
ভালবাসলে ভালবাসারও সুযোগ দিতে হয়
শুধু ভালবাসলে ভালবাসা পাওয়া যায় না,,,
তুমি আমার জন্যে অপেক্ষা করছিলে
একথা আগে জানলে কিংবা জানালে,
আমি এক পৃথিবী সাঁতার কেটে
তোমার কাছে আসতাম ছুটে।।
কিন্তু তুমি তো কখনো একবারও
মুখ ফোটে বলোনি
কিংবা বুঝতেও দাওনি
আমাকেই ভালবাস তুমি।।
No comments:
Post a Comment