Ad-1

Wednesday, March 28, 2018

এইচ এস সি বাংলা দ্বিতীয় পত্রের গোল্ডেন সাজেশন্স-২০২৫

সকল বোর্ডের এইচ এস সি-২০২৫ পরীক্ষার্থীদের জন্য ৩০ নম্বরের বাংলা ব্যাকরণ অংশের সাজেশন্স:

১. বাংলা উচ্চারণ:                                                    ১*৫=৫
ক. অ'-ধ্বনির উচ্চারণ/সংবৃত উচ্চারণের নিয়ম লেখো
 পাঁচটি।
খ.এ'- ধ্বনির স্বাভাবিক উচ্চারণের নিয়ম লেখো পাঁচটি।
গ. ব-ফলা,ম-ফলা এর উচ্চারণের নিয়মগুলো লেখো।
২. বাংলা বানান:                                                     ১*৫=৫
ক. প্রমিত বাংলা বানানের নিয়ম লেখো পাঁচটি।
খ. তৎসম/অতৎসম শব্দের বাংলা বানানের নিয়ম
 লেখো পাঁচটি।
গ. ণ-ত্ব/ষ-ত্ব বিধান কাকে বলে?ণ-ত্ব/ষ -ত্ব
 বিধানের পাঁচটি নিয়ম লেখো।
৩. ব্যাকরণিক শব্দশ্রেণি:                                               ১*৫=৫
ক. ব্যাকরণিক শব্দ শ্রেণি কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণসহ লেখো।
 
খ. ক্রিয়াপদ কাকে বলে? কত প্রকার ও কি কি?
 উদাহরণসহ সংজ্ঞা লেখো। 

গ. বিশেষণ কাকে বলে? কত প্রকার ও কি কি? সংজ্ঞাসহ উদাহরণ লেখো।
ঘ. সর্বনাম পদ কাকে বলে? কত প্রকার ও কি কি?
 উদাহরণসহ লেখো।
৪. প্রকৃতি প্রত্যয় / সমাস / উপসর্গ:                                   ১*৫=৫
ক. প্রকৃতি প্রত্যয় কাকে বলে? কত প্রকার ও কি
 কি? উদাহরণসহ লেখো।
খ. উপসর্গ কাকে বলে? কত প্রকার ও কি কি?
 উদাহরণসহ লেখো।
গ. "উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা
 আছে"- উদাহরণসহ লেখো।
ঘ. উপমান ও উপমিত কর্মধারয়ের মধ্যে পার্থক্য
 উদাহরণসহ লেখো।
৫. বাক্যতত্ত্ব :                                                        ১*৫=৫
ক. বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য
 উদাহরণসহ লেখো।
খ. বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার
 ও কি কি উদাহরণসহ লেখো।
গ. বাক্য কাকে বলে?অর্থানুসারে বাক্য কত প্রকার ও কি
 কি? উদাহরণসহ লেখো।
৬. শব্দ ও বাক্যের শুদ্ধ প্রয়োগ:                                        ১*৫=৫
এ অংশের জন্য যে কোন টেস্ট পেপার বুঝে বুঝে
 অনুশীলন করো।

[বি:দ্র: দশ বছরেরও অধিক অভিজ্ঞ শিক্ষক দ্বারা সাজেশন্সটি তৈরি করা হয়েছে। ভালো লাগলে কমেন্ট করুন, বাকি অংশ ও প্রথমপত্রসহ পাওয়ার জন্য ব্লগটিকে অনুসরণ করুন]

 

No comments:

Post a Comment

Recent Post

হজম শক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায়:

১) প্রতিদিন সকালে কুসুম গরম পানি পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং পাকস্থলীর এসিড ব্যালান্স ঠিক থাকে। ২) খাবারের সঙ্গে আদা, জিরা, গোলমরিচ...

Most Popular Post