Ad-1

Friday, May 5, 2017

সংবিধান ও আইন

সংবিধানের ভাগ ও অধ্যায় মনে রাখুন....
প্রজা রাষ্ট্রের কাছে মৌলিক অধিকার নির্বাহ করার জন্য আইন ও বিচার বিভাগকে নির্বাচন দিতে বলেন।কিন্তু মহা হিসাবি বাংলাদেশ তা না করে জরুরি সংবিধান সংশোধনের বিবিধ কাজ করে।
১. প্রজাতন্ত্র
২. রাষ্ট্র পরিচালনার মূলনীতি
৩. মৌলিক অধিকার
৪. নির্বাহী বিভাগ
৫. আইন সভা
৬. বিচার বিভাগ
৭. নির্বাচন
৮. মহাহিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রক
৯. বাংলাদেশ কর্ম বিভাগ
১০. জরুরি বিধানাবলি
১১. সংবিধান সংশোধন
১২. বিবিধ।
এবার আসি সংবিধানের বিভিন্ন ধারা কিভাবে মুখস্থ রাখব?  যেখান থেকে বিভিন্ন পরীক্ষায় আসে।সংবিধানের তৃতীয় ভাগ হচ্ছে 'মৌলিক অধিকার '।এর অধীনে ৩২-৫৪ ধারা পর্যন্ত মুখস্থ রাখার টেকনিক।তাই এগুলো বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়ুন, একবার, দুবার,
বারবার, অনেকবার, শতবার, যতবার
পারেন.......।
অনুচ্ছেদ ৩২ থেকে অনুচ্ছেদ ৩৫ পর্যন্ত
মনে রাখার টেকনিক :
" জীবনে ১বার গ্রেপ্তার হলে জবরদস্তি বিচার       
 হয়।"
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৩২-জীবনে- জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ
৩৩-গ্রেপ্তার – গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ
৩৪- জবরদস্তি- জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ।
৩৫- বিচার- বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ

৩৬থেকে ৪৪ articles : MAAT PR PR R

M= movement, ৩৬-চলাফেরার স্বাধীনতা
A= assembly, ৩৭-সমাবেশের স্বাধীনতা
A=association, ৩৮-সংগঠনের স্বাধীনতা
T= Thought, ৩৯-চিন্তা,বিবেক ও বাক স্বাধীনতা

P= profession, ৪০-পেশার স্বাধীনতা
R=religion, ৪১-ধর্মীয় স্বাধীনতা

P=property, 42 -সম্পত্তির অধিকার
R=Room, ৪৩-গৃহ ও যোগাযোগের রক্ষণ

R=Rights, ৪৪-মৌলিক অধিকার বলবৎ।

৪৫-৪৭ অনুচ্ছেদ পড়লেই পারবেন।

অনুচ্ছেদ ৪৮ থেকে অনুচ্ছেদ ৫৪ পর্যন্ত মনে রাখুন নিচের ছন্দ :
" রাষ্ট্রপতি তার ক্ষমার মেয়াদে দায়মুক্তি পেতে
অভিসংশন ও অপসারনের ক্ষমতা স্পীকার কে দিলেন।"
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৪৮-রাষ্ট্রপতি -রাষ্ট্রপতি
৪৯-ক্ষমার –ক্ষমা প্রদর্শনের অধিকার
৫০- মেয়াদে- রাষ্ট্রপতি পদের মেয়াদ
৫১- দায়মুক্তি- রাষ্ট্রপতির দায়মুক্তি
৫২-অভিসংশন –রাষ্ট্রপতির অভিসংশন
৫৩-অপসারনের – অসামর্থ্যের কারনে রাষ্ট্রপতির অপসারন
৫৪- স্পীকার- অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি পদে স্পীকার।
সংবিধান সম্পর্কে আরো কিছু তথ্য

১.→ বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত?
উঃ- সার্বভৌম প্রজাতন্ত্র।
২→ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
উঃ- সংবিধান।
৩→ কোন দেশের কোন লিখিত সংবিধান নাই?
উঃ- বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও
সৌদি আরব।
৪→ বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে?
উঃ- ২৩ মার্চ, ১৯৭২।
৫→ বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?
উঃ- ১২ অক্টোবর, ১৯৭২।
৬→ গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?
উঃ- ০৪ নভেম্বর,১৯৭২।
৭→ কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়?
উঃ- ১৬ ডিসেম্বর, ১৯৭২।
৮→ বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
উঃ- ১০ এপ্রিল, ১৯৭২।
৯→ সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়?
উঃ- ৩৪ জন।
১০→ সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?
উঃ- ডঃ কামাল হোসেন।
১১→ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?
উঃ- বেগম রাজিয়া বেগম।
১২→ বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে?
উঃ- ২ টি। বাংলা ও ইংরেজি।
১৩→ কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে?
উঃ- প্রস্তাবনা দিয়ে শুরু ও ৪টি তফসিল দিয়ে শেষ।
১৪→ বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?
উঃ- ১১ টি।আর তফসিল রয়েছে--৭টি
১৫--বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার সংশ্লিষ্ট অনুচ্ছেদ রয়েছে কতটি?
-২২টি।
১৫→ বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি?
উঃ- ১৫৩ টি।
১৬→ বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে?
উঃ- আবদুর রাউফ।
১৭→ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম?
উঃ- প্রধান বিচারপতির নিয়োগ দান।
১৮→ একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল?
উঃ- ২ মেয়াদকাল।
১৯→ কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?
উঃ- রাষ্ট্রপতি।
২০→ জাতীয় সংসদের সভাপতি কে?
উঃ- স্পিকার।
২১→ রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন?
উঃ- স্পিকারের উদ্দেশ্যে।
২২→ প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ- মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে?
উঃ- রাষ্ট্রপতি।
২৩→ এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?
উঃ- রাষ্ট্রপতি।
২৪→ সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত?
উঃ- ৬৭ বছর পর্যন্তু।
২৫→ বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল?
উঃ- ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র।
২৬→ কোন আদেশবলে সংবিধানের মূলনীতি “ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
২৭→ কোন আদেশবলে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সন্নিবেশিত হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
২৮→ কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ “বাংলাদেশী” বলে পরিচিত হন?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
২৯→ সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে?
উঃ- ২২ অনুচ্ছেদ।
৩০→ “সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে?
উঃ- ২৭ অনুচ্ছেদে।

No comments:

Post a Comment

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post