Ad-1

Saturday, May 6, 2017

বিন্দু, তুমি নও অন্য কেউ

বিন্দু আলাদা, ব্যাসার্ধ ভিন্ন
আবার পরিধিরও আছে ব্যাপক পার্থক্য।
জ্যাও একেঁছি ওল্টো করে,
তবে,
দেখতে হুবহু তোমার মতো,
তাই বলে,
তুমি কি ভাবছ?
তোমাকে নিয়েই কবিতা লিখি????
না,তা তুমি কখনো মনে করো না।
কারণ এই আমি,
আর আমার সব বৃত্তের সব বিন্দু,
তোমার পরিধি থেকে সরে এসেছে,
সে অনে....ক আগে।
এখন... তুমি আমার জীবনে
শুক আর সন্ধ্যা তারা,
এ ছাড়া অন্য কিছুই নও।
এখন তোমাকে কেন্দ্র করে
আমি আর আবর্তিত হই না।
দেখতে হুবহু তোমার মতো,
তবে তুমি নও,অন্য কেউ ।।

1 comment:

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post