Ad-1

Wednesday, October 10, 2018

Yes & Yeah, Hi & Hello এর মধ্যে পার্থক্য

প্রায়ই দেখি Viva Board এ পরীক্ষার্থী খুব smartly yeah, yeah শব্দটি ব্যবহার করে চলেছেন অথচ তিনি জানেনা এমন একটি Formal Situation-এ 'yeah' শব্দটি ব্যবহার করার ফলে তিনি negative marking এ পড়ে যাচ্ছেন। হয়তো পাওয়া চাকরিটিও হারিয়ে ফেলছেন।

'Yes' এবং 'yeah' এর মধ্যে পার্থক্য।
ইংরেজিতে দুটি situation আছে
১। Formal situation (অফিস, আদালত, মৌখিক পরীক্ষা ও বয়জেষ্ঠদের সাথে যে ভাষায় কথা বলা হয়)
২। Informal situation (বন্ধু, বান্ধব ও আড্ডাবাজিতে যে ভাষায় কথা বলা হয়)

*Yes = Formal situation এ ব্যবহৃত ভাষা।
*Yeah = Informal situation এ ব্যবহৃত ভাষা।

*বয়োজেষ্ঠদের সাথে ও অফিস আদালতে 'yes'ব্যবহার করুন।
*বন্ধুদের সাথে চাইলে 'yeah' ব্যবহার করতে পারেন।
একইভাবে,
চেনা নেই জানা নেই মেসেন্জারে Hi বলে বসি।এখানেও একই ভুল করি।
Formal situation এ Hello এবং
Informal situation এ Hi.
[Collected from fb]

No comments:

Post a Comment

Recent Post

হজম শক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায়:

১) প্রতিদিন সকালে কুসুম গরম পানি পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং পাকস্থলীর এসিড ব্যালান্স ঠিক থাকে। ২) খাবারের সঙ্গে আদা, জিরা, গোলমরিচ...

Most Popular Post