কবিতা: একটা গন্তব্যে হাঁটা.....
চলার পথে অনেকের সঙ্গে দেখা,
অনেকের সঙ্গে পরিচয়,
তারপর একসঙ্গে হাতে হাত ধরে হাঁটা,
প্রাণখুলে প্রাণের কথা বলা।।
কিন্তু কখনো কখনো
একসঙ্গে হাঁটতে গিয়ে
কেউ এতটাই এগিয়ে যায়,
তার জন্য এখন,
প্রতীক্ষা মানেই বিরক্তি।।
তারই বা কী দোষ দেব?
কখনো কখনো নিজের কাছেও মনে হয়,
কারো জন্য প্রতীক্ষা মানেই বিরক্তি।।
তাই আবার একা হেঁটে চলি....
হাঁটতে হাঁটতে চলতে চলতে,
কারো সঙ্গে আবার দেখা,
আবার হাতে হাত রাখা,
আবার হাঁটা আর হাঁটা,
সুখ ও স্বপ্নের ছবি আঁকা,
পিছনে ফেলে আসা,
কিংবা পিছিয়ে থাকার সুখ ও স্মৃতিগুলো তখন,
নতুন সুখের স্তুপে
সব চাপা পড়া।।
তারপর হঠাৎ আবার........
দুজনের বিচ্ছিন্নতা,
দুজনের বিচ্ছিন্ন পথে চলা,
যাবার সময় শুধু বলে যাওয়া,
"তোমাকে আমার মনে থাকবে
শত সহস্র সুখ ও স্মৃতির স্তুপেও,
তুমি চেপে যাবে না,
তুমিই ভেসে রবে মনের ক্যানভাসে।।"
সে...ই সব স্মৃতি ও সুখ
মনে পড়ে আর মন পুড়ে
কান বাজে আর কানে বাজে
এখনও সেই সুর
সে...ই হাসি,সে...ই গান আর
সে....ই কবিতার মতো করে কথা বলা।।
তারপর........
আবার......
হাঁটা আর হাঁটা,একা পথ চলা.....
তবে কি আবার.....
সুখ ও স্মৃতির স্তুপে
সব ঢেকে যাবে??
এবং চেপে যাবে???discovernew786.blogpost.com
চলার পথে অনেকের সঙ্গে দেখা,
অনেকের সঙ্গে পরিচয়,
তারপর একসঙ্গে হাতে হাত ধরে হাঁটা,
প্রাণখুলে প্রাণের কথা বলা।।
কিন্তু কখনো কখনো
একসঙ্গে হাঁটতে গিয়ে
কেউ এতটাই এগিয়ে যায়,
তার জন্য এখন,
প্রতীক্ষা মানেই বিরক্তি।।
তারই বা কী দোষ দেব?
কখনো কখনো নিজের কাছেও মনে হয়,
কারো জন্য প্রতীক্ষা মানেই বিরক্তি।।
তাই আবার একা হেঁটে চলি....
হাঁটতে হাঁটতে চলতে চলতে,
কারো সঙ্গে আবার দেখা,
আবার হাতে হাত রাখা,
আবার হাঁটা আর হাঁটা,
সুখ ও স্বপ্নের ছবি আঁকা,
পিছনে ফেলে আসা,
কিংবা পিছিয়ে থাকার সুখ ও স্মৃতিগুলো তখন,
নতুন সুখের স্তুপে
সব চাপা পড়া।।
তারপর হঠাৎ আবার........
দুজনের বিচ্ছিন্নতা,
দুজনের বিচ্ছিন্ন পথে চলা,
যাবার সময় শুধু বলে যাওয়া,
"তোমাকে আমার মনে থাকবে
শত সহস্র সুখ ও স্মৃতির স্তুপেও,
তুমি চেপে যাবে না,
তুমিই ভেসে রবে মনের ক্যানভাসে।।"
সে...ই সব স্মৃতি ও সুখ
মনে পড়ে আর মন পুড়ে
কান বাজে আর কানে বাজে
এখনও সেই সুর
সে...ই হাসি,সে...ই গান আর
সে....ই কবিতার মতো করে কথা বলা।।
তারপর........
আবার......
হাঁটা আর হাঁটা,একা পথ চলা.....
তবে কি আবার.....
সুখ ও স্মৃতির স্তুপে
সব ঢেকে যাবে??
এবং চেপে যাবে???discovernew786.blogpost.com
কখনো মনে হয়,বিয়ের পিড়িতে বসার জন্য গন্তব্যে হাঁটা আবার কখনো মনে হয় এ যেন এক মৃত্যুর গন্তব্যে হাঁটা।
ReplyDelete