Ad-1

Monday, April 10, 2023

ভাব ও কাজ

১. ভাবকে রূপ দেয় কে?
ক) ইচ্ছা                খ) শক্তি                 গ) কাজ                 ঘ) সাহস
২. ভাব ও কাজ’ রচনায় লেখক ভাবকে কার দাস করতে বলেছেন?
ক) কার্যের               খ) আত্মার               গ) কল্যাণের             ঘ) স্বার্থের
কী দিয়ে লোককে মাতিয়ে তুলতে হবে?
ক) চিন্তা                খ) ভাব                         গ) কাজ                 ঘ) স্পিরিট
৪. ভাবকে কাজে রূপান্তরিত করতে না পারলে ভাবাবেশ কীসের মতো উড়ে যায়?
ক) খড়         খ) কর্পূর               গ) স্পিরিট              ঘ) ধুলো।
৫. কাজী নজরুল ইসলাম ভাবকে জাগিয়ে তুলতে বলেছেন কেন?
ক) নিজের স্বার্থসিদ্ধির জন্য                খ) মানুষের কল্যাণের জন্য
গ) ভাববাদী হওয়ার জন্য                 ঘ) বস্তুবাদী হওয়ার জন্য
৬. 'ভাব ও কাজপ্রবন্ধে দশচক্রে ভগবান ভূত'— এই প্রবাদ বাক্যের 'দশচক্রপ্রতীকটি কাদের বোঝাতে ব্যবহৃত হয়েছে?
ক) অসাধু কর্মী          খ) কর্মবিমুখ মানুষ               গ) কাপুরুষ।            ঘ) হঠকারী
৭. আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
উদ্দীপকের ভাবটি কোন রচনাটির ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ?
ক) পড়ে পাওয়া।        খ) ভাব ও কাজ।                গ) তৈলচিত্রের ভূত       ঘ) সুখী মানুষ
৮. মশগুল’ অর্থ কী?
ক) মগ্ন         খ) ভূ-পৃষ্ঠ               গ) প্রতিজ্ঞা              ঘ) মুনি
৯. কে একনাগাড়ে ছয় মাস ঘুমাত?
ক) রাবণ।       খ) কুম্ভকর্ণ              গ) রাম                 ঘ) লক্ষ্মণ
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ-
নরহরি সব সময় চিন্তায় মগ্ন থাকে। তার মতো যারা অকারণে সব বিষয় নিয়ে চিন্তা করে সময় নষ্ট করেতাদের দিয়ে বাস্তবে কোন কাজই হয় ,তবে
সময়ই কোন কাজ নিয়ে চিন্তা করব নাএমনটাও ঠিক নয় ।
১০. উদ্দীপকের বক্তব্যটি তোমার পাঠ্য কোন রচনায় বিদ্যমান।
ক) সুখী মানুষ           খ) ভাব ও কাজ        গ) তৈলচিত্রের ভূত       ঘ) অতিথির স্মৃতি
১১. উক্ত রচনায় উল্লিখিত লেখকের যে পরামর্শ প্রতিফলিত তা হলো
i. ভাব ও কালের সমন্বয় করা।
ii. ভাবের উচ্ছাসকে নিয়ন্ত্রণ করা
iii. বাস্তবধর্মী কাজে তৎপর হওয়া
নিচের কোনটি সঠিক?
ক) ও ii               খ) i, ও iii              গ) ii ও iii      ঘ) i, ii ও iii
১২. মানুষকে কজ্জায় আনতে কোথায় ছোঁয়া দিয়ে মাতাতে হয়?
ক) অনুভূতিতে           খ) বিবেকে      গ) দুর্বলতায়             ঘ) কোমল জায়গায়
১৩. নজরুল কোনটিকে মস্ত বদ-খেয়াল বলে অভিহিত করেছেন?
ক) কেবল কাজে ফাঁকি দেওয়াকে          খ) কেবল ভাবজগতে বিচরণ করাকে
গ) কেবল কাজ নিয়ে পড়ে থাকাকে        ঘ) কেবল ভাবের নিন্দা করাকে
১৪. কার্যের দাসরূপে নিয়োগবলতে লেখক কী বােঝাতে চেয়েছেন?
ক) কাজকে প্রাধান্য দেওয়া        খ) ভাবকে অগ্রাধিকার দান        গ) ভাবমুক্ত হওয়া ঘ) কাজ সীমিত করা
১৫. মানুষকে দিয়ে কাজ করানোর জন্য কোনটি প্রয়োজন?
ক) তার কর্মপন্থা ঠিক করে দেওয়া         খ) তার ভাবজগতে আলোড়ন সৃষ্টি করা
গ) তার মৌলিক চাহিদা পূরণ করা।        ঘ) তার সকল চাহিদা পূরণ করা
১৬. ভাব দিয়ে মানুষকে মাতিয়ে তুলে কীভাবে কাজ আদায় করে নিতে হবে?
ক) ধীরে-সুস্থে    খ) অনেক দেরিতে       গ) যখন ইচ্ছে হবে      ঘ) যত দ্রুত সম্ভব
১৭. জনগণের মাঝে কোন বিষয়ে অনুপ্রেরণা সৃষ্টির ক্ষেত্রে কোনটি উদ্দেশ্য হিসেবে থাকা উচিত?
ক) জাতিগত স্বার্থসিদ্ধি    খ) মানবকল্যাণ গ) ভাবজগতের উন্নয়ন   ঘ) দ্রুততম সময়ে কার্যসিদ্ধি
১৮. ভাব ও কাজ’ প্রবন্ধ অনুসারে কারও কারও মতে কোথায় ঘা দেওয়া পাপ?
ক) মানুষের কোমল অনুভূতিতে    খ) মানুষের শরীরে      
গ) জ্ঞানীর মাথায়                 ঘ) মানুষের কঠোর অনুভূতিতে
১৯. কুম্ভকর্ণের ঘুম কীভাবে ভাঙানো হতো?
ক) মন্দিরা-বাঁশি বাজিয়ে          খ) ঢোল-কাঁসি বাজিয়ে
গ) নূপুর-চুড়ি বাজিয়ে             ঘ) শঙ্খ-সানাই বাজিয়ে
২০. 'মানুষের উৎসাহ স্বল্পস্থায়ী’- এই সত্য আমরা কীভাবে শিখেছি?
ক) ঠকে শিখেছি         খ) ঠেকে শিখেছি         গ) হেরে শিখেছি         ঘ) পড়ে শিখেছি
২১. ভাব ও কাজপ্রবন্ধে হাজার খানেক স্কুল-কলেজের ছাত্র বেরিয়ে এসেছে-
ক) সামাজিক উত্তেজনায়।                খ) হুজুগে মেতে
গ) আত্মত্যাগের উন্মাদনায়                 ঘ) ভাবের আবেগে
২২. স্পিরিট শব্দের অর্থ কী?
i, আত্মার শক্তি           ii, উদ্দীপনা              iii, উৎসাহ
নিচের কোনটি সঠিক?
ক)            খ) i, ও ii              গ) ii ও iii              ঘ) i, ii ও iii
২৩. সাধারণ দৃষ্টিতে ভাব ও কাজের সম্বন্ধটা কেমন ঠেকে?
ক) ভালো       খ) মন্দ        গ) নিকট        ঘ) দূর
২৪. ভাব ও কাজের সম্পর্ক আসলে কেমন?
ক) আদায় কাঁচকলায় সম্পর্ক      খ) গলায় গলায় ভাব      গ) উনিশ-বিশ পার্থক্য    ঘ) আকাশ-পাতাল তফাৎ
২৫. নজরুল ভাবকে কিসের সাথে তুলনা করেছেন?
ক) পুষ্প বিহীন সৌরভ   খ) সৌরভবিহীন পুষ্প             গ) পত্রশূন্য বৃক্ষ         ঘ) বৃক্ষচ্যুত পত্র
২৬. 'ভাব ও কাজ'- প্রবন্ধে পুষ্প বিহীন সৌরভের মত বলতে বোঝানো হয়েছে-
ক) কাজকে      খ)ভাবকে        গ) অহংকারকে          ঘ) উচ্চাকাঙ্ক্ষাকে
২৭. লেখকের মতে ভাব কী?
ক) বাস্তব উল্লাস         খ) অবাস্তব উচ্ছ্বাস       গ) বাস্তব আকাঙ্ক্ষা       ঘ) অবাস্তব আকাঙ্ক্ষা
২৮. ভাবকে বাস্তবে রুপ দেয় কোনটি?
ক) কল্পনা৷              খ) প্রেরণা               গ) কাজ                ঘ) সিদ্ধান্ত
২৯. কোনটি সম্পূর্ণ বস্তুজগতের?
ক) কল্পনা৷             খ) প্রেরণা               গ) কাজ                ঘ) সাহস
৩০. নজরুল রচনাবলিতে কী প্রকাশ পেয়েছে?
ক) আধ্যাত্মিকতা         খ) সমাজতান্ত্রিক চেতনা           গ) ভাবালুতা             ঘ) অসাম্প্রদায়িক চেতনা
 ৩১.'বিদ্রোহীকবিতাটি প্রকাশিত হয় কোন পত্রিকায় ?
ক) সাপ্তাহিক বিজলী      খ) দৈনিক নবনূর।       গ) বাংলার বার্তা          ঘ) লাঙল
১-গ,২-ক,৩-খ,৪-খ,৫-খ,৬-ক,৭-খ,৮-ক,৯-খ,১০-খ ,১১-ঘ, ১২- ঘ,১৩-খ,১৪- ক,১৫-খ,১৬-ঘ,১৭-খ,১৮-ক,১৯-খ,২০-খ,২১-খ,২২-ঘ,২৩-গ, ২৪-ঘ,২৫-ক,২৬-খ,২৭-খ,২৮- গ,২৯-গ,৩০-ঘ

No comments:

Post a Comment

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post