Ad-1

Thursday, October 8, 2020

ষষ্ঠ শ্রেণির বাংলা দ্বিতীয় মডেল টেস্ট -০১

সূত্রঃcs/mx mret ts1/2020 
বিষয়: বাংলা দ্বিতীয় পত্র
শ্রেণী: ষষ্ঠ
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট                                                                                          পূর্ণমান :৫০

নিচের প্রশ্নগুলো থেকে সঠিক উত্তরটি বাচাই খাতায় লেখো                       ১*২০=২০

. অক্ষর কী?
) বর্ণ                               ) ধ্বনি                          ) অক্ষর                      ) কথার টুকরো অংশ।
. ভাষার প্রধান উপাদান কয়টি?
)                                   )                               )                              ) 
. ভাষার শব্দ  বাক্যের অর্থের আলোচনাকে কী বলে?
) ধ্বনি                             ) শব্দ                            ) বাক্য                        ) বাগর্থ
. উপভাষার আরেক নাম কী?
) আঞ্চলিক ভাষা            )কথ্যভাষা                    )ব্যক্তিভাষা                )প্রমিত ভাষা
. প্রমিত ভাষার অপর নাম কী?
)ব্যক্তিভাষা                     ) সামাজিক ভাষা         ) উপভাষা                  ) কথ্যভাষা।
. স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপকে কী বলে?
) চিহ্ন                              ) কার                           ) ফলা                         ) প্রতীক
. বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি?
) ৬টি                              ) ৭টি                            ) ৮টি                          ) ৯টি
. -ধ্বনির পর -ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?
)                                 )                                )                             ) 
. ঘর্ষণজাত ধ্বনি আর কী ধ্বনি হিসেবে পরিচিত?
) নাসিক্য                        ) স্পৃষ্ট                           ) শিস                         ) কম্পিত।
১০. জিহ্বামূলীয় ধ্বনি কোনটি?
)                                   )                                )                               ) 
১১. স্বরধ্বনি উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ?
) দুটি                              ) তিনটি                        ) চারটি                       ) পাঁচটি।
১২.বিশেষ অর্থ বহন করে এমন শব্দকে কী বলে?
) দ্বিরুক্ত শব্দ                  ) সমশব্দ                      )পারিভাষিক শব্দ       ) প্রতিশব্দ
১৩. 'চোখ '- শব্দের সমার্থক শব্দ কোনটি নয়?
) আঁখি                            )নেত্র                           ) লোচন                     ) লেচন।
১৪। বাংলা বানানের নিয়ম কখন প্রকাশিত হয়?
) ১৯৩৫                          ) ১৯৩৬                      ) ১৯৩৭                      ) ১৯৩৮
১৫. জাতিবাচক শব্দে কোনটি ব্যবহৃত?
) দীর্ঘ- কার                 ) হ্রস্ব -কার                 ) হ্রস্ব- কার              ) কোনটিই নয়।
১৬. বিদেশি শব্দের বানানে সব সময় কী হবে?
)                                   )  বা -কার               )                               )  বা -কার।
১৭. কোনচি 'পাহাড়' শব্দের সমার্থক শব্দ নয়?
) পর্বত                            ) শৈল                          ) গিরি                         ) ধরণ
১৮. ধ্বনির উচ্চারণে মানবশরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কী বলে?
)শ্বাসনালি                       ) স্বরযন্ত্র                       ) গলনালি                   ) বাকযন্ত্র।
১৯. শব্দ যখন অভিধান অতিরিক্ত অর্থ প্রকাশ করে তখন তাকে কী বলে?
) বিকল্প শব্দ                   ) সমশব্দ                      ) সমোচ্চারিত শব্দ    ) রূপক।
২০. বানান বলতে কী বোঝায়?
ক) বর্ণন                             খ) বর্ণনা করা                 গ) বর্ণিল                        ঘ) বিশ্লেষণ
ক) বাংলা একাডেমি                         খ) বাংলাদেশ টেক্সট বুক বোর্ড 
গ) ঢাকা বিশ্ববিদ্যালয়                      ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়।
২১. বাঙ্গালা শব্দের বানানের নিয়ম'- কখন প্রকাশিত হয়?
ক) ১৯৩৫                        খ) ১৯৩৬             গ) ১৯৩৭                           ঘ) ১৯৩৮ 
২২. বাংলা বানানের নিয়ম ঠিক করতে প্রথম উদ্যোগ নেয় কোন বিশ্ববিদ্যালয়?

নির্মিত অংশ

১।        সারাংশ লিখঃ-                                                             ১*৫=৫
ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য।সরু সাদা  চালের  গরম ভাতের কদর সব চাইতে বেশি ছিল বলে মনে হয়। পুরনো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে যে তালিকা দেয়া হয়েছে। তা এই কলার পাতায় গরম ভাত, গাওয়া ঘি, নালিতা শাক, মৌরলা মাছ আর খানিকটা দুধ। লাউ, বেগুন ইত্যাদি তরিতরকারি প্রচুর খেত সেকালের বাঙালিরা, কিন্তু ডাল তখনো বোধহয় খেতে শুরু  করেনি। মাছ তো প্রিয় বস্তুই ছিল- বিশেষ করে ইলিশ মাছ। শুটকির  সেকালেও ছিল বিশেষ করে দক্ষিণাঞ্চলে। ছাগমাংশ সবাই খেত- হরিণের মাংশ বিয়ে বাড়িতে বা এরকম উৎসবেই সাধারণত দেখা যেত।পাখির মাংসও তাই। সমাজের নিচুস্তরে শামুক থেকে গরু শুয়োর সবই খাওয়া হতো। ক্ষীর, দই, পায়েস, ছানা-এসব ছিল বাঙালি নিত্য প্রিয়। আম-কাঁঠাল, তাল-নারকেল প্রিয় ফল।আর খুব  ছিল খাজা, মোয়া, নাড়–, পিঠেপুলি, বাতাসা, কদমা এসবের।মসলা দেয়া পান খেতেও   সকলে ভালবাসত।
অথবা  সারমর্ম লেখ:
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
সার্থক জনম মাগো, তোমায় ভালবেসে॥
জানিনে তোর ধন-রতন
আছে কি না রানীর মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে॥
কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল।
কোন গগনে ওঠে রে চাঁদ  এমন হাসি হেসে॥
আঁখি মেলে তোমার আলো
প্রথম আমার চোখ জুড়ালো 
 আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে॥
২। ভাব-সম্প্রসারণ  লেখ: (যে কোন একটি)                      ১*৫=৫
) চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ
খ) পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
গ) স্বদেশের উপকারে নেই যার মন........পশু সেই জন।
ঘ) স্বদেশের উপকারে নাই যার মন
    কে বলে মানুষ তারে পশু সেই জন।
৩। অনুচ্ছেদ লিখ:                                                           ১*৫=৫
 ()     ফেরিওয়ালা
অথবা  () নিচে  অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
কলকাতার  এক  নোংরা  বস্তিতে  মাদার  তেরেসা  প্রথম  স্কুল  খুললেন।  বেঞ্চ-টেবিল  কিছু  নেই মাটিতে দাগ কেটে শিশুদের শেখাতে লাগলেন বর্ণমালা। অসহায়দের সেবার জন্য খুললেন চিকিৎসা কেন্দ্র, ধীরে ধীরে সাহায্যের হাত বাড়িয়ে দিলন অনেক মানুষ। মাদার তেরেসার কাজের  পরিধি ক্রমাগত বেড়ে  চলল। তাঁর সঙ্গে যোগ দিলেন আরও অনেকে।  তাঁদের নিয়ে তিনি গড়ে তুললেন মানবসেবার সংঘ মিশনারিজ অভ চ্যারিটি
            ১।মাদার তেরেসার গঠিত সংঘটির নাম কী?
            ২।মাদার তেরেসাকে কেন মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিল?
            ৩।মাদার তেরেসা কীভবে মানব সেবায় এগিয়ে আসলেন? সংক্ষেপে বুঝিয়ে দাও।
            ৪।‘মানব সেবার জন্য অর্থের দরকার নেই, দরকার সদিচ্ছা’- উক্তিটি বুঝিয়ে দাও।
৪। চিঠি/দরখাস্ত লেখো (যে কোন একটি)      ১*৫=৫

. পরীক্ষার ফলাফলের সংবাদ জানিয়ে বাবার কাছে একখানা পত্র লেখো 
খ.  তোমার বোনের বিবাহ উপলক্ষে তোমার বন্ধুকে একটি নিমন্ত্রণপত্র লিখ।       
. বিদ্যালয়ে অনুপস্থিতির জনয প্রধান শিক্ষকের কাছে ছুটির দরখাস্ত লেখো 
ঘ.বিনা বেতনে পড়ার সুযোগ লাভের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখ।

৫। নিচের যে কোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর।                   ১*১০=১০

ক. আমাদের বিদালয় 
খ. জাতীয় ফুল শাপলা
 

গ. জাতীয় ফল কাঠাল
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ঙ. আমার প্রিয় খেলা
চ.
  আমাদের গ্রাম
ছ.
 সত্যবাদিতা 

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post