Ad-1

Saturday, August 24, 2019

বিভিন্ন পরীক্ষায় আসা বাগধারা সমূহ

* অতি আশা বাঘের বাসা( অতিরিক্ত কোন কিছুই ভালো না)
* অন্ধের নড়ি( একমাত্র অবলম্বন)
* অরণ্যে রোদন (বৃথা ক্রন্দন)
* অকালবোধন (অসময়ে আহ্বান)

* আঠারো মাসে বছর( দীর্ঘসূত্রিতা)
* আমড়া কাঠের ঢেকি( অপদার্থ)
* আসলে মুষল নেই ঢেঁকি ঘরে চাঁদোয়া( উপযুক্ত ব্যবস্থা অবলম্বনে অভাব)
* আটে পিঠে দড় তবে ঘোড়ার উপর চড়( প্রস্তুতি অর্জনের শেষে কাজে হাত দেয়া উচিত)
* আড়িপাতা( গোপনে শোনা)
* আষাড়ে গল্প (অবিশ্বাস্য কাহিনী)
ই 
* ইতর বিশেষ( পার্থক্য)
* ইদুঁর কপালে( নিতান্ত মন্দ ভাগ্য)
* ঈদের চাঁদ (আকাঙ্ক্ষিত বস্তু)
উ 
*  উড়নচণ্ডী( অমিতব্যয়ী)
* এলাহি কান্ড( বিরাট ব্যাপার)
* একাদশে বৃহস্পতি( মহা সৌভাগ্য)
* ওজার ব্যাটা বনগরু( পন্ডিত এর মূর্খ পুত্র)
* ক অক্ষর গোমাংস - (বর্ণজ্ঞানহীন)
* কলির সন্ধ্যা - ( কষ্টের সূচনা)
* কড়ায় গন্ডায়( পুরোপুরি)
* কাঠের পুতুল( নির্বাক,অসার)
* কান পাতলা- যেসব কথায় বিশ্বাস করে।
* কানাকড়ির সম্পর্ক- তুচ্ছ সম্পর্ক
* কালনেমির লঙ্কাভাগ( দুর্লভ বস্তু লাভের আগে তা উপভোগ করার অলীক কল্পনা)

* খন্ড প্রলয় (তুমুল কান্ড)
* গাছে কাঁঠাল গোপে তেল( প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন)
* গুড়েবালি( আশায় নৈরাশ্য)
* গোকুলের ষাঁড় - ( স্বেচ্ছাচারী) 
* ঘর জাত করা ( অভ্যন্তরীণ সমস্যা সমাধান করা)
* ঘাট মানা ( দোষ স্বীকার করা)
* ঘটিরাম ( মূর্খ বা অযোগ্য)
* ঘুটে পোড়ে গোবর হাসে ( নিজের কথা না ভেবে অপরের দুঃখে খুশি হওয়া)
* ঘোড়া রোগ-- অবস্থার অতিরিক্ত ভাবনা
* চড় মেরে গড়( অপমানের পর সম্মান প্রদর্শন)
* চশমখোর( লজ্জাহীন)
* চিত্রগুপ্তের খাতা( সবকিছু লিখিত খাতা)
* চোখের চামড়া- লজ্জা
* ছ আংগুলের আংগুল( অতিরিক্ত)
* ছেড়া চুলে খোপা বাধা( বৃথা চেষ্টা)
* জিলাপির প্যাচ( কূটবুদ্ধি)
ডামাডোল - ( তীব্র গণ্ডগোল)
ত 
* তামার বিষ( অর্থের কুপ্রভাব)
* তালকানা - (বোধহীন)- তালকানা ছেলেটি পকেটে কলম রেখে সারা ঘরে খুঁজছে।
* তীর্থের কাক ( প্রতীক্ষারত)

* থোর-বড়ি-খাঁড়া খাঁড়া-বড়ি-থোর( বৈচিত্র্যহীন, একঘেয়ে)
* দূর্বা গজানো -(উৎখাত)
* পর্বতের মূষিক প্রসব - ( বিরাট সম্ভাবনা)
* পাকা ধানে মই - (বিপুল ক্ষতি করা)
* পায়াভারি- অহঙ্কার
* পাথরে পাঁচ কিল( উন্নত অবস্থা
* পেট গরম( অরুচি হওয়া)
ব 
* ব্যাঙের সর্দি- অসম্ভব কিছু 
* বিদুরের খুদ -  গরিবের সামান্য উপহার
* * বিড়ালের ভাগ্যে শিকা ছেড়া - ভাগ্যক্রমে প্রত্যাশিত সুযোগ লাভ
* ভূতের বাপের শ্রাদ্ধ -( অপরিমিত অপব্যয়)
* মন না মতি = মানবচিত্তের অস্থিরতা
* মগের মুল্লুক - অরাজক)
* মণিহারা ফণী ( প্রিয় বস্তু হারানোয় অস্থিরচিত্ত ব্যক্তি)
* মাকাল ফল - (অন্তঃসারশূন্য)
* ম্যাও ধরা -(দায়িত্ব নেওয়া) শরীরের উপর যে এত অত্যাচার করছঅসুখ হলে ম্যাও ধরবে কে?
* যার কর্ম তারে সাজে অন্য লোকের লাঠি বাজে ( পটু লোকের পক্ষে যা সহজ অপটু লোকের পক্ষে তা করা অসম্ভব)
* রগচটা( যে একটুতেই রাগে)
* রাখডাক - ( গোপন কথা)
*রাবণের গোষ্ঠী - (বড় পরিবার)
* লম্বা দেওয়া - (চম্পট দেয়া)
শিয়ালের ডাক( অশুভ লক্ষণ)
* শাঁখের করাত( উভয় সংকট)
* শিখণ্ডী খাড়া করা( আড়ালে থেকে অন্যায় কাজ করা)
* শাপে বর( অকল্যাণই কল্যাণ)
* ষোল আনা- সার্থক/ সম্পূর্ণ
স 
* সবেধন নীলমণি - ( একমাত্র অবলম্বন) 
* সাপের হাঁচি বেদে চেনে( অভিজ্ঞ ব্যক্তিকে ফাঁকি দেওয়া যায় না)
* সোনার পাথর বাটি( অসম্ভব বস্তু)
* সুলুখ সন্ধান -- খোঁজ খবর । 
* সোনার কাঠি  রুপোর কাঠি  = বাঁচা-মরার একমাত্র উপায় 
হ 
* হরিষে বিষাদ= আনন্দে বেদনা 
* হরি ঘোষের গোয়াল( অলস ও নিষ্কর্মা লোকজনের কোলাহলপূর্ণ আড্ডা)
* হাড়ে বাতাস লাগা( স্বস্তিবোধ করা)
* হাড়-হদ্দ( নাড়ি নক্ষত্র)

প্রায় সমার্থ দেয় এমন বাগধারা

১) মারা যাওয়া অর্থে---
অক্কা পাওয়া, গঙ্গা পাওয়া, পটল তোলা, পঞ্চত্ব প্রাপ্ত, ভবলীলা সাঙ্গ হওয়া।
২) অপদার্থ অর্থে---
আমড়া কাঠের ঢেঁকি, কায়েতের ঘরে ঢেঁকি, কচু বনের কালাচাঁদ, ষাড়ের গোবর, ঊনপাঁজরে, অগাকান্ত, অঘাচন্ডী, অঘারাম, ঘটিরাম।
৩) উভয় সংকট অর্থে---
করাতের দাঁত, শ্যাম রাখি না কুল রাখি, সাপের ছুঁচো গেলা, শাঁখের করাত, রাম ভজি কি রহিম ভজি, দুই নৌকায় পা, জলে কুমির ডাঙ্গায় বাঘ।
৪) সুসময়ের বন্ধু অর্থে ---
শরতের শিশির, দুধের মাছি, লক্ষ্মীর বরযাত্রী, সুখের পায়রা, বসন্তের কোকিল
৫) হতভাগ্য অর্থে---
আট কপালে, আট কপালিয়া, ইঁদুর কপালে, ফাঁটা-কপাল
৬) প্রতারণা অর্থে----
মামদোবাজি, চোখে ধূলি দেয়া, বাঙালকে হাইকোট দেখানো।
৭) ক্ষণস্থায়ী অর্থে---
বালির বাঁধ, জলের দাগ, খলের পিরিত, তাসের ঘর।

 চলবে...


No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post