Ad-1

Friday, November 23, 2018

ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মডেল টেস্ট -০১

মডেল টেস্ট -০১
বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
শ্রেণি : ষষ্ঠ
নিচের প্রশ্নগুলো থেকে সঠিক উত্তরটি বাঁচাই করে খাতায় লেখ - ৩০টি। ১*৩০=৩০
১. সার্ক কখন গঠিত হয়?
ক) ১৯৮৫ সালে খ) ১৯৮৬ সালে গ) ১৯৮৭ সালে ঘ) ১৯৮৮ সালে।
২. দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠনের নাম কী?
ক) NAFTA খ) ASEAN গ)ANCTED ঘ)ANZUS
৩. ইউরো কেন সংগঠনের মুদ্রা?
ক) সার্ক খ)ইইউ গ)আসিয়ান ঘ) কমন মার্কেট
৪. ব্রাসেলস কোন দেশের রাজধানী?
ক) শ্রীলঙ্কা খ) মিয়ানমান গ) বেলজিয়াম ঘ)ভেনিজুয়েলা
৫. বাংলাদেশ কত সালে ও আই সির সদস্যপদ লাভ করে?
ক) ১৯৭১ খ) ১৯৭২ গ) ১৯৭৩ ঘ)১৯৭৪
৬. জি-সেভেনের সদস্য কোনটি?
ক) ভারত খ) ইন্দোনেশিয়া গ)মালয়েশিয়া ঘ) জাপান
৭. শিশুর জীবনে শ্রেষ্ঠ শিক্ষক কে?
ক) মা খ) বাবা গ)গৃহশিক্ষক ঘ) কোচিং এর শিক্ষক।
৮. ধর্মীয় উৎসব শিশু মনে কী সৃষ্টি করে?
ক)সম্প্রীতি খ)সংস্কৃতি গ) গোঁড়ামি ঘ) কুসংস্কার
৯. সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?
ক)সমাজ খ)পরিবার গ)প্রতিবেশি ঘ) বিদ্যালয়।
১০. আধুনিক যুগের সংস্কৃতি গড়ে উঠেছে কিসের মাধ্যমে?
ক) ধর্মীয় অনুষ্ঠানের খ) গোষ্ঠী সংস্কৃতির গ)গণমাধ্যমের ঘ) রাজনৈতিক সংগঠনের।
১১. মানবাধিকার বলতে বোঝায় ---
i) মৌলিক অধিকার ii) স্বাধীনতা iii) যোগ্যতা।
নিচের কোনটি সঠিক;
ক) i ও ii খ) i ও iii গ) ii ও ii ঘ) i, ii ও ii
১২. কোন প্রতিষ্ঠান শিশু অধিকার সনদ ঘোষণা করেছে?
ক) সার্ক। খ) আসিয়ান। গ) জাতিসংঘ ঘ) OAU
১৩. আমাদের দেশে শিশুশ্রমের প্রধান কারণ কী?
ক) অসচেতনতা খ) লেখাপড়ার অনীহা গ) পরিবারের ঘ) সুরকারের।
১৪. শিশু অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকার প্রণয়ন করেছে --
ক) জাতীয় শিশু নীতি খ)শিশুশ্রম নীতি গ) জাতীয় শিশুসনদ ঘ) জাতীয় শিশু আইন।
১৫. পারিবারিক পরিবেশ শিশুর জন্য দরকার কেন?
ক) সুষম বিকাশের জন্য খ) নাম পাওয়ার জন্য গ) প্রেরণা যোগানোর জন্য ঘ) জ্ঞান বিকাশের জন্য।
১৬. কোনটি থেকে শিশুকে রক্ষা করতে হবে?
ক) স্বাধীনতা খ) সহপাঠী গ) অর্থনৈতিক শোষণ ঘ) খেলাধুলা।
১৭. প্রকৃতির মূল উপাদান কয়টি?
ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি
১৮. বৈশ্বিক উষ্ণতার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা --
ক) বৃদ্ধি পায় খ) হ্রাস পায় গ) অপরিবর্তিত থাকে ঘ) সমমূখী হয়।
১৯।. কৃষিকাজে কোনটির ব্যবহারের ফলে পানি দূষিত হচ্ছে?
ক) ট্রাক্টর খ) রাসায়নিক সার গ) নদীর পানি ঘ) লাঙলের।
২০. কোন কাজটি পরিবেশ দূষণকে প্রতিহত করতে পারে?
ক) নদী খনন খ) বিদ্যুতায়ন গ) তথ্যপ্রযুক্তি ব্যবহার ঘ) বেশি করে বৃক্ষরোপণ।
২১. জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায়--
i) বনজঙ্গল কমে যাচ্ছে। ii) জলাভূমি ভরাট হচ্ছে। iii) পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে
নিচের কোনটি সঠিক;
ক) i ও ii খ) i ও iii গ) ii ও ii ঘ) i, ii ও ii
২২. রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য পালন কীসের ফল?
ক) অধিকার ভোগের। খ) সার্বভৌমত্ব লাভের। গ) নাগরিকত্ব লাভের। ঘ) আনুগত্যের।
২৩. কোনটি ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব ভাবা যায় না?
ক) শিক্ষা খ) নাগরিক। গ) মনুষত্ব। ঘ) বিবেক।
২৪. অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের উপায় কী?
ক) অর্থ প্রদান খ) শর্তপূরণ। গ) জমি ক্রয়। ঘ) বিবাহ।
২৫. রাষ্ট্র গঠনের উপাদান কয়টি?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি।
২৬. ভ্যাটিক্যান সিটির আয়তন কত?
ক) ১.১২ বর্গ কিমি খ) ১.৫ বর্গ কিমি গ) ০.১০ বর্গ কিমি ঘ) ০.১৮ বর্গ কিমি
২৭. জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের কততম বৃহত্তম দেশ?
ক) পঞ্চম। খ) সপ্তম। গ) অষ্টম। ঘ) নবম।
২৮. বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে?
ক) ১৯৭১ সালের মার্চ খ) ১৯৭১ সালের এপ্রিল। গ) ১৯৭১ সালের মে ঘ) ১৯৭১ সালের জুন।
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও-
বাংলাদেশি নাগরিক আরমান সাহেব যুক্তরাষ্ট্রের একটি সামুদ্রিক জাহাজের মেরিন ইঞ্জিনিয়ার। জাহাজে তার
সাথে তার স্ত্রীও থাকেন।সেখানে তাদের একটি কন্যা সন্তান হয়?
২৯. আরমান সাহেবের কন্যা সন্তানটি যে নাগরিকত্ব পাবে সেটাকে কী বলা হয়?
ক) দ্বি-নাগরিকত্ব খ) নাগরিকতা গ) এককেন্দ্রিক নাগরিক। ঘ) জন্মস্থান নীতি নাগরিকত্ব।
৩০. আরমান সাহেবের কন্যা সন্তানটি -
i) বাংলাদেশের নাগরিক। ii) যুক্তরাজ্যের নাগরিক। iii) যুক্তরাষ্ট্রের নাগরিক।
নিচের কোনটি সঠিক;
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও ii
৩১. নতুন ব্যাবিলন নগরটি কত মাইল দীর্ঘ দেয়াল দিয়ে ঘেরা ছিল?
ক) ৫০ মাইল। খ) ৫৬ মাইল। গ) ৬০ মাইল। ঘ) ৬৫ মাইল।
৩২. প্রাচীনকালে মিশরের রাজাদের কী বলা হতো?
ক) বাদশাহ খ) ফারাও। গ) সম্রাট। ঘ) কিং
৩৩. কখন গ্রিসে সভ্যতা গড়ে ওঠে?
ক) খ্রিষ্টপূর্ব ৫০০ অব্দে খ) খ্রিষ্টপূর্ব ৬০০ অব্দে গ) খ্রিষ্টপূর্ব ৭০০ অব্দে ঘ) খ্রিষ্টপূর্ব ৮০০ অব্দে
৩৪. কোথায় ব্রাহ্মীলিপি পাওয়া গেছে?
ক) মহাস্থানগড় খ) ময়নামতি গ) উয়ারি-বটেশ্বর। ঘ) সোনারগাঁও
৩৫. চীনের নগর সভ্যতা গড়ে উঠেছিল?
i) ইউফ্রেটিস নদীর তীরে। ii) ইয়াংসিকিয়াং নদীর তীরে। iii) হোয়াংহো নদীর তীরে।
নিচের কোনটি সঠিক;
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii


সৃজনশীল অংশ -৭০
যে কোন সাতটি প্রশ্নের উত্তর দাও।
১. আফগানিস্তান,ভারত,বাংলাদেশ,পাকিস্তান,শ্রীলংকা, নেপাল,ভূটান,মালদ্বীপ এই রাষ্ট্রগুলো নিয়ে গঠিত হয়
সার্ক।
ক) বর্তমানে সার্কের সদস্য দেশ কতটি?
খ) সার্ক প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা কর।
গ) শান্তিরক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে ছকে নির্দেশিত সংস্থাটির ভূমিকা ব্যাখ্যা কর।
ঘ) বাংলাদেশের সঙ্গে এ সংস্থার সম্পর্ক অতি ঘনিষ্ঠ বিশ্লেষণ কর।
২. সম্প্রতি ব্রাজিলের রিওডিজেনেরিওতে বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়।এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন
দেশের নেতা ও পরিবেশবিদ উপস্থিত ছিলেন। সম্মেলনের আলোচনায় ক্রমাগত পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি,
সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির কারণ ও ক্ষতিকর প্রভাবসহ করণীয় বিভিন্ন বিষয় স্থান পায়।
ক) তাপমাত্রা বৃদ্ধির ফলে কী ঘটছে?
খ) মানবজীবনকে অনিশ্চিত ভবিষ্যৎ বলা হয়েছে কে?
গ) উক্ত সম্মেলনে তোমাকে অতিথি করা হলে সেখানে পরিবেশ দূষণের কী কী কারণ তুলে ধরবে?ব্যাখ্যা
কর।
ঘ) উদ্দীপকে আলোচিত সমস্যা ও আমাদের ভবিষ্যত সম্পর্কে তোমার ধারণা আলোচনা কর।
৩. ইমরান আলি দীর্ঘদিন যাবৎ বার্লিনে বসবাস করে।সে পিতামাতার অনুরোধে দেশে ফিরে আসে।পরিবারের
সবাই তাকে বার্লিন দেশে আর ফিরে না যাওয়ার জন্য আকুতি - মিনতি করে।
ক) নাগরিকত্ব লাভের উপায় কয়টি?
খ) সার্বভৌমত্ব বলতে কি বুঝ?
গ) ইমরান আলির বসবাসকৃত বার্লিন কি রাষ্ট্র?ব্যাখ্যা করো
ঘ) বার্লিন যদি রাষ্ট্র না হয়,তাহলে রাষ্ট্রে রুপান্তর করতে যে উপাদান প্রয়োজন তা বিশ্লেষণ কর।
৪. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্র সিফাত নরসিংদী উপজেলার বেলাব উপজেলার
দুটি গ্রাম পরিদর্শনে যায়।এখানে আবিষ্কৃত স্থাপত্যগুলো দেখে সে প্রাচীন সভ্যতার সাথে ধাতব
অলংকার,দুর্গ,মৃৎপাত্র প্রভৃতি প্রত্নতত্ত্ব দেখতে পাওয়া যায়।যা প্রাচীন বাংলার সভ্যতার ইতিহাসে অনন্য গুরুত্ব
বহন করে।
ক) গ্রিসের দুটি গুরুত্বপূর্ণ নগর-রাষ্ট্রের নাম কী ছিল?
খ) সামরিক রাষ্ট্র স্পার্টার বর্ণনা দাও।
গ) উদ্দীপকে সিফাতের দেখা নগর সভ্যতার পরিচয় দাও।
ঘ)সিফাতের দেখা বস্তুগুলোই কি উক্ত নগর সভ্যতার একমাত্র নিদর্শন? মতামত দাও।
৫. অন্তরা বাবার সাথে গ্রামে বেড়াতে যায়।তার ফুফাতো বোন জুলেখার পছন্দ সকালে পান্তাভাত ও মাছ
দিয়ে নাস্তা করা ও ভাটিয়ালি গান শোনা। নাস্তায় মাছ-ভাত খেতে দিলে অন্তরার মন খারাপ হয়।কারণ তার
পছন্দ বার্গার,পরোটা মাংস।কলেজে পড়াশোনা শেষে তার সময় কাটে ইন্টারনেট ব্যবহার করে।
ক) বস্তুগত সংস্কৃতি কী?
খ) সংস্কৃতি স্থবির বিষয় নয় বরং পরিবর্তনশীল --ব্যাখ্যা কর।
গ) জুলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফোটে উঠেছে --ব্যাখ্যা কর।
ঘ) অন্তরার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ করা যায়- মতামত দাও।
৬. গ্রাম থেকে অনিক কাজের সন্ধানে 'ক' শহরে আসে। শহরে এসে সে অতিরিক্ত জনসংখ্যার নানা রকম
প্রভাব লক্ষ করে।সে জানতে পারে,তার মতো কর্মসংস্থান ও অধিক আয়ের আশা, ব্যবসা-বাণিজ্যের
প্রয়োজনে, উচ্চশিক্ষা গ্রহণ প্রভৃতি কারণে লোকেরা শহরে স্থানান্তরিত হয়।ফলে বিভিন্ন সমস্যা সৃষ্টি
হচ্ছে।এতে তার মনে হতাশার সৃষ্টি হয়।
ক) দেশের অার্থসামাজিক উন্নয়নে কোনটি ভূমিকা রাখে?
খ) ভৌগোলিক উপাদান ও অবস্থান কীভাবে মৃত্যুহারকে প্রভাবিত করে?
গ) উদ্দীপকে উল্লেখিত 'ক' শহরে সমস্যা সৃষ্টির মূলে কোন কারণটি দায়ী? ব্যাখ্যা কর।
ঘ) মানবজীবনে উক্ত কারণটি প্রভাব বিশ্লেষণ কর।
৭. বারো বছর বয়সে নাঈম ঢাকা শহরে একটি টেম্পু গাড়িতে হেলপারের কাজ করে।একদিন সে চলন্ত গাড়ি
থেকে আকস্মিকভাবে পড়ে যায় এবং আঘাতপ্রাপ্ত হয়।একজন যাত্রী নাঈমকে প্রাথমিক চিকিৎসাপূর্বক
বাসায় পৌছে দেন।ঐ যাত্রী নাঈমের মায়ের নিকট থেকে জানতে পারেন নাঈম ঐ পরিবারের একমাত্র
আয়ের উৎস।
ক) বাংলাদেশে কত বছরের নিচে শিশিশ্রম বেআইনি?
খ) মা শিশুর অনকরণীয় আদর্শে পরিণত হয় কেন?
গ) উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের ধারণা পাওয়া যায়?ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে উক্ত বিষয়টির কারণ তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
৮. জুলেখার বয়স ৯ বছর।সে একটি বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করে।গৃহকর্ত্রী তাকে নিয়মিত
বেতন দেয় না।খাওয়া-পরার ক্ষেত্রেও কষ্ট দেয়।বেতনের কথা বললে তাকে শারীরিকভাবে আঘাত
করে।অভাকদবী পরিবারের সদস্য জুলেখা কোন প্রতিবাদ করতে পারে না।
ক) জাতিসংঘের শিশু অধিকার সনদের ধারা কয়টি?
খ) শিশু অধিকার বলতে কী বোঝায়?
গ) উদ্দীপকে জুলেখার ক্ষেত্রে জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদের কোন অধিকার ক্ষুন্ন হয়েছে?ব্যাখ্যা
কর।
ঘ) অধিকারবঞ্চিত জুলেখার এই দুরবস্থার জন্য রাষ্ট্রের ব্যর্থতাই দায়ী-তোমার মতামত ব্যাখ্যা করো।
৯. রাশেদ সাহেব একজন শিল্পপতি।তার বড় বড় কলকারখানা রয়েছে।কলকারখানা দেখাশুনার জন্য
রয়েছে নিজস্ব গাড়ি।ফ্ল্যাট ব্যবসার সাথেও নিযুক্ত হয়েছেন তিনি।ছেলেমেয়েদের পড়ার সুবিধার জন্য নিজস্ব
জেনারেটর রয়েছে।তার বাড়ি শীতাতপ নিয়ন্ত্রিত।
ক) প্রকৃতির মূল উপাদান কয়টি?
খ) মানবজীবনকে অনিশ্চিত ভবিষ্যত বলা হয়েছে কেন?
গ) রাশেদ সাহেবের কার্যক্রম পরিবেশের কী ধরনের সমস্যা সৃষ্টি করেছে?ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকে বর্ণিত কলকারখানার বর্জ্য ও অন্যান্য দূষণ থেকে পরিবেশ রক্ষার জন্য কোন কোন ধরনের
পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তুমি মনে কর?
১০. আল মামুন বাংলাদেশের নাগরিক।সে রাষ্ট্রীয় কাজে সবসময় সচেতন।রাষ্ট্রের উন্নয়নের জন্য সর্বাত্মক
চেষ্টা করে। সরকার কোনো অন্যায় করলে তার প্রতিবাদ করে।নির্বাচনে সুযোগ্য প্রার্থীকে ভোট দেয়।
ক) নাগরিকত্ব লাভের উপায় কয়টি?
খ) রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক ব্যাখ্যা কর।
গ) আল মামুন কীভাবে রাষ্ট্রীয় কাজে নিজেকে নিয়োজিত রাখছে?ব্যাখ্যা কর।
ঘ) 'মামুনের চিন্তা-চেতনা দেশের উন্নয়নকে ঘিরে-ই আবর্তিত '- উক্তিটি বিশ্লেষণ কর।
১১. ঢাকা-১০ আসনের এম পি জনাব মোবারক হোসেন তার থানার আটটি ওয়ার্ডকে একত্রিত করে একটি
ক্ষুদ্র সংস্থা গঠন করেন।সংস্থাটির মূল লক্ষ্য অর্থনৈতিক সহযোগিতা হলেও এর কর্মক্ষেত্র সমাজ,শিক্ষা,
সংস্কৃতি, যোগাযোগ প্রযুক্তিসহ উন্নয়নের সর্বক্ষেত্রেই বিস্তৃত।
ক) ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
খ) আঞ্চলিক সহযোগিতা বলতে কী বোঝ?
গ) উদ্দীপকে কোন আঞ্চলিক সহযোগিতা সংস্থার পরিচয় ফুটে উঠেছে ব্যাখ্যা কর
ঘ) আঞ্চলিক সহযোগিতা ক্ষেত্রে উক্ত সংস্থা কতটা কার্যকর ভূমিকা রাখছে তা বিশ্লেষণ কর

1 comment:

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post