Ad-1

Thursday, July 6, 2017

ভীতু আমি, সাহসী রিকসা !!!!

ভীতু আমি,সাহসী রিকসা....

উর্বশী বুক উঁচু করে,
বিকেলের কমলা রঙের রোদ
যখন তোমাকে আরো কমল করে তুলছিল,
মৃদু বাতাসে উড়ছিল তোমার সোনালী চুল
দীর্ঘদেহী তুমি
একা যখন হেঁটে আসছিলে সেদিন।।
কী করে বুঝাই,কত্ত ভালো লাগছিল
তোমাকে সেদিন।।
কাছে আস,চোখে চোখ রাখো,
মাঝে মাঝে কথা হয়,
কখনো বা পাশেও বসো,
সকালে তোমার এক চিলতে মিষ্টি হাঁসি
আমার সারা দিনের সুখ,স্বপ্ন ও কল্পনার
তৃপ্ত খোরাক।।
এত কাছে এসেও
কখনো আঁচল ধরে টানার সাহস করিনি।
কিন্তু সেদিন.....
রিকসার পাশ দিয়ে যেতে না যেতেই
রিকসাওয়ালা নয়,
অচেতন রিকসাটাই তোমার আঁচল
ধরে টান দিল!!!!!!!!!
তাই তো বলি
ভীতু আমি, সাহসী রিকসা।।

No comments:

Post a Comment

Recent Post

আমি কোনো আগন্তুক নই

১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী  গ. জমিলার মা  ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...

Most Popular Post