১. 'ফোকলোর' কথাটির উদ্ভাবক কে?
ক) মনসুর বয়াতি খ)
রোমাঁরোলা গ) দীনেশচন্দ্র সেন ঘ)
উইলিয়াম থমস
২. ছাঁকা শব্দটি 'মমতাদি' গল্পে
কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) শোধন করা খ) যথার্থ গ) চালা ঘ)
সহজলভ্য
৩. 'রাজবন্দীর জবানবন্দী' কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা?
ক) প্রবন্ধ খ) উপন্যাস গ) কবিতা ঘ)
গল্প
8. হুতুমের ডাককে মায়ের মনে হয়েছে-
i. মরণের দূত ii. কুয়াশা কাফন iii. মৃত্যুশঙ্কা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) iii গ) ii ঘ)
i ও ii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
পিতৃ-মাতৃহীন মিতুকে তার চাচি গ্রামের প্রভাবশালী ব্যক্তি বুড়ো মকবুল মিয়ার সঙ্গে
বিয়ে দিতে চায়। মিতু পালিয়ে গিয়ে পাশের গ্রামের সমাজ হিতৈষী ব্যক্তি সগীর সাহেবের
বাড়িতে আশ্রয় নেয়। এতে উভয়পক্ষের হুমকি ও পালটা হুমকিতে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে
ওঠে। অবশেষে মকবুল মিয়া বাস্তব অবস্থা অনুধাবন করে সব মেনে নেয়।
৫. উদ্দীপকের মিতুর সঙ্গে 'বহিপীর' নাটকের তাহেরার কোন বৈশিষ্ট্য সাদৃশ্যপূর্ণ?
ক) মা-বাবা হারা হওয়া খ) চাচির ঘরে আশ্রয় গ্রহণ গ) বাল্য বিবাহের শিকার ঘ) পালিয়ে যাওয়া
৬. উদ্দীপকের সগীর সাহেবের ভূমিকা হাতেম আলির চারিত্রিক বৈশিষ্ট্যের অনুরূপ। কারণ,
উভয়ের মধ্যে রয়েছে-
i. দূরদর্শিতা ii. মানবিকতা iii.
সহমর্মিতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ)
i ও iii ঘ) i, ii ও iii
৭. প্রবন্ধের প্রধান বাহন কী?
ক) চরিত্র খ) সংলাপ গ) কাহিনি ঘ) বিষয়বস্তু
৮. 'আশা' কবিতায় প্রতিবেশীর ঘরটি কেমন?
ক) উজ্জ্বল খ) আঁধার গ)
আবছায়া ঘ)
আলো ভরা
৯. মহাকাব্যের মূল লক্ষ্য কী?
ক) জ্ঞান দান খ) আনন্দ দান গ)
সচেতনতা সৃষ্টি ঘ) গল্প বলা
১০. 'ঝরনার গান' কবিতায় কার সৌন্দর্য তুলনা রহিত?
ক) ঝুম পাহাড় খ) নির্জন দুপুরের গ)
জলধারার ঘ)
কালসারের
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মাহতাব ছিল খুব উচ্চাকাঙ্ক্ষী। তাই সে চাকরিতে যোগদান করেই দুর্নীতি শুরু করে। কিন্তু
এক সময় ধরা পড়লে তার চাকরি চলে যায়।
১১. 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধ অনুসারে মাহতাবের উচ্চাকাঙ্ক্ষী হওয়ার কারণ—
ক) মানবসত্তাকে প্রাধান্য দেওয়া খ) জীবসত্তাকে
প্রাধান্য দেওয়া
গ) বিত্তশালী পরিবেশের জন্য ঘ) অভাব-অনটনের
জন্য
১২. প্রবন্ধ অনুসারে মাহতাবের পরিণতি-
i. লোভে পাপ, পাপে মৃত্যু ii. ভালো কাজের
পুরস্কার iii. যেমন কর্ম তেমন ফল
নিচের কোনটি সঠিক?
ক) i খ)
ii গ) iii ঘ) i ও
iii
১৩. 'সেইদিন এই মাঠ' কবিতায় প্রকাশ পেয়েছে-
ক) সময় অধরা খ) স্বপ্ন অসীম গ)
প্রকৃতি চিরন্তন ঘ) জীবন চলমান
১৪. 'শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজ অর্থের ওপরই পড়ে রয়েছে।
ওপরে উল্লিখিত বাক্যটির সঙ্গে নিচের কোন রচনাটি সংগতিপূর্ণ?
ক) নিয়তি খ) পল্লিসাহিত্য গ)
শিক্ষা ও মনুষ্যত্ব ঘ) মমতাদি
১৫. 'মমতাদি' গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি আচরণের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক) সামাজিক খ) অমানবিক গ)
মানবিক ঘ)
অর্থনৈতিক
১৬. 'সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জাতি।'- চরণটিতে 'তিনি' বলতে কাকে বোঝানো
হয়েছে?
ক) সৃষ্টিকর্তাকে খ) মোল্লা সাহেবকে গ)
মানুষকে ঘ) মুসাফিরকে
১৭. আবদুর রহমান লেখককে জানালা দিয়ে কী দেখিয়েছিলেন?
ক) উঁচু পাহাড় খ) লব-ই-দরিয়া গ) পাহাড়ের বরফ ঘ)
কাবুলের প্রকৃতি
১৮. চর্যাপদের সঙ্গে সম্পর্ক রয়েছে—
i. বৌদ্ধ
সহজিয়াদের ii. নেপালের রাজদরবারের iii. হরপ্রসাদ শাস্ত্রীর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ)
i, ii ও iii
১৯. 'সুভা' গল্প অনুসারে অতল স্পর্শ গভীর কী?
ক) চোখের চাহনি খ) চোখের ভাষা গ) চোখের রং ঘ)
চেতনা
২০. 'আমি কোনো আগন্তুক নই'- কবিতার স্থির দৃষ্টি কার?
ক) মাছরাঙার খ) কদম আলীর গ)
জমিলার মার ঘ) জোনাকির
২১. 'যাচ্ছিরে, কাকতাড়ুয়া'- উক্তিটি কার?
ক) ফুলকপি খ) নোলক বুয়া গ)
কুন্তি ঘ)
রানি
২২. 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা।'-কবিতায় মেঘনা নদীর দক্ষ মাঝি কে?
ক) সগীর আলী খ) কেষ্টদাস গ)
মতলব মিয়া ঘ) রুস্তম শেখ
২৩. বুধার চোখ লাল হয়ে যায় কেন?
ক) মনের ক্ষোভে খ) মরিচের ঝালে গ) চোখে বালি পড়ায় ঘ) আগুনের
ধোঁয়ায়
২৪. 'বহিপীর' নাটকে বর্ণিত ঝড় হয়েছিল কখন?
ক) সন্ধ্যায় খ) শেষ রাতে গ)
বিকেলে ঘ)
সকালে
২৫. 'জীবন-সঙ্গীত' কবিতায় প্রকাশিত হয়েছে—
ক) জীবনের মূল্যবোধ খ) বৈরাগ্যের
জীবন গ) স্বদেশপ্রেম ঘ)
জীবনের আকাঙ্ক্ষা
২৬. রানার এর জীবনের দুঃখ কে বেশি জানে?
ক) পথের তৃণ৷ খ) নির্জন রাত গ)
রাতের তারা ঘ) জোনাকির আলো
২৭. 'বুকে চাপা মৃতের আগুন'- বলতে কী বোঝানো
হয়েছে?
ক) প্রতিহিংসার আগুন খ) প্রতিবাদের আকাঙ্ক্ষা গ) প্রতিশোধের স্পৃহা ঘ)
প্রতিবাদের স্ফুলিঙ্গ
২৮. বুধাকে সোনাবাবা বলে ডাকত কে?
ক) হাশেম মিয়া খ) জয়নাল চাচা গ)
হরিকাকু ঘ) নোলক বুয়া
২৯. পুরানো সেই দিনের কথা ভুলবি করে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।'
উদ্দীপকের চিত্রায়িত ভাবনা কোন কবির ভাবনাকে পরিস্ফুটিত করে?
ক) মাইকেল মধুসূদন দত্ত খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) লালন শাহ ঘ)
কাজী নজরুল ইসলাম
৩০. কপালে কব্জিতে কারা লালসালু বেঁধে এসেছিল?
ক) কৃষক খ)
শ্রমিক গ)
মজুর ঘ)
ছাত্র
No comments:
Post a Comment