Ad-1

Friday, December 10, 2021

লক্ষ, লক্ষ্য, উপলক্ষ্য-এর প্রয়োগঃ-

লক্ষ-এর আভিধানিক অর্থ খেয়াল করা, শত সহস্র সংখ্যা বা লাখ।

লক্ষ্য-এর অর্থ উদ্দেশ্য, তাক, কাম্য বস্তু বা বিষয়।

# আমার লক্ষ্য(উদ্দেশ্য) ছেলেটির প্রতি লক্ষ(খেয়াল) রেখে তার লক্ষ্য(উদ্দেশ্য) অর্জনে সহায়তা করা।

# ছেলের প্রতি লক্ষ(খেয়াল) রাখবে না-হলে লক্ষ(লাখ) টাকা দিয়ে কিছু হবে না।

# লক্ষ্য আর উপলক্ষ্য উভয় শব্দের অর্থ এক।

বিজয় দিবস উদযাপন লক্ষ্যে বা উপলক্ষ্যে কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

No comments:

Post a Comment

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post