১. তৈলচিত্রের ভূত গল্পে কয়টি তৈলচিত্র ছিল?
ক) ২টি খ) ৩টি গ) ৪ টি ঘ) ৫ টি
২. " পাগল যে হয় সে অত সহজে টের পায়না সে পাগল হয়ে গেছে"।উক্তিটি কার?
ক) নগেনের। খ) মামার। গ) পরেশ। ঘ) পরাশর।
৩. মামার চোখের দৃষ্টিকে নগেনের কেমন মনে হয়েছিল?
ক. করুণার খ. অভিযোগের গ. স্নেহের ঘ. ভর্ৎসনার
৪. মানিক বন্দ্যোপাধ্যায় এর কিশোর উপন্যাস কোনটি?
ক) সরীসৃপ খ) প্রাগৈতিহাসিক গ) টিকটিকি ঘ) মাঝির ছেলে
৫. ‘চাঁদের পাহাড়’
বিভূতিভূষণের একটি—
ক. কিশোর কাব্য। খ. স্মৃতিকথা গ. আত্মজৈবনিক লেখা ঘ. কিশোর উপন্যাস
৬. লাইব্রেরির তৈলচিত্র গুলো---
১. নগেনের মামার ২. নগেনের দিদিমার ৩. নগেনের দাদামশায়েরর
নিচের কোনটি সঠিক
ক) ১ ও ২ খ) ১ ও ৩ গ) ২ ও ৩ ঘ) ১,২,৩
৭. পাগল যে হয় অত সহজে টের পায়না সে পাগল হয়ে গেছে '- উক্তিটি কার?
ক) নগেনের খ) মামার গ) পরেশের ঘ) পরাশর
৮. মরলে তো মানুষ সব জানতে পারে '- উক্তিটি কার?
ক) ডাক্তারের খ) মামার গ) নগেনের ঘ) দাদামশায়ের
৯। মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপন্যাস কোনটি?
ক. সরীসৃপ খ. প্রাগৈতিহাসিক গ. টিকটিকি ঘ. মাঝির ছেলে
১০। মামার তৈলচিত্রে অশরীরী আত্মা প্রবেশ করেছে নগেনের এমন ধারণার
কারণ—
i. কুসংস্কারাচ্ছন্ন মন ii. বিদ্যুৎ সম্পর্কে অজ্ঞতা iii. মামার প্রতি ভক্তি
কোনটি সঠিক ?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
১১। ‘তৈলচিত্রের ভূত’ ছোটগল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. মোসলেম ভারত খ. সমকাল গ.
ইত্তেফাক ঘ. মৌচাক
১২. নগেন মামাকে কীভাবে ঠকিয়েছিল?
ক) টাকা পয়সা চুরি করে খ) ভক্তি শ্রদ্ধার ভান
করে
গ) অহেতুক টাকা-পয়সা নিয়ে ঘ) পড়াশোনা না করে
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৩
ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ডালিয়া গ্রীষ্মের ছুটিতে মামাবাড়ি বেড়াতে এসে
বাড়ির পেছনে ডোবায় ফসফরাসের আলো জ্বলতে ও নিভতে দেখে ভয়ে চিত্কার করে ওঠে।
১৩। উদ্দীপকের ডালিয়ার সাথে ‘তৈলচিত্রের ভূত’ গল্পের কার মিল রয়েছে?
ক. নগেনের খ. মামার। গ. লেখকের। ঘ. পরাশর
ডাক্তারের
১৪। উদ্দীপকের ডালিয়ার ভয় পাওয়ার কারণ—
i) অজ্ঞতা !!) কুসংস্কার। iii) মৃত আত্মা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii। গ. iii ঘ. i, ii ও iii
১. তৈলচিত্রের ভূত গল্পে কয়টি তৈলচিত্র ছিল?
ক) ২টি খ) ৩টি গ) ৪ টি ঘ) ৫ টি
২. " পাগল যে হয় সে অত সহজে টের পায়না সে পাগল হয়ে গেছে"।উক্তিটি কার?
ক) নগেনের। খ) মামার। গ) পরেশ। ঘ) পরাশর।
৩. মামার চোখের দৃষ্টিকে নগেনের কেমন মনে হয়েছিল?
ক. করুণার খ. অভিযোগের গ. স্নেহের ঘ. ভর্ৎসনার
৪. মানিক বন্দ্যোপাধ্যায় এর কিশোর উপন্যাস কোনটি?
ক) সরীসৃপ খ) প্রাগৈতিহাসিক গ) টিকটিকি ঘ) মাঝির ছেলে
৫. ‘চাঁদের পাহাড়’
বিভূতিভূষণের একটি—
ক. কিশোর কাব্য। খ. স্মৃতিকথা গ. আত্মজৈবনিক লেখা ঘ. কিশোর উপন্যাস
৬. লাইব্রেরির তৈলচিত্র গুলো---
১. নগেনের মামার ২. নগেনের দিদিমার ৩. নগেনের দাদামশায়েরর
নিচের কোনটি সঠিক
ক) ১ ও ২ খ) ১ ও ৩ গ) ২ ও ৩ ঘ) ১,২,৩
৭. পাগল যে হয় অত সহজে টের পায়না সে পাগল হয়ে গেছে '- উক্তিটি কার?
ক) নগেনের খ) মামার গ) পরেশের ঘ) পরাশর
৮. মরলে তো মানুষ সব জানতে পারে '- উক্তিটি কার?
ক) ডাক্তারের খ) মামার গ) নগেনের ঘ) দাদামশায়ের
৯। মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপন্যাস কোনটি?
ক. সরীসৃপ খ. প্রাগৈতিহাসিক গ. টিকটিকি ঘ. মাঝির ছেলে
১০। মামার তৈলচিত্রে অশরীরী আত্মা প্রবেশ করেছে নগেনের এমন ধারণার
কারণ—
i. কুসংস্কারাচ্ছন্ন মন ii. বিদ্যুৎ সম্পর্কে অজ্ঞতা iii. মামার প্রতি ভক্তি
কোনটি সঠিক ?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
১১। ‘তৈলচিত্রের ভূত’ ছোটগল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. মোসলেম ভারত খ. সমকাল গ.
ইত্তেফাক ঘ. মৌচাক
১২. নগেন মামাকে কীভাবে ঠকিয়েছিল?
ক) টাকা পয়সা চুরি করে খ) ভক্তি শ্রদ্ধার ভান
করে
গ) অহেতুক টাকা-পয়সা নিয়ে ঘ) পড়াশোনা না করে
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৩
ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ডালিয়া গ্রীষ্মের ছুটিতে মামাবাড়ি বেড়াতে এসে
বাড়ির পেছনে ডোবায় ফসফরাসের আলো জ্বলতে ও নিভতে দেখে ভয়ে চিত্কার করে ওঠে।
১৩। উদ্দীপকের ডালিয়ার সাথে ‘তৈলচিত্রের ভূত’ গল্পের কার মিল রয়েছে?
ক. নগেনের খ. মামার। গ. লেখকের। ঘ. পরাশর
ডাক্তারের
১৪। উদ্দীপকের ডালিয়ার ভয় পাওয়ার কারণ—
i) অজ্ঞতা !!) কুসংস্কার। iii) মৃত আত্মা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii। গ. iii ঘ. i, ii ও iii
No comments:
Post a Comment