ছাত্র-ছাত্রীর সাতটি দোষ।যথা:
১. অলসতা।
২. মাদকতা।
৩. মোহ/কাম।
৪. চঞ্চলতা।
৫. দাম্ভিকতা।
৬. যে কোন বিষয়ে ভোগময় জীবন গ্রহণ।
৭. বৃথা কথা বলা/বাচালতা/নোংরা কথা বলা ও শুনা।
★মানুষের দু:খের কারণ ৫টি
১. অবিদ্যা
২. রাগ
৩. দ্বেষ
৪. অস্মিতা
৫. অভিনিবেশ।
★মানব জীবনের পাঁচ জন গুরু আছে।যথা:
১.প্রথম গুরু: মাতা-পিতা।
২.দ্বিতীয় গুরু:শিক্ষাদাতা।
৩.তৃতীয় গুরু:অতিথি।
৪.চতুর্থ গুরু:বয়স্ক গুরুজনেরা।
৫.পঞ্চম গুরু:স্বামী-স্ত্রী একে অপরের কাছে গুরু।
★মানব দেহের ছয়টি রিপু:
১. কাম ২. ক্রোধ ৩. লোভ ৪. মোহ ৫. মাৎসর্য(পরশ্রীকাতরতা) ৬. মদ।
★পঞ্চভূতের বিবরণ:
১. মাটি ২. জল ৩. বাতাস ৪. আকাশ ৫. আলোক ও তাপ।
বি:দ্র:আরও কিছু ভাল ও খারাপ গুণাবলীর editing এর কাজ চলছে।
Ad-1
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
আমি কোনো আগন্তুক নই
১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী গ. জমিলার মা ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...
Most Popular Post
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
বাংলা ছন্দ ছন্দ: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ...
-
গীতিকার ও সুরকার : আব্দুর রাহমান বয়াতি দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা অামি যাবো মদিনা দুনিয়ায় নবী এলো মা অামিনার ঘ...
-
উত্তর 'অ' ধ্বনির উচ্চারণ অ-এর মতো হলে তাকে অ-বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে।অ-ধ্বনির বিবৃত উচ্চারণে ঠোঁট তেমন বাঁকা বা গোল হয় না।যে...
-
জটিল বা মিশ্র বাক্যে ছােট ছােট একাধিক বাক্য থাকে একে খণ্ডবাক্য বলে। খণ্ডবাক্য প্রধানত দুই প্রকার- ১.প্রধান খণ্ডবাক্য ২.আশ্রিত খণ্ড বাক্য। ...
-
উত্তর: অ-ধ্বনির সংবৃত উচ্চারণের নিয়ম নিম্নরুপ।যথা: ১. 'অ'অথবা নিহিত 'অ'-ধ্বনির পর ই-কার বা উ-কার হলে, তবে অ-ধ্বনির উচ্চারণ...
No comments:
Post a Comment