Ad-1

Tuesday, April 11, 2023

অতিথির স্মৃতি

১. পাখিদের আনাগোনা কখন শুরু হয়?
ক) রাতের শেষে        খ) সকাল বেলায়        গ) সাজের বেলায়      ঘ) সন্ধ্যা বেলায়।
২. অতিথির স্মৃতি গল্পে কোন পাখি সবচেয়ে ভোরে উঠে?
ক) বুলবুলি     খ) শ্যামা       গ) শালিক     ঘ) দোয়েল
৩. 'অতিথির স্মৃতি '- গল্পে একটু দেরি করে আসতো কোন পাখি?
ক) টুনটুনি      খ) দোয়েল      গ) শ্যামা        ঘ) বেনে-বৌ
৪. প্রাচীরের ধারে কোন গাছটি ছিল?
ক) হিজল      খ) জারুল     গ) ইউক্যালিপটাস       ঘ) পাইন
৫.ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালে বসে প্রত্যহ ডাকতো কোন পাখিটা?
ক) বুলবুলি     খ) বেনে বৌ            গ) শ্যামা                ঘ) টুনটুনি
৬. 'অতিথির স্মৃতি ' গল্পের লেখকের মন কেন ব্যস্ত হয়ে উঠল?
ক) পাখিদের আনাগোনা দেখে           খ) পাখি দুটিকে না আসতে দেখে
গ) পাখিদের কলকাকলি শুনে           ঘ) গলাভাঙা সুরে ভজন শুনে
৭. পাখি চালান দেওয়া কাদের ব্যবসা?
ক) মালির              খ) মালিনীর             খ) বেদের              ঘ) আসামির
৮. অতিথির স্মৃতি’ গল্পে কোন পাখির উল্লেখ নেই?
ক) ময়না               খ) দোয়েল              গ) শালিক     ঘ) বুলবুলি
৯. ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখকের দেখা পীড়িতরা কোন শ্রেণির গৃহস্থ ঘরের?
ক) নিম্নবিত্ত             খ) মধ্যবিত্ত            গ) উচ্চবিত্ত             ঘ) উচ্চ মধ্যবিত্ত
১০. অল্পবয়সি মেয়েরা মোজা পরত কেন?
ক) শীতকাল বলে       খ) অভিজাত বলে।     গ) পা ফোলা বলে       ঘ) সুন্দর লাগার জন্য
১১. ‘অতিথির স্মৃতি’ গল্পে মধ্যবিত্ত গৃহস্থের মেয়েরা মাটি পর্যন্ত কাপড় পরত কেন?
ক) সংস্কারের কারণে                   খ) বিকৃতি আড়াল করতে
গ) ঠান্ডা থেকে রক্ষা পেতে              ঘ) সৌন্দর্য বৃদ্ধি করতে
১২. দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে লেখকের দুঃখবােধের কারণ—
ক) বয়স                খ) অসুস্থতা             গ) নিঃসঙ্গতা           ঘ) দুরবস্থা
১৩. ‘অতিথির স্মৃতি' গল্পে লেখকের সবচেয়ে দুঃখ হতাে যাকে দেখে সে হলো—
ক) পা ফুলা অল্পবয়সি একদল মেয়ে     খ) একটি দরিদ্র ঘরের মেয়ে
গ) বাতব্যাধিগ্রস্ত বৃদ্ধ ব্যক্তি              ঘ) একটি শক্তি সামর্থ্যহীন কুকুর।
১৪. অতিথির স্মৃতি’ গল্পে ‘ক্ষুধাহরণের কর্তব্য’ বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?
ক) ক্ষুধা বাড়াতে পরিশ্রম                খ) ক্ষুধা নিবারণ করা
গ) খাদ্য সংগ্রহ করা                    ঘ) খাদ্য জোগাতে পরিশ্রম
১৫. বাতব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে?
ক) সন্ধ্যার পূর্বেই               খ) সন্ধ্যার পরেই
গ) বিকেল বেলায়               ঘ) ভোরে ভোরেই
১৬. অতিথির স্মৃতি' গল্পে লেখকের সাথে অতিথির প্রথম কোথায় সাক্ষাৎ হয়?
ক) পথে হাঁটতে বের হওয়ার সময়              খ) পথের ধারে বসে থাকার সময়।
গ) বাড়ির লাহোর গেটের সামনে                ঘ) হাঁটার পর ঘরে ফেরার সময়
১৭. চাকরদের দরদ তার পরেই বেশি’ ‘অতিথির স্মৃতি' গল্পে তার’ বলতে কার কথা বলা হয়েছে?
ক) মালি                খ) লেখক               গ) মালিবৌ             ঘ) অতিথি
১৮. ‘অতিথির স্মৃতি' গল্পে মালিনীর প্রতি কাদের দরদ বেশি ছিল?
ক) চাকরদের।         খ) প্রতিবেশীদের        গ) লেখকের            ঘ) অতিথির
১৯.. অতিথিকে বাগানের মধ্যে ঢুকতে দেয় না কে?
ক) লেখক              খ) চাকর               গ) মালি                ঘ) মালি-বৌ।
২০. লেখকের সামনে কুকুরটি ভিজে ভিজে চোখ নিয়ে দাঁড়াল কেন?
ক) প্রহার করায়।               খ) খাবার না দেওয়ায়
গ) গেট বন্ধ থাকায়।            ঘ) অতিরিক্ত আদর পাওয়ায়
২১. কে গােপনে লেখকের কাছে নালিশ জানাতে চায়?
ক) বেনে-বৌ পাখি।     খ) অসুস্থ মেয়েটি                গ) কুকুর       ঘ) মালি-বৌ
২২. মালি-বৌ কেন কুকুরটিকে তাড়িয়ে দেয়?
ক) খাবারে ভাগ বসাবে বলে।           খ) কামড়াবে বলে
গ) দেখতে কুৎসিত বলে                ঘ) ঘেউ ঘেউ করত বলে
২৩. 'তবু দিন দুই দেরি করলাম নানা ছলে'- লেখক কেন দেরি করেছিলেন?
ক) সুস্থতা লাভের আশায়                খ) কুকুরটির মমতায়
গ) ট্রেনের টিকেট না পাওয়ায়           ঘ) আরও কিছুদিন থাকার ইচ্ছার।
২৪. তার উৎসাহ সবচেয়ে বেশি '- অতিথির স্মৃতি '- এ উৎসাহ কার?
ক) মালিনী              খ) অতিথি              গ) লেখক               ঘ) মালি।
২৫. ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ খুঁজে পেলেন না কেন?
ক) গৃহের প্রতি উদাসীনতা              খ) অতিথির জন্য বিরহকাতরতা
গ) পরিবারের প্রতি অনীহা।             ঘ) দেওঘরের প্রতি মমতা
২৬. ড্রেনে পড়া বিড়ালছানাটিকে নিজ হাতে তুলে রাস্তার ধারে রাখলেন ব্যারিস্টার আকমল সাহেব।
উদ্দীপকের আকমল সাহেবের চেতনা কোন রচনায় প্রকাশিত?
ক) মংডুর পথে খ) কিশোর কাজি               গ) অতিথির স্মৃতি       ঘ) মার্চেন্ট অব ভেনিস
২৭. 'ভজন' শব্দের অর্থ কী?
ক) প্রার্থনা      খ) প্রার্থনামূলক গান            গ) আরাধনা            ঘ) মুনাজাত
২৮. ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল নাম কী?
ক) স্মৃতিকথা           খ) দেওঘরের স্মৃতি     গ) রেঙ্গুনের স্মৃতি       ঘ) কুকুরের স্মৃতি
২৯. ‘অতিথির স্মৃতি রচনায় প্রকাশ পেয়েছে—
ক) প্রকৃতিপ্রেম খ) ধর্মনিষ্ঠা গ) দায়িত্বশীলতা ঘ) জীবপ্রেম
৩০. অতিথির স্মৃতি রচনায় লেখকের সাথে অতিথিরূপী কুকুরের কী ধরনের সম্পর্ক গড়ে উঠেছে?
ক) স্নেহ-প্রীতির         খ) দায়িত্বশীলতার       গ) সম্পর্ক সূত্রের       ঘ) মহত্ত্ব প্রদর্শনের
৩১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বড়দিদি' কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক) সবুজপত্র            খ) বিজলী              গ) ভারতী              ঘ) সওগাত
৩২. পাঠকহৃদয় জয় করে কে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।              খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) কাজী নজরুল ইসলাম               ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৩৩. কোনটি শরৎচন্দ্রের উপন্যাস?
ক) যোগাযোগ          খ) শেষ প্রশ্ন           গ) আরণ্যক            ঘ) মাঝির ছেলে
৩৪. 'ঝড়ে পড়ে যাওয়া পাখির ছানাটিকে মারুফ যত্নের সঙ্গে পাখিটির বাসায় পৌঁছে দিল।'- এখানে 'অতিথির স্মৃতি ' গল্পের প্রতিফলিত দিকটি হচ্ছে
!) বিবেকবোধ          !!) জীবপ্রেম            !!!) প্রকৃতিপ্রেম
নিচের কোনটি সঠিক?
ক) ! ও !! খ) ! ও !!! গ) !! ও !!! ঘ) ! ,!! ও !!!


১১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
. ১৯৩৫ খ. ১৯৩৬        গ. ১৯৩৭ ঘ. ১৯৩৮
১২. বাত ব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে?
. সন্ধ্যার পূর্বে খ. সন্ধ্যার পরে       গ. বিকেল বেলা ঘ. গোধূলি বেলা
১৩. আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কী বোঝানো হয়েছে?
i. কোনো তিথি না মেনে কারোর আগমনকে
ii. মাত্রাতিরিক্ত সময় আতিথেয়তা গ্রহণ করাকে
iii. কোনো অতিথির অধিক সময় অবস্থানকে
নিচের কোনটি সঠিক?
. i . i ii
. ii iii . i, ii iii
৪. ‘অতিথির স্মৃতিগল্পটি কোন গল্পটির ঈষৎ পরিমার্জিত রূপ?
. অতিথির কীর্তি খ. দেওঘরের স্মৃতি                   গ. অতিথির স্মৃতি ঘ. দেওঘরের কীর্তি
১৫. লেখক কেন দেওঘরে এসেছিলেন?
. গল্প লেখার জন্য                   খ. বায়ু পরিবর্তনের জন্য
. তীর্থ ভ্রমণের জন্য                 ঘ. সুচিকিৎসার জন্য
১৬. লেখক কার আদেশে দেওঘরে এসেছিলেন?
. চিকিৎসকের             খ. অতিথির                 গ. বামুনঠাকুরের            ঘ. চাকরদের
১৭. রাত্রি কখন থেকে একজন লোক গলাভাঙা সুরে ভজন শুরু করত?
. দুটো           খ. তিনটে                  গ. চারটে          ঘ. পাঁচটা
১৮. নিচের কোনটি শোথ জাতীয় রোগ?
. বাত           খ. বেরিবেরি               গ. হাঁপানি                   ঘ. গলগন্ড

সঠিক উত্তর : ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮.

১। কুকুরটিকে তাড়িয়ে দিয়েছে কে? 
ক. লেখক               খ. মালি        গ. মালির বৌ           ঘ. চাকর 
২। অতিথির স্মৃতি’ গল্পে বায়ু পরিবর্তন’ কথাটিতে কী বোঝানো হয়েছে? 
ক. বাসস্থানের পরিবর্তন।               খ. স্বাস্থ্যকর পরিবেশে বসবাস 
গ. স্বাস্থ্যের প্রতি যত্নবান।               ঘ. চিকিৎসকের নির্দেশ দান 
 . নানা রকম পাখির মধ্যে সবচেয়ে ভোরে জেগে উঠে-
ক. শালিক              খ. বুলবুলি              গ. দোয়েল              ঘ. টুনটুনি
.হিমালয় পর্বতশ্রেণি ভারতের কোন সীমানায় অবস্থিত?
ক. উত্তর                খ. দক্ষিণ               গ. পূর্ব                  ঘ. পশ্চিম
. অতিথির স্মৃতিগল্পে বেনে-বৌ পাখি কত দিন পর ফিরে আসে ?
ক) দুই দিনের দিন     খ) তিন দিনের দিন।    গ) চার দিনের দিন     ঘ) পাঁচ দিনের দিন
.পাখিদের মধ্যে সবচেয়ে ভোরে ওঠে-
ক) দোয়েল     খ) শালিক।     গ) টুনটুনি      ঘ) বুলবুলি
.বাড়তি খাবারের প্রবল অংশীদার কে?
ক) মালিনী              খ) বামুন ঠাকুর                 গ) অতিথি              ঘ) চাকর
। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত থেকে কত সাল পর্যন্ত রেঙ্গুনে অবস্থান করেছিলেন?
ক. ১৮৭৬-১৯০৩               খ. ১৯০৩-১৯০৭ খ্রিষ্টাব্দ
গ. ১৯০৩-১৯১৬                ঘ. ১৯০৭-১৯৩৮ খ্রিষ্টাব্দ
১০। অতিথির স্মৃতি’ গল্পে লেখক তাদের স্বরূপ তুলে ধরেছেনযারা
i. অতিথিদের অবজ্ঞা করে
ii. তুচ্ছ জীবকে স্নেহাদর করে
iii. ক্ষুদ্র প্রাণীর প্রতি সহানুভূতিশীল
কোনটি সঠিক?
ক.            খ. ii ও iii             গ. ও ii               ঘ. i, ii ও iii
১১.শরৎচন্দ্রের করেজ শিক্ষা অসমাপ্ত থাকে কেন?
ক) দারিদ্র্যের কারণে           খ) সাহিত্যে সাধনার কারণে
গ) চাকরি পাওয়ার কারণে      ঘ) উদাসীনতার কারণে
১২'শক্তি নেই নিজের দেহটাকে টানবার' —উক্তিটি 'অতিথির স্মৃতি গল্পে কার সম্পর্কে করা হয়েছে ?
ক) পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে             খ) দরিদ্র ঘরের মেয়েকে
গ) বাতব্যাধিগ্রস্ত                                        ঘ) কুকুরটি
.কে গোপনে লেখকের কাছে নালিশ জানাতে চায়
ক বেনে বৌ            খ মালি বৌ             গ কুকুর                ঘ অসুস্থ মেয়েটি''- ?
ক বেনে বৌ            খ মালি বৌ             গ কুকুর                ঘ অসুস্থ মেয়েটি''- ?
. অতিথি কখন আবার উঠানের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল
ক. যখন লেখক নিজে অতিথিকে খাবার খেতে দেন..
ক. যখন লেখক নিজে অতিথিকে খাবার খেতে দেন.. 
খ যখন মালি বৌয়ের ভয়টা চলে যায়
গ যখন থেকে মালি বৌ অর্ধেকটা খাবার অতিথিকেও দেয় । 
ঘ. যখন লেখক মালিকে ডেকে তার বৌকে শাসন করতে বলেন
১৫.'অতিথির স্মৃতি গল্পেঅতিথির প্রতি লেখকের কোন দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে ?
i. উদার দৃষ্টিভঙ্গি                ii.উদার মানবিকতা            iii.উদার মমত্ববোধ
কোনটি সঠিক ?
ক) iii          খ) ii ও iii             গ) ও ii              ঘ) i, ii ও iii

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post