১. হাতে তৈরি সুতা থেকে কোন কাপড় তৈরি হয়?
ক. মসলিন খ. জামদানি গ. তসর ঘ. খদ্দর২. লোকশিল্পের ভেতর দিয়ে কিসের প্রকাশ ঘটেছে?
ক. ইচ্ছাশক্তির খ. জীবনবোধের গ. হৃদয়মনের ঘ. পরিশ্রমের
৩. কোন জিনিসের কাজ বাংলাদেশের বহু যুগের ঐতিহ্য?
ক. হস্তুশিল্পের খ. বেত ও বাঁশের গ.মাটির ও বেতের ঘ. পোড়ামাটির
৪. তাঁত শিল্পের বর্তমান গৌরব কী?
ক. কাতান খ. জামদানি গ.বেনারসি ঘ. খদ্দর
৫. মনিপুরীদের বাস সিলেটের কোন অঞ্চলে?
ক. টুলাটিকর খ. মাছিমপুর গ. নয়াসড়ক ঘ. জাফলং
৬. শিকা, হাতপাখা এগুলো সাধারণ সামগ্রী হলেও এতে প্রকাশ ঘটেছে
ক. আধুনিক রুচি খ. সৌন্দর্যপ্রিয়তা
৭. ‘টেকসই’ অর্থ কী?
ক. মোটা খ. ভারী গ. মজবুত ঘ. লম্বাটে
৮. কোনটি লোকশিল্পের অন্যতম উপকরণ?
ক. কাপড়ের তৈরি পুতুল খ. হাঁড়ি-পাতিল
গ. মাটির পুতুল ঘ. পোড়ামাটির জিনিস
৯. কামরুল হাসান কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯১৯ সালে খ. ১৯২১ সালে গ. ১৯২০ সালে ঘ. ১৯২২ সালে
১০. কোন গ্রামে জামদানি কারিগরদের বসবাস?
ক. নবাবপাড়া খ. নওদাপাড়া গ. নওয়াপাড়া ঘ. পাথরাইল
১১. মসলিনের সাথে জামদানি শাড়ির সম্পর্ক রয়েছে
ক. ঐতিহ্য খ. কারিগরি দক্ষতায় গ. মূল্যমানে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও রর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১২. তাঁত শিল্প শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে ওঠার কারণ
ক. ভৌগোলিক অবস্থান খ. অনুকূল আবহাওয়া গ. পরিবহন সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তরঃ- ১ ঘ,২-গ,৩-খ,৪-খ,৫-খ,৬-খ,৭-গ,৮-ক,৯-খ, ১০-গ,১১-ক ১২-ক,
No comments:
Post a Comment