Ad-1

Wednesday, July 5, 2017

রবিঠাকুর,সুকান্ত,জীবনানন্দ

রবিঠাকুরের ১২ টি উপন্যাস – মুখস্ত নয় গল্পটি মনে রাখুন→
করুণা ” করে আমাকে
বউ ঠাকুরানীর_হাটে ” পৌঁছে দিও, সেখানে হয়ত
রাজর্ষি ” কে খুঁজে পাব,
আগামী মাসে তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু
নৌকাডুবি”র ফলে তার সাথে আমার সমস্ত
যোগাযোগ ” বন্ধ হয়ে যায়,আমি এখন তার
চোখের_বালি”, আমার
দুইবোন ” আর ভাই
গোরা ”কে অনেক খুঁজেছি – কিন্তু পাইনি ,অবশেষে জীবনের
চার অধ্যায়” পেরিয়ে
চতুরঙ্গে ”র কষাঘাতে
মালঞ্চে ”বসে লিখছি
শেষের_কবিতা

সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ মনে রাখার টেকনিক :

পুলিশ হরতালের পূর্বাভাস পেয়ে;না ঘুমিয়ে অভিযানে বের হলো।অপরাধীদের ছাড় না দিয়ে সবাইকে হাতকড়া পড়ানো হবে।
.
ব্যাখ্যা: হরতাল,পূর্বাভাস
না ঘুমিয়ে--ঘুম নেই, অভিযান।
ছাড়--ছাড়পত্র
হাতকড়া--মিঠে-কড়া

নিম্নোক্ত তথ্যগুলো একটু মনে রাখুন কাজে দিবে:
.
রানার তার বিখ্যাত কবিতা
আকাল--পঞ্চাশের মন্বন্তর নিয়ে রচিত গ্রন্থ।
লেজের কাহিনী (সোভিয়েট শিশুসাহিত্যিক ডি বিয়াঙ্কির ‘টেইলস’ গল্পের অনুবাদ)
দেবতাদের ভয়(ব্যাঙ্গার্থক নাটিকা
.
 জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ মনে রাখার টেকনিক :

অবেলায় রূপসী লিপি সাতটি ঝরাপালক দিয়ে বনলতাকে বলল তুমিই আমার মহাপৃথিবী।

ব্যাখ্যা: অবেলায়-বেলা অবেলা কালবেলা
রূপসী-রূপসী বাংলা
লিপি-ধূসর পাণ্ডলিপি 
সাতটি-সাতটি তারার তিমির
ঝরাপালক--ঝরাপালক
বনলতাকে--বনলতা সেন
মহাপৃথিবী--মহাপৃথিবী

সতীর্থ ও মাল্যবান হচ্ছে উপন্যাস আর কবিতার কথা হচ্ছে  প্রবন্ধ।

No comments:

Post a Comment

Recent Post

আমি কোনো আগন্তুক নই

১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী  গ. জমিলার মা  ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...

Most Popular Post