Ad-1

Wednesday, October 10, 2018

Yes & Yeah, Hi & Hello এর মধ্যে পার্থক্য

প্রায়ই দেখি Viva Board এ পরীক্ষার্থী খুব smartly yeah, yeah শব্দটি ব্যবহার করে চলেছেন অথচ তিনি জানেনা এমন একটি Formal Situation-এ 'yeah' শব্দটি ব্যবহার করার ফলে তিনি negative marking এ পড়ে যাচ্ছেন। হয়তো পাওয়া চাকরিটিও হারিয়ে ফেলছেন।

'Yes' এবং 'yeah' এর মধ্যে পার্থক্য।
ইংরেজিতে দুটি situation আছে
১। Formal situation (অফিস, আদালত, মৌখিক পরীক্ষা ও বয়জেষ্ঠদের সাথে যে ভাষায় কথা বলা হয়)
২। Informal situation (বন্ধু, বান্ধব ও আড্ডাবাজিতে যে ভাষায় কথা বলা হয়)

*Yes = Formal situation এ ব্যবহৃত ভাষা।
*Yeah = Informal situation এ ব্যবহৃত ভাষা।

*বয়োজেষ্ঠদের সাথে ও অফিস আদালতে 'yes'ব্যবহার করুন।
*বন্ধুদের সাথে চাইলে 'yeah' ব্যবহার করতে পারেন।
একইভাবে,
চেনা নেই জানা নেই মেসেন্জারে Hi বলে বসি।এখানেও একই ভুল করি।
Formal situation এ Hello এবং
Informal situation এ Hi.
[Collected from fb]

No comments:

Post a Comment

Recent Post

আমি কোনো আগন্তুক নই

১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী  গ. জমিলার মা  ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...

Most Popular Post