প্রায়ই দেখি Viva Board এ পরীক্ষার্থী খুব smartly yeah, yeah শব্দটি ব্যবহার করে চলেছেন অথচ তিনি জানেনা এমন একটি Formal Situation-এ 'yeah' শব্দটি ব্যবহার করার ফলে তিনি negative marking এ পড়ে যাচ্ছেন। হয়তো পাওয়া চাকরিটিও হারিয়ে ফেলছেন।
'Yes' এবং 'yeah' এর মধ্যে পার্থক্য।
ইংরেজিতে দুটি situation আছে
১। Formal situation (অফিস, আদালত, মৌখিক পরীক্ষা ও বয়জেষ্ঠদের সাথে যে ভাষায় কথা বলা হয়)
২। Informal situation (বন্ধু, বান্ধব ও আড্ডাবাজিতে যে ভাষায় কথা বলা হয়)
*Yes = Formal situation এ ব্যবহৃত ভাষা।
*Yeah = Informal situation এ ব্যবহৃত ভাষা।
*বয়োজেষ্ঠদের সাথে ও অফিস আদালতে 'yes'ব্যবহার করুন।
*বন্ধুদের সাথে চাইলে 'yeah' ব্যবহার করতে পারেন।
একইভাবে,
চেনা নেই জানা নেই মেসেন্জারে Hi বলে বসি।এখানেও একই ভুল করি।
Formal situation এ Hello এবং
Informal situation এ Hi.
[Collected from fb]
Ad-1
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
আমি কোনো আগন্তুক নই
১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী গ. জমিলার মা ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...
Most Popular Post
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
বাংলা ছন্দ ছন্দ: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ...
-
গীতিকার ও সুরকার : আব্দুর রাহমান বয়াতি দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা অামি যাবো মদিনা দুনিয়ায় নবী এলো মা অামিনার ঘ...
-
উত্তর 'অ' ধ্বনির উচ্চারণ অ-এর মতো হলে তাকে অ-বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে।অ-ধ্বনির বিবৃত উচ্চারণে ঠোঁট তেমন বাঁকা বা গোল হয় না।যে...
-
জটিল বা মিশ্র বাক্যে ছােট ছােট একাধিক বাক্য থাকে একে খণ্ডবাক্য বলে। খণ্ডবাক্য প্রধানত দুই প্রকার- ১.প্রধান খণ্ডবাক্য ২.আশ্রিত খণ্ড বাক্য। ...
-
উত্তর: অ-ধ্বনির সংবৃত উচ্চারণের নিয়ম নিম্নরুপ।যথা: ১. 'অ'অথবা নিহিত 'অ'-ধ্বনির পর ই-কার বা উ-কার হলে, তবে অ-ধ্বনির উচ্চারণ...
No comments:
Post a Comment