Ad-1

Tuesday, November 13, 2018

বিভিন্ন সংস্থার সদর দপ্তর মনে রাখার সহজ টেকনিক

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সদর দপ্তর মনে রাখুন খুব সহজে"
.............................................
১) জেনেভা,সুইজারল্যান্ড:
ক) যে সংস্থার নাম প্রথমে I/W এবং শেষে U/R/Oআছে তাদের সদর দপ্তর এখানে।
যেমন: WHO, WTO, ILO, ISO, WIPO, IPU, ITU
WHO = World Health Organisation.
WTO = World Trade Organisation.
ILO = International Labour Organisation.

খ) SARRC এবং CIRDAP ব্যতিত ‘R’ যুক্ত সকল সংস্থার দপ্তর এখানে।
যেমন: OHCHR, UNHCR, UNHRC, ICRM, UNITAR, UNRISD, RED CROSS.
গ) অন্যান্য: কোন সংস্থার নামের সাথে T এবং C যুক্ত থাকলে সদর দপ্তর এখানে।
যেমন: UNCTAD, ITC.
.
২) ওয়াশিংটস ডিসি, যুক্তরাষ্ট্র:

‘I’ শুরু এবং A/B/C/D/E দিয়ে শেষ হলে সদর দপ্তর এখানে।
IMF, IFC, IDA, IDB, IBRD, ICSID ব্যাতিক্রম: MIGA, OAS.
.
৩) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র:
কোন সংস্থার নামের সাথে UN এর সাথে E/Fযুক্ত থাকলে সদর দপ্তর এখানে।
যেমন: UNIFEM.UNICEF, UNFPA
ব্যতিক্রম: UN,UNDP
.
৪) রোম, ইতালি:
যে সকল সংস্থার নামের মাধ্যমে খাদ্য নির্দেশ করে সেগুলোর সদর দপ্তর এখানে।
যেমন: IFAD, WEP, FAO.

No comments:

Post a Comment

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post