বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ষষ্ঠ শ্রেণিঅষ্টম ও নবম অধ্যায়
***অধ্যায় সমুহের গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন ও জ্ঞানমূলক প্রশ্নগুলো নিম্নরুপ:
১. কত হাজার বছর আগে নগর রাষ্ট্র গড়ে উঠে - ৫-৬ হাজার বছর আগে।
২. কোথায় গড়ে উঠে - নদী ও সমুদ্রের তীরে।
৩. বর্তমান বিশ্বে জনসংখ্যা প্রায় - সাত শত কোটি।
৪. রাষ্ট্র গঠনের উপাদান - ৪টি।যথা: জনসমষ্টি, ভূ-খণ্ড,সরকার, সার্বভৌমত্ব।
৫. চীনের জনসংখ্যা - ১৩৭ কোটি ২০ লক্ষ।
৬. স্যান মেরিনো এর জনসংখ্যা - মাত্র ৩০ হাজার।
৭. ভূ-খণ্ড বলতে - জল,স্থল ও আকাশ সীমাকে বুঝায়।
৮. ভারতের আয়তন - ৩২,৮৭,৫৯০ বর্গকিলোমিটার
৯. সিঙ্গাপুরের আয়তন - ৬৯৩ বর্গকিলোমিটার
১০. ভ্যাটিকান সিটির আয়তন - ০.১৮ বর্গকিলোমিটার
১১. সিঙ্গাপুর ও ভ্যাটিকান সিটি - নগরকেন্দ্রিক রাষ্ট্র।
১২. সার্বভৌমত্ব হলো - রাষ্ট্রের সর্বোচ্চ, চরম ও চূড়ান্ত ক্ষমতা।
১৩. জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান - ৮ম।
১৪. বাংলাদেশের আয়তন - ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
১৫. বাংলাদেশের পূর্বে রয়েছে - ভারত ও মায়ানমার।
১৬. বাংলাদেশের সরকার ব্যাবস্থা হলো - মন্ত্রিপরিষদ শাসিত।
১৭. এর নাম হলো - 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।'
১৮. মুজিবনগর সরকার গঠিত হয় - ১০ ই এপ্রিল ১৯৭১ সাল।
১৯. রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাস কারী অধিবাসীকে - নাগরিক বলে।
২০. নাগরিকত্ব লাভের পদ্ধতি হলো - ২টি।যথা : জন্মসূত্রে ও অনুমোদন সূত্রে।
২১. আমেরিকায় চালু আছে - জন্মস্থান ভিত্তিক নাগরিক।
২২. একই ব্যক্তি দুইটি দেশের নাগরিকত্ব লাভ করলে তাকে - দ্বি-নাগরিকত্ব বলে।
২৩. রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য আন্তরিকভাবে পালন করলে তাকে - সুনাগরিক বলে।
২৪. একজন ব্যক্তির রাজনৈতিক অধিকার কোনটি? ---- ভোটাধিকার।
২৫.রাষ্ট্রের অধিবাসী বা ব্যক্তির জাতীয় পরিচয় হলো - নাগরিকত্ব।
২৬. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সকল রাষ্ট্রীয় ক্ষমতার মালিক কে? ------ জনগণ।
২৭. এশিয়ার দীর্ঘতম নদীর নাম - ইয়াংসি।
২৮. পৃথিবীতে কয়টি মহাদেশ আছে? ----- সাতটি।
২৯. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং এর উচ্চতা হলো --- ১২৬০ মিটার।
৩০. প্রাচীন এশিয়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ - নালন্দা।
৩১. কবি চণ্ডিদাস কোন আমলের কবি - সুলতানি আমলের।
৩২. প্রকৃতির চারটি মূল উপাদান হলো- মাটি,পানি,বায়ু ও আলো।
৩৩. আলো ও তাপের প্রধান উৎস হলো - সূর্য।
৩৪. পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে - দুই মেরুর বরফ গলে যাচ্ছে।
৩৫. ফলে সমুদ্রের উচ্চতা - বেড়ে যাচ্ছে।
৩৬. মানুষ যখন চাষবাস করে স্থিতি অবস্থায় পৌছেছে - তখন থেকেই প্রকৃতিকে জয়
করার চেষ্টা করছে।
* যদিও ভুল কর তবে তা সংশোধনের জন্য বিলম্ব বা লজ্জাবোধ করো না। - কনফুসিয়াস
No comments:
Post a Comment