প্রকৃতির জন্য ঈদ হলো বসন্ত,তাই
প্রকৃতিতে আজ আনন্দের নেই কোন অন্ত।
প্রকৃতি সাজিবে নতুন সাজে,
পাতাগুলো আজ ঘুম থেকে জাগবে নতুন রুপে।
বৃক্ষের কুন্তল খোপায় গুজাবে নতুন ফুল,
বৃক্ষ শরীর পরিধান করবে নতুন কাপড়,কিন্তু
পুরাতন,অপরিচ্ছন্ন,ঘর্মাক্ত শরীরে
বৃক্ষ কি পরবে তার নতুন কাপড়?
অপরিচ্ছন্ন খোঁপায় গুজাবে কি নতুন ফুল?
একি কখনো সম্ভব?
তাইতো প্রকৃতি আজ স্নান করছে
বসন্তের নতুন বৃষ্টিতে!
বৃক্ষরা আজ আনন্দিত,
তাই আজ সে নাচিছে,
বৃক্ষরা আজ শিহরিত,
তাই সে আজ কুন্তল
খুলিয়া এলো চুলে দুলিছে।
এমনি লগনে নীরবে
তোমার স্নানের দৃশ্য দেখিতে,
নয়ন ও প্রাণের তৃষ্ণা মিটাতে,
রয়েছি দাঁড়িয়ে জানালার পাশে।।
Ad-1
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
হজম শক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায়:
১) প্রতিদিন সকালে কুসুম গরম পানি পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং পাকস্থলীর এসিড ব্যালান্স ঠিক থাকে। ২) খাবারের সঙ্গে আদা, জিরা, গোলমরিচ...

Most Popular Post
-
১। উপন্যাসের আখ্যানভাগ কী ? ------- Plot বা কাহিনি-সমগ্র। ২। কাকতাড়ুয়া ’ উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম কী ? ------- মধু। ৩। বু...
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
জীবনানন্দ দাশ • তথ্য কণিকা ১. কবি আবার ফিরে আসতে চেয়েছেন — ধানসিঁড়ি তীরের বাংলায় ।। ২. কবি আবার ফিরে আসতে চেয়েছেন — শঙ্খচিলের বেশে। ...
-
বাংলা ছন্দ ছন্দ: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ...
-
জ্ঞানমূলক প্রশ্নঃ ১. “ বহিপীর ” নাটকটি কত অঙ্কে বিভক্ত ? ২. নাটকের উপাদানগুলো উল্লেখ কর। ৩. বহিপীরের বাড়ি কোন জেলায় ? ৪. হাতেম আলি...
-
উত্তর: তৎসম শব্দে মূর্ধন্য-ণ এর ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।নিম্নে এর পাঁচটি নিয়ম বর্ণনা দেওয়া হলো... ১. ঋ,র,ষ এরপর মূর্ধন্য-ণ হয়। ...
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
No comments:
Post a Comment