Ad-1

Friday, February 9, 2018

স্বাভাবিক ব্যক্তি ও আইনানুগ ব্যক্তি কাকে বলে?উদাহরণসহ লেখো

প্রশ্ন: স্বাভাবিক ব্যক্তি ও আইনানুগ ব্যক্তি কাকে বলে?উদাহরণসহ লেখো

আইনবিজ্ঞানে মানুষ আর ব্যক্তি এক নয়।স্যামণ্ডের মতে,
"ব্যক্তিত্ব মনুষ্যত্বের চেয়ে অনেক ব্যাপক ও অনিশ্চিত শব্দ"।
যে বিবেকবুদ্ধি প্রয়োগ করতে সক্ষম তাকে ব্যক্তি বলে।সুতারাং ব্যক্তি দুই প্রকার।যথা:
১. প্রাকৃতিক বা স্বাভাবিক ব্যক্তি(Natural Person):
যে সব জীবিত মানুষ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অধিকার ভোগ ও কর্তব্য পালন করে থাকে সেসব ব্যক্তিকে স্বাভাবিক ব্যক্তি বা প্রাকৃতিক ব্যক্তি বলে।একজন সুস্থ ও সাবালক মানুষ একজন স্বাভাবিক ব্যক্তি।
২. কৃত্রিম বা কাল্পনিক বা আইনানুগ ব্যক্তি(Artificial Person):
আইনবিজ্ঞানে কৃত্রিম বা আইনগত ব্যক্তি বলতে বুঝায় এমন সব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যেগুলো অধিকার ধারণ,সংরক্ষণ ও কর্তব্য পালনে সক্ষম এবং যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে আইনগত সম্পর্ক স্থাপনে সক্ষম তাকে আইনগত বা কৃত্রিম ব্যক্তি(Artificial Person)বলে।যেমন: আইনের বিধানমতো গঠিত কোন সংস্থা, কোম্পানি বা কর্পোরেশন এ ধরনের কৃত্রিম বা আইনানুগ ব্যক্তি।

No comments:

Post a Comment

Recent Post

"শাকেই এত লাড়া, ডাল হলে ভাঙত হাঁড়ি, ভাসত পাড়া-পাড়া।" এই কথা দ্বারা কি বুঝানো হয়েছে?

এই প্রবাদটি বোঝাতে চায় যে ছোটোখাটো বিষয়ে যদি এত ঝামেলা বা উত্তেজনা হয়, তাহলে বড় কোনো বিষয়ে কী হতে পারে তা সহজেই অনুমেয়। "শাকেই এত লাড়া&...

Most Popular Post