Ad-1

Wednesday, March 28, 2018

এইচ এস সি বাংলা দ্বিতীয় পত্রের গোল্ডেন সাজেশন্স-২০২৫

সকল বোর্ডের এইচ এস সি-২০২৫ পরীক্ষার্থীদের জন্য ৩০ নম্বরের বাংলা ব্যাকরণ অংশের সাজেশন্স:

১. বাংলা উচ্চারণ:                                                    ১*৫=৫
ক. অ'-ধ্বনির উচ্চারণ/সংবৃত উচ্চারণের নিয়ম লেখো
 পাঁচটি।
খ.এ'- ধ্বনির স্বাভাবিক উচ্চারণের নিয়ম লেখো পাঁচটি।
গ. ব-ফলা,ম-ফলা এর উচ্চারণের নিয়মগুলো লেখো।
২. বাংলা বানান:                                                     ১*৫=৫
ক. প্রমিত বাংলা বানানের নিয়ম লেখো পাঁচটি।
খ. তৎসম/অতৎসম শব্দের বাংলা বানানের নিয়ম
 লেখো পাঁচটি।
গ. ণ-ত্ব/ষ-ত্ব বিধান কাকে বলে?ণ-ত্ব/ষ -ত্ব
 বিধানের পাঁচটি নিয়ম লেখো।
৩. ব্যাকরণিক শব্দশ্রেণি:                                               ১*৫=৫
ক. ব্যাকরণিক শব্দ শ্রেণি কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণসহ লেখো।
 
খ. ক্রিয়াপদ কাকে বলে? কত প্রকার ও কি কি?
 উদাহরণসহ সংজ্ঞা লেখো। 

গ. বিশেষণ কাকে বলে? কত প্রকার ও কি কি? সংজ্ঞাসহ উদাহরণ লেখো।
ঘ. সর্বনাম পদ কাকে বলে? কত প্রকার ও কি কি?
 উদাহরণসহ লেখো।
৪. প্রকৃতি প্রত্যয় / সমাস / উপসর্গ:                                   ১*৫=৫
ক. প্রকৃতি প্রত্যয় কাকে বলে? কত প্রকার ও কি
 কি? উদাহরণসহ লেখো।
খ. উপসর্গ কাকে বলে? কত প্রকার ও কি কি?
 উদাহরণসহ লেখো।
গ. "উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা
 আছে"- উদাহরণসহ লেখো।
ঘ. উপমান ও উপমিত কর্মধারয়ের মধ্যে পার্থক্য
 উদাহরণসহ লেখো।
৫. বাক্যতত্ত্ব :                                                        ১*৫=৫
ক. বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য
 উদাহরণসহ লেখো।
খ. বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার
 ও কি কি উদাহরণসহ লেখো।
গ. বাক্য কাকে বলে?অর্থানুসারে বাক্য কত প্রকার ও কি
 কি? উদাহরণসহ লেখো।
৬. শব্দ ও বাক্যের শুদ্ধ প্রয়োগ:                                        ১*৫=৫
এ অংশের জন্য যে কোন টেস্ট পেপার বুঝে বুঝে
 অনুশীলন করো।

[বি:দ্র: দশ বছরেরও অধিক অভিজ্ঞ শিক্ষক দ্বারা সাজেশন্সটি তৈরি করা হয়েছে। ভালো লাগলে কমেন্ট করুন, বাকি অংশ ও প্রথমপত্রসহ পাওয়ার জন্য ব্লগটিকে অনুসরণ করুন]

 

No comments:

Post a Comment

Recent Post

আমি কোনো আগন্তুক নই

১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী  গ. জমিলার মা  ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...

Most Popular Post