Ad-1

Saturday, October 3, 2020

বিভীষণের প্রতি মেঘনাদ

মাইকেল মধুসূদন দত্ত(১৮২৪-১৮৭৩)

পিতার নামঃ রাজনারায়ণ দত্ত।

মাতার নামঃ জাহ্নবী দেবী।

ছদ্মনামঃঃ টিমেথি পেনপয়েম। 

আধুনিক বাংলা সাহিত্যের জনক --- মাইকেল।   

বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক --- মাইকেল।  

অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তকঃ মাইকেল।

প্রহসনঃ 'একেই কি বলে সভ্যতা', 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ'।

নাটকঃ শর্মিষ্ঠা,পদ্মাবত, কৃষ্ণকুমারী,

কাব্যগ্রন্থঃ তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গন,ব্রজাঙ্গনা, মেঘনাদ বধ ও চতুর্দশপদী কবিতাবলী।   

 

গুরুত্বপূর্ণ প্রশ্নঃ

০১. ' প্রফুল্ল কমলে কীটবাস'- উক্তিটি কার?-----মেঘনাদে।  

০২.“ বিভীষণের প্রতি মেঘনাদ ' কবিতাটি কোন ছন্দে লেখা?---অমিত্রাক্ষর ছন্দে।

০৩. রাবণপুত্র মেঘনাদ কি ছিলেন?---- বাসববিজয়ী।

০৪.“ বিভীষণের প্রতি মেঘনাদ ' কবিতায় তাত বলতে কাকে বুঝানো হয়েছে?----বিভীষণকে।

০৫,“ বিভীষণের প্রতি মেঘনাদ ' কবিতায় মূল সুর কি?---দেশপ্রেম।  

০৬. বিভীষণ দ্বার ছাড়লে মেঘনাদ কোথায় যাবে বলেছিল?-- অস্ত্রাগারে।

০৭.“ বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় 'রাবণ-আত্মজ' কাকে বলা হয়েছে? -মেঘনাদকে।

০৮. তস্কর শব্দটি “ বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে?-----চোর।

০৯. ‘ শৈবালদলের ধাম ’ বলতে কি বোঝানো হয়েছে?---পুকুর।

১০.'হে বীরকেশরী, সম্ভাষে শৃগালে'- এখানে 'বীরকেশরী'- কে?----বিভীষ।  

১১. বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি কত লাইনের?---৭২ লাইন।

১২. বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি মেঘনাদ বধ কাব্যের কোন সর্গ থেকে নেয়া হয়েছে? ---৬ ষ্ঠ সর্গ

১৩. ধীমান শব্দের অর্থ কি?----জ্ঞানী।

১৪. মৃগেন্দ্র কি?----পশুরাজ সিংহ।



No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post