প্রায়ই দেখি Viva Board এ পরীক্ষার্থী খুব smartly yeah, yeah শব্দটি ব্যবহার করে চলেছেন অথচ তিনি জানেনা এমন একটি Formal Situation-এ 'yeah' শব্দটি ব্যবহার করার ফলে তিনি negative marking এ পড়ে যাচ্ছেন। হয়তো পাওয়া চাকরিটিও হারিয়ে ফেলছেন।
'Yes' এবং 'yeah' এর মধ্যে পার্থক্য।
ইংরেজিতে দুটি situation আছে
১। Formal situation (অফিস, আদালত, মৌখিক পরীক্ষা ও বয়জেষ্ঠদের সাথে যে ভাষায় কথা বলা হয়)
২। Informal situation (বন্ধু, বান্ধব ও আড্ডাবাজিতে যে ভাষায় কথা বলা হয়)
*Yes = Formal situation এ ব্যবহৃত ভাষা।
*Yeah = Informal situation এ ব্যবহৃত ভাষা।
*বয়োজেষ্ঠদের সাথে ও অফিস আদালতে 'yes'ব্যবহার করুন।
*বন্ধুদের সাথে চাইলে 'yeah' ব্যবহার করতে পারেন।
একইভাবে,
চেনা নেই জানা নেই মেসেন্জারে Hi বলে বসি।এখানেও একই ভুল করি।
Formal situation এ Hello এবং
Informal situation এ Hi.
[Collected from fb]
Ad-1
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
হজম শক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায়:
১) প্রতিদিন সকালে কুসুম গরম পানি পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং পাকস্থলীর এসিড ব্যালান্স ঠিক থাকে। ২) খাবারের সঙ্গে আদা, জিরা, গোলমরিচ...

Most Popular Post
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
১। উপন্যাসের আখ্যানভাগ কী ? ------- Plot বা কাহিনি-সমগ্র। ২। কাকতাড়ুয়া ’ উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম কী ? ------- মধু। ৩। বু...
-
বাংলা ছন্দ ছন্দ: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ...
-
গীতিকার ও সুরকার : আব্দুর রাহমান বয়াতি দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা অামি যাবো মদিনা দুনিয়ায় নবী এলো মা অামিনার ঘ...
-
১.নাটক ও উপন্যাসের মধ্যে পার্থক্য আলোচনা করো। উত্তর: নাটক ও উপন্যাস উভয়ই মানবজীবনের প্রতিচ্ছবি, তবু শিল্পরুপের দিক হইতে ইহাদের মধ্যে বিশেষ...
-
বলাকা - রবীন্দ্রনাথ ঠাকুর সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আঁধারে মলিন হল–যেন খাপে-ঢাকা বাঁকা তলোয়ার; দিনের ভাঁটার শেষে রাত...
-
অর্থালঙ্কার: অর্থালঙ্কারের প্রকারভেদ: অর্থালঙ্কার পাঁচ প্রকার।যথা: ১. সাদৃশ্যমূলক ২. বিরোধমূলক ৩. শৃঙ্খলামূলক ৪. ন্যায়মূলক ৫. গূঢ়ার্থ...
No comments:
Post a Comment