Ad-1

Saturday, May 6, 2017

বিন্দু, তুমি নও অন্য কেউ

বিন্দু আলাদা, ব্যাসার্ধ ভিন্ন
আবার পরিধিরও আছে ব্যাপক পার্থক্য।
জ্যাও একেঁছি ওল্টো করে,
তবে,
দেখতে হুবহু তোমার মতো,
তাই বলে,
তুমি কি ভাবছ?
তোমাকে নিয়েই কবিতা লিখি????
না,তা তুমি কখনো মনে করো না।
কারণ এই আমি,
আর আমার সব বৃত্তের সব বিন্দু,
তোমার পরিধি থেকে সরে এসেছে,
সে অনে....ক আগে।
এখন... তুমি আমার জীবনে
শুক আর সন্ধ্যা তারা,
এ ছাড়া অন্য কিছুই নও।
এখন তোমাকে কেন্দ্র করে
আমি আর আবর্তিত হই না।
দেখতে হুবহু তোমার মতো,
তবে তুমি নও,অন্য কেউ ।।

1 comment:

Recent Post

হজম শক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায়:

১) প্রতিদিন সকালে কুসুম গরম পানি পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং পাকস্থলীর এসিড ব্যালান্স ঠিক থাকে। ২) খাবারের সঙ্গে আদা, জিরা, গোলমরিচ...

Most Popular Post