Ad-1

Tuesday, March 27, 2018

জে এস সি বাংলা প্রথম মডেল টেস্ট -০৫

সূত্র:CS/NNA/1B/61
অষ্টম শেণি
বাংলা প্রথম পত্র
সময় : ৩০ মিনিট মান : ৩০
[ বিঃ দ্রঃ সরবরাহকৃত নৈর্ব্যক্তিক অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের
বিপরীতে প্রদত্ত বর্ণ সংবলিত বৃত্তসমূহ থেকে সঠিক উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম
দ্বারা সম্পূর্ণ ভরাট করতে হবে। প্রতিটি প্রশ্নের মান-১ ]
১. কোনটি স্মৃতিমূলক রচনা-
ক.মায়া কাজল খ. কেয়ার কাটা গ.একাত্তরের ডাইরি ঘ.পূরবী
২.হিমালয় পর্বতশ্রেণি ভারতের কোন সীমানায় অবস্থিত?
ক. উত্তর খ. দক্ষিণ গ. পূর্ব ঘ. পশ্চিম
নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও।
আনু ও ইবরাহিম দুই ভাই। মেলার দিন বাবার দেয়া একশ টাকার নোট নিয়ে তারা মেলায় যায়। এক দোকানে
পঞ্চাশ টাকা খরচ করে তারা নোটটি দেয়। দোকানি পাঁচশ টাকার নোট মনে করে চারশ পঞ্চাশ টাকা ফেরত
দিলে তারা গ্রহণ করে। পর অন্যায় ভেবে বাড়তি টাকা ফেরত দিলে দোকানিকে।
৩.উদ্দীপকের অনু ও ইবরাহিম গল্পের কোন দুটি চরিত্রের কথা মনে করিয়ে দেয়?
ক. কথক ও বাদল খ. বিধু ও সিন্ধু গ. তিনু ও বাদল ঘ. নিধু ও তিনু
৪.উদ্দীপক ও গল্পের ভাষ্যে যে সত্য প্রতিফলিত হয়েছে-
i. ন্যায়ের জয়, অন্যায়ের পরাজয়
ii. অন্যায় সব সময়ই জয়ী হয়ে থাকে
iii. অন্যায় ক্ষণস্থায়ী, ন্যায় চিরন্তন শক্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) iii। গ) i ও iii ঘ) i, ii ও iii
৫.মামার চোখের দৃষ্টিকে নগেনের কেমন মনে হয়েছিল?
ক. করুণার খ. অভিযোগের। গ. স্নেহের ঘ. ভর্ৎসনার
৬.বঙ্গবন্ধুর বিখ্যাত ভাষণটি পাঠে শিক্ষার্থীরা কোন চেতনায় উদ্বুদ্ধ হবে?
ক. সৌন্দর্য চেতনায় খ. স্বদেশ চেতনায়। গ. মৃত্যু চেতনায় ঘ. যুদ্ধ চেতনায়
৭.লোকশিল্পের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করতে হলে-
i. আপন পরিবেশ-পরিস্থিতির দিকে নজর দিতে হবে।
ii. নিজস্ব কৃষ্টি-সংস্কৃতিকে হৃদয় দিয়ে বুঝতে হবে
iii. সব সময় শুধু লোকশিল্প নিয়ে পড়ে থাকতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও iii। গ) i ও ii ঘ) i , ii ও iii
৮.মানুষের গরু কেড়ে নিত কে?
ক. হাসু মিয়া খ. মোড়ল। গ. রহমত চাকর ঘ. গরিব লোকটি
৯.শিল্পচর্চা করা সকলের পক্ষে-
ক. অনাবশ্যক খ. অপরিহার্য। গ. অতিমাত্রিক ঘ. অসম্ভব
১০.শিল্পকলার নানা দিক রচনাটি পাঠ শিক্ষার্থীদের-
i. মনে সৌন্দর্যবোধ সৃষ্টি করবে
ii. নতুন কিছু সৃষ্টির অনুপ্রেরণা দেবে
iii. বিভিন্ন শিল্পকলা বিষয়ে জানতে আগ্রহী করবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১.বিপ্রদাশ বড়ুয়ার গ্রন্থ নিচের কোনটি?
ক. সাত ঘাটের কানাকড়ি খ. আজ কাল পরশুর গল্প
গ. রহস্যের শেষ নেই। ঘ. সূর্য লুটের গান
১২.কারা শার্ট লুঙ্গির নিচে গুঁজে দিয়ে পরে?
ক. ফুঙ্গিরা খ. বাঙালিরা গ. বড়ুয়ারা ঘ. বর্মিরা
১৩.বাংলাদেশে বাংলা নববর্ষের উৎসবে অংশগ্রহণের অধিকার আছে-
ক. বাঙালি হিন্দুর খ. বাঙালি মুসলমানের গ. মধ্যবিত্ত বাঙালির ঘ. সমস্ত বাঙালির
১৪.লাল-নীল দীপাবলী মূলত কাদের জন্য লেখা বই?
ক. শিশুদের খ. কিশোরদের। গ. তরুণদের ঘ. বৃদ্ধদের
১৫.প্রকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কী?
ক. প্রাচীন আর্য খ. মধ্য অর্য। গ. অপরাংশঘ. অপভ্রংশ
১৬.বন্ধুর মোহরগুলো রেখে দেয়ার মধ্যে নাজিমের যে পরিচয় ফুটে ওঠে-
i. বিশ্বাসভঙ্গকারী ii. লোভী iii. প্রতারক
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii
১৭.রাজ কুমার ও টম ক্যান্টি তাদের পোশাক বদল করল কেন?
ক. বন্ধুত্বের নিদর্শন স্বরূপ খ. একের পোশাক অন্যের ভালো লাগায়
গ. একের জীবন অন্যের ভালো লাগায় ঘ. ছদ্মবেশ ধারণ করার জন্য
১৮.ছুতার কাদের বলা হয়?
ক. কাঠমিস্ত্রি খ. রাজমিস্ত্রি গ. মুচি ঘ. কুমোর
১৯.আফরাসিয়া কোন দেশের সেনাপতি ছিলেন?
ক. ইরানের খ. তুরানের। গ. জাবুলিস্তানের ঘ. সামেনগানের
২০.গঙ্গাজল কাদের কাছে পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচিত হয়?
ক. হিন্দুদের খ. মুসলিমদের। গ. খ্রিস্টানদের ঘ. নিগ্রোদের
২১.কবি ভাবনা অনুসারে নরকুলে ধন্য মানুষের বৈশিষ্ট্য কী?
ক. মানুষ তাকে পূজা দেবে খ. মানুষ তাকে ভুলবে না
গ. মানুষ তাকে প্রশংসা করবে ঘ. মানুষ তাকে ভুল বুঝবে
২২.উপেন তার পূর্বের দুই বিঘা জমি বাকি আখ্যা দিয়েছে?
ক. ছিনালী খ. রাক্ষসী গ. ডাইনী ঘ. সর্বগ্রাসিনী
২৩। কোনটি মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল?
ক। ঢাকাই মসলিন খ। খদ্দরের কাপড়। গ। শীতলপাটি ঘ। নকশি কাঁথা
২৪. কবি সুকান্ত ভট্টাচার্য কত সালে মারা যান?
ক। ১৯২১ সালে খ। ১৯২৬ সালে গ। ১৯৪১ সালে ঘ। ১৯৪৭ সালে
২৫.রাতে খাওয়ার জন্য কে টেনে নিয়ে যেতে থাকে তার রয়েল রেস্তোরাঁয়?
ক। মাঝবয়সী এক সুন্দরী নারী খ। মাঝবয়সী এক সুন্দর পুরুষ। গ। এক কিশোর। ঘ। এক কিশোরী
২৬. 'দেশ' কবিতায় কবি কোন গানের কথা বলেছেন?
ক। মুর্শিদি খ। আধুনিক। গ। ভাটিয়ালি ঘ। লালন সঙ্গীত
২৭। ৬ দফা আন্দোলন কিসের দাবি ছিল?
ক। স্বাধীনতার দাবি খ। গণতন্ত্রের দাবি গ। স্বায়ত্তশাসনের দাবি ঘ। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি
২৮। 'বেরিবেরি' রোগের আসামি কারা?
ক। শিশুরা খ। বৃদ্ধরা গ। অল্পবয়সী মেয়েরা ঘ। অল্পবয়সী ছেলেরা
২৯। মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্য কোনটি?
ক। পদ্মাবতী খ। কৃষ্ণকুমারী গ। বীরাঙ্গনাঘ। মেঘনাদবধ কাব্য
৩০. প্রাচীন ভারতীয় আর্যভাষার প্রাচীন রূপ পাওয়া যায়-
!. প্রাকৃতে !!. অপভ্রংশে !!! . ঋগ্গ্বেদের মন্ত্রগুলোতে
নিচের কোনটি সঠিক?
ক)!! খ) ! গ) !!! ঘ) ! ,!! ,!!!
৩১.কবি মধুসূদনের মতে পৃথিবীতে কে ধন্য?
ক.যাকে মানুষ শ্রদ্ধা করে খ.যাকে মানুষ চিরদিন মনে রাখে
গ. যাকে মানুষ ঘৃণা করে না ঘ. যাকে মানুষ বরণ করে নেয়।
৩২। রবীন্দ্রনাথের কবি প্রতিভার উন্মেষ ঘটে কখন?
ক। যৌবনে খ। ছোটবেলায়। গ। বাল্যকালে ঘ। মধ্যবয়সে
৩৩'আবার আসিব ফিরে' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক.ধূসর পাণ্ডুলিপি খ.রূপসী বাংলা গ.ঝরা পালক ঘ.বনলতা সেন
উদ্দীপকটি পড়ে ২-৩ নং প্রশ্নের উত্তর দাও:
গোধুলির লগনে জগদীশে স্মরণে বিদায় লইব জনমের তরে
লুকাইব আমি সন্ধ্যার আঁধারে বাংলা মায়ের কোড়ে"
৩৪.উদ্দীপকে আবার আসিব ফিরে' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
ক.স্বদেশচেতনা খ.মৃত্যুচেতনা গ.প্রকৃতিচেতনা ঘ.ধর্মচেতনা
৩৫.উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি ফুটে উঠেছে নিচের কোন চরণে ?
i. আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়
ii. হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে
iii. আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালো বেসে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৬.জীবনানন্দ দাশ কোন বিষয়ে এম.এ পাস করেন?
ক.ইংরেজি সাহিত্য খ.বাংলা সাহিত্য। গ.সংস্কৃত সাহিত্য ঘ.ফারসি সাহিত্য
নিচের উদ্দীপকটি পড় এবং ৫-৬ নং প্রশ্নের উত্তর দাও:
এই তো পায়ে চলার পথ এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে। মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়া-ঘাটের পাশে
বটগাছ তলায়, তারপরে ওপারের ভাঙা ঘাট চলে গ্রামের মধ্যে তারপরে তিসির খেতের ধার দিয়ে,
আমবাগানের ছায়া দিয়ে, পদ্ম দিঘির পাড় দিয়ে রথতলার পাশ দিয়ে কোন গাঁয়ে গিয়ে পৌঁছেছে জানি নে।
৩৭.উদ্দীপকের সঙ্গে সাদৃশ্য আছে
তোমার পাঠ্য 'আবার আসিব ফিরে' কবিতার কোন দিকটি?
ক.প্রকৃতি চেতনা খ.পরিবেশ চেতনা গ.ধর্ম চেতনা ঘ.ইতিহাস চেতনা
.উদ্দীপকের মধ্যে ফুটে উঠেছে-
i. হয়তো মানুষ নয়-নয়তো শঙ্খচিল শালিকের বেশে
ii. আবার আসিবে ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়
iii. আবার আসিবে ফিরে বাংলার নদী মাঠ খেত ভালোবাসে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii। গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮ .বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতার নাম
ক.সাহারা খাতুন খ.সাবেরা খাতুন। গ.সাবরিনা খাতুন ঘ.সাহেরা খাতুন
৩৯.বঙ্গবন্ধুর ভাষণটিকে আমেরিকার কোন প্রেসিডেন্টের ঐতিহাসিক ভাষণের সঙ্গে তুলনা করা হয়?
ক.জর্জ ওয়াশিংটন খ.আব্রাহাম লিংকন। গ. রোনাল্ড রিগান ঘ.জর্জ বুশ
৪০.১৯৭১ সালে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মনোভাবে ছিল-
i. গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র
ii. নির্বাচনের ফলাফল ভেঙে দেওয়া
iii. বাঙালির কাছে ক্ষমতা না দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iiগ. i ও ii ঘ. i, ii ও iii





বিষয় : বাংলা প্রথম পত্র
অষ্টম শ্রেণি
পূর্ণমান:৭০ সময় :২ ঘণ্টা ১০ মিনিট
ক-বিভাগ (গদ্য)
১. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য প্রতিবছর বিভিন্ন দেশ থেকে সৈন্য নেয়। বাংলাদেশ ১৯৮৮ সাল থেকে
এ মিশনে কাজ করছে। বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও পুলিশ বাহিনী এ যাবৎ ৪৫টি
দেশে মিশনে অংশ নিয়েছে। বিস্ময়কর ব্যাপার যে, বিশ্বের সব দেশের মধ্যে বাংলাদেশের সৈন্যরাদক্ষতা ও
দায়িত্ব পালনের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আর তাই এখনো জাতিসংঘ প্রতি বছর বাংলাদেশের
সৈন্যদের সবচেয়ে শান্তিরক্ষা মিশনে অগ্রাধিকার দিয়ে থাকে।
ক. 'বাঙ্গালির বাংলা' প্রবন্ধটি 'নবযুগ' পত্রিকায় বাংলা কত তারিখে প্রকাশিত হয়?
খ. 'দিব্যশক্তি তমাচ্ছন্ন' বলতে লেখক কী বুঝাতে চেয়েছেন?
গ. উদ্দীপকে 'বাঙ্গালির বাংলা' প্রবন্ধের কোনদিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটিতে 'বাঙ্গালির বাংলা' প্রবন্ধের সমগ্রভাব প্রকাশ পেয়েছে কি? যুক্তি দিয়ে বিশ্লেষণ কর।
২। (!) আজ পহেলা বৈশাখ। বর্গাচাষি আক্কাসমিয়া ছেলে বাদল ও মেয়ে বীণুকে নিয়ে বেরিয়ে পড়েন সেলিম
মিয়ার মুদি দোকানের উদ্দেশে। বাদল-বীণু দারুণ খুশি, নতুন জামা পরে সেলিম চাচার দোকানে গিয়ে তারা
অবাক। এর আগে তারা দোকানে এসেছে বাকিতে মালপত্র নিতে; কিন্তু আজ দোকানটিকে রঙিন কাগজে
সাজানো হয়েছে। সেলিম চাচা তাদের আদর করে অনেক মিষ্টি সন্দেশ খাওয়ালেন।
(!!) সেলিম চাচার দোকান থেকে বেরিয়ে বাদল-বীণু বাবার সঙ্গে গেল পাশের স্কুল মাঠে, সেখানে গিয়ে তারা
আহ্লাদে আটখানা মানুষ আর মানুষ। বিভিন্ন ধরনের দোকান। মার জন্য তারা বাতাসা কিনল আর নিজেদের
কিছু খেলনা। পুতুল নাচ দেখে বীণু হেসে গড়াগড়ি আর নাগর দোলায় উঠে সে ভয়ে এক্কেবারে পাথর।
ক। কোনটি নববর্ষের একটি প্রাচীন আঞ্চলিকমাঙ্গলিক অনুষ্ঠান? ১
খ। বাংলা নববর্ষ বাঙালি জাতিসত্তার সঙ্গে যুক্ত হয়েছে কীভাবে? ২
গ।উদ্দীপকের (!) অংশে 'বাংলা নববর্ষ' প্রবন্ধের যে অনুষ্ঠানের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা কর। ৩
ঘ। উদ্দীপকের উভয় অংশে 'বাংলা নববর্ষ' প্রবন্ধের সমগ্রভাবের প্রতিফলন ঘটেছে কী? উত্তরের সপক্ষে
যুক্তি দাও। ৪
৩. i. পরের অনিষ্ট চিন্তা করে যেই জন,
নিজের অনিষ্ট বীজ করে সে বপন।
ii. আপনার লয়ে বিব্রত রহিতেআসে নাই কেহ অবনী 'পরে,
সকলের তরে সকলে আমরাপ্রত্যেকে আমরা পরের তরে।
ক. 'সুখী মানুষ' নাটিকাটিতে মোড়লের বয়স কত?
খ. 'মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না'- এ কথার অর্থ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক (i)- এ 'সুখী মানুষ' নাটিকাটির কোন দিকটি ফুটে উঠেছে? বর্ণনা কর।
ঘ. মোড়লের উচিত শিক্ষার জন্য উদ্দীপক (ii)- এর মূলভাবই যথেষ্ট- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

খ-বিভাগ (কবিতা)
৪. হ, বেবাক মানুষেরই এমবায় ঠকাইছে। করিম গাজী বলে- আরে মিয়া এমন কারবারডা অইল আর
তুমিফির্যা চলছ? কী করমু তয়? কী করবা, খেকিয়ে ওঠেকরিম গাজী। -চল আমাগ লগে, দেহি কী করতে
পারি। ওসমান দেখে এদের সকলের হাতে লাঠি। ঙ্-একটা কিছু না কইর্যা ছাইড়্যা দিমু? তার ঝিমিয়ে পড়া
রক্ত জেগে ওঠে। গা ঝাড়া দিয়ে বলে- হ চল। রক্ত চুইষ্যা খাইছে। অজম করতে দিমু না, যা থাকে কপালে।
(জোঁক : আবু ইসহাক)
ক. কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর 'গীতাঞ্জলি' কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান?
খ. 'নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি' বলতে কবি কী বুঝাতে চেয়েছেন?
গ. উদ্দীপকে 'দুই বিঘা জমি' কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. করিম গাজী ও ওসমানের সঙ্গে উপেনের মিল থাকলেও চেতনাগত পার্থক্য রয়েছে- মন্তব্যটি বিশ্লেষণ কর।
৫। উদ্দীপক-১
মায়ের ভাষায় কথা বলাতে/স্বাধীন আশায় পথ চলাতে
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ/সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
উদ্দীপক-২
ভাইয়ের বুকের রক্তে আজিকে
রক্ত মশাল জ্বলে দিকে দিকে।/সংগ্রামী আজ মহাজনতা
কণ্ঠে তাদের নববারতা,/শহীদ ভাইয়ের স্মরণে।
ক. ‘একুশের গান’ কবিতার রচয়িতা কে? = ১
খ. ‘জাগো নাগিনীরা, জাগো কাল বোশেখিরা’ বলতে কবি কী বুঝিয়েছেন? = ২
গ. উদ্দীপক-১ ‘একুশের গান’ কবিতার কোন ভাবের সঙ্গে সংগতিপূর্ণ, ব্যাখ্যা করো? = ৩
ঘ. উদ্দীপক-১ ও ২-এ প্রকাশিত চেতনা ‘একুশের গান’ কবিতার মূল চেতনার সমান্তরাল নয়, এ কথার সঙ্গে তুমি কী একমত? তোমার মতের স্বপক্ষে যুক্তি দেখাও। = ৪
৬. সতত, হে নদ, তুমি পড় মোর মনে!
সতত তোমার কথা ভাবি এ বিরলে;
সতত (যেমতি লোক নিশার
স্বপনেশোনে মায়া মন্ত্রধ্বনি) তব কলকলে
জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে!
ক. বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম কী?
খ. 'মধুময় তামরস কী বসন্ত, কী শরদে' বলতে কবি কী বুঝাতে চেয়েছেন?
(গ) উদ্দীপকে 'বঙ্গভূমির প্রতি' কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের মূল উপজীব্য এবং 'বঙ্গভূমির প্রতি' কবিতার মূল উপজীব্য একই ধারায় উৎসারিত- মন্তব্যটির
যথার্থতা নিরূপণ কর।
গ- বিভাগ (আনন্দ পাঠ)
৭. হাতেমতায়ী বদান্যতার জন্য এত বেশি খ্যাতিলাভ করেছিলেন যে, ইয়েমেনের নরপতিকেও হার
মানিয়েছিলেন। নরপতি এতে ঈর্ষান্বিত হয়ে হাতেমতায়ীকে হত্যা করার জন্য ঘাতক পাঠালেন।ঘাতক
হাতেমতায়ীর গৃহে পরম আদরে স্থান পায়। হাতেমতায়ী ঘাতকের কাছ থেকে তার আগমনের হেতু জানতে
পেরে নিজ পরিচয় দিয়ে তার মাথা কেটে নিয়ে পুরস্কার গ্রহণের অনুরোধ জানান। ঘাতক হাতেমের এই
মহানুভবতায় মুগ্ধ হয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করে।
ক. বাসানিও-এর ঋণের জামিনদার কে?
খ. পোর্শিয়া কেন মরক্কো ও আরাগণের যুবরাজকে বাদ দিয়ে বাসানিকে বিয়ে করতে রাজি হলেন?
গ. উদ্দীপকে বর্ণিত ইয়েমেনের নরপতির মধ্যে 'মার্চেন্ট অব ভেনিস' গল্পের কোন গুণটি ফুটে উঠেছে? বর্ণনা
কর।৩
ঘ. উদ্দীপকে বর্ণিত ইয়েমেনের নরপতি 'মার্চেন্ট অব ভেনিস' গল্পের শাইলকের প্রতিবিম্বরূপ- মন্তব্যটির
যথার্থতা নিরূপণকর। ৪
৮। সায়েম একদিন খাবারের হোটেল থেকে বের হতেইরাস্তায় এক হাজার টাকা দেখতে পায়। সে টাকাটিনিয়ে
হোটেল মালিককে বলে, "আমি এখানে কিছু টাকা পেয়েছি। কেউ যদি যথার্থ প্রমাণ দিতে পারে, তাহলে তাকে
ঐ টাকা ফেরত দেওয়া হবে। আর খুঁজে না পাওয়া গেলে কোনো ফকিরকে দেওয়া হবে।" কিছুক্ষণ পর দেখা
যায় যে, এক লোক যথার্থ প্রমাণ দিতে সক্ষম হয়। তখন সায়েম টাকাটি লোকটিকে ফেরত দিয়ে দেয়।
(ক) আলী কোজাই কলসিতে জলপাইয়ের নিচে কী রেখেছিল?
(খ) খলিফা হারুন-অর-রশীদ বিচারালয়ে বিচারকার্যে বালকদের কেন বসালেন?
(গ) উদ্দীপকে বর্ণিত সায়েমের ওই ঘটনাটির সঙ্গে 'কিশোর কাজি' গল্পের নাজিমের কোন গুণটির বৈসাদৃশ্য
রয়েছে? বর্ণনা কর।
(ঘ) উদ্দীপকে 'কিশোর কাজি' গল্পের মূলভাব ফুটে উঠেছে- যুক্তি দেখাও।
৯। কথিত আছে- এক চাষি ও তার স্ত্রী একটা রাজহাঁস পালন করত। হাঁসটি প্রতিদিন একটি করে সোনার
ডিম পারত। ডিম বিক্রি করে তাদের সংসারে বেশ আয় হয়েছিল। কিন্তু একদিন তারা বেশি ডিম পাওয়ার
লোভে হাঁসটিকে জবাই করে। জবাই করার পর দেখা যায় যে, হাঁসটির পেটের মধ্যে আর কোনো ডিম নেই।
তখন তারা শুধু আফসোস করতে থাকে।
(ক) গ্রাম পঞ্চায়েতের সদস্য হলেই কত একর জমি পাওয়া যায়?
(খ) 'সাড়ে তিন হাত জমি' বলতে গল্পকার কী বুঝাতে চেয়েছেন?
(গ) উদ্দীপকে বর্ণিত চাষি ও তার স্ত্রীর লোভের ব্যাপারটির সঙ্গে 'সাড়ে তিন হাত জমি' গল্পের কোন চরিত্রের
সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকের মূলভাবই যেন 'সাড়ে তিন হাত জমি'গল্পের মূলভাব- মন্তব্যটির যথার্থতা নিরূপণকর।


ক বিভাগ (গদ্য)
১। মিথ্যা খুনের মামলায় আসামি হয়ে ঘরছাড়া আম্বিয়ার স্বামী আজগর আলী। দিন যায়, মাস যায়, বছর
পেরিয়ে যায়। আজগরের খোঁজ পাওয়া যায় না। সংসারের বোঝা আর স্বামী হারানোর শোকে বিধ্বস্ত আম্বিয়া
একদিন সুই-সুতা হাতে তুলে নিল। দীঘল সুতার মায়াবী অক্ষরে তার সুখ-দুঃখের জীবনালেখ্য তুলে ধরতে
শুরু করল প্রতীকীভাবে। দীর্ঘ প্রায় ছয় মাস ধরে আম্বিয়া তার জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার ইতিকথা
ফুটিয়ে তুলল সেই সুতার ক্যানভাসে। শিল্পকর্মটি এত জনপ্রিয়তা পেল যে সেটার দ্বারা আম্বিয়া তার ভাগ্যের
চাকাই ঘুরিয়ে দিল।
ক. হাতে তৈরি সুতা থেকে কোন জাতীয় কাপড় তৈরি হয়? = ১
খ. ভৌগোলিক অবস্থান লোকশিল্পের ওপর কীভাবে প্রভাব ফেলে, বর্ণনা করো। = ২
ঘ. উদ্দীপকে আম্বিয়া যে লোকশিল্পটি তৈরি করেছে, তার বর্ণনা দাও। = ৩
ঘ. আম্বিয়ার লোকশিল্পটি ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের সমগ্রতাকে ধারণ করে, মন্তব্যটির সত্যতা যাচাই
করো। = ৪
২। দৈনিক প্রথম আলোর খবর: ‘রংপুরের মিঠামইনে সোনার মোহর নিয়ে শ্রমিক উধাও। ঘটনায় প্রকাশ,
স্থানীয় দেবাশীষ চক্রবর্তী তার পুরোনো পুকুরটি সংস্কার করতে কিছু শ্রমিককে কাজ দেয়। কয়েক দিন ধরে
তারা পুকুরটি খনন করছিল। হঠাত্ একদিন পুকুরের নিচ থেকে একটি মাটির কলসি বের হয়। যার মধ্যে
ছিল প্রচুর সোনার মোহর। শ্রমিকেরা এ ঘটনা মালিককে না জানিয়ে নিজেরা ভাগাভাগি করে মোহরগুলো
নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনা জানাজানি হলে দেবাশীষ স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেয় এবং
শ্রমিকদের ধরে এনে মোহরগুলো উদ্ধারে সাহায্য করে।’
ক. বিভূতিভূষণের মায়ের নাম কী? = ১
খ. ‘বাবার মুখ দিয়ে একটি কথাও বেরোল না,’ কেন? = ২
গ. উদ্দীপকের শ্রমিকদের কর্মকাণ্ড ‘পড়ে পাওয়া’ গল্পের সঙ্গে কোন দিক দিয়ে বৈসাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের দেবাশীষ চক্রবর্তীকে লেখক বা বাদলের প্রতিরূপ বলা যায় কি না, বিশ্লেষণ করো। = ৪
৩।ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা;
ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।
ক) সত্ত্ব গুণের প্রধান শত্র“ কোনটি? ১
খ) ‘বাংলা সর্ব ঐশী শক্তির পীঠস্থান’-বলতে কী বোঝানো হয়েছে? ২
গ) উদ্দীপকটি ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের যে দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। ৩
ঘ) উদ্দীপকের বক্তব্য বিষয় উপস্থাপনই কি কাজী নজরুল ইসলামের মূল লক্ষ্য? বাঙালির বাংলা প্রবন্ধের
আলোকে যুক্তি দাও।
খ বিভাগ (পদ্য)
৪।রফিক উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কানাডায় গমন করে। কিন্তু কানাডায় গিয়ে বঙ্গভূমি বাংলাদেশের
কথা বারবার মনে করে, এই দেশের স্মৃতিগুলো রফিককে বারবার তাড়া করে বেড়ায়। তাই রফিক তার বড়
ভাইয়ের কাছে চিঠি লেখেÑ ভাই, আমার কানাডায় থাকা সম্ভব হবে না। কারণ জন্মভূমি বাংলাদেশকে আমি
কিছুতেই ভুলতে পারছি না। নিরুপায় হয়ে ভাই প্রত্যুত্তরে জানায়, ভালো না লাগলে চলে আয়। দেশে এসে
রফিক উচ্চতর ডিগ্রি অর্জন করতে সক্ষম হয়।
ক) ‘মক্ষিকা’ শব্দের অর্থ কী? ১
খ) কবি মার কাছে মিনতি করেন কেন? ২
গ) উদ্দীপকের রফিকের সাথে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কবি মাইকেল মধুসূদনের বৈসাদৃশ্য কোথায়? নির্ণয়
করো। ৩
ঘ) ‘কিছু বৈসাদৃশ্য থাকলেও উদ্দীপকের রফিক মধুসূদন দত্তেরই প্রতিচ্ছবি।’ বিশ্লেষণ করো। ৪
৫। আনোয়ারা নামটি এখন টক অব দ্য কান্ট্রি। একজন নারী হয়ে জাতিসঙ্ঘসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন
সংক্রান্ত কাজ করছেন। সম্প্রতি সিটি করপোরেশন নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞ তিনি কৃতিত্বের সাথে
সমাপ্ত করছেন। রিটার্নিং অফিসার হিসেবে তিনি অন্য পুরুষ সহকর্মীদের কাছ থেকে যথাযথ
সাহায্য-সহযোগিতা পেয়েছেন। নারী বলে কোথাও তাকে সমস্যায় পড়তে হয়নি।
ক) ‘নারী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্য গ্রন্থ থেকে সঙ্কলিত? ১
খ) কবি বর্তমান সময়কে ‘বেদনার যুগ’ বলেছেন কেন? ২
গ) আনোয়ারার কার্যক্রমে ‘নারী’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা দাও। ৩
ঘ) “উদ্দীপকে কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও ‘নারী’ কবিতার কবি আরো বেশি
বাক্সময়"- বক্তব্যটি বিশ্লেষণ করো। ৪
৬। মনে করো, যেন বিদেশ ঘুরে
মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে।
তুমি যাচ্ছ পালিকতে মা চ’ড়ে/দর্জা দুটো একটকুুু ফাঁক ক’রে,
আমি যাচ্ছি রাঙা ঘোড়ার ’পরে/টগ্বগিয়ে তোমার পাশে পাশে।
রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে/রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে
সন্ধে হলে, সূর্য নামে পাটে,/এলেম যেন জোড়াদিঘির মাঠে।
ধূ ধূ করে যে দিক-পানে চাই,/কোনোখানে জনমানব নাই,
ক. মাঝির গানে কে তাল দেবে? = ১
খ. সব দোষ কানাই একা মাথা পেতে নিতে চেয়েছে কেন? = ২
গ. কবিতাংশটি ‘নদীর স্বপ্ন’ কবিতার যে ভাবের প্রতিফলন ঘটায়, তা ব্যাখ্যা করো। = ৩
ঘ. উদ্দীপকটি ‘নদীর স্বপ্ন’ কবিতার মূল ধারার সঙ্গে সংযুক্ত হলেও কবিতার অন্য উপধারাগুলো তুলে ধরতে
পারেনি, এ মন্তব্যের সঙ্গে তুমি কি একমত? মতের স্বপক্ষে যুক্তি দাও। = ৪
গ বিভাগ (আনন্দপাঠ)
৭। আরবের ইয়েমেন প্রদেশে বাস করত হাতেম তাই নামে অতি সাধারণ এক যুবক। কিন্তু তার বদান্যতা,
পরোপকারিতা, সুন্দর ও মার্জিত আচরণ, সদা হাস্য মুখ, সদালাপ ও বন্ধুবাত্সল্যের কারণে সবার মুখে মুখে
হাতেমের নাম ধ্বনিত ও প্রতিধ্বনিত হতো। কিন্তু ইয়েমেনের রাজা বিষয়টি ভালোভাবে নিলেন না। অঢেল
সম্পদ ও রাজ্যের মালিক হয়েও তাঁর নাম ছাপিয়ে হাতেমের জয়ধ্বনি তিনি কোনোভাবে মানতে পারলেন না।
তাই হাতেমকে হত্যার জন্য রাজা এক গুপ্ত ঘাতক পাঠালেন। ঘাতক হাতেমের বাড়ি গিয়ে হত্যার পরিবর্তে
বরং হাতেমের গুণমুগ্ধ হয়ে ফিরে আসে এবং রাজাকে সব খুলে বলে। রাজা তাঁর নিজের ভুল বুঝতে পারেন।
ক. এক পাউন্ড মাংসের জন্য শাইলক কোথায় ছুরি ধার দিতে লাগল? = ১
খ. পোর্শিয়ার পাত্র বাছাইয়ের গূঢ়তত্ত্ব কী ছিল? = ২
গ. উদ্দীপকের রাজার কর্মকাণ্ডে ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে, তা ব্যাখ্যা করো।
ঘ. হাতেম তাই ও অ্যান্টনিও যেন একবৃন্তের দুটি ফুল, মন্তব্যটির সত্যতা যাচাই করো। = ৪
৮. সংগ্রাম তার বাবা-মার সাথে এক মেলা থেকে বাড়ি ফিরছিল। কিন্তু পথিমধ্যে একদল ডাকাত তাদের
আক্রমণ করে সংগ্রামের বাবা-মাকে মেরে তাকে ধরে নিয়ে যায় এবং ক্রীতদাস রূপে বিক্রি করে দেয়। তবে
সংগ্রামকে যে ক্রয় করেছে সে খুব ভালো ছিল বলে সংগ্রামের তেমন কোনো কষ্ট হতো না। লোকটির মাছ
ধরার খুব নেশা ছিল। আর সংগ্রাম মাছ কিভাবে ধরতে হয় তা ভালোভাবেই জানত বলে সে মনিবের কাছে
আরো প্রিয় হয়ে ওঠে। তবে মনিবের খুব প্রিয় হলেও সে ওখান থেকে পালানোর চিন্তা বাদ দেয়নি। তাই এক
দিন সুযোগ বুঝে পালিয়ে চলে আসে নিজের দেশে।
ক) লন্ডনে যাওয়ার পথে রবিনসনের জাহাজটি কোন জায়গায় এসে ডুবে যায়? ১
খ) রবিনসন গিনির পথে যাত্রা করল কেন? ব্যাখ্যা করো। ২
গ) উদ্দীপকের সাথে ‘রবিনসন ক্রুশো’ গল্পের কোন দিকটি মিলে যায়? আলোচনা করো। ৩
ঘ) “উদ্দীপকের সংগ্রাম যেন ‘রবিনসন ক্রুশো’ গল্পের রবিনসনের আংশিক প্রতিনিধিত্বকারী।” কথাটি কি
সত্য? তোমার মতামত উপস্থাপন করো। ৪
৯। অষ্টম শ্রেণির ছাত্র আসিফ ও চিন্ময় দুই বন্ধু। দুজনের হাতের কবজিতেই দুটো লাল সুতা বাঁধা। আসিফ
ওর খাজা বাবার কাছ থেকে আর চিন্ময় ওর গুরুদেবের কাছ থেকে সুতা দুটো এনেছে। শিক্ষক হাতে এগুলো
বেঁধে রাখার কারণ জানতে চাইলে দুজনেই বলে, ‘সামনে বার্ষিক পরীক্ষা তো তাই।’ তা ছাড়া তারা উভয়েই
ঘরের বাইরে যাওয়ার সময় দরজায় হোচট খেলে একটু বসে জল খেয়ে যাত্রারম্ভ করে, জোড়া শালিক
দেখলে আনন্দিত হয়, খেতে বসে বিষম খেলে ভাবে, কোনো প্রিয়জন হয়তো স্মরণ করছে তাদের।
ক. সোহরাবের পিতামহের নাম কী? = ১
খ. সোহরাবের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে রোস্তম তার আত্মপরিচয় গোপন রাখল কেন? = ২
গ. আসিফ-চিন্ময়ের আচরণে ‘সোহরাব-রোস্তম’ গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর। = ৩
ঘ. উক্ত দিকটির কারণেই ‘সোহরাব-রোস্তম’ গল্পের বেদনাদায়ক পরিণতি সংঘটিত হয়েছে—মন্তব্যটির
সতত্যতা যাচাই কর। =৪



মডেল টেস্ট -০৪,২০১৮
শ্রেণি : অষ্টম
বাংলা প্রথম পত্র
নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তরটি বাঁচায় করে খাতায় লেখ - ১*৪০=৪০/৩০*১=৩০




১০। ‘বৈসাবী’ উৎসব পালন করা হয়—
ক. রাঙামাটি খ. দিনাজপুর গ. সিলেট ঘ. যশোর
১১। লোকশিল্পের মাধ্যমে আমরা বিশ্বের কাছে কী তুলে ধরতে পারি?
ক. ঐতিহ্য খ. পুরোনো ইতিহাস। গ. বংশগৌরব ঘ. নৃতত্ত্ব
১২। হুমায়ুন আজাদ জন্ম গ্রহণ করেন—
ক. ১৯৪৪ খ. ১৯৪৫ গ. ১৯৪৬ ঘ. ১৯৪৭
১৩। ‘সুখী মানুষ’ নাটিকার দৃশ্যসংখ্যা কত?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
১৪। সি-মোরগের পা কার মতো ছিল?
ক। হাতির খ। বাঘের। গ। ভাল্লুকের ঘ। সিংহের
১৫। ্তুগড়ন' বলতে যা বোঝায় তা হলো-
র. আকার রর. আকৃতি ররর. রূপ
নিচের কোনটি সঠিক?
ক.! খ.! ও !! গ.!! ও !!! ঘ.!,!!,!!!
১৬। কবি সুফিয়া কামাল চারিদিকে কী শোনেন?
ক। হাহাকার খ। আনন্দ ধ্বনি গ। চিৎকার ঘ। ক্রন্দন
১৭। 'আপনি ঠিকই বলেছেন উকিল সাহেব' - এই উকিল সাহেব প্রকৃতপক্ষে -
ক। নেরিসা খ। লরেঞ্জো গ। বাসানিও ঘ। পোর্সিয়া
১৮। হুমায়ুন আজাদ কোথায় জন্মগ্রহণ করেন?
ক। যশোরে খ। মুন্সীগঞ্জে গ। মানিকগঞ্জে ঘ। খুলনায়

২০। রূপসার ঘোলা জলে কে ডিঙা বায়?
ক। কিশোর খ। মাঝি গ। বৃদ্ধ ঘ। জেলে
২১। নিকোলাস ডেভার কে?
ক। রিপের ছেলে খ। রিপের প্রতিবেশী গ। স্কুল মাস্টার ঘ। হোটেলের মালিক

২৩। অহল্যার দুঃখ দূর হয় কার কারণে?
ক। বিশ্বামিত্র মুনির খ। রামের। গ। লক্ষ্মণের ঘ। গৌতম মুনির
২৪। মাইকেল মধুসূদন দত্ত দৈবের বশে কোথায় গিয়েছিলেন?
ক। ফ্রান্সে খ। প্রবাসে গ। সাগরদাঁড়িতে ঘ। যশোরে
২৫। প্রহর বলতে কতটুকু সময়কে বোঝানো হয়?
ক। দুই ঘণ্টা খ। তিন ঘণ্টা গ। চার ঘণ্টা ঘ। পাঁচ ঘণ্টা
২৬। ভলগার ওপারে জমি পত্তনির সংবাদ পাখোম কার কাছ থেকে পায়?
ক। জনৈক চাষির কাছে খ। ওভারশিয়ারের কাছে
গ। পাখোমের স্ত্রীর বোনের কাছে ঘ। স্টার্শিনার কাছে
২৭. 'নদীর স্বপ্ন' কবিতাটির উদ্দেশ্য-
i. কল্পনাশক্তির প্রসার ঘটবে
ii. প্রকৃতির প্রতি আকর্ষণ বাড়বে
iii. দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
২৮. 'সব সুন্দরই সরাসরি প্রয়োজনে বাইরে'- এর কারণ কী?
ক. প্রয়োজনের জিনিস মনকে তৃপ্ত করে
খ. অপ্রয়োজনের জিনিস শরীরকে তৃপ্ত করে
গ. প্রয়োজনের জিনিস শরীরকে তৃপ্ত করে
ঘ. অপ্রয়োজনের জিনিস মনকে তৃপ্ত করে
২৯. 'দেশ' কবিতার প্রথম স্তবকে চরণের সংখ্যা কত?
ক. ৮ খ. ১০ গ. ১২ ঘ. ১৪

৩১. রহমত কেন হাউমাউ করে কান্না করতে যাচ্ছিল?
ক. মোড়লের রোগ ভালো না হওয়ার ভয়ে
খ. মোড়ল কর্তৃক প্রতারিত হওয়ার কারণে
গ. মোড়লের রোগ সম্পর্কে কবিরাজের কথা শুনে
ঘ. মোড়লের জন্য সুখী মানুষের জামা না পাওয়ায়
নিচের উদ্দীপকটি পড় এবং ৩২ নং প্রশ্নগুলোর উত্তর দাও:
বিশ্বে পুরুষের পাশাপাশি নারীরাও সাহসিকতার সঙ্গে কাজ করে সুনাম অর্জন করছে. বাংলাদেশের নিশাত
মজুমদার ও ওয়াসফিয়া নাসরিন ২০১২ সালে পৃথিবীর সর্বোচ্চ মাউন্ট এভারেস্ট - এর চূড়ায় দেশের পতাকা
উত্তোলন করে ইতিহাসের পাতায় নাম লেখেন.
৩২. উদ্দীপকে 'নারী' কবিতার যে দিকটি ফুটে উঠেছে-
i. নারীর সাহসিকতা !! . নারীর অবদান
iii. নারীর কল্যাণপথে এগিয়ে চলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৩ 'গাছ লাগান পরিবেশ বাঁচান'_ এ উক্তিটি 'জাগো তরে অরণ্য কন্যারা' কবিতার যে কারণে মূল প্রতিবাদ্য
বিষয়_
i. পরিবেশ দূষণ রোধে
ii. অরণ্য নিধন রোধে উৎসাহিত করতে
iii. প্রকৃতির ঐশ্বর্য রক্ষায় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

৩৫. ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি
৩৬. মোগল সম্রাট আকবর কীসের সমন্বয় সাধন করে বাংলা সন চালু করেন?
ক. ইংরেজি খ্রিস্টাব্দের সঙ্গে চান্দ্র হিজরি সন
খ. চান্দ্র হিজরি সনের সঙ্গে ভারতবর্ষের সৌরসন
গ. আরবি সনের সঙ্গে চান্দ্র হিজরি সন
ঘ. ফারসি সনের সঙ্গে চান্দ্র হিজরি সন
৩৭. সংস্কৃত ভাষাকে বাংলার জননী বলা হতো কেন?
ক. বাংলাকে সংস্কৃতের কন্যা ভেবে
খ. পণ্ডিতদের সংস্কৃতপ্রীতির জন্য
গ. উচ্চশ্রেণীর লোকেরা সংস্কৃত ব্যবহার করত বলে
ঘ. সংস্কৃতের অনেক শব্দ বাংলায় ব্যবহার করত বলে
৩৮. 'একুশের গান' প্রথম ছাপা হয় কত সালে?
ক. ১৯৫১ খ. ১৯৫২ গ. ১৯৫৩ ঘ. ১৯৫৪
৩৯. নববর্ষের প্রধান সর্বজনীন উৎসব কয়টি?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
৪০. কবি আবদুল গাফ্ফার কেন নাগিণী- কালবোশেখীদের জাগতে বলেছেন?
ক. কিশোর হত্যার বিক্ষোভের জন্য
খ. কিশোরী হত্যার বিক্ষোভের জন্য
গ. শিশু হত্যার বিক্ষোভের জন্য
ঘ. নারী হত্যার বিক্ষোভের জন্য

No comments:

Post a Comment

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post