Ad-1

Wednesday, February 6, 2019

ডিজিটাল মিটারের গুরুত্বপূর্ণ তথ্য


জেনে নিন ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃ
==============================
প্রথম বার ১০০০ টাকা রিচার্জে আপনি পাবেন ৭৯২ টাকা।কারণঃ
১। আপনাকে প্রথমেই ১০০ টাকা মিটারের সাথে দেওয়া হয়ে ছিল। তাই ১০০ টাকা কাটবে।
২। ডিমান্ড চার্জ আগে প্রতি কিলো ছিল ২৫ টাকা এখন ডিজিটাল মিটারের ক্ষেত্রে ১৫ টাকা।(প্রতি মাসে এক বার)
৩। মিটার ভাড়া ৪০ টাকা। (প্রতি মাসে এক বার)
৪। সরকারি ভ্যাট আগেও ছিল ৫% এখনো ৫%।
৫। সার্ভিস চার্জ ১০ টাকা। (প্রতি মাসে একবার)
বিঃ দ্রঃ- এই সব কারণে ডিজিটাল মিটার প্রথম রিচার্জে টাকা ১০০০ টাকার স্থানে ৭৯২ টাকা দেখাইতেছে। কিন্তু আপনি ঐ মাসেই যদি আবার ১০০০ টাকা রিচার্জ করেন তাহলে শুধু সরকারি ভ্যাট ৫% টাকা কাটার পর বাকী টাকা মিটারে রিচার্জ হবে। তাই ডিজিটাল মিটার গ্রাহকগণ আতঙ্কিত হওয়ার কোন কারণ নাই।
আরও কিছু বিশেষ তথ্যঃ-
১। আপনি কত ইউনিট ব্যবহার করেছেন তা চেক করতে ৮০০ চাপুন।
২। আপনার ব্যালেন্স জানতে ৮০১ চাপুন।
* ইমার্জেন্সি ব্যালেন্স নিতে - ৮১১
৩। ইমার্জেন্সি ব্যালেন্স জানতে ৮১০ চাপুন।
৪। মিটার টি চালু বা অফ করতে ৮৬৮ চাপুন।
৫। আপনার মিটার টি কত কিলো ওয়ার্ডের তা জানতে ৮৬৯ চাপুন।
আশা করি ডিজিটাল মিটার আমাদের জন্য সুফল বয়ে আনবে।

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post