Ad-1

Saturday, October 3, 2020

দশম শ্রেণি বাংলা দ্বিতীয় মডেল টেস্ট - ০2

 দশম শ্রেণি

বিষয় : বাংলা দ্বিতীয় পত্র। 
সময় : ৩০ মিনিট। পূর্ণমান : ৭০ 
বহু নির্বাচনী প্রশ্ন (মান : ৩০)
১। ভাষার জগতে বাংলার স্থান কোথায়? 
(ক) পঞ্চম (খ) সপ্তম (গ) চতুর্থ। (ঘ) তৃতীয়
২। খুঁজ, খুল, তুল ধাতুগুলো কোন আদিগণের অন্তর্ভুক্ত?
(ক) লিখ্ (খ) কাট্ (গ) কহ্ (ঘ) উঠ্
৩। ‘যিনি বিদ্যা লাভ করেছেন’—তাকে এককথায় কী বলে?
(ক) কৃতবিদ্য (খ) বিদ্বান (গ) জ্ঞানী (ঘ) বিদ্যাধর
৪। কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষযুক্ত? 
(ক) শব পোড়া (খ) মড়া পোড়া (গ) গরুর গাড়ি (ঘ) ঘোড়ার গাড়ি
৫। ‘দশানন’—কোন সমাসের উদাহরণ? 
(ক) সংখ্যাবাচক বহুব্রীহি (খ) নিত্য সমাস। (গ) অব্যয়ী ভাব (ঘ) দ্বিগু
৬। কোন বাগধারাটির সঙ্গে ‘বালির বাঁধ’ বাগধারার মিল আছে?
(ক) আষাঢ়ে গল্প (খ) অমাবস্যার চাঁদ (গ) সাপে নেউলে (ঘ) তাসের ঘর 
৭। ‘চেঁচিয়ে কথা বলো না। ’ কী অর্থে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
(ক) ক্রিয়া বিশেষণ (খ) আকস্মিকতা (গ) ক্ষোভ (ঘ) ব্যাপ্তি
৮। সর্বনামের বিশিষ্ট প্রয়োগে দীন, অধম, বান্দা—শব্দগুলো কী প্রকাশে ব্যবহৃত হয়? 
(ক) কবিতার ভাব প্রকাশে (খ) অভিনন্দন প্রকাশে (গ) দারিদ্র্য প্রকাশে (ঘ) বিনয় প্রকাশে 
৯। ‘যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে’ তাকে এককথায় কী বলে?
(ক) অকালকুষ্মাণ্ড (খ) অজাতশত্রু (গ) অবিমৃষ্যকারী (ঘ) খয়ের খাঁ
১০। অঙ্কবাচক সংখ্যায় ১ থেকে ১০০ গুণের পদ্ধতিকে কী বলা হয়ে?
(ক) দশ গুণোত্তর পদ্ধতি (খ) বাইনারি পদ্ধতি (গ) ক্রমবাচক পদ্ধতি (ঘ) একক গুণোত্তর পদ্ধতি
১১। 'কমল' - শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে? 
ক) নিচয়। খ) নিকর। গ) দাম ঘ) রাজি 
১২। ‘সুপ্ত '-শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? 
(ক) সুপ + ক্ত (খ) স্বপ + ত (গ) স্বাপ + ক্ত (ঘ) সৃজ + ক্ত
১৩। যোগরূঢ় শব্দ কিভাবে ‘রাজপুত’ শব্দের অর্থ কী? (ক) রাজার পুত্র (খ) জায়গার নাম (গ) রাজার সম্পত্তি (ঘ) জাতিবিশেষ
১৪। বাক্যে দুটি কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করলে তাদের বলে—
(ক) ব্যতিহার কর্তা (খ) প্রযোজক কর্তা (গ) কর্মবাচ্যের কর্তা (ঘ) ভাববাচ্যের কর্তা
১৫। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি? 
(ক) গবেষণা (খ) অন্বিত। (গ) গবাক্ষ (ঘ) অত্যুক্তি
১৬। ‘সাব-জজ’ শব্দটিতে ‘সাব’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) প্রধান অর্থে (খ) অধীন অর্থে (গ) পূর্ণ অর্থে (ঘ) বিশেষ অর্থে
১৭। ‘আমি দেখেছি, বাচ্চাটি রোজ রাতে কাঁদে’—এটি কোন কালের উদাহরণ?
(ক) সাধারণ বর্তমান (খ) সাধারণ অতীত (গ) পুরাঘটিত বর্তমান (ঘ) ঘটমান বর্তমান
১৮। অর্থ সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদের পরিবর্তন করতে হয়?
(ক) বিশেষ্য (খ) বিশেষণ (গ) সর্বনাম (ঘ) অব্যয়
১৯। মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে ‘আ’ প্রত্যয় যোগে কোন ধাতু গঠিত হয়?
(ক) নিজন্ত ধাতু (খ) সংযোগমূলক ধাতু (গ) সাধিত ধাতু (ঘ) সবগুলো
২০। স্বয়ং বক্তা কোন পুরুষ?
(ক) নাম পুরুষ (খ) মধ্যম পুরুষ (গ) উত্তম পুরুষ (ঘ) প্রথম পুরুষ 
২১। কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না? 
(ক) বচনভেদে (খ) পুরুষভেদে (গ) অর্থভেদে (ঘ) প্রয়োগভেদে
২২। সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথচলা শুরু করল—এখানে কোন ধরনের কর্তা?
(ক) এক কর্তা (খ) নিরপেক্ষ কর্তা (গ) প্রযোজক কর্তা (ঘ) অসমান কর্তা
২৩। ‘দুঃখের দহন’ কোন প্রকার সম্বন্ধ পদ? 
(ক) অভেদ সম্বন্ধ (খ) অধিকারসমৃদ্ধ (গ) জন্ম-জনক সম্বন্ধ (ঘ) হেতু সম্বন্ধ
২৪। নিচের কোনটি তৎসম শব্দ? 
(ক) চাঁদ (খ) কুলা (গ) ভবন (ঘ) চামার
২৫। কোনটি বিপরীতার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে?
(ক) বড় বড় (খ) খোঁজখবর (গ) দেনা-পাওনা (ঘ) রকম-সকম
২৬। কোনটি রূপবাচক বিশেষণ?
(ক) সবুজ মাঠ (খ) ঠাণ্ডা হাওয়া (গ) বেলে মাটি (ঘ) চৌচালা ঘর
২৭। সূর্যের সমার্থক শব্দ কোনগুলো?
(ক) আদিত্য, বিধু (খ) তপন, সুধাংশু (গ) রবি, ইন্দু (ঘ) সবিতা, ভানু
২৮। কোনটির লিঙ্গান্তর হয় না?
(ক) চাতক (খ) নেতা (গ) কৃতদার (ঘ) মানব
২৯। কোনটি মধ্য স্বরাগমের উদাহরণ?
(ক) দিশ > দিশা (খ) রত্ম > রতন (গ) স্কুল > ইস্কুল (ঘ) আজি > আইজ 
৩০। ‘কমা’-এ কত সময় থামতে হয়? 
(ক) এক সেকেন্ড (খ) থামার প্রয়োজন নেই (গ) এক বলার দ্বিগুণ সময় (ঘ) এক বলতে যে সময় লাগে

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post