Ad-1

Tuesday, February 26, 2019

বসন্তের প্রথম বৃষ্টি.....

প্রকৃতির জন্য ঈদ হলো বসন্ত,তাই
প্রকৃতিতে আজ আনন্দের নেই কোন অন্ত।
প্রকৃতি সাজিবে নতুন সাজে,
পাতাগুলো আজ ঘুম থেকে জাগবে নতুন রুপে।
বৃক্ষের কুন্তল খোপায় গুজাবে নতুন ফুল,
বৃক্ষ শরীর পরিধান করবে নতুন কাপড়,কিন্তু
পুরাতন,অপরিচ্ছন্ন,ঘর্মাক্ত শরীরে
বৃক্ষ কি পরবে তার নতুন কাপড়?
অপরিচ্ছন্ন খোঁপায় গুজাবে কি নতুন ফুল?
একি কখনো সম্ভব?
তাইতো প্রকৃতি আজ স্নান করছে
বসন্তের নতুন বৃষ্টিতে!
বৃক্ষরা আজ আনন্দিত,
তাই আজ সে নাচিছে,
বৃক্ষরা আজ শিহরিত,
তাই সে আজ কুন্তল
খুলিয়া এলো চুলে দুলিছে।
এমনি লগনে নীরবে
তোমার স্নানের দৃশ্য দেখিতে,
নয়ন ও প্রাণের তৃষ্ণা মিটাতে,
রয়েছি দাঁড়িয়ে জানালার পাশে।।

No comments:

Post a Comment

Most Popular Post