Ad-1

Friday, December 10, 2021

লক্ষ, লক্ষ্য, উপলক্ষ্য-এর প্রয়োগঃ-

লক্ষ-এর আভিধানিক অর্থ খেয়াল করা, শত সহস্র সংখ্যা বা লাখ।

লক্ষ্য-এর অর্থ উদ্দেশ্য, তাক, কাম্য বস্তু বা বিষয়।

# আমার লক্ষ্য(উদ্দেশ্য) ছেলেটির প্রতি লক্ষ(খেয়াল) রেখে তার লক্ষ্য(উদ্দেশ্য) অর্জনে সহায়তা করা।

# ছেলের প্রতি লক্ষ(খেয়াল) রাখবে না-হলে লক্ষ(লাখ) টাকা দিয়ে কিছু হবে না।

# লক্ষ্য আর উপলক্ষ্য উভয় শব্দের অর্থ এক।

বিজয় দিবস উদযাপন লক্ষ্যে বা উপলক্ষ্যে কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

No comments:

Post a Comment

Recent Post

"শাকেই এত লাড়া, ডাল হলে ভাঙত হাঁড়ি, ভাসত পাড়া-পাড়া।" এই কথা দ্বারা কি বুঝানো হয়েছে?

এই প্রবাদটি বোঝাতে চায় যে ছোটোখাটো বিষয়ে যদি এত ঝামেলা বা উত্তেজনা হয়, তাহলে বড় কোনো বিষয়ে কী হতে পারে তা সহজেই অনুমেয়। "শাকেই এত লাড়া&...

Most Popular Post