ক. ১৯৫২। খ. ১৯৫৪। গ. ১৯৬৬। ঘ. ১৯৬৯
২। ইয়াহিয়া খানের আগে পাকিস্তানের ক্ষমতায় ছিলেন
কে ?
ক) জেনারেল টিক্কাখান খ) লিয়াকত আলি খান। গ) আয়ুব খান ঘ) মোহাম্মদ আলি জিন্নাহ
৩.ইয়াহিয়া খান ১৯৭১ সালের কত তারিখে পাকিস্তান
জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডেকেছিলেন?
ক ১ মার্চ খ ৩ মার্চ গ ৭ মার্চ ঘ ২৫মার্চ
৪.বঙ্গবন্ধুর বিখ্যাত ভাষণটি পাঠে শিক্ষার্থীরা
কোন চেতনায় উদ্বুদ্ধ হবে?
ক. সৌন্দর্য চেতনায় খ. স্বদেশ চেতনায়। গ. মৃত্যু চেতনায় ঘ. যুদ্ধ চেতনায়
৫.আমি প্রধানমন্ত্রীত্ব চাই না'- বঙ্গবন্ধু কী
চান?
ক) রাষ্ট্রপতি খ) নির্বাচন। গ) মানুষের অধিকার ঘ) বাংলার স্বাধীনতা
৬."তোমরা অামার ভাই"- বঙ্গবন্ধু এ কথা কাদের উদ্দেশ্যে বলেন?
ক) সমগ্র জনতার উদ্দেশ্যে খ) সরকারি কর্মচারিদের উদ্দেশ্যে
গ) সেনাসদস্যদের উদ্দেশ্যে ঘ) আওয়ামীলীগের সদস্যদের উদ্দেশ্যে
৭.বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাঙলা কীভাবে গড়ে তোলা যায়?
ক) অধিকার অর্জনের জন্য হরতাল পালন করে। খ) সরকারকে উৎখাত করে
গ) গরিব-দু:খী সেবা করে ঘ) মানুষের গণতান্ত্রিক অধিকার, শিক্ষা ও অর্থনৈতিক মুক্তির মধ্য দিয়ে
৮.আইয়ুব খান মার্শাল ল জারি করেন কত সালে?
ক) ১৯৫২ সালে খ) ১৯৫৪ সালে গ) ১৯৫৬ সালে ঘ) ১৯৫৮ সালে
৯. শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় কত সালে?
ক) ১৯৬৮ খ) ১৯৬৯। গ) ১৯৭০। ঘ) ১৯৭১
১০.শেখ মুজিব কাকে বুঝে সুঝে কাজ করতে বলেন?
ক) আইয়ূব বাহিনীেক খ) সামরিক বাহিনীকে গ) বাঙালিকে ঘ) পুলিশ বাহিনীকে
১১. বাঙালি টেলিভিশন অফিসে যাবে না কেন?
ক) টেলিভিশন অফিস ভাঙা বলে খ) টেলিভিশনের চাহিদা নেই বলে
গ) টেলিভিশন বাঙালি নিউজ না দিলে ঘ) ভলো অনুষ্ঠান হয় না বলে
১২। কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘ সাধারণ পরিষদে
বাংলায় বক্তৃতা করে বাংলাকে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন?
ক. ১৯৭৪ সালে খ. ১৯৭৩ সালে গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭১ সালে
১৩। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কীভাবে গড়ে তোলা যায় বলে মনে করো?
ক. অধিকার অর্জনের জন্য হরতাল করে খ. সামরিক সরকারকে উৎখাত করে
গ. গরিব-দুঃখীর সেবা করে ঘ. মানুষের গণতান্ত্রিক অধিকার, শিক্ষা ও অর্থনৈতিক মুক্তির মধ্য দিয়ে
১৪. ১৯৭১ সালের ৩ মার্চ পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন হলে, ঢাকায় তার
বিরুদ্ধে যে স্লোগান দেওয়া হয় তাহলো—
i.জয় বাংলা ii.তোমার আমার ঠিকানা, পদ্মা, মেঘনা, যমুনা iii.বাঙালি অস্ত্র ধর
বীরের দেশ স্বাধীন করো
কোনটি সঠিক ? ক) i ,ii (খ) ii ও iii(গ) ii (ঘ) i, ii ও iii
১৫। আর.টি.সি. এর পূর্ণরূপ হলো-
ক) রাউন্ড টেবিল কর্নার খ) রাউন্ড টেবিল ক্যাপাগরি গ) রাউন্ড টেবিল সেশন। ঘ)
রাউন্ড টেবিল কনফারেন্স
১৬. বঙ্গবন্ধু কোথায় আওয়ামী লীগের নেতৃত্বে
সংগ্রাম পরিষদ গড়ে তোলার কথা বলেন?
i) প্রত্যেক গ্রামে ii) প্রত্যেক মহল্লায় iii)
প্রত্যেক শহরে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. iii ঘ. ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৭ নং প্রশ্নগুলোর উত্তর
দাও:
'স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়?
দাসত্বের শৃঙ্খল বল, কে পরিবে পায় হে? কে পরিবে পায়?'
১৭. উদ্দীপকের মূলভাবের সঙ্গে 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' ভাষণের যে/
যেগুলো দিকের ইঙ্গিত বহন করে_
i. শোষণের ii.
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ iii.
স্বাধীনচেতা মনোভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ.
iii ঘ. i, ii ও
iii
No comments:
Post a Comment