১. (ক)“প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিষেধ না থাকলে দেওয়ানী আদালত সমূহ শুধুমাত্র দেওয়ানী প্রকৃতির মামলার বিচার করবে” - উক্তিটি ব্যাখ্যা করো[pg-181]
(খ)দেওয়ানী কার্যবিধির কোন কোন ধারা 1887 সালের “স্মল কজ কোর্টস" এ্যাক্ট এর অধীনে গঠিত আদালতের ক্ষেত্রে প্রযোজ্য নয় ব্যাখ্যা করো।[pg-261]
২. রায়, ডিক্রি ও আদেশের সংজ্ঞা দাও এদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। রায় পূর্ববর্তী এবং রায়-পরবর্তী ক্রুক বলতে কি বুঝ? মূল ডিক্রির বিরুদ্ধে কিভাবে আপিল করা যায় ব্যাখ্যা করো।[pg--320]
৩. প্রতিনিধিত্বমূলক মামলা বলতে কী বোঝায়?
কোন ধরনের বিষয়ে এবং কিভাবে এরূপ মামলা করা যায়? সরকারের বিরুদ্ধে এরূপ মামলা রুজু করা যায় কি?যদি যায় তবে কখন এবং কি প্রকারে?
৪. বাংলাদেশের দেওয়ানী আদালত সমূহের অবকাঠামো গঠন ও এখতিয়ার আলোচনা করো। অধিকতর কম খরচ ও দ্রুত বিচারের জন্য তুমি কি আদালত ব্যবস্থার অবকাঠামো কোনো পরিবর্তনের প্রস্তাব করবে?[pg-260]
৫. একতরফা ডিক্রি বলতে কী বোঝো? মামলার শুনানির দিন উভয় পক্ষের কিংবা যে কোন একপক্ষের অনুপস্থিত থাকার ফলাফল কি? যে বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি দেওয়া হয়েছে কিংবা অনুপস্থিত থাকার কারণে যে বিবাদীর বিরুদ্ধে মামলা খারিজ হয়েছে তারা কি কি প্রতিকার লাভ করতে পারে? একটি পক্ষের অনুপস্থিতির জন্য সাধারণত কি কি কারণ হিসেবে গণ্য করা হয়?[Pg-284]
৬. একটি মামলার বিচার্য বিষয় বলতে তুমি কি বুঝ? প্রকারভেদ আলোচনা করো। কোন কোন বিষয়ের ভিত্তিতে একটি মামলার বিচার্য বিষয় প্রণীত হয়? বিচার্য বিষয় সংশোধন ও বাদ দেয়ার ক্ষেত্রে আদালতের ক্ষমতা বর্ণনা করো Pg - 300
৭. প্লিডিংস কি?একটি মামলার আরজিতে কি কি বিষয় উপস্থাপন করা প্রয়োজন?কখন একটি মামলার আরজি ফেরত প্রত্যাখ্যান করা যায়?আরজি প্রত্যাখ্যানের ফলাফল কি? [Pg-201]
খ- বিভাগ
৮. একটি আপিল ভুলক্রমে একটি ভুল আদালতে দায়ের করা হয়। পরে আপেলটি সঠিক আদালতে দায়ের করা হয়, কিন্তু ইতিমধ্যে আপিল দায়ের সময়সীমা পার হয়ে যায়। এক্ষেত্রে তামাদি আপিলকারী এর কোন প্রতিকার আছে? আলোচনা করো।[pg--338]
৯. তামাদি হওয়া কোন দাবি পরিশোধ করিলে উহা কি পুনরুদ্ধারে তামাদি আইনে কিভাবে “ইজমেন্ট” অধিকার অর্জন করা যায়? কখন কোন ব্যক্তি দলিল ব্যতীত অন্যের স্থাবর সম্পত্তিতে স্বত্ব অর্জন করতে পারে?
Ad-1
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
হজম শক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায়:
১) প্রতিদিন সকালে কুসুম গরম পানি পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং পাকস্থলীর এসিড ব্যালান্স ঠিক থাকে। ২) খাবারের সঙ্গে আদা, জিরা, গোলমরিচ...

Most Popular Post
-
১। উপন্যাসের আখ্যানভাগ কী ? ------- Plot বা কাহিনি-সমগ্র। ২। কাকতাড়ুয়া ’ উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম কী ? ------- মধু। ৩। বু...
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
উত্তর: তৎসম শব্দে মূর্ধন্য-ণ এর ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।নিম্নে এর পাঁচটি নিয়ম বর্ণনা দেওয়া হলো... ১. ঋ,র,ষ এরপর মূর্ধন্য-ণ হয়। ...
-
জীবনানন্দ দাশ • তথ্য কণিকা ১. কবি আবার ফিরে আসতে চেয়েছেন — ধানসিঁড়ি তীরের বাংলায় ।। ২. কবি আবার ফিরে আসতে চেয়েছেন — শঙ্খচিলের বেশে। ...
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
বাংলা ছন্দ ছন্দ: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ...
-
জ্ঞানমূলক প্রশ্নঃ ১. “ বহিপীর ” নাটকটি কত অঙ্কে বিভক্ত ? ২. নাটকের উপাদানগুলো উল্লেখ কর। ৩. বহিপীরের বাড়ি কোন জেলায় ? ৪. হাতেম আলি...
No comments:
Post a Comment