষ চক্রবর্তীকে লেখক বা বাদলের প্রতিরূপ বলা যায় কি না, বিশ্লেষণ করো। = ৪
৩।ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা;
ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।
ক) সত্ত্ব গুণের প্রধান শত্র“ কোনটি? ১
খ) ‘বাংলা সর্ব ঐশী শক্তির পীঠস্থান’-বলতে কী বোঝানো হয়েছে? ২
গ) উদ্দীপকটি ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের যে দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। ৩
ঘ) উদ্দীপকের বক্তব্য বিষয় উপস্থাপনই কি কাজী নজরুল ইসলামের মূল লক্ষ্য? বাঙালির বাংলা প্রবন্ধের
আলোকে যুক্তি দাও।
খ বিভাগ (পদ্য)
৪।রফিক উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কানাডায় গমন করে। কিন্তু কানাডায় গিয়ে বঙ্গভূমি বাংলাদেশের
কথা বারবার মনে করে, এই দেশের স্মৃতিগুলো রফিককে বারবার তাড়া করে বেড়ায়। তাই রফিক তার বড়
ভাইয়ের কাছে চিঠি লেখেÑ ভাই, আমার কানাডায় থাকা সম্ভব হবে না। কারণ জন্মভূমি বাংলাদেশকে আমি
কিছুতেই ভুলতে পারছি না। নিরুপায় হয়ে ভাই প্রত্যুত্তরে জানায়, ভালো না লাগলে চলে আয়। দেশে এসে
রফিক উচ্চতর ডিগ্রি অর্জন করতে সক্ষম হয়।
ক) ‘মক্ষিকা’ শব্দের অর্থ কী? ১
খ) কবি মার কাছে মিনতি করেন কেন? ২
গ) উদ্দীপকের রফিকের সাথে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কবি মাইকেল মধুসূদনের বৈসাদৃশ্য কোথায়? নির্ণয়
করো। ৩
ঘ) ‘কিছু বৈসাদৃশ্য থাকলেও উদ্দীপকের রফিক মধুসূদন দত্তেরই প্রতিচ্ছবি।’ বিশ্লেষণ করো। ৪
৫। আনোয়ারা নামটি এখন টক অব দ্য কান্ট্রি। একজন নারী হয়ে জাতিসঙ্ঘসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন
সংক্রান্ত কাজ করছেন। সম্প্রতি সিটি করপোরেশন নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞ তিনি কৃতিত্বের সাথে
সমাপ্ত করছেন। রিটার্নিং অফিসার হিসেবে তিনি অন্য পুরুষ সহকর্মীদের কাছ থেকে যথাযথ
সাহায্য-সহযোগিতা পেয়েছেন। নারী বলে কোথাও তাকে সমস্যায় পড়তে হয়নি।
ক) ‘নারী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্য গ্রন্থ থেকে সঙ্কলিত? ১
খ) কবি বর্তমান সময়কে ‘বেদনার যুগ’ বলেছেন কেন? ২
গ) আনোয়ারার কার্যক্রমে ‘নারী’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা দাও। ৩
ঘ) “উদ্দীপকে কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও ‘নারী’ কবিতার কবি আরো বেশি
বাক্সময়"- বক্তব্যটি বিশ্লেষণ করো। ৪
৬। মনে করো, যেন বিদেশ ঘুরে
মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে।
তুমি যাচ্ছ পালিকতে মা চ’ড়ে/দর্জা দুটো একটকুুু ফাঁক ক’রে,
আমি যাচ্ছি রাঙা ঘোড়ার ’পরে/টগ্বগিয়ে তোমার পাশে পাশে।
রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে/রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে
সন্ধে হলে, সূর্য নামে পাটে,/এলেম যেন জোড়াদিঘির মাঠে।
ধূ ধূ করে যে দিক-পানে চাই,/কোনোখানে জনমানব নাই,
ক. মাঝির গানে কে তাল দেবে? = ১
খ. সব দোষ কানাই একা মাথা পেতে নিতে চেয়েছে কেন? = ২
গ. কবিতাংশটি ‘নদীর স্বপ্ন’ কবিতার যে ভাবের প্রতিফলন ঘটায়, তা ব্যাখ্যা করো। = ৩
ঘ. উদ্দীপকটি ‘নদীর স্বপ্ন’ কবিতার মূল ধারার সঙ্গে সংযুক্ত হলেও কবিতার অন্য উপধারাগুলো তুলে ধরতে
পারেনি, এ মন্তব্যের সঙ্গে তুমি কি একমত? মতের স্বপক্ষে যুক্তি দাও। = ৪
গ বিভাগ (আনন্দপাঠ)
৭। আরবের ইয়েমেন প্রদেশে বাস করত হাতেম তাই নামে অতি সাধারণ এক যুবক। কিন্তু তার বদান্যতা,
পরোপকারিতা, সুন্দর ও মার্জিত আচরণ, সদা হাস্য মুখ, সদালাপ ও বন্ধুবাত্সল্যের কারণে সবার মুখে মুখে
হাতেমের নাম ধ্বনিত ও প্রতিধ্বনিত হতো। কিন্তু ইয়েমেনের রাজা বিষয়টি ভালোভাবে নিলেন না। অঢেল
সম্পদ ও রাজ্যের মালিক হয়েও তাঁর নাম ছাপিয়ে হাতেমের জয়ধ্বনি তিনি কোনোভাবে মানতে পারলেন না।
তাই হাতেমকে হত্যার জন্য রাজা এক গুপ্ত ঘাতক পাঠালেন। ঘাতক হাতেমের বাড়ি গিয়ে হত্যার পরিবর্তে
বরং হাতেমের গুণমুগ্ধ হয়ে ফিরে আসে এবং রাজাকে সব খুলে বলে। রাজা তাঁর নিজের ভুল বুঝতে পারেন।
ক. এক পাউন্ড মাংসের জন্য শাইলক কোথায় ছুরি ধার দিতে লাগল? = ১
খ. পোর্শিয়ার পাত্র বাছাইয়ের গূঢ়তত্ত্ব কী ছিল? = ২
গ. উদ্দীপকের রাজার কর্মকাণ্ডে ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে, তা ব্যাখ্যা করো।
ঘ. হাতেম তাই ও অ্যান্টনিও যেন একবৃন্তের দুটি ফুল, মন্তব্যটির সত্যতা যাচাই করো। = ৪
৮. সংগ্রাম তার বাবা-মার সাথে এক মেলা থেকে বাড়ি ফিরছিল। কিন্তু পথিমধ্যে একদল ডাকাত তাদের
আক্রমণ করে সংগ্রামের বাবা-মাকে মেরে তাকে ধরে নিয়ে যায় এবং ক্রীতদাস রূপে বিক্রি করে দেয়। তবে
সংগ্রামকে যে ক্রয় করেছে সে খুব ভালো ছিল বলে সংগ্রামের তেমন কোনো কষ্ট হতো না। লোকটির মাছ
ধরার খুব নেশা ছিল। আর সংগ্রাম মাছ কিভাবে ধরতে হয় তা ভালোভাবেই জানত বলে সে মনিবের কাছে
আরো প্রিয় হয়ে ওঠে। তবে মনিবের খুব প্রিয় হলেও সে ওখান থেকে পালানোর চিন্তা বাদ দেয়নি। তাই এক
দিন সুযোগ বুঝে পালিয়ে চলে আসে নিজের দেশে।
ক) লন্ডনে যাওয়ার পথে রবিনসনের জাহাজটি কোন জায়গায় এসে ডুবে যায়? ১
খ) রবিনসন গিনির পথে যাত্রা করল কেন? ব্যাখ্যা করো। ২
গ) উদ্দীপকের সাথে ‘রবিনসন ক্রুশো’ গল্পের কোন দিকটি মিলে যায়? আলোচনা করো। ৩
ঘ) “উদ্দীপকের সংগ্রাম যেন ‘রবিনসন ক্রুশো’ গল্পের রবিনসনের আংশিক প্রতিনিধিত্বকারী।” কথাটি কি
সত্য? তোমার মতামত উপস্থাপন করো। ৪
৯। অষ্টম শ্রেণির ছাত্র আসিফ ও চিন্ময় দুই বন্ধু। দুজনের হাতের কবজিতেই দুটো লাল সুতা বাঁধা। আসিফ
ওর খাজা বাবার কাছ থেকে আর চিন্ময় ওর গুরুদেবের কাছ থেকে সুতা দুটো এনেছে। শিক্ষক হাতে এগুলো
বেঁধে রাখার কারণ জানতে চাইলে দুজনেই বলে, ‘সামনে বার্ষিক পরীক্ষা তো তাই।’ তা ছাড়া তারা উভয়েই
ঘরের বাইরে যাওয়ার সময় দরজায় হোচট খেলে একটু বসে জল খেয়ে যাত্রারম্ভ করে, জোড়া শালিক
দেখলে আনন্দিত হয়, খেতে বসে বিষম খেলে ভাবে, কোনো প্রিয়জন হয়তো স্মরণ করছে তাদের।
ক. সোহরাবের পিতামহের নাম কী? = ১
খ. সোহরাবের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে রোস্তম তার আত্মপরিচয় গোপন রাখল কেন? = ২
গ. আসিফ-চিন্ময়ের আচরণে ‘সোহরাব-রোস্তম’ গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর। = ৩
ঘ. উক্ত দিকটির কারণেই ‘সোহরাব-রোস্তম’ গল্পের বেদনাদায়ক পরিণতি সংঘটিত হয়েছে—মন্তব্যটির
সতত্যতা যাচাই কর। =৪



মডেল টেস্ট -০৪,২০১৮
শ্রেণি : অষ্টম
বাংলা প্রথম পত্র
নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তরটি বাঁচায় করে খাতায় লেখ - ১*৪০=৪০/৩০*১=৩০




১০। ‘বৈসাবী’ উৎসব পালন করা হয়—
ক. রাঙামাটি খ. দিনাজপুর গ. সিলেট ঘ. যশোর
১১। লোকশিল্পের মাধ্যমে আমরা বিশ্বের কাছে কী তুলে ধরতে পারি?
ক. ঐতিহ্য খ. পুরোনো ইতিহাস। গ. বংশগৌরব ঘ. নৃতত্ত্ব
১২। হুমায়ুন আজাদ জন্ম গ্রহণ করেন—
ক. ১৯৪৪ খ. ১৯৪৫ গ. ১৯৪৬ ঘ. ১৯৪৭
১৩। ‘সুখী মানুষ’ নাটিকার দৃশ্যসংখ্যা কত?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
১৪। সি-মোরগের পা কার মতো ছিল?
ক। হাতির খ। বাঘের। গ। ভাল্লুকের ঘ। সিংহের
১৫। ্তুগড়ন' বলতে যা বোঝায় তা হলো-
র. আকার রর. আকৃতি ররর. রূপ
নিচের কোনটি সঠিক?
ক.! খ.! ও !! গ.!! ও !!! ঘ.!,!!,!!!
১৬। কবি সুফিয়া কামাল চারিদিকে কী শোনেন?
ক। হাহাকার খ। আনন্দ ধ্বনি গ। চিৎকার ঘ। ক্রন্দন
১৭। 'আপনি ঠিকই বলেছেন উকিল সাহেব' - এই উকিল সাহেব প্রকৃতপক্ষে -
ক। নেরিসা খ। লরেঞ্জো গ। বাসানিও ঘ। পোর্সিয়া
১৮। হুমায়ুন আজাদ কোথায় জন্মগ্রহণ করেন?
ক। যশোরে খ। মুন্সীগঞ্জে গ। মানিকগঞ্জে ঘ। খুলনায়

২০। রূপসার ঘোলা জলে কে ডিঙা বায়?
ক। কিশোর খ। মাঝি গ। বৃদ্ধ ঘ। জেলে
২১। নিকোলাস ডেভার কে?
ক। রিপের ছেলে খ। রিপের প্রতিবেশী গ। স্কুল মাস্টার ঘ। হোটেলের মালিক

২৩। অহল্যার দুঃখ দূর হয় কার কারণে?
ক। বিশ্বামিত্র মুনির খ। রামের। গ। লক্ষ্মণের ঘ। গৌতম মুনির
২৪। মাইকেল মধুসূদন দত্ত দৈবের বশে কোথায় গিয়েছিলেন?
ক। ফ্রান্সে খ। প্রবাসে গ। সাগরদাঁড়িতে ঘ। যশোরে
২৫। প্রহর বলতে কতটুকু সময়কে বোঝানো হয়?
ক। দুই ঘণ্টা খ। তিন ঘণ্টা গ। চার ঘণ্টা ঘ। পাঁচ ঘণ্টা
২৬। ভলগার ওপারে জমি পত্তনির সংবাদ পাখোম কার কাছ থেকে পায়?
ক। জনৈক চাষির কাছে খ। ওভারশিয়ারের কাছে
গ। পাখোমের স্ত্রীর বোনের কাছে ঘ। স্টার্শিনার কাছে
২৭. 'নদীর স্বপ্ন' কবিতাটির উদ্দেশ্য-
i. কল্পনাশক্তির প্রসার ঘটবে
ii. প্রকৃতির প্রতি আকর্ষণ বাড়বে
iii. দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
২৮. 'সব সুন্দরই সরাসরি প্রয়োজনে বাইরে'- এর কারণ কী?
ক. প্রয়োজনের জিনিস মনকে তৃপ্ত করে
খ. অপ্রয়োজনের জিনিস শরীরকে তৃপ্ত করে
গ. প্রয়োজনের জিনিস শরীরকে তৃপ্ত করে
ঘ. অপ্রয়োজনের জিনিস মনকে তৃপ্ত করে
২৯. 'দেশ' কবিতার প্রথম স্তবকে চরণের সংখ্যা কত?
ক. ৮ খ. ১০ গ. ১২ ঘ. ১৪

৩১. রহমত কেন হাউমাউ করে কান্না করতে যাচ্ছিল?
ক. মোড়লের রোগ ভালো না হওয়ার ভয়ে
খ. মোড়ল কর্তৃক প্রতারিত হওয়ার কারণে
গ. মোড়লের রোগ সম্পর্কে কবিরাজের কথা শুনে
ঘ. মোড়লের জন্য সুখী মানুষের জামা না পাওয়ায়
নিচের উদ্দীপকটি পড় এবং ৩২ নং প্রশ্নগুলোর উত্তর দাও:
বিশ্বে পুরুষের পাশাপাশি নারীরাও সাহসিকতার সঙ্গে কাজ করে সুনাম অর্জন করছে. বাংলাদেশের নিশাত
মজুমদার ও ওয়াসফিয়া নাসরিন ২০১২ সালে পৃথিবীর সর্বোচ্চ মাউন্ট এভারেস্ট - এর চূড়ায় দেশের পতাকা
উত্তোলন করে ইতিহাসের পাতায় নাম লেখেন.
৩২. উদ্দীপকে 'নারী' কবিতার যে দিকটি ফুটে উঠেছে-
i. নারীর সাহসিকতা !! . নারীর অবদান
iii. নারীর কল্যাণপথে এগিয়ে চলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৩ 'গাছ লাগান পরিবেশ বাঁচান'_ এ উক্তিটি 'জাগো তরে অরণ্য কন্যারা' কবিতার যে কারণে মূল প্রতিবাদ্য
বিষয়_
i. পরিবেশ দূষণ রোধে
ii. অরণ্য নিধন রোধে উৎসাহিত করতে
iii. প্রকৃতির ঐশ্বর্য রক্ষায় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

৩৫. ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি
৩৬. মোগল সম্রাট আকবর কীসের সমন্বয় সাধন করে বাংলা সন চালু করেন?
ক. ইংরেজি খ্রিস্টাব্দের সঙ্গে চান্দ্র হিজরি সন
খ. চান্দ্র হিজরি সনের সঙ্গে ভারতবর্ষের সৌরসন
গ. আরবি সনের সঙ্গে চান্দ্র হিজরি সন
ঘ. ফারসি সনের সঙ্গে চান্দ্র হিজরি সন
৩৭. সংস্কৃত ভাষাকে বাংলার জননী বলা হতো কেন?
ক. বাংলাকে সংস্কৃতের কন্যা ভেবে
খ. পণ্ডিতদের সংস্কৃতপ্রীতির জন্য
গ. উচ্চশ্রেণীর লোকেরা সংস্কৃত ব্যবহার করত বলে
ঘ. সংস্কৃতের অনেক শব্দ বাংলায় ব্যবহার করত বলে
৩৮. 'একুশের গান' প্রথম ছাপা হয় কত সালে?
ক. ১৯৫১ খ. ১৯৫২ গ. ১৯৫৩ ঘ. ১৯৫৪
৩৯. নববর্ষের প্রধান সর্বজনীন উৎসব কয়টি?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
৪০. কবি আবদুল গাফ্ফার কেন নাগিণী- কালবোশেখীদের জাগতে বলেছেন?
ক. কিশোর হত্যার বিক্ষোভের জন্য
খ. কিশোরী হত্যার বিক্ষোভের জন্য
গ. শিশু হত্যার বিক্ষোভের জন্য
ঘ. নারী হত্যার বিক্ষোভের জন্য

Saturday, February 10, 2018

জে এস সি বাংলা প্রথম মডেল টেস্ট-০৩

সূত্র:CS/1B/8C/TM-10/16
অষ্টম শ্রেণি
[অতিথির স্মৃতি,বাঙালির বাঙলা,পড়ে পাওয়া,তৈল চিত্রের ভূত,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।কবিতা::মানবধর্ম,বঙ্গভূমির প্রতি,দুই বিঘা জমি,পাছে লোকে কিছু বলে,কিশোর কাজী,রাজকুমার ও ভিখারির ছেলে,রবিনসন ক্রুশো।]
অষ্টম শ্রেণি
১. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাঙালি জাতি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।নিজের দেশকে শত্রু দ্বারা
আক্রান্ত হতে দেখে বাঙালি চুপচাপ কাঠের মতো বসে থাকেনি।স্বাধীনতা অর্জনের নেশায় বাঙালি মেতে
উঠেছিল। তাই আহার নিদ্রা ত্যাগ করে বাঙালি কেবর এগিয়ে চলেছিল লক্ষ্যের দিকে।স্বাধীনতা তারা অর্জন
করেছে,শত্রু দ্বারা ধ্বংস করেছে।
ক) ' প্রহারেন ধনঞ্জয়'- শব্দটির অর্থ কী?
খ) "বাঙালি আজন্ম দিব্যশক্তি সম্পন্ন"- ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকে 'বাঙালির বাংলা' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর
ঘ) " স্বাধীনতা অর্জনের নেশায় বাঙালি মেতে উঠেছিল"- উক্তিটি ' বাঙালির বাঙলা' প্রবন্ধের আলোকে
বিশ্লেষণ কর
২. অবিসংবাদী নেতা নেলসন মেন্ডেলা। বর্ণবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাঁকে দীর্ঘ ২৪ বছর কারা ভোগ
করতে হয়।সহ্য করতে হয় সীমাহীন নির্যাতন। কিন্তু মাথা নত করেননি। ক্রমান্বয়ে তার আদর্শে উজ্জীবিত
মানুষের সংখ্যা বাড়তে থাকে।একসময় অবসান ঘটে বর্ণবাদের।, জয় হয় মানবতার।
ক) ৭ মার্চের ভাষণটির স্থান কোথায়?
খ) "আমি প্রধানমন্ত্রী হতে চাই না"- ব্যাখ্যা কর
গ) উদ্দীপকের মেন্ডেলারর চরিত্রের কোন গুণটি বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের মধ্যে লক্ষণীয়? ব্যাখ্যা কর
ঘ) ' নেরসন মেন্ডেলা আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উভয়ই চিরন্তন প্রেরণার আদর্শ' -
বিশ্লেষণ কর
৩.দীর্ঘ দিন রোগ ভোগের পর জাহিদের স্বাস্থ্যহানি ঘটেছে। এ অবস্থায় তাকে পুরোপুরি সুস্থ করে তোলার উদ্দেশ্যে
আবহাওয়া পরিবর্তনের জন্য শ্রীমঙ্গলে চা-বাগান এলাকায় পাঠানো হয়। কিছু দিন থাকার ব্যবস্থা করা হয়
মনোরোম প্রাকৃতিক পরিবেশে। সেখানে বিচিত্র পাখির কলকাকলি,প্রকৃতির সবুজ পরিবেশ ও ভিন্ন
আবহাওয়ায় জাহিদ বেশ আরামবোধ করে।
ক)‘অতিথির স্মৃতি’ গল্পের লেখক বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিলেন? ১
খ) ‘পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা।’Ñ ব্যাখ্যা করো। ২
গ) উদ্দীপকের জাহিদের সাথে ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখকের মানসিকতার সাদৃশ্য নির্ণয় করো। ৩
ঘ) ‘অতিথির স্মৃতি’ গল্পের আলোকে উদ্দীপকে চিত্রিত প্রাকৃতিক পরিবেশের পরিচয় দাও। ৪
খ - বিভাগ
৪.জাবেদ সাহেব প্রায় বিস বছর ধরে মধ্যপ্রাচ্যের একটি দেশে থাকে। নিজেকে মানিয়ে নিয়েছেন সেই দেশের
মানুষ, পরিবেশের সাথে।দেসে ফেরার ইচ্ছা তার নেই। মাতৃভূমি তাকে মনে রাখর কি রাখলনা এ নিয়ে তিনি
মাথা ঘামান না।
ক) শমন '- শব্দের অর্থ কী?
খ) রেখো, মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে '- কবির এমিনতির কারণ কী??
গ) জাবেদ সাহেবের মানসিকতার সাথে কবির মানসিকতার বৈসাদৃশ্য নির্ণয় কর।
ঘ) "উদ্দীপকে 'বঙ্গভূমির প্রতি ' কবিতার আবেদন প্রতিফলিত হয়নি"- এ মতামতের সাপেক্ষে যুক্তি
দেখাও।
৫. আসবার কালে কী জাত ছিলে
এসে তুমি কী জাত নিলে
কী জাত হবা যাবার কালে
সে কথা ভেবে বলো না!
ক.লালন শাহ কার শিষ্যত্ব গ্রহণ করেন?
খ. কবি মানুষকে জাত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন কেন?
গ. উদ্দীপকটির বক্তব্য 'মানবধর্ম ' কবিতার মূলবক্তব্যের সঙ্গে কতটুকু সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো।
ঘ.'পৃথিবীতে আসা যাওয়ার ক্ষেত্রে জাত অভিন্ন'- উক্তিটির তাৎপর্য 'মানবধর্ম'- কবিতা আলোকে বিশ্লেষণ করো।
৬ নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো
যুগ-জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।
সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে
নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব করে, পবিত্রতা আনে
সাধক জনে নিস্তারিতে তার মতো কে জানে?
বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,
বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথা আর?
নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে,
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।
ক) ‘সদা’ শব্দের অর্থ কী?১
খ) ‘সংশয়ে সংকল্প সদা টলে’কেন? ২
গ) উদ্দীপকের নিন্দুক ও ‘পাছে লোকে কিছু বলে’ দিকটি ব্যাখ্যা করো। ৩
ঘ) উদ্দীপকের নিন্দুকের প্রভাব আর ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় বর্ণিত নিন্দুকের প্রভাবকে একসূত্রে
গাঁথা যায় কি? যুক্তিসহ বুঝিয়ে লেখ।।৪
গ বিভাগ
৭। সুমনের জন্ম এক বস্তিতে। সে তার পিতা মাতার অষ্টম সন্তান।ছোটবেলা
থেকেই সে নিজেকে একজন ধনী হিসেবে কল্পনা করে। সে নিজেকে দেশের প্রধানমন্ত্রী ভাবে
এবং তার খেলার সাথীদের মধ্যে সেই অনুযায়ী পদ ভাগ করে দেয়।
সে ভাবে যদি সত্যি সত্যি সে দেশের প্রধানমন্ত্রী হতে পারত।
ক) টম ক্যান্টির জন্ম কোথায় হয়েছিল?
খ) রাজকুমাররুপী টম কেন সুখী হতে পারছিল না?
গ) উদ্দীপকের সুমন চরিত্রটি ' রাজকুমার ও ভিখারীর ছেলে' রচনার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছে?
ব্যাখ্যা কর।
ঘ) সে ভাবে যদি সে সত্যি সত্যি সে দেশের প্রধানমন্ত্রী হতে পারত'।
উক্তিটি ' রাজকুমার ও ভিখারীর ছেলে' রচনার আলোকে বিশ্লেষণ কর
৮. রফিক ও সফিক দু’জন ঘনিষ্ঠ বন্ধু। তারা একে অপরকে প্রচণ্ড বিশ্বাসও করে। তাই সফিক একবার রফিকের
কাছে একটি টাকার বাক্স দিয়ে বলে, ভাই, এই কাগজের বাক্সটা রাখো। আমি দেশের বাইরে যাচ্ছি, ফিরে এসে
বাক্সটা নিয়ে নেবো। সফিক বাক্সটা রেখে যেতে না যেতেই বাক্সের ভেতরে কী আছে, তা দেখার জন্য রফিক
বাক্সটা খোলে। আর খুলতেই দেখে সমস্ত বাক্সটা টাকা দিয়ে ভর্তি। রফিকের মনে লোভ জাগে। সে ভাবে সফিক
যে আমাকে এ বাক্স দিয়ে গেছে তা তো কেউ দেখেনি আর কোনো প্রমাণও নেই। তার মানে এসব টাকা আমার। এর কিছু দিন পরই রফিক এক সড়ক দুর্ঘটনায় তার হাত-পা হারিয়ে পঙ্গু হয়ে যায়। সে বলে, এ আমার
পাপের ফল। সত্যিই লোভে পাপ, পাপে মৃত্যু।
ক) বাগদাদে বসবাসরত বণিকের নাম কী? ১
খ) এ সামান্য বিষয় নিয়ে ভাবার কী আছেÑ লাইনটি ব্যাখ্যা করো। ২
গ) উদ্দীপকে ‘কিশোর কাজী’গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আলোচনা করো। ৩
ঘ) উদ্দীপকের রফিকের মানসিকতার সাথে ‘কিশোর কাজি’ গল্পের নাজিমের মানসিকতার ঐক্য ও
স্বাতন্ত্র্য বিচার করো। ৪
৯.সংগ্রাম তার বাবা-মার সাথে এক মেলা থেকে বাড়ি ফিরছিল কিন্তু পথিমধ্যে একদল ডাকাত তাদের আক্রমণ
করে সংগ্রামের বাবা-মাকে মেরে তাকে ধরে নিয়ে যায় এবং ক্রীতদাস রূপে বিক্রি করে দেয়। তবে সংগ্রামকে যে
ক্রয় করেছে সে খুব ভালো ছিল বলে সংগ্রামের তেমন কোনো কষ্ট হতো না। লোকটির মাছ ধরার খুব নেশা
ছিল। আর সংগ্রাম মাছ কিভাবে ধরতে হয় তা ভালোভাবেই জানত বলে সে মনিবের কাছে আরো প্রিয় হয়ে
ওঠে। তবে মনিবের খুব প্রিয় হলেও সে ওখান থেকে পালানোর চিন্তা বাদ দেয়নি।তাই এক দিন সুযোগ বুঝে
পালিয়ে চলে আসে নিজের দেশে।
ক) লন্ডনে যাওয়ার পথে রবিনসনের জাহাজটি কোন জায়গায় এসে ডুবে যায়? ১
খ) রবিনসন গিনির পথে যাত্রা করল কেন? ব্যাখ্যা করো। ২
গ) উদ্দীপকের সাথে ‘রবিনসন ক্রুশো’ গল্পের কোন দিকটি মিলে যায়? আলোচনা করো। ৩
ঘ) “উদ্দীপকের সংগ্রাম যেন ‘রবিনসন ক্রুশো’ গল্পের রবিনসনের আংশিক প্রতিনিধিত্বকারী।” কথাটি কি
সত্য? তোমার মতামত উপস্থাপন করো। ৪
অষ্টম শ্রেণি বাংলা ১ম পত্র (সৃজনশীল)
পূর্ণমান-৬০, সময়-২: ৩০ মিনিট

বি.দ্র. উদ্দীপকগুলো পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। উত্তর সৃজনশীল পদ্ধতির রীতি-নীতি অনুসারে হওয়া বাঞ্ছনীয়। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত রীতির মিশ্রণ দূষণীয়। দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রতি বিভাগ থেকে দুটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও।

ক বিভাগ (গদ্য)
যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও ২ ১০ = ২০
১। মিথ্যা খুনের মামলায় আসামি হয়ে ঘরছাড়া আম্বিয়ার স্বামী আজগর আলী। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়। আজগরের খোঁজ পাওয়া যায় না। সংসারের বোঝা আর স্বামী হারানোর শোকে বিধ্বস্ত আম্বিয়া একদিন সুই-সুতা হাতে তুলে নিল। দীঘল সুতার মায়াবী অক্ষরে তার সুখ-দুঃখের জীবনালেখ্য তুলে ধরতে শুরু করল প্রতীকীভাবে। দীর্ঘ প্রায় ছয় মাস ধরে আম্বিয়া তার জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার ইতিকথা ফুটিয়ে তুলল সেই সুতার ক্যানভাসে। শিল্পকর্মটি এত জনপ্রিয়তা পেল যে সেটার দ্বারা আম্বিয়া তার ভাগ্যের চাকাই ঘুরিয়ে দিল।
ক. খাদি কাপড়ের বিশেষত্ব কী? = ১
খ. ঢাকাই মসলিন সম্পর্কে যা জান লেখ। = ২
গ. উদ্দীপকে আম্বিয়া যে লোকশিল্পটি তৈরি করেছে, তার বর্ণনা দাও। = ৩
ঘ. আম্বিয়ার লোকশিল্পটি ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের সমগ্রতাকে ধারণ করে, মন্তব্যটির সত্যতা যাচাই করো। = ৪
২। দৈনিক প্রথম আলোর খবর: ‘রংপুরের মিঠামইনে সোনার মোহর নিয়ে শ্রমিক উধাও। ঘটনায় প্রকাশ, স্থানীয় দেবাশীষ চক্রবর্তী তার পুরোনো পুকুরটি সংস্কার করতে কিছু শ্রমিককে কাজ দেয়। কয়েক দিন ধরে তারা পুকুরটি খনন করছিল। হঠাত্ একদিন পুকুরের নিচ থেকে একটি মাটির কলসি বের হয়। যার মধ্যে ছিল প্রচুর সোনার মোহর। শ্রমিকেরা এ ঘটনা মালিককে না জানিয়ে নিজেরা ভাগাভাগি করে মোহরগুলো নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনা জানাজানি হলে দেবাশীষ স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেয় এবং শ্রমিকদের ধরে এনে মোহরগুলো উদ্ধারে সাহায্য করে।’
ক. পত্রপাঠ বিদায় '- কথাটির অর্থ কী? = ১
খ. ‘বাবার মুখ দিয়ে একটি কথাও বেরোল না,’ কেন? = ২
গ. উদ্দীপকের শ্রমিকদের কর্মকাণ্ড ‘পড়ে পাওয়া’ গল্পের সঙ্গে কোন দিক দিয়ে বৈসাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো।=৩
ঘ. উদ্দীপকের দেবাশীষ চক্রবর্তীকে লেখক বা বাদলের প্রতিরূপ বলা যায় কি না, বিশ্লেষণ করো। = ৪
৩। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
দীর্ঘ দিন রোগ ভোগের পর জাহিদের স্বাস্থ্যহানি ঘটেছে। এ অবস্থায় তাকে পুরোপুরি সুস্থ করে তোলার উদ্দেশ্যে আবহাওয়া পরিবর্তনের জন্য শ্রীমঙ্গলে চা-বাগান এলাকায় পাঠানো হয়। কিছু দিন থাকার ব্যবস্থা করা হয় মনোরোম প্রাকৃতিক পরিবেশে। সেখানে বিচিত্র পাখির কলকাকলি, প্রকৃতির সবুজ পরিবেশ ও ভিন্ন আবহাওয়ায় জাহিদ বেশ আরামবোধ করে।
ক)‘প্রাচীরের ধারের গাছটির নাম কী ১
খ) ‘সত্যিকারের একটা ভাবনা ঘুচে গেল '- কীভাবে? ২
গ) উদ্দীপকের জাহিদের সাথে ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখকের মানসিকতার সাদৃশ্য নির্ণয় করো। ৩
ঘ) ‘অতিথির স্মৃতি’ গল্পের আলোকে উদ্দীপকে চিত্রিত প্রাকৃতিক পরিবেশের পরিচয় দাও। ৪
খ বিভাগ (পদ্য)
যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও ২ ১০ = ২০
৪। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
রফিক উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কানাডায় গমন করে। কিন্তু কানাডায় গিয়ে বঙ্গভূমি বাংলাদেশের কথা বারবার মনে করে, এই দেশের স্মৃতিগুলো রফিককে বারবার তাড়া করে বেড়ায়। তাই রফিক তার বড় ভাইয়ের কাছে চিঠি লেখে ভাই, আমার কানাডায় থাকা সম্ভব হবে না। কারণ জন্মভূমি বাংলাদেশকে আমি কিছুতেই ভুলতে পারছি না। নিরুপায় হয়ে ভাই প্রত্যুত্তরে জানায়, ভালো না লাগলে চলে আয়। দেশে এসে রফিক উচ্চতর ডিগ্রি অর্জন করতে সক্ষম হয়।
ক) বাংলা ভাষায় প্রথম মহাকাব্যের নাম কী? ১
খ) কবি মাতৃভূমির কাছে কী বর প্রার্থনা করেছেন? ২
গ) উদ্দীপকের রফিকের সাথে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কবি মাইকেল মধুসূদনের বৈসাদৃশ্য কোথায়? নির্ণয় করো। ৩
ঘ) ‘কিছু বৈসাদৃশ্য থাকলেও উদ্দীপকের রফিক মধুসূদন দত্তেরই প্রতিচ্ছবি।’ বিশ্লেষণ করো। ৪
৫। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো
যুগ-জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।
সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে
নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব করে, পবিত্রতা আনে
সাধক জনে নিস্তারিতে তার মতো কে জানে?
বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,
বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথা আর?
নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে,
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।
ক) ‘ম্রিয়মাণ '-শব্দের অর্থ কী? ১
খ) ‘আমরা মহৎ উদ্দেশ্য সাধন করতে পারি না কেন? ২
গ) উদ্দীপকের নিন্দুক ও ‘পাছে লোকে কিছু বলে’ দিকটি ব্যাখ্যা করো।৩
ঘ) উদ্দীপকের নিন্দুকের প্রভাব আর ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় বর্ণিত নিন্দুকের প্রভাবকে একসূত্রে গাঁথা যায় কি? যুক্তিসহ বুঝিয়ে লেখ।
৬। জমিদার ওয়াজেদ চৌধুরীর জমি বর্গা চাষ করে দরিদ্র কৃষক ওসমান। ফসলের ভাগ আধাআধি। এবার পাটের ফলন খুব ভালো হয়েছে। জোঁকের কামড় খেয়ে, পানিতে ডুব দিয়ে দিয়ে পাটগুলো কেটেছে সে। কিন্তু ভাগ-বণ্টনের সময় চৌধুরী তিন ভাগের দুই ভাগ নিয়ে নেয়। এর কারণ জানতে চাইলে চৌধুরী বলে, গতবার বাইনের সময় বলদ আর লাঙল কেনার জন্য সে ৫০০ টাকা ধার দিয়েছে। সেই টাকার সুদ হিসেবেই ফসলের তিন ভাগের দুই ভাগ তার। ওসমান আকাশ থেকে পড়ে! কবে, কখন টাকা নিল সে? তবে ওর মনে পড়ে, বাইনের সময় কী একটা সাদা কাগজে তার টিপসই ঠিকই নিয়েছিল জমিদার। কিন্তু ওটাতে ৫০০ টাকা ধার নেওয়ার কথা লেখা ছিল, এটা তো সে বোঝেনি। সে ভাবে, এরা তো অনেক বড় জোঁক, কখন কীভাবে রক্ত চোষে, টেরও পাওয়া যায় না। ওসমানের মাথায় রক্ত উঠে যায়। সে লাঠি হাতে রওনা দেয় চৌধুরীর বাড়ির দিকে।
ক. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? খ. নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী জন্মভূমি—উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
গ. ওয়াজেদ চৌধুরীর সঙ্গে বাবু সাহেব যেদিক থেকে সাদৃশ্যপূর্ণ, তা ব্যাখ্যা করো।
ঘ. ওসমানের সঙ্গে উপেনের সাদৃশ্য থাকলেও দুজন দুই মেরুর বাসিন্দা, মন্তব্যটি মূল্যায়ন করো।
গ বিভাগ (আনন্দপাঠ)
যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও ২ ১০ = ২০
৭। নিচের উদ্দীপকটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাও :
রফিক ও সফিক দু’জন ঘনিষ্ঠ বন্ধু। তারা একে অপরকে প্রচণ্ড বিশ্বাসও করে। তাই সফিক একবার রফিকের কাছে একটি টাকার বাক্স দিয়ে বলে, ভাই, এই কাগজের বাক্সটা রাখো। আমি দেশের বাইরে যাচ্ছি, ফিরে এসে বাক্সটা নিয়ে নেবো। সফিক বাক্সটা রেখে যেতে না যেতেই বাক্সের ভেতরে কী আছে, তা দেখার জন্য রফিক বাক্সটা খোলে। আর খুলতেই দেখে সমস্ত বাক্সটা টাকা দিয়ে ভর্তি। রফিকের মনে লোভ জাগে। সে ভাবে সফিক যে আমাকে এ বাক্স দিয়ে গেছে তা তো কেউ দেখেনি আর কোনো প্রমাণও নেই। তার মানে এসব টাকা আমার। এর কিছু দিন পরই রফিক এক সড়ক দুর্ঘটনায় তার হাত-পা হারিয়ে পঙ্গু হয়ে যায়। সে বলে, এ আমার পাপের ফল। সত্যিই লোভে পাপ, পাপে মৃত্যু।
ক) বাগদাদে বসবাসরত বণিকের নাম কী? ১
খ) এ সামান্য বিষয় নিয়ে ভাবার কী আছে'- লাইনটি ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকে ‘কিশোর কাজী’ গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আলোচনা করো। ৩
ঘ) উদ্দীপকের রফিকের মানসিকতার সাথে ‘কিশোর কাজি’ গল্পের নাজিমের মানসিকতার ঐক্য ও স্বাতন্ত্র্য বিচার করো। ৪
৮। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : সংগ্রাম তার বাবা-মার সাথে এক মেলা থেকে বাড়ি ফিরছিল। কিন্তু পথিমধ্যে একদল ডাকাত তাদের আক্রমণ করে সংগ্রামের বাবা-মাকে মেরে তাকে ধরে নিয়ে যায় এবং ক্রীতদাস রূপে বিক্রি করে দেয়। তবে সংগ্রামকে যে ক্রয় করেছে সে খুব ভালো ছিল বলে সংগ্রামের তেমন কোনো কষ্ট হতো না। লোকটির মাছ ধরার খুব নেশা ছিল। আর সংগ্রাম মাছ কিভাবে ধরতে হয় তা ভালোভাবেই জানত বলে সে মনিবের কাছে আরো প্রিয় হয়ে ওঠে। তবে মনিবের খুব প্রিয় হলেও সে ওখান থেকে পালানোর চিন্তা বাদ দেয়নি। তাই এক দিন সুযোগ বুঝে পালিয়ে চলে আসে নিজের দেশে।
ক) লন্ডনে যাওয়ার পথে রবিনসনের জাহাজটি কোন জায়গায় এসে ডুবে যায়? ১
খ) রবিনসন গিনির পথে যাত্রা করল কেন? ব্যাখ্যা করো। ২
গ) উদ্দীপকের সাথে ‘রবিনসন ক্রুশো’ গল্পের কোন দিকটি মিলে যায়? আলোচনা করো। ৩
ঘ) “উদ্দীপকের সংগ্রাম যেন ‘রবিনসন ক্রুশো’ গল্পের রবিনসনের আংশিক প্রতিনিধিত্বকারী।” কথাটি কি সত্য? তোমার মতামত উপস্থাপন করো।
৯.ভিক্ষুক রমিজ এক বার এক ধনীর বাড়িতে থাকার সুযোগ পায়, ভালো খাবার খেতে দিয়ে রাতে মকমলের বিছানায় শুতে দেয়, কিন্তু কিছুতেই তার ঘুম আসছিলো না। তাকে যে কম্বল গায়ে দিতে দেয় সেটা তার কাছে অসহ্য ও যন্ত্রণাদায়ক মনে হচ্ছিলো, আর এ কারণে সে একের পর এক কম্বলের আঁশগুলো ছিড়তে লাগলো। সকালে দেখা গেল পুরো কম্বলটা ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত হয়েছে। রমিজ গৃহকর্তার নিকট তার ভাঙা কুঁড়ে ঘরে ফিরে যাবার আবেদন জানায়।
ক. চোরেরা রাজকুমারের কী নাম দিয়েছিল? ১
খ. রাজকুমার টমকে তার কাছে ডেকে নিল কেন? ২
গ. উদ্দীপকের মর্মবাণীর সাথে ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের যে সাদৃশ্য রয়েছে তা বর্ণনা করো।৩
ঘ. উদ্দীপকটি ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের মূলবার্তা ধারণ করে কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও।৪


‘ক’ বিভাগ : গদ্য

 ২। লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণ আমাদের সবার দায়িত্ব। আমরা যদি লোকশিল্পের ভেতর দিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, তাহলে তা দেশে দেশে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলার কাজেও সাহায্য করবে। শুধু তাই নয়, এতে একদিকে যেমন আমাদের লোকশিল্পের প্রসার হবে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশ লাভবান হবে। 
ক. কোন অঞ্চলের মাদুর সবার কাছে পরিচিত? 
খ. ‘ঢাকাই মসলিনের কদর ছিল দুনিয়াজুড়ে’ বলতে কী বোঝায়? 
গ. লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের উপায়গুলো ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে লোকশিল্প বাঁচিয়ে রাখার যে তাগিদ অনুভূত হয়েছে, তা প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। 
‘খ’ বিভাগ : কবিতা
৫। জমিদার কৃষ্ণচন্দ্রের একটি বাগান আছে। বাগানটি দৈর্ঘ্য ও প্রস্থে সমান নয়। তাই তিনি মনে করলেন বাগানটিকে বর্গাকৃতি করে সৌন্দর্য বাড়াতে হলে প্রয়োজন আরো কিছু জমি। তাই জমিদার পাশের গরিব গৃহস্থ কৃষক নিমাই চন্দ্রের বাড়ি দখল করে নিয়েছেন। বর্তমান সমাজে অনেক গরিব মানুষই এভাবে তাদের সর্বস্ব হারাচ্ছে। 
ক. দুই বিঘা জমি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? ১ 
খ. ‘ছিলে দেবী, হলে দাসী। ’ এ কথার মাধ্যমে কী বোঝানো হয়েছে? ২ 
গ. উদ্দীপকের নিমাই চন্দ্রের সঙ্গে ‘দুই বিঘা জমি’ কবিতার উপেন চরিত্রের সাদৃশ্য তুলে ধরো। ৩ 
ঘ. বর্তমান সমাজের অনেক গরিব মানুষ সমাজের ক্ষমতাবানদের নিষ্ঠুরতার শিকার—কথাটি কবিতার আলোকে ব্যাখ্যা করো। ৪ 
৬। নারী ও পুরুষের সম্মিলিত শক্তিতে নির্মিত হয়েছে আজকের মানব সভ্যতা। তবে বেশির ভাগ ক্ষেত্রে পুরুষদের অবদান প্রত্যক্ষ; কিন্তু নারীদের অবদান পরোক্ষ বলে মানুষ অনেক সময় তা বুঝতে পারে না। একজন পুরুষের সফলতার পেছনে রয়েছে মা-বোনের উৎসাহ ও উদ্দীপনা। এক কথায় নারী ও পুরুষের ত্যাগের মহিমাই আজকের দুনিয়া। 
ক. বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? 
খ. ‘যুগের ধর্ম এই’ বলতে কবি কী বুঝিয়েছেন? 
গ. উদ্দীপকে ‘নারী’ কবিতায় যে ভাবের প্রতিফলন প্রকাশ পেয়েছে, তা ব্যাখ্যা করো। 
ঘ. সভ্যতা নির্মাণে পুরুষের পাশাপাশি নারীর অবদান কবিতার আলোকে লেখো।
 
৭। বাংলার হাওয়া বাংলার জল 
হৃদয় আমার করে সুশীতল 
এত সুখ শান্তি এত পরিমল 
কোথা পাব আর বাংলা ছাড়া 

ক. ধানসিঁড়ি নদী কোন জেলায়? 
খ. ‘নবান্নের দেশ’ বলতে কবি কী বুঝিয়েছেন? 
গ. উদ্দীপকটি ‘আবার আসিব ফিরে’ কবিতার সঙ্গে যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ, তা ব্যাখ্যা করো। 
ঘ. উদ্দীপকের ভাবের সঙ্গে কবি জীবনানন্দের বাংলায় ফিরে আসার আকাঙ্ক্ষা কিভাবে সম্পৃক্ত? কবিতার আলোকে ব্যাখ্যা করো। 
৮. আসবার কালে কি জাত ছিলে 
এসে তুমি কি জাত নিলে। 
কি জাত হবা যাবার কালে 
সেই কথা ভেবে বলো না।। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি 
এক জলে সব হয় গো শুচি। 
দেখে শুনে হয় না রুচি 
যমে তো কাউকে ছাড়বে না।। 

ক) লালন শাহ কোথায় মৃত্যুবরণ করেন? 
খ) কবি মানুষকে জাত-ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন কেন? 
গ) উদ্দীপকটির মন্তব্য 'মানবধর্ম'- কবিতার মূলবক্তব্যের সঙ্গে কতটুকু সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। 
ঘ) 'পৃথিবীতে আসা যাওয়ার ক্ষেত্রে জাত অভিন্ন। '- উক্তিটির তাৎপর্য 'মানবধর্ম'- কবিতা আলোকে বিশ্লেষণ করো।

‘গ’ বিভাগ : সহপাঠ

৯। হালিম ও রতন খুব ভালো বন্ধু। একজন অপরজনের খুব বিশ্বস্ত। ঈদে গ্রামের বাড়ি যাওয়ার সময় হালিম রতনের কাছে একটি ব্যাগ রেখে যায়। যাওয়ার সময় বলে যায়, ব্যাগে কিছু কাপড়চোপড় আছে। সেগুলো যেন যত্ন করে আলমারিতে রেখে দেয়। কৌতূহলবশত এক দিন রতন ব্যাগ খুলে দেখে—প্রচুর পরিমাণ বিদেশি ডলার ও সোনার চেইন। রতন ডলার ও সোনার চেইন নিয়ে কাপড় দিয়ে ব্যাগভর্তি করে রেখে দেয়। 
ক. আলী কোজাই পেশায় কী ছিলেন? 
খ. কিশোর বালকের বিচারক্ষমতা দেখে খলিফা কী করলেন? 
গ. উদ্দীপকটি ‘কিশোর কাজি’ গল্পের কোন দিকটি মনে করিয়ে দেয়—ব্যাখ্যা করো। 
ঘ. উদ্দীপকের রতন যেন ‘কিশোর কাজি’ গল্পের নাজিম চরিত্রের প্রতিনিধিত্ব করেছে—উক্তিটির তাত্পর্য বিশ্লেষণ করো। 

১০। প্রত্যেকে তার নিজস্ব পরিবেশে ভালো থাকে। কথায় বলে—বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। অর্থাৎ প্রত্যেক প্রাণীই নিজস্ব অবস্থানে স্বাচ্ছন্দ্য ও স্বাভাবিক থাকে। নিজের অবস্থান ছেড়ে অন্যের পরিবেশে গেলে সে পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে না। ফলে জীবন হুমকির সম্মুখীন হয়ে পড়ে। 
ক. টম ক্যান্টিকে কে পদাঘাত করেছিল? 
খ. টমকে সবাই উপহাস করত কেন? 
গ. উদ্দীপকে ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে—ব্যাখ্যা করো। 
ঘ. ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। ’ উক্তিটি গল্পের আলোকে বিশ্লেষণ করো। 
১১। সহযাত্রীদের কাছে পরিত্যক্ত নবকুমার অজানা-অচেনা দুর্গম বনে ঘুরে বেড়াতে লাগল। কাপালিকের পালিত কন্যা কপালকুণ্ডলা তাকে সাহায্য করল। কিন্তু কাপালিক নবকুমারকে কতল করার জন্য লতাপাতা দিয়ে বেঁধে রাখল। শেষে কপালকুণ্ডলার সাহায্যে নবকুমার দেশে ফিরে এলো। 
ক. রবিনসন অজানা দ্বীপে কত বছর ছিল? 
খ. রবিনসন ক্রুশোকে কেন মুকুটহীন রাজা বলা হয়? 
গ. নির্জন বনে পরিত্যক্ত নবকুমারের সঙ্গে রবিনসনের জীবনের কোন ঘটনার মিল রয়েছে—ব্যাখ্যা করো। 
ঘ. উদ্দীপকের নবকুমারের সঙ্গে রবিনসনের স্বদেশ প্রত্যাবর্তনের মিল কোথায়—গল্পের আলোকে ব্যাখ্যা করো।

 [সব প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান-১] 




৯। মসলিন কী দিয়ে বোনা হতো?
 ক. পশম সুতা খ. রেশম সুতা গ. সূক্ষ্ম সুতা ঘ. সূক্ষ্ম পাটের আঁশ 
১০। শিকা কী কাজের জন্য তৈরি? 
ক. আগুন জ্বালাতে খ. জিনিসপত্র ঝুলিয়ে রাখতে গ. কাপড় রাখতে ঘ. বাতাস করতে 

১৩. প্রাচীন আরাকান রাজ্যের পরিধি ছিল—
 i) ফেনী নদী থেকে বঙ্গোপসাগর পর্যন্ত। 
 ii) ফেনী নদী থেকে আন্দামান পর্যন্ত
 iii) ফেনী নদী থেকে আন্দামানের কাছাকাছি বঙ্গোপসাগর পর্যন্ত 
নিচের কোনটি সঠিক? 
ক. i ও ii খ. i ও iii গ. iii ঘ. i, ii ও iii 
১৪। মুসলমানদের চেনা যায় কিভাবে— 
ক. টুপি খ. তসবি হাতে গ. হাট ঘ. পাঞ্জাবি 
১৫.কবি স্বদেশকে কী হিসেবে কল্পনা করেছেন? 
ক. দেবতা খ. মা গ. সন্তান ঘ. ভগ্নী 

২৪. অজানা গাঁ পেরিয়ে কী চলে গেছে? 
ক. খেতের পরে খেত। খ. নদীর পরে মাঠ। ঘ. নদীর পরে নদী ঘ. গ্রামের পরে গ্রাম 
২৫. ‘দেশ’ কবিতায় প্রকৃতির কোন উপাদানগুলো আলোচিত হয়েছে? 
i) খেত। ii) বন-বনানী iii) নদ-নদী 
নিচের কোনটি সঠিক? 
ক. i খ. ii। গ. ii ও iii ঘ. i, ii ও iii 
২৬। কোনটি কবি সুফিয়া কমালের কাব্যগ্রন্থ? 
ক. বনফুল। খ. চক্রবাক। গ. সাঁঝের মায়া ঘ. বনলতা সেন 


Sunday, July 30, 2017

বঙ্গভূমির প্রতি, কবি মাইকেল মধুসূদন

                               বঙ্গভূমির প্রতি
মাইকেল মধুসূদন দত্ত(যশোর,১৮২৪-কলকাতা,১৮৭৩)
বিখ্যাত ও প্রথম সার্থক নাটক : শর্মিষ্ঠা।
বিখ্যাত মহাকাব্য : মেঘনাদ বধ কাব্য
বিশেষ অবদান: অমিত্রাক্ষর ছন্দ ও সনেট।
প্রহসন : ' একেই কি বলে সভ্যতা' ও 'বুড়ু শালিকের                     ঘাড়ে রো'
প্রথম ট্রাজেডি নাটক : কৃষ্ণকুমারী
১. 'বঙ্গভূমির প্রতি' কবিতাটির লেখক কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
২. 'বঙ্গভূমির প্রতি' কবিতায় কবি কাকে 'মা' হিসেবে কল্পনা করেছেন?
উত্তর :কবি নিজ দেশকে।
৩. মধুসূদনের মনে কখন থেকে কবি হওয়ার বাসনা ছিল?
উত্তর : শৈশব থেকেই।
৪. কোথায় না গেলে কবি হওয়া যাবে না বলে মধুসূদন মনে করেছিলেন?
উত্তর : বিলেত না গেলে।
৫. মধুসূদন কী ধর্ম গ্রহণ করেন?
উত্তর : খ্রিস্টধর্ম
৬. খ্রিস্টধর্ম গ্রহণ করার কারণে মধুসূদনের নামের পূর্বে কোন শব্দটি যুক্ত হয়?
উত্তর :  'মাইকেল'
৭. বাংলা ভাষায় প্রথম মহাকাব্য রচনাকারী কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
৮. বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যটির নাম কী?
উত্তর : 'মেঘনাবধ কাব্য'।
৯. মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্যটির নাম কী?
উত্তর : 'বীরাঙ্গনা'।
১০. বাংলা সাহিত্যের প্রথম প্রথাবিরোধী লেখক কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
১১. 'চতুর্দশপদী কবিতার' আরেক নাম কী?
উত্তর : 'সনেট'।
১২. বাংলা সনেটের রচয়িতা কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
১৩. জন্মিলে কী করতে হবে?
উত্তর : জন্মিলে মরতে হবে।
১৪. অমৃত-হৃদে পড়িলে কে গলে না?
উত্তর : মক্ষিকাও গলে না।
১৫. জীবন-নদে কী চিরস্থিত নয়?
উত্তর :  নীর
১৬. 'নীর' অর্থ কী?
উত্তর : 'নীর' অর্থ পানি বা জল।
১৭. কোননদ অর্থ কী?
উত্তর : কোননদ অর্থ লাল পদ্ম।
১৮. শমন কী?
উত্তর : মৃত্যুর দেবতা।
১৯. সাধিতে মনের সাধ ঘটে যদি কী?
উত্তর : পরমাদ।
২০. মনঃকোকনদ কী হীন করো না?
উত্তর : মনঃকোকনদ মধুহীন করো না।

★অনুধাবনমূলক প্রশ্ন

১. 'রেখো, মা, দাসেরে মনে'- পঙ্ক্তিটির অর্থ ব্যাখ্যা কর।
২. 'সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ' বলতে কী বোঝায়?
৩. মধুহীন করো না বলতে কবি কী বুঝিয়েছেন? ব্যাখ্যা কর।
৪. জন্মিলে মরিতে হবে কেন? ব্যাখ্যা কর।
৫. কোথাও কেউ অমর নয় কেন? বুঝিয়ে দাও।
৬. জীবন নদের নীর স্থির নয় কেন? ব্যাখ্যা কর।
৭. 'মা যদি রাখ মনে নাহি ডরি, শমনে। '- পঙ্ক্তিটির অর্থ ব্যাখ্যা দাও।
৮. 'ধন্য সে নরকুলে। '- কথাটি বুঝিয়ে বল।
৯. 'তবে যদি দয়া কর, ভুল দোষ, গুণ ধর' বলতে কী বোঝায়?
১০. 'মনের মন্দিরে সদা সেবে সবর্জন' পঙ্ক্তিটির অর্থ ব্যাখ্যা কর।

★নমুনা সৃজনশীল :
সালাম দুষ্টুমির অপরাধের কারণে মায়ের কাছে ক্ষমা চায়। সে আর কোনো দিন সেই অপরাধ করবে না বলে মাকে জানায়। কারণ মা ক্ষমাশীল, মা’র কাছে সন্তানের অপরাধ মার্জনীয়। সন্তান মায়ের কাছে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেন। কারণ মায়ের মন মমতায় ভরা, তাই তিনি সন্তানের প্রতি রাগ করে থাকতে পারেন না।
প্রশ্ন : ক) ‘মেঘনাদবধ’ কাব্যের রচয়িতা কে?
খ) ‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে।’ ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকটি ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কোন বিষয়টিকে প্রতীকায়িত করে? লিখ।
ঘ) “উদ্দীপকের সালামের অপরাধ থেকে কবি মধুসূদনের অপরাধ ভিন্নতর"- বিশ্লেষণ করো।
উত্তর :
ক) ‘মেঘনাদবধ’ কাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত।
খ) ‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথায় কবে।’ চরণটিতে মানুষ অমর নয়, একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সে বিষয়টি বোঝানো হয়েছে।
কবি বাংলা-মায়ের কোলে বেঁচে থাকতে চান। তাই কবি যতদিন বেঁচে থাকবেন ততদিন যেন দেশমাতৃকা তাকে মনে রাখেন এবং আদর-সোহাগের পরশ বুলিয়ে দেন। কারণ এ পৃথিবীতে মানুষ অমর নয়। জন্মগ্রহণ করলে মৃত্যু অবধারিত। পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যিনি জীবিত রয়েছেন হাজার বছর। তাই কবি দেশমাতৃকার কাছে প্রার্থনা করেছেন তাকে যেন মা করে দিয়ে বুকে জড়িয়ে নেন।
গ) উদ্দীপকটি ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কবির প্রতি দেশমাতৃকার ক্ষমাশীলতার বিষয়টিকে প্রতীকায়িত করে। কবি মাইকেল মধুসূদন দত্ত তার ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় স্বদেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার স্বরূপ প্রকাশ করেছেন। তিনি তার স্বদেশকে অর্থাৎ দেশমাতৃকাকে প্রাণের চেয়ে অধিক ভালোবেসে ছিলেন। উদ্দীপকের সালাম দুষ্টুমির অপরাধের কারণে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে। কারণ সে জানে ক্ষমাশীল। মায়ের কাছে সন্তানের অপরাধ মার্জনীয়। সন্তান মায়ের কাছে ক্ষমা চাইলে মা তা ক্ষমা করে দেন। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কবিও সে বিষয়টি বিশ্বাস করেন। তাই তো প্রবাসী মধুসূদন ভেবেছেন মা যেমন সন্তানের কোনো দোষ মনে রাখেন না। দেশমাতৃকাও তেমনি তার সব দোষ ক্ষমা করে দেবেন। কারণ কোনো মা-ই সন্তানের দোষ ক্ষমা না করে পারেন না। সুতরাং বলা যায়, উদ্দীপকটি আলোচ্য কবিতার মায়ের সেই ক্ষমাশীলতার দিকটিকে প্রতীকায়িত করে।
ঘ) উদ্দীপকের সালামের অপরাধ থেকে কবি মধুসূদনের অপরাধ ভিন্নতর। কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রস্বরূপ। কারণ তিনি পুরো সাহিত্যের নতুনত্বের সংযোগ সাধন করেছেন। অমিত্রাক্ষর ছন্দ, সনেট, প্রহসন ইত্যাদি রচনা করে তিনি স্মরণীয় হয়ে আছেন। তার ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় বঙ্গভূমির প্রতি কবির মমত্ববোধের প্রকাশ পেয়েছে। সেই সাথে দেশমাতৃকার কাছে কবির কৃতকর্মের মার্জনা চাওয়া হয়েছে। উদ্দীপকের সালাম দুষ্টুমির কারণে মায়ের কাছে অপরাধী হয়, সে আর কোনো দুষ্টুমি করবে না বলে মাকে জানায়। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমি ও মাতৃভাষাকে অবজ্ঞার অপরাধে অপরাধী। তিনি প্রথম জীবনে বঙ্গভূমি ও বঙ্গভাষাকে অবজ্ঞা করে বিদেশী ভাষায় সাহিত্য রচনা করতে গিয়ে ব্যর্থ হয়ে দেশে ফিরে দেশমাতৃকার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এখানে সালাম ও কবির অপরাধের বৈসাদৃশ্য রয়েছে। শৈশব থেকে মাইকেল মধুসূদন দত্তের মনে কবি হওয়ার তীব্র বাসনা ছিল। তিনি মনে করেছিলেন, বিলেত না গেলে কবি হওয়া যাবে না। সেই আশা লালন করে তিনি বিলেত যান এবং সেখানে গিয়ে সাহিত্য রচনা করে ব্যর্থ হন। পরে দেশে ফিরে এসে মাতৃভাষায় সাহিত্য রচনা করার জন্য আত্মনিয়োগ করেন এবং দেশমাতৃকার কাছে সেই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায়। উদ্দীপকের সালাম কিন্তু এমন অপরাধে অপরাধী নয়। তাই আমরা বলতে পারি, উদ্দীপকের সালামের অপরাধ থেকে কবি মধুসূদনের অপরাধ ভিন্নতর।


মডেল টেস্ট-০১
বাংলা প্রথম পত্র

১। ‘বঙ্গভূমির প্রতি’ কী ধরনের কবিতা?
ক. রঙ্গ কবিতা খ. রম্য কবিতা
গ. গীতি কবিতা ঘ. বড় কবিতা
২। কবি মাইকেল মধুসূদন দত্ত দেশকে কী হিসেবে কল্পনা করেছেন?
ক. সন্তান খ. মা  গ. ছেলে ঘ. মেয়ে
৩। কবি কার স্মৃতিতে পদ্ম ফুলের মতো ফুটে থাকতে চান?
ক. দেশমাতৃকার খ. সন্তানের
গ. পিতার ঘ. বাঙালির
৪। বাংলা সাহিত্যে প্রথম প্রথাবিরোধী লেখক কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. জসীম উদ্দীন
৫। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কত সালে?
ক. ১৮২৪ খ্রি. খ. ১৮২৫ খ্রি.
গ. ১৮২৬ খ্রি. ঘ. ১৮২৭ খ্রি.
৬। মাইকেল মধুসূদন দত্ত কোথায় মৃত্যুবরণ করেন?
ক. ঢাকায় খ. রংপুরে
গ. কলকাতায় ঘ. ইংল্যান্ডে
৭। ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ কী ধরনের সাহিত্যকর্ম?
ক. প্রহসন খ. নাটক গ. উপন্যাস ঘ. প্রবন্ধ
৮। মধুসূদন দত্তের নামের পূর্বে মাইকেল যুক্ত হয় কখন?
ক. হিন্দু ধর্ম গ্রহণের পর
খ. খ্রিস্টান ধর্ম গ্রহণের পর
গ. বৌদ্ধ ধর্ম গ্রহণের পর
ঘ. আর্য ধর্ম গ্রহণের পর
৯। বাংলা ভাষায় প্রথম মহাকাব্য কোনটি?
ক. মেঘনাদবধ কাব্য খ. পদ্মাবতী
গ. বীরাঙ্গনা ঘ. পদ্মলোচন
১০। ‘মক্ষিকা’ শব্দের অর্থ কী?
ক. মশা খ. মাছি
গ. বাদুড় ঘ. খরগোশ
১১। কী গলে না অমৃত হ্রদে?
ক. চিনি খ. তুঁত
গ. মক্ষিকা ঘ. লবণ
১২. কবি ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় নিজেকে কী হিসেবে আখ্যায়িত করেছেন?
ক. দাস খ. দেশপ্রেমিক
গ. চোর ঘ. ভাবুক
১৩. ‘জন্মিলে মরিতে হবে
অমর কে কোথা কবে’
কবিতাংশটির কবি কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. জসীম উদ্?দীন
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৪. ‘রেখো, মা দাসেরে মনে’ এই উক্তিতে প্রকাশ পেয়েছে i. স্বদেশের প্রতি কবির অহমিকা
ii. স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা
iii. স্বদেশের প্রতি কবির বিনয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i ও iii
১৫. ‘কোকনদ’ শব্দের অর্থ কী?
ক. লাল পদ্ম খ. সবুজ পদ্ম
গ. নীল পদ্ম ঘ. সাদা পদ্ম
১৬. ‘তবে যদি দয়া কর’ কার কাছে?
ক. বঙ্গভূমি খ. অমৃত হ্রদ
গ. সৃষ্টিকর্তা ঘ. কোনোটিই নয়
১৭. ‘অমর করিয়া বর দেহ দাসে’ এখানে কবি কী বর চেয়েছেন?
ক. সুবর খ. কুবর
গ. দৈববর ঘ. শমন
১৮. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় প্রকাশিত মূল বিষয় কী?
ক. দাসপ্রীতি খ. ভাষাপ্রীতি
গ. স্বদেশপ্রীতি ঘ. প্রকৃতিপ্রীতি
১৯. কবির দেহ আকাশ থেকে কী খসে পড়লেও তার খেদ নেই?
ক. নীর খ. বায়ু গ. রস ঘ. জীব-তারা
২০. কখন থেকে মাইকেল মধুসূদন দত্তের মনে কবি হওয়ার তীব্র বাসনা ছিল?
ক. বৃদ্ধ খ. শৈশব
গ. যৌবন ঘ. বার্ধক্য
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. খ ৩. ক ৪. গ ৫. ক ৬. গ ৭. ক ৮. খ ৯. ক ১০. খ ১১. গ ১২. ক ১৩. গ ১৪. গ ১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. গ ১৯. ঘ ২০. খ।
১.
আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে-এই বাংলায়
হয়তো মানুষ নয়-হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়;
২.
রেখো মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে।
সাধিতে মনের সাধ,
ঘটে যদি পরমাদ,
মধুহীন করো না গো তব মনঃকোকনদে।
ক. বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কী?
খ. কবি বর প্রার্থনা করেন কেন-ব্যাখ্যা কর।
গ. কবিতাংশ দুটিতে কী অমিল লক্ষ্য করা যায়?- আলোচনা কর।
ঘ) কবিতাংশ দুটির মূল সুর একই –মন্তব্যটি বিশ্লেষণ কর ।

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post