১.বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে?
ক) বিশেষ্য ও বিশেষণ খ) বিশেষ্য ও সর্বনাম গ) বিশেষ্য ও অনুসর্গ ঘ) বিশেষণ ও আবেগ
২. 'জমি থেকে ফসল পাই'
– বাক্যটিতে 'জমি থেকে' কোন কারক?
ক) করণ খ) অপাদান গ)কর্ম ঘ) অধিকরণ
৩. 'বাড়ি থেকে নদী দেখা যায়'
- বাক্যে 'বাড়ি' কোন কা রক?
ক) অপাদান খ) অধিকরণ গ) কর্ম ঘ) করণ
8. বাচ্য বলতে বোঝায় -
ক) বাক্যের অর্থ খ) বাক্যের প্রকাশভঙ্গি গ)
বাক্যের ভাব ঘ) বাক্যের প্রয়োগ
৫. ক্রিয়াপদের ভূমিকা বদলে গেলে বাক্যের
কোনটি আলাদা হয়ে যায়?
ক) প্রকাশভঙ্গি খ) যোগ্যতা গ) সর্বনাম ঘ)
সবগুলো
৬. 'আমাকে পড়তে হচ্ছে'
– বাক্যটি কোন
বাচ্য?
ক) কর্তাবাচ্য খ) ভাববাচ্য গ) কর্মবাচ্য ঘ)
কর্মকর্তাবাচ্য
৭. প্রত্যক্ষ উক্তিতে কোন যতিচিহ্ন দিয়ে
উক্তিকে আবদ্ধ করা হয়?
ক) সেমিকোলন খ) ড্যাশ গ) কোলন ঘ)
উদ্ধরণচিহ্ন
৮. পরোক্ষ উক্তিতে ক্রিয়ারূপের পরিবর্তন
হয় কী অনুযায়ী?
ক) কর্তা খ) উদ্দেশ্য গ) কর্ম ঘ) বিধেয়
৯. তিনি বললেন যে,
বইটা তার দরকার। - বাক্যটি কীসের উদাহরণ?
ক) প্রত্যক্ষ উক্তির খ) কর্তৃবাচ্যের গ)
কর্মবাচ্যের ঘ) পরোক্ষ উক্তির
১০. শব্দসংক্ষেপ ও ক্রম নির্দেশ করতে কোন
যতিচিহ্ন ব্যবহৃত হয়?
ক) বিন্দু খ) বিকল্পচিহ্ন গ) ত্ৰিবিন্দু ঘ) কোলন
১১. কোন যতিচিহ্নে ১ বলার দ্বিগুণ সময়
থামতে হয়?
ক) দাঁড়ি খ) জিজ্ঞাসা গ) বিস্ময় ঘ)
সেমিকোলন
১২. নিচের কোনটিতে থামার প্রয়োজন নেই?
ক) ড্যাশ খ) কোলন গ) হাইফেন ঘ) কমা
১৩. “বাচ্যার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ
করে?
ক) মুখ্য খ) প্রত্যক্ষ গ) গৌণ ঘ) পরোক্ষ
১৪. 'মৃগয়া' শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কী
ধরনের পরিবর্তন হয়?
ক) অর্থপ্রসার খ) অর্থ-বদল গ) অর্থসংকোচ ঘ)
অর্থের উন্নতি
১৫. কী প্রয়োগের মাধ্যমে ভাষা প্রাণবন্ত
ও বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে
পারে?
ক)
বাগধারা খ) ) কারক গ) প্রত্যয় ঘ) সমাস
১৬. ' কার্যে বিরতি'
অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?
ক) হাত করা খ) হাত গুটান গ) হাত থাকা ঘ)
হাত আসা
১৭. 'উভয় সংকট'-এর সমার্থক বাগ্ধারা কোনটি?
ক) শাপে বর খ) খণ্ড প্রলয় গ) শাঁখের
করাত ঘ) গোঁফ খেজুরে
১৮. পৃথিবী'
শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
ক) অবনী খ) জননী গ) জীবন ঘ) নীর
১৯.'সাপ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) অর্ণব খ) গজ গ) অহি ঘ) সুর
২০. বিপরীত শব্দ একে অন্যের কী?
ক) সমার্থক খ) পরিপূরক গ) ভিন্নার্থক ঘ)
সদার্থক
২১. ‘আবির্ভাব'-এর বিপরীত শব্দ কোনটি?
ক) অভাব খ) তিরোভাব গ) স্বভাব ঘ) অনুভব
২২. শব্দজোড়ে শব্দের অর্থের পার্থক্য
বোঝা যায় কীভাবে?
ক) প্রসঙ্গ বিবেচনায় খ) স্থান বিবেচনায়
গ) সমাজ বিবেচনায় ঘ) কাল বিবেচনায়
২৩. ‘আবরণ' অর্থে নিচের কোন শব্দটি প্রযোজ্য?
ক) আবৃত্তি খ) গুণ্ঠন গ)বৃত্তি ঘ) আবৃতি
২৪. কোন কারকে মূল ক্রিয়ার স্থান,
সময় ইত্যাদি বোঝায়?
ক) অপাদান খ) সম্বন্ধ গ) অধিকরণ ঘ) কর্ম
২৫. ‘পুকুরে মাছ আছে'
– ‘পুকুরে'
কোন প্রকার অধিকরণ কারক?
ক) ঐকদেশিক খ) বৈষয়িক গ) অভিব্যাপক ঘ)
ভাবাধিকরণ
২৬. “আমার যাওয়া হবে না –
এটি কোন বাচ্য?
ক) কর্তাবাচ্য খ) কর্মবাচ্য গ) ভাববাচ্য ঘ)
গৌণবাচ্য
২৭. বক্তার প্রত্যক্ষ উক্তিকে কোন
চিহ্নের অন্তর্ভুক্ত করতে হবে?
ক) সম্বোধন খ) ইলেক গ) উদ্ধরণ ঘ) বন্ধনী
২৮. একটি শব্দের পূর্ববর্তী অর্থের
ব্যাপ্তি কমলে বলা যায় –
ক) অর্থ প্রসার খ) অর্থ বদল গ) অর্থসংকোচ
ঘ) অর্থ রূপান্তর
২৯. ‘দৃঢ় সংকল্প'
অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
ক) একচোখা খ) এক কথার মানুষ গ) উড়নচণ্ডী
ঘ) কংস মামা
৩০. নিচের কোন বাগধারাটির অর্থে ভিন্নতা
রয়েছে?
ক) অহিনকুল সম্বন্ধ খ) আদায় কাঁচকলায় গ)
অক্কা পাওয়া ঘ) দা-কুমড়া
No comments:
Post a Comment