Ad-1

Friday, February 9, 2018

ফৌজদারি দণ্ডবিধি মতে যেসব কারণে আসামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়

ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী ৮টি অপরাধের যে কোনটি একটিতে অপরাধী হিসেবে সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে।আর তা হল....
১২১,দেশের বিরুদ্ধে যুদ্ধ করা বা প্রচেষ্টা নেওয়া।
১৩২,দেশদ্রোহীতার প্রচেষ্টার ফলে দেশদ্রোহীতা ঘটা।
১৯৪,মৃত্যুদণ্ডের উদ্দেশ্যে কারো বিরুদ্ধে সাক্ষী দেওয়া ও নিরপরাধ ব্যক্তির জীবননাশ।
৩০২,খুন
৩০৩,যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী দ্বারা কাউকে খুন।
৩০৫,শিশু,উন্মাদ,নেশাগ্রস্ত ব্যক্তিকে আত্মহত্যা করতে প্ররোচিত করা।
৩০৭,যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী দ্বারা কাউকে খুনের জন্য আঘাত করা।
৩৯৬,ডাকাতি কালে খুন করা।
ইদানিংকালে আরো দুটো যুক্ত হয়েছে,
৩২৬ (ক) ধারা,এসিড নিক্ষেপে দ্বারা কারো মুখমণ্ডল,দুচোখ ও মাথায় মারাত্মক জখম করা।
৩৬৪(ক) ধারা,দশ বছরের কম বয়সের কোন বালক বালিকাকে অপহরণ করা।এগুলোর মধ্যে ৩০৩ ছাড়া বাকিগুলোর জন্য যাবজ্জীবন কারাদণ্ডের বহাল রয়েছে।।

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post