Ad-1
Friday, February 9, 2018
ফৌজদারি দণ্ডবিধি মতে যেসব কারণে আসামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়
ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী ৮টি অপরাধের যে কোনটি একটিতে অপরাধী হিসেবে সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে।আর তা হল....
১২১,দেশের বিরুদ্ধে যুদ্ধ করা বা প্রচেষ্টা নেওয়া।১৩২,দেশদ্রোহীতার প্রচেষ্টার ফলে দেশদ্রোহীতা ঘটা।
১৯৪,মৃত্যুদণ্ডের উদ্দেশ্যে কারো বিরুদ্ধে সাক্ষী দেওয়া ও নিরপরাধ ব্যক্তির জীবননাশ।
৩০২,খুন
৩০৩,যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী দ্বারা কাউকে খুন।
৩০৫,শিশু,উন্মাদ,নেশাগ্রস্ত ব্যক্তিকে আত্মহত্যা করতে প্ররোচিত করা।
৩০৭,যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী দ্বারা কাউকে খুনের জন্য আঘাত করা।
৩৯৬,ডাকাতি কালে খুন করা।
ইদানিংকালে আরো দুটো যুক্ত হয়েছে,
৩২৬ (ক) ধারা,এসিড নিক্ষেপে দ্বারা কারো মুখমণ্ডল,দুচোখ ও মাথায় মারাত্মক জখম করা।
৩৬৪(ক) ধারা,দশ বছরের কম বয়সের কোন বালক বালিকাকে অপহরণ করা।এগুলোর মধ্যে ৩০৩ ছাড়া বাকিগুলোর জন্য যাবজ্জীবন কারাদণ্ডের বহাল রয়েছে।।
Subscribe to:
Post Comments (Atom)
Most Popular Post
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
বাংলা ছন্দ ছন্দ: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ...
-
অর্থালঙ্কার: অর্থালঙ্কারের প্রকারভেদ: অর্থালঙ্কার পাঁচ প্রকার।যথা: ১. সাদৃশ্যমূলক ২. বিরোধমূলক ৩. শৃঙ্খলামূলক ৪. ন্যায়মূলক ৫. গূঢ়ার্থ...
-
উত্তর: অ-ধ্বনির সংবৃত উচ্চারণের নিয়ম নিম্নরুপ।যথা: ১. 'অ'অথবা নিহিত 'অ'-ধ্বনির পর ই-কার বা উ-কার হলে, তবে অ-ধ্বনির উচ্চারণ...
-
উত্তর 'অ' ধ্বনির উচ্চারণ অ-এর মতো হলে তাকে অ-বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে।অ-ধ্বনির বিবৃত উচ্চারণে ঠোঁট তেমন বাঁকা বা গোল হয় না।যে...
-
গীতিকার ও সুরকার : আব্দুর রাহমান বয়াতি দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা অামি যাবো মদিনা দুনিয়ায় নবী এলো মা অামিনার ঘ...
No comments:
Post a Comment