Ad-1

Saturday, May 28, 2022

ভালো লাগা ফুলের সন্ধানে

উদ্দেশ্যহীন ছবি,সংগৃহীত ইন্টারনেট।


হাজার বছর ধরে পথ হাঁটিতেছি

পৃথিবীর পথে,

বিচরণ করেছি কত শত ফুলের বাগানে,

কিন্তু কিছু কিছু বাগানের কিছু কিছু ফুলকে

এখনও ভুলতে পারিনি,

ভুলতে পারিনি এখনও তাদের নাম,

তাদের রুপ,তাদের সেই সৌন্দর্য 

এখনও চোখের পলকে সেই সব ফুল ভেসে ওঠে। 

পেতে চায় ওদের তনু ও মন একান্ত করে।

কিন্তু এক জনমে এত ফুল নাকি

একান্ত করে কখনোই পাওয়া যায় না,

তাই ভাবছি,সেই সব ফুলকে

স্বর্গে গিয়ে এক একটি করে, সব খুঁজে নেব

নিজের একান্তে  নিজের করে নিতেই খুঁজে নেব।।


কলমে

জহির উদ্দীন

তাং- ২৮/০৫/২০২২খ্রিঃ,সকাল ৯.০০

No comments:

Post a Comment

Recent Post

মানুষের মূল্য কোথায়?

 ১.  মানুষের   মূল্য   কোথায় ?  চরিত্র ,  মনুষ্যত্ব ,  জ্ঞান   ও   কর্মে ।   বস্তুত   চরিত্রবলেই   মানুষের   জীবনে   যা   কিছু   শ্রেষ্ঠ   ত...

Most Popular Post