Ad-1

Tuesday, July 31, 2018

বাংলাদেশ ও বিশ্বপরিচয় অষ্টম ও নবম অধ্যায়

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

ষষ্ঠ শ্রেণি
অষ্টম ও নবম অধ্যায়
***অধ্যায় সমুহের গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন ও জ্ঞানমূলক প্রশ্নগুলো নিম্নরুপ:
১. কত হাজার বছর আগে নগর রাষ্ট্র গড়ে উঠে - ৫-৬ হাজার বছর আগে।
২. কোথায় গড়ে উঠে - নদী ও সমুদ্রের তীরে।
৩. বর্তমান বিশ্বে জনসংখ্যা প্রায় - সাত শত কোটি।
৪. রাষ্ট্র গঠনের উপাদান - ৪টি।যথা: জনসমষ্টি, ভূ-খণ্ড,সরকার, সার্বভৌমত্ব।
৫. চীনের জনসংখ্যা - ১৩৭ কোটি ২০ লক্ষ।
৬. স্যান মেরিনো এর জনসংখ্যা - মাত্র ৩০ হাজার।
৭. ভূ-খণ্ড বলতে - জল,স্থল ও আকাশ সীমাকে বুঝায়।
৮. ভারতের আয়তন - ৩২,৮৭,৫৯০ বর্গকিলোমিটার
৯. সিঙ্গাপুরের আয়তন - ৬৯৩ বর্গকিলোমিটার
১০. ভ্যাটিকান সিটির আয়তন - ০.১৮ বর্গকিলোমিটার
১১. সিঙ্গাপুর ও ভ্যাটিকান সিটি - নগরকেন্দ্রিক রাষ্ট্র।
১২. সার্বভৌমত্ব হলো - রাষ্ট্রের সর্বোচ্চ, চরম ও চূড়ান্ত ক্ষমতা।
১৩. জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান - ৮ম।
১৪. বাংলাদেশের আয়তন - ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
১৫. বাংলাদেশের পূর্বে রয়েছে - ভারত ও মায়ানমার।
১৬. বাংলাদেশের সরকার ব্যাবস্থা হলো - মন্ত্রিপরিষদ শাসিত।
১৭. এর নাম হলো - 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।'
১৮. মুজিবনগর সরকার গঠিত হয় - ১০ ই এপ্রিল ১৯৭১ সাল।
১৯. রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাস কারী অধিবাসীকে - নাগরিক বলে।
২০. নাগরিকত্ব লাভের পদ্ধতি হলো - ২টি।যথা : জন্মসূত্রে ও অনুমোদন সূত্রে।
২১. আমেরিকায় চালু আছে - জন্মস্থান ভিত্তিক নাগরিক।
২২. একই ব্যক্তি দুইটি দেশের নাগরিকত্ব লাভ করলে তাকে - দ্বি-নাগরিকত্ব বলে।
২৩. রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য আন্তরিকভাবে পালন করলে তাকে - সুনাগরিক বলে।
২৪. একজন ব্যক্তির রাজনৈতিক অধিকার কোনটি? ---- ভোটাধিকার।
২৫.রাষ্ট্রের অধিবাসী বা ব্যক্তির জাতীয় পরিচয় হলো - নাগরিকত্ব।
২৬. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সকল রাষ্ট্রীয় ক্ষমতার মালিক কে? ------ জনগণ।
২৭. এশিয়ার দীর্ঘতম নদীর নাম - ইয়াংসি।
২৮. পৃথিবীতে কয়টি মহাদেশ আছে? ----- সাতটি।
২৯. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং এর উচ্চতা হলো --- ১২৬০ মিটার।
৩০. প্রাচীন এশিয়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ - নালন্দা।
৩১. কবি চণ্ডিদাস কোন আমলের কবি - সুলতানি আমলের।
৩২. প্রকৃতির চারটি মূল উপাদান হলো- মাটি,পানি,বায়ু ও আলো।
৩৩. আলো ও তাপের প্রধান উৎস হলো - সূর্য।
৩৪. পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে - দুই মেরুর বরফ গলে যাচ্ছে।
৩৫. ফলে সমুদ্রের উচ্চতা - বেড়ে যাচ্ছে।
৩৬. মানুষ যখন চাষবাস করে স্থিতি অবস্থায় পৌছেছে - তখন থেকেই প্রকৃতিকে জয়
করার চেষ্টা করছে।

######


* যদিও ভুল কর তবে তা সংশোধনের জন্য বিলম্ব বা লজ্জাবোধ করো না। - কনফুসিয়াস

No comments:

Post a Comment

Recent Post

আমি কোনো আগন্তুক নই

১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী  গ. জমিলার মা  ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...

Most Popular Post