এল এল বি পার্ট-০১ পরীক্ষা -২০১৭
বিষয়: টর্ট ও চুক্তি আইন
বিষয় কোড - ৫০২
গ্রুপ - এ ( চুক্তি আইন)
১. চুক্তির সংজ্ঞা দাও।চুক্তি করার জন্য যোগ্য ব্যক্তি কারা?
নাবালক কি চুক্তি করতে পারে?দুইটি বিখ্যাত আলোচনা
পূর্বক নাবালকের চুক্তিগত দায়-দায়িত্ব আলোচনা কর।
২. চুক্তির পরিসমাপ্তি বলতে কি বুঝ?সংক্ষেপে চুক্তির
পরিসমাপ্তির বিভিন্ন মাধ্যমগুলো আলোচনা কর।
৩. ক) চুক্তিভঙ্গ বলতে কি বুঝ?চুক্তি ভংগের প্রতিকারগুলো
কি?
খ) পার্থক্য দেখাও:
!) ঘটনা নির্ভর চুক্তি ও চূড়ান্ত চুক্তির মধ্যে;
!!) ঘটনা নির্ভর চুক্তি ও বাজী চুক্তির মধ্যে;
!!!) দ্বর্থক ও ঘটনা নির্ভর চুক্তির মধ্যে।
৪. ক) নিশ্চুপ থাকা কি প্রতারণা হতে পারে? যদি হয়,কখন?
খ) কেন বলা হয় যে,"যখন কোন চুক্তিতে জবরদস্তি,
প্রতারণা বা মিথ্যা বর্ণনা দ্বারা সম্মতি আদায় করা
হয়,তখন অনুরূপভাবে যে পক্ষের সম্মতি আদায় করা
হয়েছিল সেই পক্ষের ইচ্ছানুসারে চুক্তিটি বাতিলযোগ্য?"
এই বিধির কোন ব্যতিক্রম আছে কি?
৫. উত্তরকালীন অসম্ভবতা বলতে কি বুঝ? উত্তরকালীন
অসম্ভবতা কিভাবে ঘটে এবং উত্তরকালীন অসম্ভবতার কারণে
কোনো চুক্তির পরিসমাপ্তি ঘটলে চুক্তির পক্ষসমূহের দায় ও
অধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
গ্রুপ- বি (টর্ট আইন)
৬. ট্রেসপাসের ফলে বাদীর কি অধিকার ক্ষুণ্ন হয়? ভূমিতে
অনধিকার প্রবেশ কিভাবে সংঘটিত হয়? এ ক্ষেত্রে কি কি
প্রতিকার পাওয়া যায়?
৭. ক) মানহানী ও ইন্নোয়েন্ডো কি? "প্রকাশনা মানহানীর
সারবস্তু "- ব্যাখ্যা করো।মানহানী মামলার আত্মপক্ষ সমর্থনে
কি যুক্তি দেয়া যেতে পারে?
খ) লাইবেল ও স্লান্ডারের মধ্যে পার্থক্য দেখাও।
৮. ক) উৎপাতের সংজ্ঞা দাও।কোন কোন ক্ষত্রে একজন ব্যক্তি
সর্বসাধারণের বিরুদ্ধে উৎপাতের মামলা করতে পারে?
খ) ব্যক্তিগত উৎপাতের ক্ষেত্রে কি বিদ্বেষ প্রাসঙ্গিক? পাবলিক
ও প্রাইভেট উৎপাতের মধ্যে পার্থক্য কি?
৯. ক) বিদ্বেষ বলতে কি বুঝ? আইনে বিদ্বেষ ও ঘটনাগত
বিদ্বেষের মধ্যে পার্থক্য দেখাও।
খ) আচরণ যদি অবৈধ অনুমিত হয়,ভাল উদ্দেশ্যের জন্য
বিবাদী অব্যাহতি পাবে না এবং আচরণ যদি বৈধ হয়
অসৎ উদ্দেশ্যের জন্য বিবাদীকে দায়ী করা যায় না।-
এই উক্তিটি ব্যাখ্যা করো।
Ad-1
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
আমি কোনো আগন্তুক নই
১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী গ. জমিলার মা ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...
Most Popular Post
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
গীতিকার ও সুরকার : আব্দুর রাহমান বয়াতি দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা অামি যাবো মদিনা দুনিয়ায় নবী এলো মা অামিনার ঘ...
-
উত্তর 'অ' ধ্বনির উচ্চারণ অ-এর মতো হলে তাকে অ-বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে।অ-ধ্বনির বিবৃত উচ্চারণে ঠোঁট তেমন বাঁকা বা গোল হয় না।যে...
-
বাংলা ছন্দ ছন্দ: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ...
-
জটিল বা মিশ্র বাক্যে ছােট ছােট একাধিক বাক্য থাকে একে খণ্ডবাক্য বলে। খণ্ডবাক্য প্রধানত দুই প্রকার- ১.প্রধান খণ্ডবাক্য ২.আশ্রিত খণ্ড বাক্য। ...
-
উত্তর: অ-ধ্বনির সংবৃত উচ্চারণের নিয়ম নিম্নরুপ।যথা: ১. 'অ'অথবা নিহিত 'অ'-ধ্বনির পর ই-কার বা উ-কার হলে, তবে অ-ধ্বনির উচ্চারণ...
No comments:
Post a Comment