Ad-1

Tuesday, April 2, 2019

আনন্দ পাঠ

আনন্দপাঠঃ

সোহরাব ও রোস্তম ঃ

চন্দ্রা গ্রামের বাবুর শক্তি ও সাহসিকতার কথা সবার জানা। তাই কেউ কোনো সমস্যায় পড়লে তাকে ডাকা চাই। একদিন রহিমদের ষাঁড়টি ঘর থেকে ছুটে মানুষের ক্ষতি করতে শুরু করল। বাবু একাই সেটিকে বাগিয়ে আনল।
ক) বীর যোদ্ধা শামের পুত্রের নাম কী?
খ) রখ্শ মহানন্দে হ্রেষাধ্বনি করে কেন?
গ) উদ্দীপকের বাবুর মাঝে ‘সোহরাব রোস্তম’ গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
ঘ) উক্ত দিকটি রোস্তম চরিত্রের পূর্ণাঙ্গ পরিচয় নয়—‘সোহরাব রোস্তম’ গল্পের আলোকে বক্তব্যটি বিশ্লেষণ করো।

মার্চেন্ট অব ভেনিস

★ কায়েস ও মামুন দুই ভাই হলেও দুজনের চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন। কায়েস সাধ্যমতো অন্যের উপকার করে, বিপদে পাশে দাঁড়ায়। অন্যদিকে মামুন কী করে ধনী হবে, সে দিকই তার খেয়াল। তাই তো মানুষকে বিপদে ফেলে অর্থ আদায়ে সে দ্বিধা করে না। গ্রামের সবাই কায়েসকে পছন্দ করে আর মামুনকে ঘৃণা করে।
(ক) অ্যান্টনিও কোন দেশের সওদাগর ছিলেন? ১
(খ) বসানিওকে ভাগ্যবান বলা হয়েছে কেন? ব্যাখ্যা করো। ২
(গ) উদ্দীপকের মামুনের সঙ্গে ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের যে চরিত্রের মিল রয়েছে, তা ব্যাখ্যা করো। ৩
(ঘ) “উদ্দীপকটি ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের খণ্ডচিত্র মাত্র”—উক্তিটি মূল্যায়ন করো। ৪
★ মিজান ও সেজান দুই ভাই হলেও তাদের দুজনের চরিত্রের বৈশিষ্ট্য ভিন্ন। মিজান ছোটবেলা থেকেই ভদ্র, পরোপকারী, সহজ-সরল। বন্ধু মহলেও তার খুব সুনাম ছিল। তাই ছোট-বড় সবাই তাকে ভালোবাসে। অন্যদিকে সেজান ছিল চঞ্চল, অহংকারী ও লোভী। তাই সে বড় হয়ে সুদের ব্যবসা করত এবং মানুষ বিপদে পড়লে কখনোই সাহায্য-সহযোগিতা তো করতই না, উপরন্তু অন্যায়ভাবে হেনস্তা করত।
ক) শাইলকের মেয়ের নাম কী?
খ) শাইলক-অ্যান্টনিওর ধ্বংস কামনা করত কেন?
গ) উদ্দীপকের সেজান চরিত্রের সঙ্গে ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের যে চরিত্রের মিল রয়েছে, তা ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকটি ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের খণ্ডচিত্র মাত্র—উক্তিটি মূল্যায়ন করো।

রিপ ভ্যান উইংকল

★ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসহায় বাঙালি নিজ দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়। স্বাধীনতার পর কেউ কেউ দেশে ফিরে আসে। কিন্তু মতিন মিয়া আর ফিরেনি। ৩০ বছর পর দেশের জন্য নাড়ির টান অনুভব করলে সে দেশে ফিরে আসে। দীর্ঘদিন পর আপনজনদের সান্নিধ্যে তাকে অতীত জীবনে ফিরিয়ে নেয়।
(ক) রিপ ভ্যান উইংকলের একমাত্র পোষা প্রাণীটির নাম কী? ১
(খ) রিপ অদ্ভুত লোকটির বোঝা ভাগাভাগি করে নিয়েছিল কেন? ২
(গ) উদ্দীপকের ঘটনাটির ‘রিপ ভ্যান উইংকল’ গল্পের সাথে কতটা সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকের মতিন মিয়া এবং গল্পের রিপভ্যান দুজনেরই পরিণতি এক কিন্তু প্রেক্ষাপট ভিন্ন—মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪
★ আব্দুল আলী খেয়ালি এবং হাস্যরসিক একজন মানুষ। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে খুব ভাব ছিল। যেকোনো গল্পের আসর সে জমিয়ে রাখত। সংসারে উদাসীনতার কারণে তার স্ত্রী তাকে সব সময় বকাঝকা করত। তাই একদিন সে রাগ করে বনে গেল এবং সেখানে একটা কুঁড়েঘর বানিয়ে বসবাস করতে লাগল। সে প্রতিজ্ঞা করেছে, তার স্ত্রী মারা না যাওয়া পর্যন্ত সে গ্রামে ফিরবে না।
ক) রিপ ভ্যানের একমাত্র পোষা কুকুরের নাম কী?
খ) রিপ ভ্যান পাহাড় ঘুরে বেড়াত কেন?
গ) উদ্দীপকের আবদুল আলীর সঙ্গে রিপ ভ্যান উইংকলের সাদৃশ্য কোথায়? আলোচনা করো।
ঘ) উদ্দীপকের আবদুল আলী পুরোপুরি রিপ ভ্যান উইংকল নয়—উদ্দীপক ও গল্পের আলোকে এর সত্যতা নিরূপণ করো।

No comments:

Post a Comment

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post