১. ‘পড়ে পাওয়া' গল্পের
শুরু কোন মাসে?
ক) আষাঢ় মাসে খ) বৈশাখ মাসে গ)
শ্রাবণ মাসে ঘ) ভাদ্র মাসে
২. ‘পড়ে পাওয়া' গল্পটি
কথকের কোন সময়ের কথা?
ক) শিশুবেলার খ) ছেলেবেলার গ)
যৌবনকালের ঘ) কিশােরকালের
৩. নিধুকে কে ধমক দিয়েছিল?
ক) সিধু
খ) বিধু গ) তিনু ঘ) বাদল
৪. বাড়ুয্যেদের মাঠের বাগানে ভিড় জমার কারণ—
ক) চাঁপাতলীর আম খ) বিধুদের মিটিং গ)
ঝড়-জলের প্রকোপ ঘ) পড়ে পাওয়া বাক্সের
সন্ধান
৫. সব বন্ধুর মনের শঙ্কা দূর করল কে?
ক) বিধু
খ) নিধু গ) বাদল ঘ) তিনু
৬. বিধু বালক দলের সর্দার হলো কীভাবে?
ক) বয়সে বড় খ) বিদ্যায় বড় গ)
বুদ্ধিতে বড় ঘ) বিত্তে বড়
৭. তেঁতুলগাছে ভূত আছে সবাই জানে।'— ‘পড়ে পাওয়া' গল্পে এ উক্তির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে কোনটি?
ক) ভীতি খ) জড়তা গ) লজ্জা ঘ) অজ্ঞতা
৮. বালকদের মন থেকে ভূতের ভয় চলে গিয়েছিল
কেন?
ক) মেঘের প্রচণ্ড আওয়াজে খ) ডবল টিনের বাক্স
পেয়ে
গ) প্রাপ্ত বাক্স ফেরত দেওয়ার আনন্দে ঘ) আম কুড়ানাের আনন্দে।
৯. শীতে কেঁপে মরছি'- উক্তিটি কার?
ক) বাদলের খ) তিনুর গ) বিধুর ঘ) নিধুর
১০. অধর্ম করা হবে না। এখানে অধর্ম বলতে কী বুঝানো
হয়েছে?
ক) অন্যায় করা খ) পাপ করা গ) আত্মসাৎ করা ঘ) গোপন করা১১. কোন চরের কাপালিরা বন্যার কারণে নিরাশ্রয় হয়ে গেল?
ক) মেহেরপুর৷ খ) অম্বরপুর গ) বিষুবপুর ঘ) আজিবপুর
১২. চণ্ডীমণ্ডপে একটা লোক এলো কখন?
ক) সকালে খ) সন্ধ্যায়। গ) দুপুরে ঘ) বিকেলে
১৩. আজ এখানে দুটি ডাল-ভাত খেও'- কাপালিকে বলা এ কথায় রয়েছে।
ক) সৌজন্য খ) সাম্যবাদিতা গ) ন্যায়বোধ ঘ) স্বাজাত্যবোধ
১৪. ‘পড়ে পাওয়া' গল্পে পড়ে পাওয়া বাক্সটি কোন রঙের ছিল?
ক) কালো খ) সবুজ গ) লাল ঘ) সাদা
১৫. ‘চোখ দিয়ে জল পড়তে লাগল’ ‘পড়ে পাওয়া' গল্পে কাপালি’র এরূপ হওয়ার কারণ কী?
ক) বাক্স হারিয়ে যাওয়া। খ) বন্যায় সব ভেসে যাওয়া
গ) নতুন করে আশ্রয় পাওয়া ঘ) হারানো বাক্স ফেরত পাওয়া
১৬. বিধু ও তার বন্ধুরা পড়ে পাওয়া বাক্সটি ফেরত দিয়েছিল—
ক) চাপে পড়ে খ) লোকলজ্জার ভয়ে গ) নৈতিক দায়িত্ববোধ থেকে ঘ) মূল্যহীন ভেবে
১৭. আকাশে মেঘের ক্ষীণ গুড়গুড় আওয়াজ শুনে বিধু বুঝেছিল ঝড় উঠবে। কারণ তার
i. বিচক্ষণতা ii. দূরদর্শিতা iii. অভিজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii
১৮. বিধুর বাবার মুখ দিয়ে একটি কথাও বেরোল না কেন?
ক) বিধুর বুদ্ধিমত্তা দেখে খ) ছেলেদের চলত দেখে
গ) লোকটির কান্না দেখে ঘ) গ্রামের মানুষের কর্মতৎপরতা দেখে।
১৯. ‘পড়ে পাওয়া' গল্পটি লেখকের কোন ধরনের রচনা?
ক) ছোটগল্প খ) কিশর গল্প গ) উপন্যাস ঘ) নাটক
২০. শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্য নিচের কোন রচনা অধিকতর ফলপ্রসূ?
ক) পড়ে পাওয়া খ) অতিথির স্মৃতি গ) শিল্পকলার নানা দিক ঘ) বাংলা ভাষার জন্মকথা
২১.'পড়ে পাওয়া' গল্পে টিনের বাক্সে নগদ কত টাকা
ছিলো ?ক) ৫০ টাকা খ) ২৫০ টাকা গ) ৩০০ টাকা ঘ) ৩৫০ টাকা
২২.' পথের পাচালী' কী জাতীয় গ্রন্থ ?
ক) গল্প খ) উপন্যাস গ) ভ্রমণকাহিনী ঘ) শিশুতোষগ্রন্থ
২৩. ‘চাঁদের পাহাড়’ বিভূতিভূষণের একটি—
ক. কিশোর কাব্য। খ. স্মৃতিকথা গ. আত্মজৈবনিক লেখা
ঘ. কিশোর উপন্যাস
২৪. লেখক আর বাদল কোন পথ দিয়ে বাড়ি ফিরছিল?
ক. স্টেশনের খ. নদীর ধারের। গ. স্কুলের ঘ. হাটের
২৫.পথের পাঁচালী' ব উপন্যাসটি কার লেখা?
ক) শরৎচন্দ্র। খ) বঙ্কিমচন্দ্র গ) বিভূতিভূষণ ঘ) রবীন্দ্রনাথ
২৬.' দিব্যি ' - শব্দটি আমরা কোন অর্থে ব্যবহার করে থাকি?
ক) শপথ। খ) বিশ্বাস। গ) সংশয়। ঘ) প্রতিনিয়ত
২৭. 'পড়ে পাওয়া' গল্পে বিধু কীসের প্রতীক?
ক. নির্ভরতার খ. অভিজ্ঞতার গ. বিদ্বানের ঘ. দুরন্তের
২৮.'পড়ে পাওয়া '- গল্পে কে হোচট খেয়ে পড়ে গেল?
ক) লেখক খ) সিধু গ) বিধু ঘ) বাদল
২৯.কালোমতো রোগা লোকটি বাক্সটিকে প্রথমে কীসের বাক্স বলেছিল?
ক) টিনের বাক্স খ) পেতলের বাক্স গ) কাঠের বাক্স ঘ) লোহার বাক্স
৩০.'পড়ে পাওয়া বাক্সটি কী রঙের টিনের ছিল?
ক) হলুদ টিনের খ) সবুজ টিনের গ) খয়েরি টিনের ঘ) কালো টিনের
৩১.'কাপালি ' কারা?
ক) তান্ত্রিক মুসলিম সম্প্রদায় খ) তান্ত্রিক বৌদ্ধ সম্প্রদায়
গ) তান্ত্রিক হিন্দু সম্প্রদায় ঘ) তান্ত্রিক খ্রিষ্ট সম্প্রদায়৩২.' পড়ে পাওয়া '- গল্পের শিক্ষণীয় বিষয় হলো-
i. নির্লোভ মানসিকতা ও নৈতিক প্রেরণা সৃষ্টি
ii. চারিত্রিক দৃঢ়তা ও বিবেচনাবোধ তৈরি
iii .দরিদ্রের প্রতি সহানুভূতি দেখানো
নিচের কোনটি সঠিক
ক) i ও ii খ) ii ও iii গ) i, ও iii ঘ) i,
ii ও iii
৩৩.পুতুল নাচের ইতিকথা' - কার রচনা?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) মানিক বন্দ্যোপাধ্যায় গ) বিভূতিভূষণ ঘ) সুনীল
গঙ্গোপাধ্যায়
২. ‘পড়ে পাওয়া' গল্পটি কথকের কোন সময়ের কথা?
৩. নিধুকে কে ধমক দিয়েছিল?
৪. বাড়ুয্যেদের মাঠের বাগানে ভিড় জমার কারণ—
৫. সব বন্ধুর মনের শঙ্কা দূর করল কে?
৬. বিধু বালক দলের সর্দার হলো কীভাবে?
৭. তেঁতুলগাছে ভূত আছে সবাই জানে।'— ‘পড়ে পাওয়া' গল্পে এ উক্তির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে কোনটি?
গ) প্রাপ্ত বাক্স ফেরত দেওয়ার আনন্দে ঘ) আম কুড়ানাের আনন্দে।
৯. শীতে কেঁপে মরছি'- উক্তিটি কার?
১১. কোন চরের কাপালিরা বন্যার কারণে নিরাশ্রয় হয়ে গেল?
ক) মেহেরপুর৷ খ) অম্বরপুর গ) বিষুবপুর ঘ) আজিবপুর
১২. চণ্ডীমণ্ডপে একটা লোক এলো কখন?
ক) সকালে খ) সন্ধ্যায়। গ) দুপুরে ঘ) বিকেলে
১৩. আজ এখানে দুটি ডাল-ভাত খেও'- কাপালিকে বলা এ কথায় রয়েছে।
ক) সৌজন্য খ) সাম্যবাদিতা গ) ন্যায়বোধ ঘ) স্বাজাত্যবোধ
১৪. ‘পড়ে পাওয়া' গল্পে পড়ে পাওয়া বাক্সটি কোন রঙের ছিল?
ক) কালো খ) সবুজ গ) লাল ঘ) সাদা
১৫. ‘চোখ দিয়ে জল পড়তে লাগল’ ‘পড়ে পাওয়া' গল্পে কাপালি’র এরূপ হওয়ার কারণ কী?
ক) বাক্স হারিয়ে যাওয়া। খ) বন্যায় সব ভেসে যাওয়া
গ) নতুন করে আশ্রয় পাওয়া ঘ) হারানো বাক্স ফেরত পাওয়া
১৬. বিধু ও তার বন্ধুরা পড়ে পাওয়া বাক্সটি ফেরত দিয়েছিল—
ক) চাপে পড়ে খ) লোকলজ্জার ভয়ে গ) নৈতিক দায়িত্ববোধ থেকে ঘ) মূল্যহীন ভেবে
১৭. আকাশে মেঘের ক্ষীণ গুড়গুড় আওয়াজ শুনে বিধু বুঝেছিল ঝড় উঠবে। কারণ তার
i. বিচক্ষণতা ii. দূরদর্শিতা iii. অভিজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii
১৮. বিধুর বাবার মুখ দিয়ে একটি কথাও বেরোল না কেন?
ক) বিধুর বুদ্ধিমত্তা দেখে খ) ছেলেদের চলত দেখে
গ) লোকটির কান্না দেখে ঘ) গ্রামের মানুষের কর্মতৎপরতা দেখে।
১৯. ‘পড়ে পাওয়া' গল্পটি লেখকের কোন ধরনের রচনা?
ক) ছোটগল্প খ) কিশর গল্প গ) উপন্যাস ঘ) নাটক
২০. শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্য নিচের কোন রচনা অধিকতর ফলপ্রসূ?
ক) পড়ে পাওয়া খ) অতিথির স্মৃতি গ) শিল্পকলার নানা দিক ঘ) বাংলা ভাষার জন্মকথা
২২.' পথের পাচালী' কী জাতীয় গ্রন্থ ?
ক) গল্প খ) উপন্যাস গ) ভ্রমণকাহিনী ঘ) শিশুতোষগ্রন্থ
২৩. ‘চাঁদের পাহাড়’ বিভূতিভূষণের একটি—
ক. কিশোর কাব্য। খ. স্মৃতিকথা গ. আত্মজৈবনিক লেখা ঘ. কিশোর উপন্যাস
২৪. লেখক আর বাদল কোন পথ দিয়ে বাড়ি ফিরছিল?
ক. স্টেশনের খ. নদীর ধারের। গ. স্কুলের ঘ. হাটের
২৫.পথের পাঁচালী' ব উপন্যাসটি কার লেখা?
ক) শরৎচন্দ্র। খ) বঙ্কিমচন্দ্র গ) বিভূতিভূষণ ঘ) রবীন্দ্রনাথ
২৬.' দিব্যি ' - শব্দটি আমরা কোন অর্থে ব্যবহার করে থাকি?
ক) শপথ। খ) বিশ্বাস। গ) সংশয়। ঘ) প্রতিনিয়ত
২৭. 'পড়ে পাওয়া' গল্পে বিধু কীসের প্রতীক?
ক. নির্ভরতার খ. অভিজ্ঞতার গ. বিদ্বানের ঘ. দুরন্তের
২৮.'পড়ে পাওয়া '- গল্পে কে হোচট খেয়ে পড়ে গেল?
ক) লেখক খ) সিধু গ) বিধু ঘ) বাদল
২৯.কালোমতো রোগা লোকটি বাক্সটিকে প্রথমে কীসের বাক্স বলেছিল?
ক) টিনের বাক্স খ) পেতলের বাক্স গ) কাঠের বাক্স ঘ) লোহার বাক্স
৩০.'পড়ে পাওয়া বাক্সটি কী রঙের টিনের ছিল?
ক) হলুদ টিনের খ) সবুজ টিনের গ) খয়েরি টিনের ঘ) কালো টিনের
৩১.'কাপালি ' কারা?
ক) তান্ত্রিক মুসলিম সম্প্রদায় খ) তান্ত্রিক বৌদ্ধ সম্প্রদায়
গ) তান্ত্রিক হিন্দু সম্প্রদায় ঘ) তান্ত্রিক খ্রিষ্ট সম্প্রদায়
i. নির্লোভ মানসিকতা ও নৈতিক প্রেরণা সৃষ্টি
ii. চারিত্রিক দৃঢ়তা ও বিবেচনাবোধ তৈরি
iii .দরিদ্রের প্রতি সহানুভূতি দেখানো
নিচের কোনটি সঠিক
ক) i ও ii খ) ii ও iii গ) i, ও iii ঘ) i, ii ও iii
No comments:
Post a Comment